নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সরকার বর্তমান প্রেক্ষাপটে বিভিন্নক্ষেত্রে ব্যয় সংকোচনের নীতি গ্রহন করেছেন। তারই ধারাবহিকতায় প্রসাধনী পণ্য আমদানীতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারী কর্মকর্তাদের বিদেশ ভ্রমনে নিষেধাজ্ঞা। অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন। জ্বালানী সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবহারে অধিকতর মিতব্যয়ী হতে পরামর্শ দিচ্ছেন এবং এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ঘোষিত লোডশেডিং ইত্যাদী ইত্যাদী।
আমাদের হর্তাকর্তা, যারা আমাদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন; আমাদেরকে অঙ্গুলী নির্দেশনা দিচ্ছেন দেশপ্রেমে বলিয়ান হয়ে তারা কি আদৌ ব্যয় সংকোচন করছেন? বিদেশ ভ্রমন আপাতত বাদ দিয়েছেন অথবা জ্বালানী ও বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হয়েছেন? নাকি খেটে খাওয়া মানুষদের মিতব্যয়ী হওয়ার উপদেশ দিয়ে নিজেরা অমিতব্যয়ী থেকে যাচ্ছেন?
বি: দ্র: নির্দেশ দাতাদের গাড়ী ব্যবহার, বাসার বিদ্যুৎ ব্যবহার, বিদেশভ্রমন কোনটিই কমেনি; মিতব্যয়ীতার সময় আমজনতা সবার দেশ কিন্তু ভোগের বেলায় শুধু তাদের দেশ (!) ছবিটি যেন সে কথাই মনে করে দেয়।
ছবিটি জনৈক মেহেদি'র আঁকা এবং ইহা ফেবু থেকে নেয়া।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩১
গফুর মিয়া১৯১ বলেছেন: গন-জাগরণ দরকার।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে শিক্ষিত জাতি না হলে কোন কিছুই সম্ভব না।
৩| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩৮
ভুয়া মফিজ বলেছেন: ছবিই যা বলার বলে দিয়েছে। কাজেই আর কোন বাড়তি মন্তব্য নিস্প্রয়োজন।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেহেদি সাহেবের প্রশংসা করতেই হয়ে এমন চমৎকার একটি কার্টুন আাঁকার জন্য।
৪| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমান বাস্তবতায় ছবিটিতে সঠিক তথ্য ফুটে উঠেছে।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ। চমৎকার একটি ছবি।
৫| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এনার্জি সংকট আর মুল্যস্ফিতি সংকট সারা বিশ্বেই।
আমেরিকায় তেল গ্যাস বিদ্যুত সারা পৃথিবীর ভেতর সবচেয়ে সস্তা। তেলের রিজার্ভও বিশাল। গ্যাসেরও কোন অভাব নেই,
এরপরও বিদ্যুৎ অফিস থেকে সেলফ লোডসেড করতে অনুরোধ এসেমেস আসছে, মেইল আসছে।
তীব্র গরমে বিদ্যুৎ ওভারলোড সামাল দিতে বিদ্যুতের ব্যাবহার কমাতে এসি ব্যাবহার কমাতে বলছে, লন্ড্রি মেসিন রাতে ব্যাবহার করতে বলছে, টিভিতেও বারবার বলা হচ্ছে সেলফ লোডসেড করতে।
বিভিন্ন স্টেটে গ্যাসলিন স্টেশনে গাড়ীতে তেল নেয়ার সময় পাম্পে লাগানো ভিডিওতে ভেসে আসছে গাড়ীর এসি বন্ধ রাখার জন্য অনুরোধ। রেকর্ড মাত্রার তীব্র গরমেও নন হাইওওয়েতে চলার সময় গাড়ির এসি বন্ধ করে গাড়ীর জানালা খুলে রাখার অনুরোধ করছে, এসির ব্যাবহার কম করতে বলছে।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার অনন্য দায়িত্বশীল আমি বলেছেন, শুধু আমজনতা মিতব্যয়ী হলে চলবেনা কারণ তার সুয়োগ সুবিধার খুব সামান্য অংশই ভোগ করে মিতব্যয়ী হতে হবে তেনাদের যারা সুযোগ সুবিধার সিংহভাগ ভোগ করে।
৬| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শুধু আমজনতা মিতব্যয়ী হলে চলবেনা কারণ তার সুয়োগ সুবিধার খুব সামান্য অংশই ভোগ করে মিতব্যয়ী হতে হবে তেনাদের যারা সুযোগ সুবিধার সিংহভাগ ভোগ করে।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই তেনাদের মিতব্যয়ী হবে হবে; তেনারাই সিংহভাগ খেয়ে ফেলছেন।
৭| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৭
মোগল সম্রাট বলেছেন: সরকার কি শ্রীলংকা হওয়া ট্রমায় আক্রান্ত ?
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকটা সেরকমই। বেশি কড়াকড়ী করতে গিয়ে জনগন ভয়পাচ্ছে এবং সবকিছুই মজুদ করতে চাচ্ছে যা সংকট সৃষ্টির কারণ হতে পারে।
৮| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১০
জুল ভার্ন বলেছেন: আমজনতা সব সময়ই মিতব্যায়ী। বিভিন্ন উপলক্ষে সরকারই বেহুদা খরচ করে- যার খেসারত দিতে হয় সাধারন মানুষকে।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার অনন্য দায়িত্বশীল আমি বলেছেন, শুধু আমজনতা মিতব্যয়ী হলে চলবেনা কারণ তারা সুয়োগ সুবিধার খুব সামান্য অংশই ভোগ করে মিতব্যয়ী হতে হবে তেনাদের যারা সুযোগ সুবিধার সিংহভাগ ভোগ করে।
৯| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
চিল যেমন ছোঁ মেরে মুরগীর বাচ্চা নিয়ে যায়,তেমনি দেশটা ছোঁ মেরে নিয়ে যাওয়ার সময় হয়েছে আমাদের।
২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেশি কড়াকড়ি করতে গেয়ে জনগণ ভীত হয়ে পরছে; যা ভালো লক্ষণ নয়।
১০| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন:
মিতব্যয়ী হওয়ার জন্য আমাদের পরামর্শ বা নির্দেশ দিতে হয় না। আমরা মিতব্যয়ী হয়েই আছি। এইটাই উনারা বুঝে উঠতে পারেন না।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রকৃতপক্ষেই আমজনতা মিতব্যয়ী সেটাই উনার বোঝেনা।
১১| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: আমার টা আমার -তোমার টাও আমার।
আর তাই ত্যাগ যা করার তুমরা করবা ,ভোগ আমার অধিকার।
২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৩:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক। ত্যাগ তোমরা কর ভোগ আমরা করবো।
১২| ২৮ শে জুলাই, ২০২২ বিকাল ৫:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মনের মধ্যে ট্রমা চলছে। আমরা থি পথে হাঁটছি না।
৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ মশিউর রহমান,
পোস্টের শুরুর ছবিতেই (কার্টুন) সব পরিষ্কার, কোন শ্রেনীর গায়ের চর্বি দিয়ে তেল বানিয়ে জ্বালানি সমস্যার সমাধান করে
মিতব্যয়ী হওয়া সম্ভব।
৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহমেদ জী এস ভাই আপনার সুন্দর মন্তব্যে আর কিছু বলার নেই; সব উত্তর হয়ে গেছে।
১৪| ২৮ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে।
৩১ শে জুলাই, ২০২২ দুপুর ২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরীবদের ঈশ্বর ভদ্র পল্লীতেই থাকেন।
১৫| ৩১ শে জুলাই, ২০২২ বিকাল ৪:২৮
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুধু অন্যকে উপদেশ দিলেই হয় না নিজেকেও মিতব্যয়ী হতে হয়, এ ব্যাপারে কর্তৃপক্ষ শুধু উপদেশ দিয়েই খালাস । এ কারণে কেউ এসব উপদেশ গুরুত্বের সাথে নেয় না ।
০১ লা আগস্ট, ২০২২ সকাল ১০:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শতভাগ ঠিক কথা।
১৬| ০২ রা আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৮
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো পোস্ট। ছবিটাই যেন কথা বলছে। একদিকে যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা অপরদিকে নিরন্নতা, দারিদ্রতা, বিপন্নতা এই যেন উপমহাদেশে এক চিরন্তন শাশ্বত নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৩:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলংকা যেন একই সূত্রে গাঁথা।
মন্তব্যের জন্য ধন্যবাদ দাদাভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৮
খাঁজা বাবা বলেছেন: সময়োপযোগী কার্টুন