![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারলে করো, করে দেখাও
বেল তলাতে ন্যাঁড়া দু'বার যায় না
অকারণে চঁড় খেতে কেউ চায় না।
তাই বুঝি আর তোমার কথায়
এখন মানুষ খায় না।
হেন করেছো তেন করেছো
ছাগল ধরে ম্যান করেছো !
নদীর বালু-মহাল দখল
এতো কিছু কেন্ করেছো ?
............ভোটে জেতার জন্য ?
বাবু-দুলাল হত্যাকান্ডের কাজটা তো জগন্য।
এটা করো ওটা করো
তেলের বোতল ফোঁটা করো!
জলের দামে পানি দেবে
বিনিময়ে ভোটে জিতে-
একটা-দুইটা বাণী দেবে !
হা! হা! হা!
তোমার এমন মিষ্টি কথায়
মন ভরে না কারো,
ভোটের মাঠে খুব জিতেছো
এবার তুমি হারো।
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০০
ইঞ্জিনিয়ার মশিউর রহমান বলেছেন: এবার তুমি হারো