![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*** আয়লানকে মনে আছে আমাদের? হয়তো অনেকেই বলবেন কোন আয়লান? স্মৃতি হাতড়ে কেউ কেউ মনে করার চেষ্টা করবেন, কেউবা দীর্ঘশ্বাস ফেলে একটু আফসোসের ঢেকুর তুলবেন। ব্যস এই পর্যন্তই শেষ আমাদের আবেগের সীমারেখা। বালুচরে মুখ থুবরে পড়ে থাকা অভিমানী বালক আয়লানকে নিয়ে কম বানিজ্য হয়নি। প্রিন্ট্র ও ইলেক্ট্রনিক্স মিডিয়া আয়লানের অভিমান নিয়ে কম পসার জমায় নি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যুদ্ধ বিধস্থ সিরিয়ার এরকম হাজারো আয়লান গলি ঘুপচিতে অন্ধকারে মুখ থুবরে মরে পড়ে আছে। পশ্চিমা মিডিয়া তাদের খুজেও পা্য়নি। এটাই বাস্তবতা। একটা ব্যাপার লক্ষনীয়, যুদ্ধ ও চরমপন্থা কখনো শান্তি বয়ে আনতে পারে না। তবে ব্যবসায়ীরা ঠিকই লাভবান হন যেকোন পরিস্থিতিতে। পশ্চিমা বিশ্ব এখন সেই গেমটাই খেলছে মধ্যপ্রাচ্যে। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটা নিশ্চিত খাত আর সেবার ছদ্মাবরনে (আইএস দমনের ভান করে) আধিপত্য বিস্তার করে তেল সম্পদকে হাতিয়ে নেওয়ার এক সুচতুর কৌশল। মধ্যপ্রাচ্যবাসী এ সত্য যতদিনে বুঝবে ততদিনে অনেক দেরি হয়ে যাবে নিশ্চয়।
১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭
আহেমদ ইউসুফ বলেছেন: পিকচার কে একেছে জানি না ভাই। ফেসবুক থেকে নেওয়া।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৫
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কে একেছে ভাই পিকটা......