নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

আবারো সেই হায়েনার বেশে!

৩০ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৫


সালের ১৫ আগস্ট এ ক্ষমতা দখলের পর তালেবান শাসন গোষ্ঠি বলেছিল তারা আগের অর্থাৎ ১৯৯০ সালের তালেবান নয়। তারা আগের চেয়ে অনেকটা শিথিল হওয়ার প্রতিশ্রুতি বা ইঙ্গিত দিয়েছিল কিন্তু ফলাফল ঠিক উল্টো। যেখানে ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে চক্রবৃদ্ধি হারে, নেই বিশুদ্ধ পানি। দরিদ্র বেড়েছে ৯৭ শতাংশ। তীব্র শীতে মানুষ মারা যাচ্ছে। ইত্যাদী মৌলিক অধিকারগুলোকে পাশ কাটিয়ে তার খড়গহস্ত হয়েছে নারী শিক্ষার উপর! পত্রিকান্তে প্রকাশ এরই মধ্যে দেশটিতে প্রায় দেড় লাখ তরুণীকে বিতাড়িত করা হয়েছে স্কুল থেকে। উচ্চশিক্ষা বন্ধ করেছে। সরকারি চাকরি থেকে ছাঁটাই করেছে। একেবারে কোণঠাসা করে ফেলেছে নারীদের।

অতিসম্প্রতি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে না ছাত্রীরা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে তারা আবারো সেই হায়েনার বেশে।

মন্তব্য ৩৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নারী বিষয়ক তাদের মনভাব গ্রহণযোগ্য নয়।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবার আগে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে; তারপর অন্যকিছু।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৪

রানার ব্লগ বলেছেন: সাপ ও ভন্ডদের বিশ্বাস করতে নাই !!!

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৬

অনামিকাসুলতানা বলেছেন: এমন কি তারা পুরুষ ডাক্তার দেখাতে পারবে না , বিঊটি পার্লারে যেতে পারবে না।
এই দিক দিয়ে মেয়েরা উচ্চ শিক্ষা নিতে পারবে না তার মানে ৫/১০ বছ্ র প্ রে মেয়ে ডাক্তার থাকবে কি?

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৫/১০ বছর পর পুরুষ যুবকদের দিয়ে তাদের স্ত্রীর নরমার ডেলিভারী করতে হবে।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২২

রাজীব নুর বলেছেন: ৫৭ টা মুসলমান দেশ একেকটা জাহান্নাম।
উমরের সময় নারীদের অর্ধ উলঙ্গ করে হাঁটে উঠানো হতো বিক্রির জন্য।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার তথ্যে ভুল আছে।

৫| ৩০ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:


ধর্ম কাজ করছে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্মে তো পড়াশুনা বন্ধের বিষয়ে কিছু নেই।

৬| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮

ঢাবিয়ান বলেছেন: তালেবানিদের সাথে ইসলাম ধর্ম গুলিয়ে ফেললে আসলে সমস্যা । তালেবানিরা বকধার্মিক। নবীজির সময়ে নবীজি এই অসভ্য প্রকৃতির লোকদের বিরুদ্ধেই লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক। তালেবান ও ইসলাম এই দুটিকে অনেকেই গুলিয়ে ফেলছেন।

৭| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৬

কামাল১৮ বলেছেন: চৌদ্দশ বছর আগে ফিরে গেছে তালেবান।তারা মডারেট ইসলাম না তাঁরাই প্রকৃত ইসলাম।মক্কার না মদিনায় আমাদের নবী যে ইসলাম প্রচার করেছে তারা সেই ইসলামের অনুসারী।হাটহাজারী থেকে একথাই প্রচার করা হয়ে ছিল কিছু দিন আগে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাটহাজারী ইসলামের কেন্দ্রবিন্দু না।

৮| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিসেযে ওদের ভালোওরাই ভালো বুঝে না।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য কথা।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৪

কলাবাগান১ বলেছেন: বাংলাকে আফগান করার জন্যই ফেসবুক/ইউটিউব সয়লাব......

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তেনাদের দৌড় ফেসবুক/ইউটিউব পর্যন্তই।

১০| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

কলাবাগান১ বলেছেন: ও শুধু ফেসবুক/ইউটিউব না...এই সামু ব্লগেও আছে

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পক্ষে বিপক্ষে মতামত থাকবেই; বাংলাকে আফগানিস্তান বানানোর ক্ষকতা করো নেই, জনগন সেটা মানবেনা।

১১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৩

অগ্নিবেশ বলেছেন: মহান আল্লাহ তালার সন্নিকটে আমার করুন আর্তি এই যে সোনার বাংলাতে আল্লাহর আইন শরীয়া চালু হোক। খেলা হবে।

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিজেপি ও তালেবানের মধ্যে পার্থক্য নেই।

১২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুরু হবে ২০২১ সালের ১৫ আগস্ট কিন্তু ২০২১ এডিট করতে পারছিনা; কারণ কি?

১৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২১

বিটপি বলেছেন: মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেবার জন্য এবং ধর্মের অবমাননার জন্য রাজীব নুরের বিরুদ্ধে রিপোর্ট করলাম। দেখি মডারেশন কি ব্যবস্থা নেয়!

৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাঝে মধ্যেই উনি উল্টাপাল্টা কথা বলেন।

১৪| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: রানার ব্লগ বলেছেন: সাপ ও ভন্ডদের বিশ্বাস করতে নাই !!!

সহমত।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সহমত।

১৫| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে দেশে সেই সময়কার অধিকাংশ বলতে ৯৮ ভাগ হুজুরেরা ছিলো রাজাকার ও যুদ্ধাপরাধী লোকজন।

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুজুর ছাড়াও অনেক রাজাকার আছে।

১৬| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১০

অগ্নিবেশ বলেছেন: হযরত উমর ক্রীতদাসীদের পেটাতেন, মুক্ত নারীদের মত পর্দা করার কারণে
আশরাফুল হিদায়া, ইসলামিয়া কুতুবখানা, নবম খণ্ড, পৃষ্ঠা ৬১৫
তাফসীরে মাজহারী, নবম খণ্ড, পৃষ্ঠা ৫৬৭

বেঢপি, আমাকেও রিপোর্ট করেন সহি ইসলাম প্রচারের জন্য।


৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি আপনার নিজ ধর্ম নিয়ে চর্চা করলে আরো ভালো করবেন।

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৪:২৩

জ্যাক স্মিথ বলেছেন: তালেবানরা আরও ২০ বছর ক্ষমতায় থাকুক, দেখি ওরা কি করে, আর ওদের দেখে যদি বাঙালীদের একটু শিক্ষা হয়। বছর খানেক আগেও বাংলা হবে অফগান চিন্তাধারার মানুষের অভাব ছিলো না; তালেবানদের না না বিরত্বের কাহিনী শোনাইতো, বাংলাদেশেও একদিন খেলাফত কায়েম হবে বলে স্বপ্নে দেখতো। তবে এখন কিছুটা হলেও তাদের হুশ হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা বলে বাংলা হবে আফগান তাদের ফাঁসি দেওয়া উচিত।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:৩১

অগ্নিবেশ বলেছেন: রহমান ভাই আমারে কি হিন্দু লাগে? আমি ত গরুও খাই শুকরও খাই।

১৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৫২

অনল চৌধুরী বলেছেন: অসল হায়েনা-ড্রাকুলা-সবই সন্ত্রাসী এ্যামেরিকা, যারা নিজেদের স্বার্থে তালেবান লাদেন আইএস বাগদাদী সৃষ্টি করে।
আবার স্বার্থের বিরুদ্ধে গেলে তাদের্ হত্যা করে বিরাট গণতন্ত্রী-মানবতাবাদী দাবী করে।

২০| ১০ ই মার্চ, ২০২৩ রাত ১২:০২

খায়রুল আহসান বলেছেন: এর বিরুদ্ধে আফগান নাগরিকদেরই জেগে উঠতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.