![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
নাই আদি নাই অন্ত,
তোমার হেকমত অসীম, অফুরন্ত,
আমার মস্তক সদা অবনত,
তোমার রুকু সেজদারত,
দয়াল তুমি অনাদি অসীম, অনন্ত,
নাই কেউ তোমার তুল্য,
তব কুদরত অসীম, অফুরন্ত।।
আমার মস্তক সদা অবনত,
তোমার রুকু সেজদারত,
তুমি ছাড়া মোর নাই কেহ আর,
অনাদি তুমি চির অনন্ত,
অখন্ড একক অদ্বিতীয় তুমি,
কেউ নয় তোমার তুল্য।।
চন্দ্র সুর্য গ্রহ তারা,
তোমার জিকিরে মশগুল সদা,
পশু পাখী তরুলতা,
তোমার স্মরণে মশগুল সদা,
অনাদি অখন্ড তুমি,
একক চিরজীবী সত্তা।।
তুমি চিরসত্য, তুমি চিরনিত্য,
আকাশ পাতাল জলে স্থলে
তোমার মহিমা গায় সকলে,
আসমান জমীন পাতাল, সাগর ভূতলে,
তোমার মহিমা গায় সকলে।।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
এস এম ইসমাঈল বলেছেন: পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা অফুরন্ত। ভালো থাকবেন জনাব।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।