নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
প্রধানমন্ত্রী কথায় কথায় বলেন স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে কে বেশি বোঝে? কথাটি একেবারেই ফেলনা নয় কারণ ঘাতকরা তার স্বপরিবারকে বিনাশ করেছিল সেটা ভোলার কথা নয়। সম্প্রতি দেশে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে যে ভয়াবহ তান্ডব চালিয়ে ছাত্রলীগ ও পুলিশ দুই শতাধিক ছাত্র মেরে ফেললো তাতে প্রধানমন্ত্রী ব্যথাও পেলেন না কাঁদলেনও না কারন স্থাপনা ভেঙ্গেছে ছাত্র-জনতা! দুই শতাধিক মেধাবী ছাত্র দেশের কোন সম্পদ নয় এদের চেয়ে মেট্রোর দুটি স্টেশন অনেক বড় সম্পদ (যদিও ধ্বংস কখনই কাম্য নয়) তাই মেট্রোর ক্ষতি দেখে প্রধানমন্ত্রী কেঁদে কেঁদে টিস্যু ভেজালেন?
প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় বেনজির, আজিজ ও মতিউররা কয়েক হাজার কোটি টাকা কামালো ও পাচার করলো তাতে প্রধামন্ত্রী কোন কষ্ট পাননি; আবার তারই পিয়ন ৪০০ কোটি কামালো সেটাও তারই ছত্রছায়ায় তাতেও তিনি কষ্ট পাননি। কারণ এরা তাঁরই লোক তাই এগুলো ক্ষতি না। কথায় কথায় তেনারা বলেন দূর্ণীতে তারা জিরো টলারেন্স তাইতো প্রধান মন্ত্রী কিছুদিন আগেই বললেন, আমিই প্রথম আমার পিয়নের ৪০০ কোটি টাকা কামানোর কথা বলেছি। বেশ ভালো কথা আপনিই যখন জানালেন আপনার পিয়ন ৪০০ কোটি টাকা অবৈধ ভাবে কামিয়েছে তাহলে সে কিভাবে নিরাপদে আমেরিকা চলে গেল? বেনজির আজিজ গংরা দেশের বাহিরে কীভাবে চলে গেল?
নিন্দুকেরা বলছে শান্তিপূর্ণ আন্দোলন থেকে হয়তো মেট্রোতে হামলা হতোনা যদিনা ছাত্রলীগ ও পুলিশ মেট্রোস্টেশন থেকে নিরীহ ছাত্রদের উপর গুলি না চালাতো; এখন প্রশ্ন হলো বন্ধ মেট্রোস্টেশনে ছাত্রলীগ কেন? ছাত্রলীগের কারণে আওয়ামীলীগ যা হারিয়েছে তা আগামী ৫০ বছরেও উদ্ধার হবেনা কারণ তরুণ প্রজন্ম ও তার পরবর্তী প্রজন্ম ছাত্রলীগের তান্ডবের কারণে আওয়ামীকে ঘৃনাভরে প্রত্যাখান করবে। ২০২৪ সালের এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের গৌরবগাঁথা ইতিহাসে লেখা থাকবে যা আওয়ামীলীগের জন্য বেদনাদায়ক হবে।
সর্বোপরি জীবন নাশ ও ক্ষয়ক্ষতির কারণে ওবা কাদেরের বিচার হওয়া দরকার। ছাত্রলীগের তান্ডব চালানোর হুকুমদাতা হিসাবে ওবা কাদেরের বিচার হতে হবে এখন বিচার না হলেও ইতিহাস অবশ্যই তার বিচার করবে।
এখন নতুন খেলা; জনগন দৃষ্টিঘোরাও অন্যদিকে। বেনজির, আজিজ, মতিউর → ছাত্রআন্দোলনে ডান্ডা → জামাত নিষিদ্ধ →?
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবস্থাদৃষ্টে তো তাই মনে হচ্ছে। এখন জনগনকে স্বজন হারানোর ব্যথা বোঝাচ্ছেন!
২| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৫৫
অরণি বলেছেন: প্রধানমন্ত্রী চ্যালারা জনগনকে নিয়ে মশকরা করছে।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মশকরা তো করবেই কারণ জনগনের ভোটের প্রয়োজন হয়না তাদের।
৩| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৪
আহলান বলেছেন: মুক্তির গান চলচ্চিত্রটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একটি ডকুমেন্টরি ফিল্ম। যেখানে পাক সেনারা ভিলেন আর মুক্তিবাহিনী নায়ক। কত বছর পর যদি ২০২৪ নিয়ে দ্বিতীয় মুক্তির গান-২ রিলিজ পায় তবে দেখা যাবে সেখানে আমাদের তরুণ ছাত্র-ছাত্রীরা নায়ক আর ভিলেনের চরিত্রে ... কারা, নামটা বলার প্রয়োজন মনে করি না।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শান্তিপূর্ণ আন্দোলনের ইতিহাসে ২০২৪ সালের ছাত্র আন্দোলন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এটাও লেখা থাকবে ওবা কাদেরের নির্দেশে হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, হাতুড়ী বাহিনী কীভাবে নিরীহ ছাত্রদের উপর তান্ডব চালিয়ে রক্তের হলিখেলায় মেতে উঠেছিল।
৪| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৩৯
করুণাধারা বলেছেন: মতিউর কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে। অবসর গ্রহণের আবেদন করায় সরকার তাকে বরখাস্ত করেছে, এটুকুই শাস্তি।এখন সে মহানন্দে লুট করা টাকা ভোগ দখল করবে।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিঃশ্চয় কয়েক হাজার কোটি টাকা দুটি মেট্রোস্টেশনের (ভাংচুর কখনই কাম্য নয়) ক্ষতির চেয়ে কম নয়? তখন তো কেউ কাঁদলোনা টিসুও ভেজালোনা?
৫| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:৫৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বেনজির মতিউর আজিজ এবং তাদের সাঙ্গপাঙ্গরা যা কামিয়েছে তাদিয়ে তো একটা পুরো মেট্রোই করা সম্ভব।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই তা সম্ভব।
৬| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখন উঠেপড়ে লেগেছে দোষ জামাত শিবির ও বিএনপি ঘাড়ে দেওয়ার জন্য। সবাই পরিকল্পিতভাবে করছে। জামাতকে নিষিদ্ধ করে হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা তাদের স্বভাবগত মজ্জা দোষ। তারা এখন ট্যাগিংএ অভ্যস্ত হয়েছে; তাদের বিরোধী মত হলেই রাজাকার আলবদর জামাত শিবির ইত্যাদী বিশেষণে বিশেষায়িত করছে।
৭| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৭
জুন বলেছেন: স্বজন হারানো আর সন্তান হারানো এক না। একজন মায়ের দৃষ্টি থেকে বলছি। মা বাবা ভাই বোন হারানোর দু:খ মানুষ এক সময় ভুলে যায়। কিন্ত সন্তান হারানোর কষ্ট বাবা মায়ের আমরন পর্যন্ত থাকে। তাদের বুকের ক্ষত কখনোই শুকায় না।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম রাইট। কিন্তু উনি তো সন্তানের চেয়ে স্বজন হারানোর ব্যথায় বেশি কাতরাচ্ছেন; দুইশতাধিক ছাত্রের চেয়ে মেট্রোর ভাংচুরকে বড় করে দেখছেন (যদিও ভাংচুর কারো কাম্য নয়)।
৮| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৪
অধীতি বলেছেন: এই ডায়লগ শুনতে শুনতে এখন কান পচে গেছে। শুধু মুক্তির অপেক্ষায়।
৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক একদম ঠিক বলেছেন। ডায়ালগ কেউ শুনতে চাচ্ছেনা সবাই মুক্তি চায়।
৯| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৪
সোনাগাজী বলেছেন:
কাদের, কাদেরের ভাই, এরা মাফিয়া
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাদের উস্কানীটা না দিলে হয়তো এতো অরাজকতা হতোনা।
১০| ৩১ শে জুলাই, ২০২৪ রাত ১০:৩৪
নব অভিযান বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কি তাদের নিয়ম মেনে চলছে?
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জানিনা।
১১| ০১ লা আগস্ট, ২০২৪ রাত ১২:০৩
হাবিব ইমরান বলেছেন:
স্বজন হারানোর পর উনি পাগল হয়ে গেলেন। তাই কারো স্বজন উনি বাঁচিয়ে রাখবেন না। দেশ জাহান্নামে যাক, উনি স্বজন হত্যার প্রতিশোধ নিয়েছেন। বলতে বাধ্য হচ্ছি, উনি আর ওনার স্বজন বাংলাদেশের জন্য দুঃখের কারণ। এক মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ছেড়ে দিয়েছে। না বহির্বিশ্বে সুনাম আছে না নিজের দেশে সুনাম আছে। স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে যাওয়ার পরেও কয়েকটি স্থাপনা ছাড়া উল্লেখযোগ্য আর কিছুই হয়নি। বাঙালি অসভ্য আর বর্বরই রয়ে গেছে।
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে কোটিপতি হচ্ছে, অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে আছে এবং ছাত্রলীগকে হায়েনায় পরিনত করেছে।
১২| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:২৯
ধুলো মেঘ বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ।
১৩| ০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:৩১
ধুলো মেঘ বলেছেন:
০১ লা আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ দারুণ হয়েছে!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তবে কি জনগনকে স্বজন হারানোর ব্যাথা বোঝাতে দুই শতাধিক প্রাণ নিলেন?