নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অমিয় বাণী সমগ্র।

১৫ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৪



পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের বাংলাদেশকে বেহেশতের সঙ্গে তুলনা, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের জ্বালানি ও সারের দাম বৃদ্ধির পরও ফসল উৎপাদনের ওপর প্রভাব না পড়ার দাবি, প্রত্যেক মানুষের গায়ে জামা-কাপড় রয়েছে বলে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের মন্তব্য, জিনিসপত্রের দাম বাড়ায় এখনো কেউ মারা যায়নি জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের আশাবাদ, মানুষ চাইলে তিন বেলা মাংস খেতে পারে বলে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের আশার বাণী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মন্তব্য-ভবিষ্যতে দারিদ্র্য দেখতে মিউজিয়ামে যেতে হবে এবং ‘ছেঁড়া জামা গায়ে কাউকে দেখা যায় না’-তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অমিয় বাণী।











তথ্য সুত্র : এখানে।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৫

জটিল ভাই বলেছেন:
বাণী যেমনই হোক, ছবি দেইখাতে ভাবছিলাম এটা স্প্যানকড ভাইয়ের পোস্ট!! =p~
আমরা আম পাব্লিক, ভাবনা ছাড়া আর কিবা করতে পারি??? :(

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবি দেখে মতিভ্রম হয়েছিল? আমপাব্লিকের কি ই বা করার আছে?

২| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: কথাগুলো এক্কেবারে মিথ্যেও না। আবার ফিল্ডে গিয়ে দেখেন। অনেকে মৌলিক চাহিদা পূরন করার জন্য ঋনগ্রস্থ।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনারা বেহেশতে আমরা ঋণগ্রস্থে।

৩| ১৫ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৩

জুল ভার্ন বলেছেন: ওই বখাটে গুলার বখাটেপনা আমজনতার কলিজায় আগুন লাগিয়ে দিচ্ছে....

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলেছেন।

৪| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯

কামাল৮০ বলেছেন: বিপদে পড়লে খড়কুটো ধরে বাঁচতে চায়।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবস্থা সে রকমই।

৫| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

ককচক বলেছেন: গলাবাজি করতে, ভাড়ামি করতে আমাদের মন্ত্রীদের তুলনা নাই।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম সঠিক কথা।

৬| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৩

অরণি বলেছেন: আমরা এখন সিংগাপুর হয়ে গেছি।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওনারা সিংগাপুরে আছেন।

৭| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনারা সুবিধাভোগি তাই দেশকে সিংগাপুর, সুইজারল্যান্ড বলবে কিন্তু আমরা টের পাচ্ছি কত ধানে কত চাল।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমপাব্লিক টের পাচ্ছি কত ধানে কত চাল।

৮| ১৫ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্ত্রীদের কথাবার্তা জোঁকারের মতো! কি কয় তা নিজেরাই জানেনা। হাসান মাহমুদ তো বিএনপি কে বকাঝকা না করা পর্যন্ত সকালে বার্থরুমে যেতে পারেনা।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলছেন; হাসান মাহমুদ তো বিএনপি কে বকাঝকা না করা পর্যন্ত সকালে বার্থরুমে যেতে পারেনা।

৯| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


বইমেলায় বই বের করা দরকার, মন্ত্রীদের বাণী সমগ্র।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ আইডিয়া।

১০| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
এই সব মিষ্টি মিষ্টি বানীতেই আমাদের দিন চলে যায়, কিছু খাওয়া লাগে না।
তবে যাদের বহুমূত্র আছে তাদের সামান্য কষ্ট হয়।

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা এখন বেহেস্তে আছি। বেহেস্তে মনে মনে চাইবেন আর সব খাবার চলে আসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.