নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ভাগনে রে শোন, রাজনীতিতে
গরম এখন ভ্যাপসা
অফার বুঝে চল না ধরি
দলবদলের ব্যবসা।
ঝোঁপটা বুঝে কোপ মারাতে
আমরা ভীষণ পটু
আম আর ছালা টিকিয়ে নেব
হোক না কথা কটু।
নির্বাচনের এই সময়ে
সেফটি ভীষণ দরকার
ভিড়তে কী দোষ তাদের দলে
গড়বে যারা সরকার।
সদলবলে দলবদলের
সুযোগ এখন পাক্কা
আগে বাঁচি, পরে না হয়
সামাল দেব ধাক্কা।
--- সেলিম কামাল
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছড়াটি সত্যিই সুন্দর হয়েছে।
২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের রাজনীতি এমনই।
পৃথিবীর সব দেশেই খারাপ মানুষরাই রাজনীতি করে।
ভালো মানুষ হয় কেরানী।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:০০
আলমগীর সরকার লিটন বলেছেন: লজ্জা এখন গাছের পাতা
ঝরে পরে পথের পাক্কা
আপদ গেলে মার ছক্কা----------
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছন্দে ছন্দে মন্তব্য।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
লজ্জা ফজ্জা বলে কাঁদাকাটি করে কোন লাভ হবে না।
বিএনপির ২৮ শে অক্টোবর এর ভুল বিএনপিকে যে খাদে ফেলে দিয়েছে এই খাদ থেকে ৬৪ বছরেও কেউ উঠিয়ে আনতে পারবে না। আপদ দূর হওয়াতে লীগও স্বস্তিতে।
বিএনপির ভুল দেখে পিটার হাস ও নির্বাক হয়ে গেছে।
এদিকে বিশ্ববাজারে পেট্রলিয়ামের দাম কমে আগের দামে ফিরেছে। চিনি বাদে অন্যান্ন খাদ্যদ্রব্যের মুল্য মাছ গরুর মাংশ মুরগীর মাংশ ডিম সয়াবিন তেল ইত্যাদির দাম করোনার আগের দামে ফিরেছে।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: গরুর মাংস ৪৫০/- টাকা
বয়লার মুরগী ১২০/- টাকা
ডিম ডজন ৪৮/- টাকা
সয়াবিন তেল লিটার ৯৫/- টাকা
৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৬
বাকপ্রবাস বলেছেন: রাজনীতিটা ব্যাবসা যখন
ন্যায় নীতির কী দরকার
যেভাবেই হোক ধাপ্পা মেরে
নরম গদির সরকার
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ ছন্দ।
৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: রাজনীতির প্রেক্ষাপটে দারুণ কবিতা। এটাই আমাদের রাজনীতিকদের চরিত্র।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ এটাই আমাদের রাজনীতিকদের চরিত্র তবে সবাই না ভালোও আছে।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সবাই না সেটা ঠিক কিন্ত সেই পার্সেন্টটা খুবই নগণ্য।
০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তা ঠিক। খুবই নগণ্য সেই সংখ্যাটা।
৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৬
বিজন রয় বলেছেন: বাহ! বাহ! একদম জম্পেশ ছড়া।
সঠিক টাইমিং!!
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের প্রেক্ষাপটে একদম যথাযথ।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯
কাছের-মানুষ বলেছেন: কবিতাটি চমৎকার। সঠিক সময়ের সঠিক কবিতা!
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি সঠিক সময়ের সঠিক কবিতা।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪
পদাতিক চৌধুরি বলেছেন: তিতা হলেও নির্মম সত্য বর্তমান উপমহাদেশের রাজনৈতিক কারবারীদের কাছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজনৈতিক কারবারীদের প্রকৃত চরিত্র এটাই।
১১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক তাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪২
মোস্তফা সোহেল বলেছেন: ক্ষমতা আর টাকার কাছে সবাই বিক্রি হয়ে যাচ্ছে।