নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভারতের আগে বাংলাদেশের সফল চন্দ্রাভিযান!

০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২০



আমাদের না আছে আন্তর্জাতিক মানের গবেষণাগার না আছে কোন আন্তর্জাতিক মানের শিক্ষালয়; সবকিছুই চলছে দলীয় ক্যাডার দিয়ে যেখানে লাগবে ইঞ্জিনিয়ার সেখানে কৃষিবিদ এবং যেখানে দরকার কৃষিবিদ সেখানে কাজ করছেন ইঞ্জিনিয়ার! শিক্ষা, গবেষণা, বিজ্ঞান চর্চা সবকিছুতেই নীতিনির্ধারক তথা সরকারে গাছাড়াভাব তাদের মননে মগজে শুধুই আমৃত্যূ ক্ষমতায় থাকার লিপ্সা। তারা পারেনি কোন আন্তর্জাতিক মানের গবেষনাগার বা শিক্ষালয় প্রতিষ্ঠা করতে, তারা পেরেছে শুধুই জ্বীহুজুর জ্বীহুজুর প্রকৃতির মোসাহেবি একটা জনগোষ্ঠী তৈরী করতে।

এই গোষ্ঠী এখন ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে উঠেপড়ে লেগেছে। তারা বলছে ইউনূস সুদখোর কেউ আরো একধাপ এগিয়ে বলছে ইউনূস হারামখোর। হারামের কথায় নাহয় বাদই দিলাম, সুদ কি বাংলাদেশের আইনে নিষিদ্ধ? তাদের মধ্যে যারা ব্যাংক ডাকাত তারাও অবলীলায় বলছে ইউনূস সুদখোর! যারা দেশের সম্পদ চুরি করে সুইচব্যাংক ভরছে এবং যুক্তরাষ্ট্রে গাড়ী বাড়ি করেছে তারাও আজ ইউনূসকে সুদখোর টাকা পাচারকারী বলছে, কী আশ্চর্য!

আজ যদি তেনাদের প্রধান বলেন, ভারতের আগে বাংলাদেশের সফল চন্দ্রাভিযানের নেতৃত্ব দিয়েছিলেন জনাব সাইদী তাহলে কাল সকল মোসাহেব পল্টি মেরে চোখে সুরমা, গায়ে আতর মেখে সাঈদী সাহেব যে ভারতের আগে সফল চন্দ্রাভিযানের নেতৃত্বে দিয়েছেন সে প্রশংসায় পঞ্চমুখ হবে। মাঠে-ঘাটে ফেসবুকে কৃতিত্বের দাবিতে সরব হবে। সেই সংগে এটাও বলা যায় যদি একবার মুখফসকে ইউনূসের প্রশংসা করা হয় সংগে সংগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা ড. ইউনূসের নোবেল প্রত্যাহারের জন্য আন্দেলন করছে তারাও ভোল পাল্টে ড. ইউনূসকে প্রতিবার নোবেল দেওয়ার জন্য আন্দোলন করতে থাকবে। দাবী করবে ইউনূস আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র; ইউনূসের জন্য আজ এ শিক্ষালয় গর্বিত!!










লেখাটি ব্লগার কাছের-মানুষ-এর মন্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

কামাল১৮ বলেছেন: আসল অভিযোগ কর ফাঁকি ও শ্রমিকের পাওনা না দেয়া।যেটা নিয়ে মামলা চলছে।সুদ খাওয়া হারাম কিন্তু আইনে নিষেধ নাই।অতিরিক্ত সুদ খাওয়া অনৈতিক।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা ড. ইউনূসের ব্যাপারে অতিউৎসাহী তারা কি সবাই ধোয়া তুলশীপাত?

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০০

জগতারন বলেছেন:
কামাল১৮ বলেছেন:
আসল অভিযোগ কর ফাঁকি ও শ্রমিকের পাওনা না দেয়া।যেটা নিয়ে মামলা চলছে।সুদ খাওয়া হারাম কিন্তু আইনে নিষেধ নাই।অতিরিক্ত সুদ খাওয়া অনৈতিক।

সহমত (!)

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা ড. ইউনূসের ব্যাপারে অতি উৎসাহী তাদের অনেককেই তো দেশের বাহিরে টাকা পাচার করেছে এবং করছে। তাদের বিচার হয়না কেন?

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১:৫৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অন্যায় অন্যায়ই। প্রধানমন্ত্রী বললেই অন্যায় ন্যায় হয়ে যাবে না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কারো হাতের ইশারায় অন্যায় ন্যয় হয়ে যায় মুহূর্তেই।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

শেরজা তপন বলেছেন: তাদের মধ্যে যারা ব্যাংক ডাকাত তারাও অবলীলায় বলছে ইউনূস সুদখোর! যারা দেশের সম্পদ চুরি করে সুইচব্যাংক ভরছে এবং যুক্তরাষ্ট্রে গাড়ী বাড়ি করেছে তারাও আজ ইউনূসকে সুদখোর টাকা পাচারকারী বলছে, কী আশ্চর্য!
~ এটা একদম সত্য কথা। আফসোস! কাদের মুখে কি কথা শুনতে হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই আফসোস ছাড়া কিছুই করার নেই।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:০৮

শেরজা তপন বলেছেন: তাদের মধ্যে যারা ব্যাংক ডাকাত তারাও অবলীলায় বলছে ইউনূস সুদখোর! যারা দেশের সম্পদ চুরি করে সুইচব্যাংক ভরছে এবং যুক্তরাষ্ট্রে গাড়ী বাড়ি করেছে তারাও আজ ইউনূসকে সুদখোর টাকা পাচারকারী বলছে, কী আশ্চর্য!
~ এটা একদম সত্য কথা। আফসোস! কাদের মুখে কি কথা শুনতে হয়।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: ইউনুস লোকটা সহজ সরল।
তাকে নিয়ে এরকম রাজনৈতিক খেলা কেন খেলা হচ্ছে বুঝতে পারছি না।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অযথা একটা নোংড়া খেলা হচ্ছে।

৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০২

অর্ক বলেছেন: আপনার আগের দুয়েকটা লেখায় আমার টু দ্যা পয়েন্ট মন্তব্য ও প্রশ্নের কোনওরকম জবাব দেননি। আপনার আদবকায়দা শিষ্টাচারের বিরাট অভাব আছে। আপনার লেখায় আর মন্তব্য করবো না। বিনয়ের সাথে শেষবার বলছি, সম্ভব হলে সে উত্তরহীন মন্তব্যগুলো আপনার লেখা থেকে মুছে দিন।

ধন্যবাদ।

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে আপনি অতিজ্ঞানী মানুষ তো তাই উত্তর দেওয়া আমার জন্য অনেক কঠিন ছিল তাই আর কি।

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:

ফালতু একটা পোস্ট নির্বাচিত পাতায়

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি পুরা জীবনটাই তো ফালতু লিখতে লিখতে শেষ করে দিলেন।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

অরণি বলেছেন: তাদের মধ্যে যারা ব্যাংক ডাকাত তারাও অবলীলায় বলছে ইউনূস সুদখোর! যারা দেশের সম্পদ চুরি করে সুইচব্যাংক ভরছে এবং যুক্তরাষ্ট্রে গাড়ী বাড়ি করেছে তারাও আজ ইউনূসকে সুদখোর টাকা পাচারকারী বলছে, কী আশ্চর্য!

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তেনারা সবাই একইসুরে হুক্কাহুয়া করছে অথচ তেনাদের পাতিই কামাচ্ছে হাজার কোটি টাকা। কি আশ্চর্য!

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

অর্ক বলেছেন: পূর্বজীবনের কোনও পাপের শাস্তি বোধহয় তোমার মতো আগাগোড়াই এক অসভ্য ইতরের সঙ্গে ব্লগিং করা!

১০ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এইযে আপনার চমৎকার বচন আমাকে উত্তর দানে বিরত রেখেছে। কথায় বলেনা ব্যবহার বংশের পরিচয়; এখন জানতে পারলাম আপনার ডিএনএ- এর অবস্থান কত্ত নীচে। ডিএনএ ভালো না হলে প্রোডাক্শন ভালো হবে কি করে?

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৩

সোনালি কাবিন বলেছেন: শিরোনাম তো সেইরাম B-)

১২ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:৩০

আদিত্য সিংহম বলেছেন: ঋণের টাকা উঠিয়ে মেয়ের বিয়ে দিয়ে, ঘর তৈরি করে টাকা শেষ। যখন কিস্তি দেয়ার সময় আসে তখনই গ্রামীণ ব্যাংক ব্লা ব্লা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.