![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারলে করো, করে দেখাও
দেশের বেশীর ভাগ রাজনীতিবিদদের কাছ থেকেই এখন আর মানুষ কিছু আশা করে না।
প্রধানমন্ত্রী হচ্ছে মায়ের মতো, বঞ্চিত ও দুঃখী মানুষরা তাই প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে থাকে, অসহায় চোখ দুটি আশ্রয় খোজে।
প্রধানমন্ত্রীও করে যান তাঁর সবটুকু মাতৃত্বসুলভ ভালোবাসা দিয়ে।
কিন্তু মাঝে মাঝে, "সোহেল যুবলীগের কেউ নয়" কিংবা "বিশ্বজিতের হত্যাকারীরা ছাত্রলীগের নয়"-এমন কথা স্বয়ং প্রধানমন্ত্রী বলে বসেন ক্ষুদ্র দলীয় স্বার্থের জন্য; তখন অসহায়দের আর যাওয়ার জায়গা থাকে না।
বিলম্বে হলেও প্রধানমন্ত্রী অনুভব করতে পেরেছেন। সোহেল এবং বিশ্বজীতের হত্যাকারীরা এখন বিচারের আওতায়। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক।
প্রধানমন্ত্রী মা হয়েই দুঃখীদের মননে চিরকাল জাগরুক থাকুক।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:১০
স্বাধীন শোয়েব বলেছেন: আমিতো হেতিরে আম্মা কইতাম ছাই......হেতি আমারে কোল লয়না...... আই কিত্তাম।