নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সকাল থেকে শুরু করে বিছানা যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি গালাগাল করাই যার কাজ ছিল, সে হলো নিন্দিত নিকৃষ্ট রাজনীতিক হাসান মাহমুদ। বিএনপি কে যারা পছন্দ করে তারা, মধ্যপন্থা অবলম্বনকারীরা এবং আওয়ামী ঘরানারও কিছু মানুষ তার এইসব নিকৃষ্ট কথাবার্তাকে ভালোভাবে নেইনি। এসব কর্মকান্ড জনরোষ তৈরির অন্যতম কারণগুলো মধ্যে একটি। রাজনীতিক জঘন্যতমদের মধ্যে হাসান মাহমুদ অন্যতম একজন। এসব নর্দমার কীটকে ঝেটিয়ে বিদায় করাই মঙ্গলজনক।
হাসিনা যদি আগেই এদেরকে ঝেটিয়ে বিদায় করতো তাহলে হয়তো এতো করুণ অবস্থা হতোনা। কিন্তু তিনি তা না করে যারা বিরোধী মতকে দমন করার ফেসিবাদীনীতি গ্রহন করেছে তাদেরকেই হাসিনা প্রমোট করেছে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আস্তে আস্তে সবগুলোই লিখবো।
২| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৯
শিশির খান ১৪ বলেছেন: হাসান মাহমুদ আর আরাফাত এই দুই জনের জন্য আওয়ামীলীগ আজকে এই অবস্থা। হাসান মাহমুদের কথা শুনলে রাগে গায়ের লোম খাড়ায় যাইতো।মনে হইতো হাসান মাহমুদ কে ধইরা ইচ্ছা মতো পিটাই।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে এমন ভাবে কথা বলতো তাতে যে রাগেনা সেও রেগে আগুন হবে।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬
কামাল১৮ বলেছেন: উৎকৃষ্টদের একজন আপনি।উৎকৃষ্ট কাজের দুই একটা বলুন শুনি।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার ওপর আওয়ামী ফেসিস্টদের প্রেতাত্না ভর করেছে।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুখের কথা দিয়ে যারা জনগণকে উত্যক্ত ও ক্ষীপ্ত করেছেন, তাদের মধ্যে শেখ হাসিনা, হাসান মাহমুদ ও ওবায়দুল কাদের শীর্ষ স্থানীয়। এ তিনজনের জন্য দীর্ঘদিন আমি টিভি চ্যানেলে খবর দেখা বন্ধ রেখেছিলাম, বা দেখলেও ১ম ১০/১৫ মিনিট বাদ দিয়ে দেখতাম, যাতে তাদের কথা না শুনতে হয়। আওয়ামী লীগের সবচাইতে বড়ো ক্ষতি এ তিনজনই করেছেন। মোহাম্মদ হানিফ, কামরুল ইসলাম, ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিমও জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতেন, তবে ১ম ৩ জনের তুলনায় এরা অনেকটাই সহনীয় ছিলেন।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখ হাসিনার প্রথম বার যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি জনবান্ধব ছিলেন কিন্তু পরবর্তীতে ভোট ছাড়া নির্বাচনের মাধ্যমে তিনি ধীরে ধীরে দানবাকৃতি ধারণ করতে লাগলেন। সেইসংগে তার দলের লোকেরা সাক্ষাত হায়েনায় পরিনত হলো। থানা পর্যায়ের নেতার শত শত কোটি টাকার মালিক হয়ে গেল।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এর কথা শুনলেই গায়ে আগুন জ্বলে উঠে। অত্যন্ত নিকৃষ্ট একটা লোক। ব্লগে এক ছাগল এর দাপট দেখাতো। সেই ছাগল দেখি কয়েদিন থেকে কিছুটা ভোল পাল্টেছে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীদের মধ্যে যে কয়জন অত্যন্ত নিকৃষ্ট হামা তার মধ্যে একজন।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কঠিন ভাবে এদের বিচার করতে হবে। সম্ভবত বাহিরে পালিয়ে গেছে ইন্টারপোলের মাধ্যমে এদের দেশে এনে বিচার করতে হবে।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখের বেটি পালালোর সংগে সংগে এরা পালিয়ে গেছে।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪১
কাঁউটাল বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এর কথা শুনলেই গায়ে আগুন জ্বলে উঠে। অত্যন্ত নিকৃষ্ট একটা লোক। ব্লগে এক ছাগল এর দাপট দেখাতো। সেই ছাগল দেখি কয়েদিন থেকে কিছুটা ভোল পাল্টেছে।
সেই ছাগলের নাম প্রকাশ করেন। জনগন জানতে চায়।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা দেশ প্রেমিক বাঙালীই ভালো জানে। অনেকেই হয়তো জানে। মনে হয় তিনি চট্রগ্রাম এলাকার যদি আমার ধারণা মিথ্যা না হয়।
৮| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ কাঁউটাল-উনি সোনাগাজীর সাগরেদ।
৯| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ব্লগে রাজাকারের দালালি করায় আমার ব্লগ থেকে লাথি খেয়ে বিতাড়িত ২:রামপাঠা বলছেন- "ব্লগে এক ছাগল এটার দাপট দেখাত "
এই ছাগল ও খাপোলা রামপাঠারা এখনো ক্ষমতাই আসেনি। আওয়ামী এখনো ক্ষমতাই নেই। এখন বলছি আপনি হিজড়া। পুরুষ হল্র আমার নামটা বলতেন। আওয়ামী ক্ষমতায় না থাকার পরও বলছি দেখি প্রমাণ দেন আমি দাপট দেখাইছি না হলে আইনগত ব্যবস্থা নিব। প্রমাণ দিতে হবে আমি কারও দাপট দেখাইছি। উপযুক্ত প্রমান দিতে না পারলে আপনাদের জন্ম পরিচয় ঠিক নেই। মিথ্যচার করলে লাথি খাবেন।
আমি যেখানে জন্মেছি সেটা বিএনপি জামাত হেফাজত এর আতুর ঘর। আমার সাথে বিএনপি জামাত হেফাজত দেখানোর আগে দুইবার চিন্তা করবেন। আমার পরিবারে এমন লোক আছে যাদের বিএনপি জামাত হেফাজত সম্মান করে।আমি কখনোই অন্যের হেডাম দেখাইনা।কারণ আমি জানি সাহসের চেয়ে বড় কোন হেডাম নাই। আমাকে ব্যাক্তি আক্রমণ ও গালি দিচ্ছিল এক বলদ। তারে লাথি দিছিলাম আর বলছিলাম মাস্তানি করলে আইনি ব্যবস্থা নিব।এটা কি হেডাম? তাই মিথ্যাচার করলে প্রমাণ ছাড়া মিথ্যা অপবাদ ও ব্লেম দিয়ে মাস্তানি করলে, রিপোর্ট করতে বাধ্য হব।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যতক্ষননা আপনার নাম ধরে কেউ বলছে ততক্ষন আপনি এমন ভাষা প্রয়োগ থেকে বিরত থাকুন। আপনি কেন এতো উত্তেজিত হলেন?
১০| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ভোল পাল্টাই খাপোলা - আমি আজীবন অন্যায়ের প্রতিবাদ করছি। আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আছি ছিলাম আছি থাব। ছদ্মল নামে ও মাল্টি ব্লগে মাস্তানি করাই যায়। করতে থাকেন। হিজড়া চু*দার টাইম কই?
১১| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৩
নয়া পাঠক বলেছেন: হাঃ হাঃ দারুণ মজা পেলাম‘পড়ল কথা হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে’। চোর চোর বলে সবাই চিৎকার করছে, আর চোর উঠে বলে আমি চোর না। ওফ্, হোয়াট এ জোকস্।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার এতো উত্তেজিত হওয়া ঠিক হয়নি।
১২| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার ব্লগ থেকে গে দের পক্ষে দালালি করে পাচাটাও আরেক গে আসছে আগুনে ঘি ডালতে। এই সব হিজড়া গে চাপাবাজ মিথ্যাবাদী আমি দ*বোনা। আমি স্ট্রেইট। মেয়েদের প্রতি এট্রাকট। হিজড়া বেকার গে
চু*র টাইম নাই।
গেলান। একজনের পিছে আরেকজন আঙুল দিয়ে ফেতনা করতে থাকেন।
১৩| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: কারও নামে ইনিয়ে বিনিয়ে কেন মিথ্যাচার করবে প্রমাণ ছাড়া? প্রমাণ ছাড়া আপনিও সাই দিয়ে ও কিছু ব্যক্তি আক্রমণ কারীকে সমর্থন দিয়ে প্রমাণ করলেন আপনি অসৎ। আপনি অসৎ জানলে মন্তব্য করতাম না।
শেষ মন্তব্য।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাগের কোন কারন নেই। ব্লগ মানেই পক্ষে বিপক্ষে তর্কবিতর্ক। অবশ্যই মন্তব্য করবেন। আপনি অসৎ জানলে মন্তব্য করতাম না। একথাটিও তো ব্যক্তি আক্রমনের মধ্যে পরে।
১৪| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাছান মাহমুদ ও তার স্ত্রী-কন্যার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ।
১৫| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
হাসান মাহবুদ সাহেবকে নিয়ে মানুষ এখন হাসছে।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীদের মধ্যে সবচেয়ে খারাপ লোক সেকথা আওয়ামীরাও বলতো।
১৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৮
চোরাবালি- বলেছেন: আওমী লীগের এই দুর্দশার মূলে এই বেয়াদব মাহমুদ ফাটাকেস্ট নোয়াখাইল্লা। যারা হাসিনাকে ব্যবহার করে ১৪গোষ্ঠিকে হাজার কোটি টাকার মালিক বানিয়েছে।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাইট।
১৭| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: হাসিনা এদেরকে বিদায় করার প্রশ্নই আসে না। বলেন তো কেন?
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা হাসিনার তোষামোদকারী সেই সংগে বিরোধীদলকে তুলোধুনা করার হাতিয়ার।
১৮| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:০০
জুন বলেছেন: আরেকজন হলেন হানিফ দেখলেই মনে হয় হিংস্র এক ধূর্ত চোর। এদেরকে রাখা শুধু তোষামোদের জন্যই নয়, এর পেছনে একটা বড় কারণ হলো এরা উহার টাকা বানানোর মেশিন।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদেরকে দিয়েই রেহানা টাকা হাতিয়ে নিত।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৩০
নতুন নকিব বলেছেন:
এগুলোর পরিচয় কী?