নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

৥৥৥ দিবস কেন্দ্রিক বানিজ্যকে না বলুন ৥৥৥

১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৫৩



*** প্রথমেই বলে রাখি দিবস কেন্দ্রিক যে কোন আচার অনুষ্ঠানে ভিষন এলার্জী আমার (তবে জাতীয় দিবসগুলোর কথা আলাদা) : এই যেমন ভালোবাসা দিবস, বাবা দিবস, মা দিবস, বন্ধু দিবস ইত্যাদি ইত্যাদি। প্রিয়জনদের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, মায়া মমতা প্রদর্শন দিবস কেন্দ্রিক হতে হবে কেন? বছরের বাকীটা সময় ভালোবাসার খড়া চাপিয়ে, ভক্তি-শ্রদ্ধার নিকুচি করে, মায়া-মমতার হাহাকার ফেলে কেন নির্দিষ্ট দিবসের অপেক্ষা করতে হবে বুঝি না। এটা আমার যুক্তিতে মেলে না, বিশ্বাসের সাথেও যায় না।

*** আমার মতে, সুস্থ্য পারিবারিক বন্ধনে আবদ্ধ কোন মানুষের এইসব দিবসের প্রয়োজন নাই। কারন বাবা-মা আত্মীয় স্বজন আপনার হাতের কাছেই থাকছে (একসাথে থাকা না হোক)। গ্রামীন ফোনের বদৌলতে (দুরত্ব যতই হোক কাছে থাকুন) আপনি ইচ্ছা করলেই আপনার নিকটাত্মীয়দের সাথে দুরত্ব ঘুচাতে পারেন। এক্ষেত্রে আমাদের স্বদিচ্ছাই যথেষ্ট। কিন্তু বাস্তবৃদষ্টে মনে হয় আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে দুরত্ব ঘুচানোর পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমেই হা-হুতাশ করতে বেশি পছন্দ করছি আমরা।

*** সর্বশেষ গত 08 মে 2016 তারিখে মা দিবস চলে গেল। ‪#‎Susan‬ G. Komen এর নামে ফেসবুকে অনেকেই প্রোফাইল পিকচার বদলেছেন। মাকে নিয়ে অনেকেই আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন। লক্ষ্য একটাই আপনি মাকে কতটা ভালবাসেন তা ফেসবুকবাসীকে জানানো। ভাল কথা, জানলাম আপনার মায়ের প্রতি ভালবাসার কথা। তাতে আমার বা আপনার লাভ কি হলো? আপনি যাকে এতটা সম্মান করেন, ভালোবাসেন সে কি বিষয়টা জানে বা অনুভব করে। ভালোবাসা, শ্রদ্ধা-ভক্তি জানানোর বিষয়ও না, এটা হলো অনুভবের বিষয়, উপলব্ধির ব্যপার। হিসাব মিলিয়ে দেখুন, গত এক বছরে এমন কি কোন কাজ করেছেন যাতে আপনার মা কষ্ট পেয়ে থাকতে পারে, আপনার আচরনে তার মন খারাপ হতে পারে?

*** অনেকেই হয়তো জানেন না, অনুভবও করেন না, সন্তান হিসেবে পিতা-মাতা আমাদের কাছে কি আশা করে আর কতটুকু আশা করে। অস্পষ্ট ধারনার কারনেই পাশ্চাত্যের (যেখানে বৃদ্ধাশ্রম অগনিত) ফেরি করা বাবা দিবস, মা দিবস পালনের জন্য উঠেপড়ে লাগেন। সোজা কথায় লোক দেখানো ভন্ডামীতে মেতে ওঠেন। বাবার জন্য, মায়ের জন্য কি বোর্ডের ভার্চুয়াল যুদ্ধে নেমে পড়েন। সবচেয়ে বড় কথা, এসব দিবস উদযাপন আর বিলিয়ন ডলারের বানিজ্য যে একই মুদ্রার দুই পিঠ এ কথা বোঝার সাধ্য কয়জনের আছে?

*** লেখাটা বড় হয়ে গেল। কষ্ট করে পড়ার জন্য অগ্রীম ধন্যবাদ দিয়ে রাখছি। #Susan G. Komen সম্পর্কে কিছু লিখেই শেষ করব ইন শা আল্লাহ। সুসান গুডম্যান ওরফে সুসান জি কোমেন 1943 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনিয় অঙ্গরাজ্যের পিউরিয়া এলাকায় জন্মগ্রহন করেন। তিনি মাত্র 36 বছর বয়সে স্তন ক্যান্সারে ভুগে মারা যান। পরবর্তীতে তার ছোট বোন ন্যান্সি গুডম্যান ব্রিঙ্কার বোনের স্মৃতি রক্ষার্থে তার নামে ব্রেস্ট কান্সার বিষয়ে সচেতনতার জন্য 1982 সালে “Susan G. Komen Breast Cancer Foundation” প্রতিষ্ঠা করেন। এ সংস্থার মুলমন্ত্র হলো “চিরতরে ব্রেস্ট ক্যান্সারকে শেষ করুন”। বর্তমানে এ সংস্থাটি ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় একটি আন্তর্জাতিক ট্রেডমার্কে পরিনত হয়েছে। আরো চমকপ্রদ তথ্য এই যে, বর্তমানে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে শিক্ষা ও গবেষনায় সবচেয়ে বড় অর্থ সংগ্রহকারী প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
https://en.wikipedia.org/wiki/Susan_G._Komen_for_the_Cure)

*** এবার আসুন মাকে নিয়ে মিডিয়া জগতের কিছু সেলেব্রেটিদের নিয়ে তৈরি করা একটি রিয়েলিস্টিক ভিডিও দেখি।

https://www.facebook.com/MaphaCaiDoyaoCai/videos/1012733382108172/

13/05/2016 খ্রিঃ, পাবনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.