নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

দীর্ঘতম বিষধর সাপ শঙ্খচূড় ।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:০০


পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিষধর সাপ শঙ্খচূড় বা রাজ গোখরা। এর ইংরেজি নাম King Cobra এবং বৈজ্ঞানিক নাম Ophiophagus hannah যা Elapidae পরিবারভুক্ত একটি সাপ। এই সাপটি দীর্ঘতা ও ক্ষিপ্রতায় সবার চেয়ে আলাদা এবং সেরা।

গ্রিক শব্দ, 'Ophio' অর্থাৎ 'সাপ' এবং 'Phagus' অর্থাৎ 'খাদক'। যার মানে সাপখাদক বা সাপখেকো। এরা সাপ খায়। দাঁড়াশ, চন্দ্রবোড়া, শাঁখামুটি, কালাচ, কোবরা থেকে শুরু করে পাইথন পর্যন্ত সবই এদের খাদ্যতালিকায় স্থান পায়। এরা নিজেদের প্রজাতিকেও মেরে খায়, এমনকি নিজের সহজাত প্রবৃত্তি অনুসারে নিজেদের বাচ্চাকেও খেয়ে ফেলতে পারে।

শঙ্খচূড় প্রায় ১২ ফুট থেকে সর্বোচ্চ ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই সাপের আঁশ মসৃন। মাথা ঘাড়ের চেয়ে চওড়া। এদের ফনা আছে, ফনা লম্বা ও সরু। গায়ের রং কালো, ধূসর, বাদামি বা গাঢ় জলপাই রঙের ওপর সাদা বা হলদেটে দাগ শরীর থেকে লেজ পর্যন্ত বিস্তৃত।


শঙ্খচূড় সাপের বিষের প্রকৃতি নিউরোটক্সিন অর্থাৎ নার্ভ ধ্বংসকারী। এদের বিষ থলিতে প্রায় ৭ মিলি লিটার বিষ ধারণ করতে পারে। এরা এক কামড়ে যতোটা বিষ নির্গত করে তাদিয়ে ২০ জন মানুষ মারা যেতে পারে।এরা খুব দ্রুতগামী এবং সজাগ। তবে, চট করে মানুষকে কামড়াতে দেখা যায় না। আসলে, মানুষের সংস্পর্শে খুব একটা আসে না এরা। এরা খুবই শান্ত স্বভাবের যখন নিজেকে বিপন্নভাবে কখনই ছোবলমারে।


মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আওজু বিল্লাহি মিনাশ শাইতুয়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ।

এই যে সাপ গুলোর ছব দিলেন এগুলো দেখে অনেকে ভয় পেতে পারন। আমার অফিসের মেয়ে ছেলেরা এগুলো দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। অনুগ্রহ পূর্বক এগুলো দিবেন না।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি মনে হয় সাপে খুব ভয় পান, তাই না? :D

২| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৩

জুল ভার্ন বলেছেন: সাপের একটা দর্শনীয় সৌন্দর্য আছে কিন্তু প্রাণী জগতে সাপ আমার অপছন্দের প্রাণী।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাপ দেখলে আমার ভয়ও করে আবার গা ঘিনঘিন করে।

৩| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমারও কিছুটা ভয় লাগে ও গা ঘিনঘিন করে।

০৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মতই অবস্থা।

৪| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সাপের মধ্যে সম্ভবত এটিই সবচেয়ে ভয়ঙ্কর?

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভয়ংকর সাপই বটে।

৫| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: সাপ আমি খুব ভয় পাই।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেশিভাগ মানুষই সাপকে ভয় পায়।

৬| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


নিজের প্রজাতি খায়,বাচ্চা খায় এই ব্যাপারটাই পছন্দ হয়নি ;উপমহাদেশে এ বিষ সংরক্ষণ করা হয় বাণিজ্যিক ভাবে?

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে নাকি লাগে?

৭| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের কোন কোন এলাকায় এদের বসবাস?

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশের সুন্দরবনের গভীরে এই সাপ দেখতে পাওয়া যায়। নেট তথ্যমতে।

৮| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর রহমান ভাই
আমি ভয় পাচ্ছি তবে
সাপকে নয়, কুপি পুষ্ট
খোঁজা যন্ত্রকে!
সূত্র, মুত্র নাইতো তাই!

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাইতো। ইহা নেট থেকে কাটিং ছাটিং করিয়া লেখা। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো আমার পোস্টে আসেননা বললেই চলে; খুব কম আসেন।

৯| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছোটোবেলায় অনেক সাপ-খোপ দেখেছি। সাপুড়েদের সাপের গান, সাপের খেলা অনেক দেখেছি হাটে বাজারে। এমনকি, বিয়ে করার পর শ্বশুর বাড়িতে গেলে একবার এক সাপুড়ে আমার গলায় সাপ পরিয়ে দিয়েছিল। ভয় পাই নি, তবে শরীরটা ঘ্যান ঘ্যান করে উঠেছিল।

সাপ আমার অনেক আগ্রহের বস্তুর মধ্যে একটা। ইউটিউবে সাপের ভিডিও প্রচুর দেখে থাকি। একটা সাপ কীভাবে অন্য একটা সাপকে খোপ করে ধরে মাথা থেকে লেজ পর্যন্ত ধীরে ধীরে গিলে ফেলে, তাও দেখেছি। জনৈক পাগল সাপের পেটে গিয়ে এক্সপেরিমেন্ট করেছে, কতক্ষণ বেঁচে থাকা যায়, তা নিয়ে (বিদেশী পাগল)।

আমারও আছে সাপ নিয়ে গল্প। সাপ-রহস্য

সুন্দর পোস্ট।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছোট বেলায় কত যে সাপ খেলা দেখেছি তার ইয়াত্তা নেই। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: টিভি দেখার খুব একটা সময় পাইনা তারপর যদি দেখি তবে ডিসকভারীতে সাপের অনুষ্টান দেখি।

১০| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:১৬

রাজীব নুর বলেছেন: দুটা ছবি দিয়েছেন, দুটাই ভয়ানক।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই সাপটি সত্যিই ভয়ানক।

১১| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
১২ ফুট থেকে ১৮ ফুটানে তো বিশাল লম্বা!!!
সাপ আমি মেলা ভয় পাই।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সর্বোচ্চ ১৮ ফুট পর্যন্ত নাকি লম্বা হয়। সাপকে সবাই ভয় পায়।

১২| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৪

কামাল৮০ বলেছেন: কোন প্রানীই বিনা প্রয়োজনে অন্য প্রানীকে হত্যা করে না।মানুষ করে তার শ্রেষ্ঠত প্রমানের জন্য।

০৭ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তা ঠিক।

১৩| ০৭ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৭

জ্যাকেল বলেছেন:
আপনি কি শুনেছেন ইবলিশ সাপের রুপ ধরে এসে আদম ও হাওয়া আঃ কে গন্দম খাইতে প্ররোচণা করেছিল?

০৭ ই জুলাই, ২০২২ দুপুর ২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ তাই তো শুনেছি।

১৪| ০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৫

রাজীব নুর বলেছেন: সাপের ভয়ে গ্রামে যেতেও ভয় লাগে।

০৭ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাই সাপকে ভয় পায়।

১৫| ০৮ ই জুলাই, ২০২২ রাত ৩:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসিনা আর কম আসি কথাতে
বিস্তর ফারাক আছে ভাই।

১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.