নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বেনজীর ও আজিজ আ.লীগের কেউ না !

০৬ ই জুন, ২০২৪ দুপুর ২:১২


সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন - বেনজীর ও আজিজ আওয়ামী লীগের কেউ না।

আওয়ামীলীগ সরকারের আমলে বেনজীর আজিজরা প্রমোশন পেয়েছে, পোস্টিং হয়েছে শীর্ষপদ দখল করেছে। তাহলে আওয়ামীলীগ বা সরকারের দায় নেই বললে মানুষ তা মেনে নেবে?

সূত্র এখানে।

'আ.লীগের জন্য সর্বশক্তি প্রয়োগ করেছিল আজিজ-বেনজীর'

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ২:৩৬

রাসেল বলেছেন: আইন তার নিজের গতিতে চলবে, অতীতেও চলেছে। ন্যায়পরায়নতার এই ব্যাখ্যা টেস্টবুকে অন্তর্ভুক্ত করা উচিত।

২| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩৩

কামাল১৮ বলেছেন: আওয়ামী লীগের হোক বা না হোক, বিচার হবে হবে অন্যায়ের।

৩| ০৬ ই জুন, ২০২৪ রাত ১০:৩৯

নতুন বলেছেন: হাসানভা্‌ই এর কমেন্ট দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.