নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

কদিন আগে একটা হাদিস পড়ে আমি খুব ভয় পেয়েছি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৬

কদিন আগে একটা হাদিস পড়ে আমি খুব ভয় পেয়েছি। আর তা হল, শেষ বিচারের দিন, সবার হিসাব কিতাব বুঝে নেয়ার পর সবার সামনে মৃত্যুকে একটা ভেড়ার আকৃ্তি দিয়ে জবেহ করা হবে। এর পর সব মানুষ সে জান্নাতি হোক আর জাহান্নামি হোক সবাই অমর হবে। তখন আমি ভাবলাম যদি আমি জান্নাতি হই তবে ঠিক আছে, কিন্তু বাই চান্স নাউযু বিল্লাহ জাহান্নামি হই তবে আমার দুুঃখের আর শেষ থাকবে না। আল্লাহ সবাইকে মাফ করে দিন, আর সব্বাইকে জান্নাতবাসি হবার মত আমল করার তাওফিক দিন, আমীন!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

নাহিদ০৯ বলেছেন: দুঃখের দিন শেষ হবে না এর চাইতেও ভয়ংকর বিষয় হলো সে দুঃখ কোন দুনিয়ার দুঃখ না। আমাদের চিন্তা সীমার ও বাইরে। আল্লাহ'র অনুগ্রহ ছাড়া কেউ ই বাঁচতে পারবে না। আল্লাগ আমাদের সব্বাইকে মাফ করুন এবং তওবা করার তৌফিক দান করুন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: একদম সঠিক কথাটা বলেছেন জনাব নাহিদ। আপনার সাথে সম্পূর্ণ সহমত।পরম করুণাময় আল্লাহ পাক আমাদের সব্বাইকে মাফ করুন এবং তওবা করার তৌফিক দান করুন। আমীন, সুম্মা আমীন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরা ভয় পাবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৫

এস এম ইসমাঈল বলেছেন: সুপ্রিয় রাজীব নুর, ওরা এত সহজে ভয় পাবার লোক নয়। যািই হোক ভালো থাকবেন, জনাব।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫৮

চাঁদগাজী বলেছেন:



আপনি কি অপরাধ, ইয়াবা ইত্যাদিতেযুক্ত আছেন? আপনার পোষ্টগুলোতে আপনাকে চিন্তিত মনে হচ্ছে?

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১১

এস এম ইসমাঈল বলেছেন: শ্রদ্ধেয় গাজী ভাই, সালাম নেবেন। আলহামদুলিল্লাহ, দয়াময় মালিক আমাকে এসব বাজে জিনিষ থেকে হেফাযত করেছেন।
আমার সম বয়সী একজন খুব প্রিয় মানুষ সম্প্রতি মারা গেছেন। আর গত কিছু দিন ধরে শরীরটাও ভাল যাচ্ছে না, সব মিলিয়ে মনের অবস্থা সুখপ্রদ নয়। বাদ বাকি আল্লাহর মরজি। ধন্যবাদ জনাব। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.