নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

তলে আপস হয়ে গেছে - ওবা. কাদের

০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫


দিল্লি আছে, আমেরিকারও দিল্লিকে দরকার। আমরা আছি, দিল্লিও আছে। দিল্লি আছে, আমরা আছি। শত্রুতা কারো সাথে নেই। সবার সাথে বন্ধুত্ব। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, এমন ভারসাম্য সবার সাথে করে ফেলেছেন, আর কোনো চিন্তা নেই। দুই সেলফিতেই বাজিমাত, তলে তলে আপস হয়ে গেছে।

আমরা ভারতকে যা দিয়েছি, ভারত কখনোই তা ভুলতে পারবে না। তলে তলে কি আবারো এমন আপস হলো?



মন্তব্য ১৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপাতত ওবায়দুল কাদেরের কথাই সঠিক ধরে নিতে হচ্ছে।

০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাই তো মনে হচ্ছে।

২| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৮

অরণি বলেছেন: ওবায়দুল সাহেবের কথায় বোঝা যাচ্ছে ভারত আমাদের বিষয়ে সরাসরি হস্থক্ষেপ করে; নির্বাচনেও তার কলকাঠি নাড়ে।

০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা তো নতুন কথা না। ভারত ওদের মাথায় কাঁঠাল ভেঙ্গে মনের শুখে খাচ্ছে।

৩| ০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:১৭

খাঁজা বাবা বলেছেন: দিল্লি আমেরিকার সাথে আপস হলে সেখানে দেশের জনগন কোথায়?
একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া, নীতি বিবর্জিত হলে প্রকাশ্যে এমন কথা বলে

০৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ২০১৪ ও ২০১৮ নির্বাচনে জনগনের প্রয়োজন হয়েছিল কি?

৪| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:০৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দিল্লি আওয়ামী লীগের সাথে থাকলে আমেরিকা বিএনপির সাথে আছে। চিন্তা নেই।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওবা. কাদের বলেছেন দিল্লি ও আমেরিকা উভয় তাদের সংগে। দুই সেলফিতে বাজিমাত।

৫| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৫৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সামনে ৪/৫ মাস দেশে একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে যদি কোন সমঝোতা না হয়।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেরকমই মনে হচ্ছে।

৬| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: এমন কথা যে কোন কালে যে কোন দেশের পক্ষে রাজনৈতিক দৈন্যদশার পরিচায়ক।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন।

৭| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: কৌতূহল বশত একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে। নিজের পোস্টে লাইক তো হয় না জানি। ব্যতিক্রম কাভা ভাইয়ের পোস্ট। কিন্তু আপনার পোস্টে দেখছি সেটা হয়েছে। ভীষণ অবাক হলাম বিষয়টি দেখে।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিষয়টা তো আমিও কিছু বুঝতে পারছিনা। এখন লাইক দেওয়ার চেষ্টা করলাম কিন্তু হলোনা। একই কথা-দুঃখিত, নিজের পোস্টে নিজে লাইক দেয়া সম্ভব নয়।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন:

৮| ০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সৈয়দ সাহেব এগুলো বলে কোন লাভ হবেনা; আওয়ামীলীগ সরকার দেশে অনেক কাজ করেছে, বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে। অনেক ভালো কাজ করেছে তাই আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে সেটা যেভাবেই হোক। আওয়ামীলীগের খারাপ কাজগুলো মধ্যে হলো একটা বিশেষ সম্প্রদায়কে ক্ষমতায়ীত করা, সব গুরুত্বপূর্ণ পদে এখন তারা। এমন কোন গুরুত্বপূর্ণ স্থান নেই যে ওরা সেখানে নেই। প্রধান পদ, বড় পদ, মাঝারী পদ, ছোট পদ এখন শুধই ওরা।

০৫ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জনগণ যাকে চাইবে সেই থাকবে নচেৎ জোরকরে থাকলে গাদ্দাফীর মতো অবস্থা হবে।

৯| ০৫ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:২৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: ওবায়েদুল কাদের (ওকা) যা বলেছে একদম সহি বলেছেন।

তলে তলে সবই হয়, সবাই সব কিছু তলে তলেই করে, কেউ খোলাখুলি বলেনা।
কাগু সত্যি কতা বলেচে।

তবে তাদের এসব কতায় একটা জিনিষ জানবার মুনচায় :( , তাহলে কি এবারও ভোট তলে তলেই হয়ে যাবে?

১০| ০৬ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৫৭

নিমো বলেছেন: আপনিও সৈয়দ মশিউর রহমান আবার মন্তব্য ৮ও সৈয়দ মশিউর রহমান। এটা কোন তলের আপসের ফল, সেলফি ? নাকি ব্লগের তিন নম্বর ছাগলছানা মডু'র কারবার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.