![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
দুই হাত এক না হলে বাজে না তালি,
দুই হাত এক হলে হয় মিতালি।
শুনিতে চাও যদি আরো হাতের কথা,
কাগজ কলম কালি লাগিবে হাযার বস্তা,
ডান হাত বাম হাত, অজুহাত, কালো হাত।
বাংলায় আরো আছে হাতের কথা,
ডান হাতের কাজ, বাম হাতের কাজ,
দু আংগুলের তুবড়ি মেরে
সহজেই সারা যায় কাজ
আছে আরো কত শত হাতের কথন,
সময় নিয়ে একদিন হবে আলাপন
হাতে নেই সময় আজ
তাই চেয়ে নিচছি মাফ।।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
এস এম ইসমাঈল বলেছেন: অতি উত্তম প্রসতাব। দুই একে দুই।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: তালি দেওয়া মানে কি আনন্দ প্রকাশ করা?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭
এস এম ইসমাঈল বলেছেন: জী জনাব।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
হাবিব বলেছেন: আর কিছু লিখেন কবি ভাই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭
এস এম ইসমাঈল বলেছেন: আহা স্যার একটু যদি বাকি দুই পংতি মিলিয়ে দিতেন
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
এস এম ইসমাঈল বলেছেন: স্যার সালাম নিবেন। আপনার দেয়া বাড়ীর কাজ এই মাত্র শেষ করলাম। কষট করে দেখে নিবেন।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২
ওমেরা বলেছেন: বড় ভাইয়া আসেন তাহলে দুইহাত এক করি ।