নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

শূন্য দৃষ্টিতে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ! অবুঝ সন্তানের নীরব কান্না।

০৭ ই জুন, ২০২২ সকাল ১১:৫৬


শূন্য দৃষ্টিতে অনিশ্চিত ভবিষ্যতের ছাপ! মায়ের কোলে চড়ে বাবার পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার নমুনা দিতে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছে ৬ মাসের শিশু রিহাদ। সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডে নিখোঁজ তার বাবা ফটিকছড়ির শাহজাহান।


চোখেমুখে অন্ধকার ভবিষ্যতের আতঙ্ক রেশমা বেগমের কোলে অবুঝ সন্তানের নীরব কান্না।



বাঁশখারীর আব্দুস সোবহানের পরিচয় শনাক্তে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭ মাসের শিশু ফাইযার ডিএরএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।



হাতে নিখোঁজ স্বামী শাহজাহানের ছবি হাতে।



ডিএনএ টেস্টের জন্য স্বজনদের নমুনা নেওয়া হচ্ছে চট্রগাম মেডিকেল কলেজ হাসপাতালে।



চট্রগ্রামে সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোর বিস্ফেরনে দগ্ধ ১৬ জনের চিকিৎসা চলছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।



তথ্যসূত্র : যুগান্তর/ইত্তেফাক/কালেরকন্ঠ

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৪১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এই কান্নার শেষ কোথায়? :(

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এর কোন শেষ নেই। তবে শুরু আছে

২| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: এই কষ্ট এই কান্না এ দেশের মাটিতে আছে আমার ত মনে হয় নাই
কারণ এখনে সব পাপের আখড়া আছে ভাই--------

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাপ করছে একজন সাজা খাটছে আরেক জন।

৩| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:০৮

সোনাগাজী বলেছেন:


শেখ হাসিনা বার্ণ ইুনিটও আছে নাকি? আমি তো মনে করেছিলাম, শুধু শেখ হাসিনা হেংগিং ইউনিট আছে।

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের পরিবারের সবার নামেই কিছু না কিছু আছে; ইহা আমার পছন্দ না। বঙ্গবন্ধু ছাড়া আর কারো নাকে করা ঠিক হয়নি; আবার সবকিছুতে বঙ্গবন্ধুর নাম জুড়ে দেওয়াও আমার মতে ঠিক না।

৪| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: মালিক পক্ষের কোনো বক্তব্য নেই?

০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মালিকপক্ষ লুকিয়ে আছে। লুকিয়ে থেকে ভায়া হয়ে এ করবো সে করবো বলছে।

৫| ০৭ ই জুন, ২০২২ দুপুর ১:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:

ডিএনএ শনাক্তকরণে কতসময় লাগে?

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক সময় জানিনা তারপরও আমার মনে হয় অল্পসময় লাগে।

৬| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যে ডিএনএ টেষ্ট হয় সেটাই তো জানতাম না।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হায় হায় আপনি বলেন কি! ধর্ষন মর্ষন পোড়া মানুষ বা বিকৃত মানুষ যাদের চেনা যায়না তাদেরকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।

৭| ০৭ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোটা অংকের বেতন ভাতা তুলে নিচ্ছে যারা,
নিরাপত্তা দেবার কথা ভুলে গেছে তারা
দ্বায়িত্বটা ভুলে গেলে এমনই হয় হাল,
আজ আমি লাশ হয়েছি তুমি হবে কাল।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৩:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কবিতার মাধ্যমে সত্যি কথাটাই তুলে ধরেছেন। আজকে ওরা আগুনে পুড়েছে আগামীকাল যে আমি পুড়বোনা তার কি গ্যারান্টি আছে।

৮| ০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নীরব কান্না দেখার কেউ নেই। বাচ্চাগুলো তথা পরিবার অন্ধকারে নিমজ্জিত হলো।

০৭ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকারের উচিত হবে ঐ শিল্প পরিবারকে বাধ্য করা যাবে পরিবারগুলো দাড়াতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.