![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পারলে করো, করে দেখাও
তারা আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়। অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না।(সূরা আল বাক্বারাহ-৯)
তাদের অন্তঃকরণ ব্যধিগ্রস্ত আর আল্লাহ তাদের ব্যধি আরো বাড়িয়ে দিয়েছেন। বস্তুতঃ তাদের জন্য নির্ধারিত রয়েছে ভয়াবহ আযাব, তাদের মিথ্যাচারের দরুন।(সূরা আল বাক্বারাহ-১০)
আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি।(সূরা আল বাক্বারাহ-১১)
মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না।(সূরা আল বাক্বারাহ-১২)
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।(সূরা আল বাক্বারাহ-১৬)
তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না।(সূরা আল বাক্বারাহ-১৮)
বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।(সূরা আল বাক্বারাহ-১৫)
২| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩
সাঈফ শেরিফ বলেছেন: ধর্মের নামে ব্যবসা আর কত করবেন?
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬
হাবিবুর রাহমান বাদল বলেছেন: ধর্মের নামে ব্যবসা জামায়াত-শিবির নয় আপনারা বেশী করেন। আপনারা ধর্ম পালন করেননা কিন্তুু ধর্মের নামে ব্যবসা করার জন্য কোরআন-হাদীস পর্যন্ত ব্যবহার করেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:২১
আহমেদ জী এস বলেছেন: শেখ মেহেদী মির্জা ,
পবিত্র কোরআন থেকে আপনার উদ্বৃতির প্রতি সম্মান রেখেই বলছি , আমরা্ নিজেদের ঠিক রাখতে আর একটি সুরার আশ্রয় গ্রহন করতে পারি ---
সূরা নাস (মানবজাতি)
ক্বুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন্নাস। ইলাহিন্নাস। মিন শাররীল ওয়াস ওয়াসিল খান্নাস। আল্লাযি ইউওয়াস ভিসু ফী সুদুরিন্নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস।
অর্থ-
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। মানুষের অধিপতির, মানুষের প্রভুর, তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।