![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারলে করো, করে দেখাও
১/১১ এর জন্য যদি একজন দায়ী থাকে, তিনি মওদুদ।
তিনিই প্রথম খালেদা জিয়াকে কুমন্ত্রনা দিয়ে নিজের লোক দিয়ে নির্বাচন পরিচালনা করানোর জন্য সংবিধান সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়ানো হল। কলঙ্কিত করা হলো তত্তাবধায়ক সরকার ব্যবস্থাকে। দেশ পরে গেল ভয়াবহ রাজনৈতিক জটিলতায়।
সেই ভয় থেকে আওয়ামী সরকার এই সরকার ব্যবস্থা বাতিল করলো। ফলে মওদুদ সৃষ্ট সেই সমস্যার জের আরো কতদিন যে এ দেশের মানুষকে ভোগ করতে হয় তা কেবল সৃষ্টিকর্তা জানে।
সেই সময় থেকে আজ পর্যন্ত রাজনৈতিক হানাহানিতে যত প্রাণহানী হয়েছে, তার জন্য মওদুদই দায়ী।
সে তার এক বইতে লিখেছিলো, আমরা পঞ্চম সংশোধনী বাতিল হবার পরে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতাটা সংসদের কাছে ফিরিয়ে নিয়ে যাবার চিন্তা-ভাবনা করছি কিন্তু এখন বলছে পুরোই উল্টো।
এই মওদুদ বহুদিন ধরেই যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের জন্য লেগে আছে। একবার প্রেস ব্রিফিং করেও বলে ছিল, ট্রাইব্রুনাল ভেঙে দেয়ার জন্য।
মওদুদের রাজনৈতিক দূর্বত্তপনা, বুদ্ধিবৃত্তিক বেশ্যাগিরি বাংলাদেশের ৪১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি।
©somewhere in net ltd.