নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অবশেষে যুদ্ধবিরতিতে একমত যুক্তরাষ্ট্র-ইসরাইল-হামাস

১৯ শে নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭


পাঁচ দিনের যুদ্ধবিরতি ও ‘৫০ বা তার বেশি’ শিশু ও নারী বন্দীদের মুক্তির বিষয়ে একমতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও হামাস। শনিবার কাতারের মধ্যস্থতায় তারা এ মতে পৌঁছেছে।

এই যুদ্ধবিরতি হোক স্থায়ী এবং সেই সংগে ফিলিস্থিনিরা এগিয়ে যাক আরো একধাপ স্বাধীনতার পথে।




মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২

শাহ আজিজ বলেছেন: আমি খবরটা ভেরিফাইএর চেষ্টা করলাম , পারলাম না , শুধু নয়া দিগন্ত ছেপেছে ।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও অন্য যায়গাতে খুঁজলাম কিন্তু আর কোথাও পেলামনা।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: Click This Link

২| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩

জ্যাক স্মিথ বলেছেন: দুধ্যর্ষ হামাস বাহিনী এই ৫০ জনকেও মুক্তি দিবে কি না তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। পাঁচদিনের যুদ্ধি বিরতিতে কিছুই হবে না, এই যুদ্ধ বন্ধ করতে হলে বাকি সব জিম্মিদের মুক্তি দিতে হবে। হামাসের হাতে ইসরাইলের ১ জন নাগরিকও জিম্মি থাকা অবস্থায় এ যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না। হামাস ফিলিস্তিনি জনগণকে গিণিপপে পরিণত করে রেখেছে।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব পক্ষই নিজেদের বর্তমান অবস্থান থেকে সরে এসে শান্তির পথ সন্ধান করুক একটাই আমাদের কাম্য।

৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪০

বাউন্ডেলে বলেছেন: ভুয়া খবর। মতৈক্য হয় নাই। ৬০ এর বেশী এসরাইলী বন্দী, ইসরাইলীদের এলোপাথারী বোমাবর্ষনে মারা গেছে, সাত হাজার শিশু সহ নিরস্ত্র নারী-সাধারন মানুষ মারা গেছে ১২ হাজার। মহাবীর কাপুরুষ মার্কিন-ইসরাইলীরা নারী-শিশুদের হত্যা করছে একটানা ৪০ দিন ধরে। হামাস নিস্পাপ শিশুরাই।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাই নাকি? তাহলে সমঝোতা হয়নি?

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: Click This Link

৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: হামাস যতদিন থাকবে, ততদিন শান্তি থাকবে না।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসরাইল যতদিন আপোষ করবেনা ততদিন শান্তি আসবেনা কারণ ইসরাইল দখলদার।

৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৪

বাউন্ডেলে বলেছেন: বিশ্বশান্তি প্রতিষ্ঠায় মার্কিন-ইসরাইলীদের সম্পুর্ন বিলুপ্তির কোন বিকল্প এখন আর নাই। যে কোন মুল্যে এই “মার্কিন-ইসরাইলী” অপশক্তির বিলুপ্তি ঘটিয়ে, ভবিষ্যত প্রজন্মের জন্য দুনিয়া বাসযোগ্য করে তোলার জন্য সকল দায়িত্বশীল নৈতিকজ্ঞান সম্পন্ন মানুষদের সচেষ্ট হওয়া নৈতিক দায়িত্ব হয়ে গেছে।

১৯ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইসরাইল এতোটা দূর্সাহস দেখানো সুযোগ পেতোনা যদিনা আমেরিকা ইসরাইলের পাশে থাকে।

৬| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: হামাস যেহেতু জিতে যাবে তাহলে যুদ্ধ বিরতি দেওয়ার দরকার কি?

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হামাস কোনদিনও জিতবেনা; এগুলো কথা পাগলরা বলে। আপনর কথা মতো ইসরাইলও সাধুবাবা নয় তারা দখলদার, অন্যের বাড়িঘড় জোড় করে দখল করেছে।

৭| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৭

বিজন রয় বলেছেন: আমি কোথায় বললাম ইসরাইল সাধুবাবা?
ইসরাইল হলো আমেরিকার বাবা।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও তো হামাস জেতার কথা বলিনি। আসল কথা হলো আমেরিকার আশকারা না পেলে ইসলাইল নব্য হিটলার হতোনা।

৮| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: আমি কোথায়, কবে, কখন বললাম ইসরাইল সাধুবাবা?

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা হলো কথার প্রেক্ষিতে কথা। কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাচ্ছি।

৯| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: আমিও তো হামাস জেতার কথা বলিনি।.............. হা হা হা, আমি তো বলিনি যে আপনি হামাস জেতার কথা বলেছেন। ওটা তো আমি আমার মন্তব্যে ( ৬ নং ) বলেছি।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৬ নং মন্তব্যটি আমার কাছে তীর্যক মন্তব্য মনে হয়েছে।

১০| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৭

বিজন রয় বলেছেন: আহা তীর্যক মনে হবে কেন? আমি খুব সহজ ভাবে বলেছি। টেক ইট ইজি।

লেখক বলেছেন: এটা হলো কথার প্রেক্ষিতে কথা। আসলে আমি যা বলিনি তা যদি কেউ বলে তাহলে ব্যাপারটি কেমন না?
অন্য কেউ হয়তো ভিন্ন অর্থ করতে পারে।

যাককে, কোন ব্যাপার না। সহজ ভাবে আমিও নিলাম।
শুভকামনা।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ ডিয়ার ব্রাদার।

১১| ১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: স্বাধীন নিরাপদ ফিলিস্তিন রাষ্ট্র হোক এই শুভকামনা থাকলো।

১৯ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যুদ্ধবিরতি স্থায়ী হোক, সবাই নিরাপদে থাকুক।

১২| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৩৫

ফেনা বলেছেন: সহমত পোষোণ করছি।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যুদ্ধবিরতি স্থায়ী হোক, সবাই নিরাপদে থাকুক।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এক সাগর রক্তের বিনিময়ে অবশেষে.......

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১১/১২ হাজার জীবনের বিনিময়ে যুদ্ধবিরতি। কতক্ষন স্থায়ী হবে সেটাই এখন দেখার বিষয়।

১৪| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৯

কাছের-মানুষ বলেছেন: যুদ্ধবিরতি স্থায়ী হোক এবং ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র হোক এটাই চাইছি।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব শান্তিকামী মানুষের এটাই চাওয়া।

১৫| ১৯ শে নভেম্বর, ২০২৩ রাত ১১:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ১/২ লাইনের পোস্ট ৪০২;বার পঠিত। ভালো।

২০ শে নভেম্বর, ২০২৩ সকাল ৮:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন তো ৪৪৯ বার হলো।

১৬| ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ইসরাইল যতদিন আপোষ করবেনা ততদিন শান্তি আসবেনা কারণ ইসরাইল দখলদার।

ইজরাইরা জ্ঞানী ও চিন্তা চেতনায় আধুনিক। এটা হামাসের মেনে নেওয়া উচিত।

২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা জ্ঞান অর্জন করছে মধ্যপ্রাচ্যের লোকজন বিয়ে করছে কয়েকটি করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.