নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সাপ ও বেজি:
বাংলায় একটা কথা আছে "সাপে- নেউলে"। সাধু ভাষাতেও কথাটা আছে "অহিনকুল"। অর্থাৎ চরম শত্রুতার সম্পর্ক। সাপ আর বেজির (বা নেউল, সাধু ভাষায় "নকুল") মধ্যে শত্রুতার কথা কমবেশি সকলেই জানেন। সেই নিয়ে কিছু বলি। আমরা যে প্রাণীটিকে সাধারণত বেজি বলে চিনি, তার ইংরেজি নাম ইন্ডিয়ান গ্রে মঙ্গুজ (Indian Grey Mongoose)। বৈজ্ঞানিক নাম Herpestes edwardsii।বেজির আরও অন্যান্য প্রজাতি ইউরোপ, আফ্রিকা ও এশিয়া জুড়ে ছড়িয়ে আছে। এখন এই ইন্ডিয়ান গ্রে মঙ্গুজ বিষধর সাপের সঙ্গে লড়াই করে তাদের মেরে ফেলতে ওস্তাদ। বিশেষত কোবরা জাতীয় সাপ (কেউটে বা গোখরো)। এখন এরা কিভাবে এই অসম সাহসী কাজটি করে?
প্রথমত, বেজির চামড়া বেশ মোটা। তাই সাপকে বিষদাঁত বেঁধাতেও একটু কষ্ট করতে হবে।
দ্বিতীয়ত, বেজি অত্যন্ত দ্রুতগতিতে চলাফেরা করতে পারে। একটি কোবরা যত গতিতেই ছোবল মারুক না কেন, বেজির নাগাল পাওয়া শক্ত। সে এদিক ওদিক লাফিয়ে বারবার সাপের নাগালের বাইরে চলে যায়। ওইটুকু প্রাণীর কী সাহস! ঐভাবে লাফাতে লাফাতে সে মাঝে মাঝেই সাপের অসাবধানতার সুযোগ নিয়ে বারে বারে চকিতে সাপকে আঘাত করতে থাকে। আর সাপ বারবার চেষ্টা করেও তাকে ছোবল মারতে পারে না। অবশেষে এইভাবে যখন সাপটি ক্লান্ত হয়ে পড়ে, তখনই বেজি খপ করে তার মাথায় মরণ কামড় বসায়। এখন কথা হল, সাপ যদি বেজি কে কোনভাবে ছোবল মারতে পারে, তাহলে কী হবে?
১৯৯২ সালের একটি গবেষণা অনুযায়ী, নিউরো টক্সিন জাতীয় বিষে বেজির শরীরে কোন প্রভাব পড়েনা। কোবরা জাতীয় সাপের বিষ মূলত আলফা নিউরোটক্সিন। যা মাংসপেশির কোষে acetylcholine receptor নামক এক প্রোটিন এর সঙ্গে বেঁধে যায় এবং মাংসপেশির সংকোচন প্রসারণ কে ব্যাহত করে। ফলে প্যারালাইসিস হয়ে শেষমেষ মৃত্যু ঘটে। বেজির শরীরে যে acetylcholine receptor গুলি আছে, তাতে অপর এক ধরনের প্রোটিন (glycoprotein) আগে থেকেই বেঁধে নিউরোটক্সিন কে আর বাঁধতে দেয়না। ফলে বেজির শরীরে নিউরোটক্সিনের কোন প্রভাব পড়ে না। কিন্তু হ্যাঁ, বিষ যদি হেমোটক্সিন (haemotoxin) জাতীয় হয়, তাহলে কিন্তু সাপের কামড়ে বেজি মারা যেতে পারে। অর্থাৎ একটি চন্দ্রবোড়া যদি বেজি কে ছোবল মারতে পারে, তাহলে বেজির মৃত্যু হবে। সবশেষে বলি, বেজি সাপ কে মেরে ফেলতে পারলেও, সাপ কিন্তু বেজির স্বাভাবিক খাদ্য নয়। বেজি মূলত পোকামাকড়, কাঁকড়া, কেঁচো, গিরগিটি, ছোট পাখি ইত্যাদি খেয়ে থাকে।
তথ্য ক্রেডিট : বিজ্ঞানকথা।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:৪১
জুল ভার্ন বলেছেন: বেজী, প্লাটিপাস এবং ঘোড়া সাপের বিষ হজম করতে পারে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৩
রাজীব নুর বলেছেন: জানলাম।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৭
খায়রুল আহসান বলেছেন: বেশ চমকপ্রদ তথ্য।
৫| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৬
RickySan বলেছেন: Those can be objective thoughts. We can view them in many different direction। Fun Games
৬| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৭
RickySan বলেছেন: I'm sure of that [url=https://fun-games.io]Fun Games[/url]
৭| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৮
RickySan বলেছেন: Do you think like me? [Fun games](https://fun-games.io)
৮| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৯
RickySan বলেছেন: Fun Games?
৯| ০৯ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:২৯
RickySan বলেছেন: Fun Games?
১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
Wewe বলেছেন: Appreciate the detailed explanation. Very useful and clear. https://1depositcasinocanada.com/
১১| ০৯ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৫
ফহেত ঠগযডপ বলেছেন: Your expertise is evident, thank you for sharing it with us. https://503.osttopstfreeware.com
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৫০
শেরজা তপন বলেছেন: পুরো বিষয়টা জানা ছিলনা- জেনে ভাল লাগল।