নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ব্লগে অনেক সাম্প্রদায়িক ব্লগার আছে যে সুযোগ বুঝে মুসলিমদেরকে রাক্ষসের সংগে তুলনা করছে হামাসের ইসরাইল আক্রমনের কারনে (যদিও নির্বিচারে সাধারণ ইসলাইলি হত্যা সমর্থনযোগ্য নয়) এবং সেই সংগে কিছু তথাকথিত নাস্তিকও হুক্কাহুয়া করছে। তারা বলছে হামাস সন্ত্রাসী গোষ্ঠী তারা ইহুদী হত্যা করছে তাদের হয়তো জানা নেই মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী হলো ইহুদীরা। ১৯১৮ সালে ব্রিটেন গুপ্ত ইহুদী বাহিনী গঠন করে যার নাম "হাগানাহ" । এ বাহিনী ইহুদী রাষ্ট্র তৈরি এবং ফিলিস্তিনী জনগণের বিরুদ্ধে ইহুদীবাদীদের সহায়তা করতো পরবর্তীকালে এরা আরো সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয় এবং এরা ফিলিস্তিনী জনগণের বাড়িঘর ও ক্ষেতখামার দখল করে তাদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে এবং বাজার ও রাস্তাঘাটসহ জনসমাবেশ স্থলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফিলিস্তিনীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতো। ইহুদীরা ১৯৪৮ সালের পর থেকে এখন পর্যন্ত কয়েক লক্ষ ফিলিস্থিনিকে হত্যা করেছে তারপরও এরা সন্ত্রাসী না! সূত্রমতে শুধু মাত্র ২০০৮ - ২০২০ সালের হিসেব অনুযায়ী বিভিন্ন সহিংসতায় ৫৫০০+ ফিলিস্থিনিকে হত্যা করেছে। অসমর্থিত সূত্রে ইসরাইল গত ১০ বছরে ৩,৫০,০০০ মানুষকে হত্যা করেছে, যার মধ্যে ৩৫ হাজার শিশু ছিল।
১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।
২| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৪:৫১
নতুন বলেছেন: ব্লগে অনেক সাম্প্রদায়িক ব্লগার আছে যে সুযোগ বুঝে মুসলিমদেরকে রাক্ষসের সংগে তুলনা করছে হামাসের ইসরাইল আক্রমনের কারনে (যদিও নির্বিচারে সাধারণ ইসলাইলি হত্যা সমর্থনযোগ্য নয়) এবং সেই সংগে কিছু তথাকথিত নাস্তিকও হুক্কাহুয়া করছে। তারা বলছে হামাস সন্ত্রাসী গোষ্ঠী তারা ইহুদী হত্যা করছে তাদের হয়তো জানা নেই মধ্যপ্রাচ্যের সন্ত্রাসী গোষ্ঠী হলো ইহুদীরা।
ইসরাইল রাস্ট অবৈধ ভাবে গঠন করা হয়েছে সেটা সত্য।
কিন্তু হামাস যেটা করেছে সেটাতে কি ফিলিস্তিনিরা জয়ী হবে? তাদের কোন লাভ হবে?
অবশ্যই ফিলিস্তিনিদের ক্ষতিই হবে।
আর হামাস যেটা করছে, তারা আল্লাহুআকবার বলে সাধারন ইসরাইলীদের হত্যা করছে সেটা কি রাসুল সা: সমর্থন করতেন কিনা?
যদি তিনি হামাসের এই হামলা সমর্থন করতেন বলেন তবে আর কোন কথা নাই!!!
ইসরাইলী বাহিনি কি করতে পারে তাদের ক্ষমতা কতটুকু তা আমাদের চেয়ে হামাস খুবই ভালো জানে।
তারপরেও তারা এই আক্রমন করেছে। তাই আমার মনে হচ্ছে হামাসের পেছনে ইসরাইলী মমদদাতা আছে।
ফিলিসতিনিদের উচিত ভাবে রাজনিতিক ভাবে জায়গা ভাগ করে নিয়ে নিজেদের আবার গড়ে তোলা। বর্তমানে গাজাতে মানুষ যেই কস্টে আছে সেটা কারুরই কাম্য নয়।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আগে ভালো করে পড়ুন তারপর মন্তব্য করুন। কোন হত্যাই সমর্থনযোগ্য নয়।
৩| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২০
সোনাগাজী বলেছেন:
হাগানাহ ভয়ংকর সন্ত্রাসী সংগঠন ছিলো; এক সময়, উহাই ইসরায়েলের সৈন্য বাহিনী হয়ে যায়; ইহা সম্পর্কে ২ পয়সার জ্ঞান না'থাকাতে ইহার ভয়ংকর ভুমিকা ও প্রবল শক্তি সম্পর্ক কিছুই না'লিখে ব্লগারদের নিয়ে লেগে গেছেন? এখন যে, বিমান হামলা হচ্ছে, উহা কি ব্লগারেরা করছে? লিখতে জানেন না, আবর্জনা লেখেন।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাগানাহ ভয়ংকর সন্ত্রাসী সংগঠন ছিলো এবং সেই মনোভাব এখনো রয়ে গেছে এরা ফিলিস্থিনের জনগনকে মানুষই মনে করেনা।
আপনার মতের বিরুদ্ধে গেলেই আপনি রেগে যান এবং উল্টাপাল্টা কথা বলেন, কেন?
৪| ১২ ই অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯
অধীতি বলেছেন: আপনি এদের সম্পর্কে বিস্তারিত লিখেন। তাহলে অনেক ভাল হবে।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে লিখতে গেলে অনেক সময় নিয়ে পড়তে হয় কিন্তু কর্মব্যস্ততার কারণে সেটা হয়ে ওঠেনা।
৫| ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১:১১
রাজীব নুর বলেছেন: হামাস নামক জঙ্গি গোষ্ঠীর জঙ্গি কার্যকলাপের জন্য দুই দেশেরই ক্ষতি হচ্ছে।
দুই দেশের নিরপরাধ মানুষও কিন্তু মরছে এবং সম্পূর্ণ দায়ভার হামাসের। বিশেষ করে ওই দুই দেশের শিশুদের জন্য আমার মনে অনেক কষ্ট হচ্ছে।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হামাসের চেয়ে বড় সন্ত্রসী হচ্ছে ইসরাইল।
৬| ১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: ব্লগের নাস্তিক আর মুনাফেকরা ইসরাইলের পক্ষ নিয়েছে।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য কথা। মুসলিমদের দোষ অন্বেষণই এদের প্রধান কাজ।
৭| ১৪ ই অক্টোবর, ২০২৩ দুপুর ২:১৮
বাউন্ডেলে বলেছেন: সেটেলাররা সবসময় নৃশংষ হয়। অষ্ট্রেলিয়া, আমেরিকার সেটেলাররা আদিবাসীদের হত্যা করতে করতে বিলুপ্ত করে ফেলেছে । আল্লাহ এসব অন্যায় ও জুলুমের চরম প্রতিশোধ নেবে। এবং মানব জাতির সামনে এটা হবে একটি দৃষ্টান্ত। ইনশাল্লাহ । দিন শেষে মহান আল্লাহই বিজয়ী-ইহকাল ও পরকালে। নাস্তিক আর মুনাফেকদের সাথে মার্কিণ-ইসরাইলীদের কোন পার্থক্য নেই।
১৫ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটেলাররা সবসময় নিষ্ঠুর হয় সেটা বিশ্ববাসী দেখছে ইসরাইলের ক্ষেত্রে তারপরও তারা নিশ্চুপ!
©somewhere in net ltd.
১| ১২ ই অক্টোবর, ২০২৩ বিকাল ৩:৪৯
আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: এইসব সত্য ইতিহাস লিখলে আপনি হয়ে যাবেন সন্ত্রাসী।