নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

হিরো আলমকে বেধড়ক মারপিট; সুষ্ঠু নির্বাচন না হওয়ার বার্তা পেল বিদেশিরা।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৩১

কি দরকার ছিল হিরো আলমকে এভাবে বেধড়ক মারপিট করার? কথায় আছেনা মরাকে মেরে খুঁনের দায়ে দায়ী। তারা যে সত্যিই খুঁনের দায়ে দায়ী সেটা এবার সবাই দেখলো জানলো। পচা সামুকে পা কাটার মতো অবস্থা। এমনিতেই মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে তার উপর আবার ক্যাডার বাহিনীর উৎপাত সুতরাং কে ভোট দিতে যায়? ঢাকা-১৭ আসনের নির্বাচনে মাত্র ১০ থেকে ১২ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী সরকারের আমলে মানুষকে ভোট দিতে হয়না, মানুষ ভোট দিতে যায় না এবং ভোটের প্রতি মানুষের কোন আস্থা নেই তা আবারও প্রমানিত হলো।

হিরো আলমকে মারপিট করা মানে একজন প্রার্থীকে মারপিট করা। বিশ্ব আবারো দেখলো ভিন্নমতের কেউ নির্বাচন করতে চাইলে তাকে কতভাবে হেনস্থা করা হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল যখন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে কথা বলছে ঠিক তখনই এমন ঘটনা ঘটলো। বাংলাদেশে যে বর্তমান সরকারের সময়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবেনা তারা এমন বার্তাই পেল। ঠিক একই বার্তা পেলে জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রে।

আর এমন বার্তা জনগন বহু আগেই পেয়েছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৪৯

ধুলো মেঘ বলেছেন: ওখানে ছাত্রলীগের ক্যাডার ছিল জেনেও হিরো আলম গেছিল মাতবরী করতে। ফলে যা হবার তাই হয়েছে। তবে এতে ওভারআল তার লাভই হয়েছে। এই ভিডিও ভাইরাল করেও প্রায় লাখ খানেক ইনকাম হয়ে গেছে তার।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন প্রার্থী সব কেন্দ্রেই যেতে পারে এটা তার অধিকার কিন্তু ওখানে ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে কেন থাকতে হবে তারা কি করছিল ওখানে?

২| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:১৪

কামাল১৮ বলেছেন: পুলিশ তদন্ত করছে।অচিরেই সত্য ঘটনা জানা যাবে।আমাদের ভোট আমরা করবো বিদেশিরা বলার কে।পশ্চিম বাংলায় পঞ্চায়েত ভোটে এগারো জন মারা গেলো সেখানেতো পশ্চিমারা কিছু বলছে না।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতে যতটা স্বচ্ছ নির্বাচন হয় তার ২৫% স্বচ্ছ বাংলাদেশে হলে আওয়ামী লীগ এতদিন ক্ষমতা থেকে বিদায় নিতে হতো।

৩| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছাত্রলীগের ক্যাডারা আওয়ামী লীগের বারোটা বাজিয়ে ছাড়বে; তাদের অতীত ইতিহাসও খুবএকটা ভালোনা। তবে এটা দিনের মতো সত্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্টু কোনভাবেই হবেনা এটা দিন-রাত যেমস সত্য তেমনই সত্য।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভোট কেন্দ্রে কেউ না থাকলেও ১০০ ভাগ ভোট কাস্ট হয়ে যায় এমনও শোনা গেছে যে যতভোট কেন্দ্রে আছে তার চেয়েও বেশি ভোট কাস্ট হয়েছে।

৪| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৪৯

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা কতখানি উন্নত হয়েছি তারি একটা চিত্র
ভবিষ্যতে আর উন্নত হবো এটাই মিত্র!--------
গলাবাজি মিথ্যাবাজি সবই এখন গোত্র
এই না হলো স্বদেশে বাঙালির পত্র
এবার হাতে লও লাঠি সঠা রক্ত
গলা ছুড় উন্নত কর যতসব বক্ত-----------

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ! ছন্দে ছন্দে বাস্তব কথাগুলোই তুলে ধরেছেন।

৫| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৩৯

অরণি বলেছেন: বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি চলবেনা এখানে জোর যার মুলূক তার রাজনীতি চলবে।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবস্থা সে রকমই।

৬| ১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৪৪

অপু তানভীর বলেছেন: কোন সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচন সম্ভব না ।

১৯ শে জুলাই, ২০২৩ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবেনা।

৭| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: রাজনীতি হিরো আলমের ক্ষেত্র না। তার উচিত নিজের ক্ষেত্রে উন্নতি করার চেষ্টা করা। হুট করে যারা রাজনীতিতে আসেন তাঁরা দূর্নাম কামায়, অপমানিত হতে হয়, নিজের কপাল নিজেই পুড়ে। শেষমেশ এরা নিজের কপাল নিজে চাপড়ায়। সহজ সরল সত্য কথা হলো- সমাজের ভালো মানুষেরা রাজনীতির বাইরে থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করেন। মানুষের জন্য ভালো কিছু করতে হলে রাজনীতিতে নামতে হয় না। ইচ্ছা থাকলেই হয়।

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কথার সারমর্ম হলো রাজনীতি যারা করছেন তারা কেউ ভালো মানুষ না, তাই তো?






কি কারণে হিরো আলমের ক্ষেত্র রাজনীতি নয়, বলবেন কি?

৮| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৭

ফেনা বলেছেন:
এ কে ফেনা

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:


হিরো আলম মার খাওয়ার ব্যাপারটাও সম্পুর্ন বানোয়াট মনে হয়।
সবটাই 'ক্যামেরা শো' হিসেবে তৈরি করা হয়েছে। মুলত অর্থউপার্জনের জন্য। নির্বাচন বিতর্ক তৈরিটা বোনাস।

এজাবৎ প্রাপ্ত তথ্যে যানা যায় - হিরো সাহেব সারাদিন কোন জালভোট ছবি খুজে হয়রান হয়ে নির্বাচন শেষ হয়ার ৪০ মিনিট আগে একটি বিতর্ক তৈরি ৭০ জন টিকটকার নিয়ে হাজির হন। অনেক চেষ্টা করেও একটি কেন্দ্রে ঢুকে একটা ইনসিডেন্ট ক্রিয়েট করতে ব্যার্থ হয়ে কেন্দ্র ত্যাগ করেন।

এরপর কেন্দ্রের বেশ দূরে রাস্তায় কোন কারন ছাড়া দৌরাতে দেখা যায়, সাথে সব তার নিয়জিত ক্যামেরাম্যানরা অনেকে রিক্সা নিয়ে ভিডিও করছে প্রফেশনাল স্টেডি মাউন্ট নিয়ে যেখানে। এরপরের দৃশ্বে ৫ জন আওয়ামীলীগের ব্যাজ পড়া তাকে কিল ঘুশি লাথি দিতে দেখা যায়।
কিন্তু তার ৭০ জন ক্যামেরাম্যান কেউ বাধা তো দেয়ই কথা বলেও বাধাদেয় নি। উলটো ভাল ভাবে ভিডিও করতে টিমওয়ার্কের মত একে অপরের সাথে নির্দেশ বিনিময় করছিল।

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুড। মন্ত্রী হাসান মাহমুদের কাজটা এখন আপনাকেই করতে হবে। কারণ গোয়েবলস হিবেবে আপনিই বেশি দক্ষ।




জানা গেল হিরো আলমের হামলাকারীদের পরিচয়

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই যে আপনার সেই টিকটকারের দল।

১০| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:১৫

অহরহ বলেছেন: আরে ধুর!! বিএনপি-জামাতের এই monkey টা শেষমেষ নিজের লোক দিয়েই এই অঘটন ঘটিয়েছে। যাতে মিডিয়া কাভারেজ পায়।

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যা বলেছেন আপনি। জানা গেল হিরো আলমের হামলাকারীদের পরিচয়

১১| ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪২

জ্যাকেল বলেছেন: এই সরকারের অধিনে সুষ্টু নির্বাচন আর বান্দরের কাছে রুটি ভাগের দ্বায়িত্ব দেওয়া একই কথা।

১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ২:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দলীয় সরকারের অধীনে নির্বাচন কখনই সুষ্ঠু হবেনা।

১২| ১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৪৯

রানার ব্লগ বলেছেন: আমার শুধু একটাই দুঃখ । আলম বেচারা কে বলির পাঠা বানালো বি এন পি !!

১৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জানা গেল হিরো আলমের হামলাকারীদের পরিচয়

১৩| ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক
স্বৈরতন্ত্র নিপাত যাক !

২০ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক্ষমতায় যেই আসুক দরকার হলো সুষ্ঠু ভোট।

১৪| ১৯ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

কিরকুট বলেছেন: ভাবুন দেশে কোন ফেইসবুক আর ইউটিউব নেই । হিরো আলম ও নাই !!!

২০ শে জুলাই, ২০২৩ সকাল ৮:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ফেইসবুক আর ইউটিউব না থাকলে হিরো আলমও থাকতোনা।

১৫| ২০ শে জুলাই, ২০২৩ রাত ১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: আশ্চর্যের বিষয় হোল আওয়ামীলীগ হিরো আলমকে ভয় পাচ্ছে।

২০ শে জুলাই, ২০২৩ সকাল ৯:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা ভেবে আমিও আশ্চর্য আওয়ামী লীগ কেন হিরো আলমকে ভয় পাচ্ছে।

১৬| ২০ শে জুলাই, ২০২৩ সকাল ১১:২৭

নজসু বলেছেন:


এই রকম আলা ভোলা পোলাটাকে গিনিপিগ বানানো ঠিক হয় নাই।
পাবলিক এমনিতেই জানে আসন্ন নির্বাচন কেমন হবে। :-B

২০ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্বাচন সম্পর্কে পাকলিকে ধারণা হয়ে গেছে।

১৭| ২০ শে জুলাই, ২০২৩ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: হিরো আলম জ্ঞানহীন। মগজহীণ।

২৩ শে জুলাই, ২০২৩ দুপুর ১:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আশ্চর্যের বিষয় হোল আওয়ামীলীগ হিরো আলমকে ভয় পাচ্ছে।

১৮| ০৯ ই আগস্ট, ২০২৩ রাত ১২:৫২

খায়রুল আহসান বলেছেন: এ নিন্দনীয় ঘটনাটি ঘটানোর কোন প্রয়োজনই ছিল না। অভ্যাসগতভাবে এ মাস্তানির কুফল মারাত্মক হতে পারে।

১৬ ই আগস্ট, ২০২৩ বিকাল ৪:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি একদম ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.