নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
৫ আগস্ট জয় যে কথা বলেছিল সে কথা থেকে জয় ধীরে ধীরে সরে আসছে এবং সে এখন যা বলছে সেটা তার নিজের কথা না এটা ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' এর কথা।
৫ আগস্ট : শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলে, প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।
৭ আগস্ট : জয় ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে, একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা।
একই দিন (৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নেতা-কর্মীদের উদ্দেশ করে এক ভিডিও বার্তায় জয় বলে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। নেতা-কর্মীদের সাহস নিয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আছি।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরোনো এবং বড় গণতান্ত্রিক দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়।’
৮ আগস্ট : ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করে জয়। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না—শুরুর দিকে এমন কথা বললেও এদিন জয় বলেন, শেখ হাসিনা বাংলাদেশ ফিরবেন। জয় বলে, ‘শেখ হাসিনা অবসরপ্রাপ্ত না সক্রিয় রাজনীতিক হিসেবে ফিরবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।’
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নিজের অবস্থান পরিবর্তনের কারণ হিসেবে জয় বলেন, ‘গত কয়েকদিন আমাদের দলের নেতা ও কর্মীদের ওপর হামলার পর অনেক কিছু পাল্টে গেছে। এখন আমরা আমাদের মানুষদের নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন তা করব। আমরা তাদের একা ছেড়ে যাব না।’
একই দিন (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ‘কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে, সেটি তারা কেউ ধারণা করতে পারেননি।’
৯ আগস্ট : ভারতীয় সংবাদমাধ্যম উইয়ন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছে, তাঁর মা আওয়ামী লীগের হাল ধরেছেন এবং অনেক নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন।
একই দিন (৯ আগস্ট) টাইমস অব ইন্ডিয়াকে জয় বলে, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে তিনি বাংলাদেশে ফিরবেন।’ জয় জানান, নেতা কর্মীরা চাইলে তিনি রাজনীতিতে আসতে প্রস্তুত।
সবশেষ ১০ আগস্ট : জয় ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘আমার মা (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী পদ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। তাঁকে সে সময়টুকু দেওয়া হয়নি।’
জয় বলে, যদিও রাষ্ট্রপতি সেনাপ্রধান ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সংসদ ভেঙে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে অন্তর্বর্তীকালীন সরকার গঠন ‘আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে’।
সজীব ওয়াজেদ জয় আরও বলে, ‘আওয়ামী লীগ দল হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তিন মাসের মধ্যে নির্বাচন হতে হবে।’
জনগনও চায় তিনি ফেরত আসুক। বিচার হোক গণহত্যার, আয়না ঘর নির্যাতনের, পিলখানা হত্যার, শাপলা চত্বর হত্যার, ভোটাধিকার কেড়ে নেওয়ার।
সূত্র এখানে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন মরণ কামড় দেওয়া চেষ্টা করছে অথবা করবে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো না পড়েই মন্তব্য করছেন। আগে পড়ুন তারপর নাহয় রাগ করবেন।
২| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমার মনে হয়, শেখ হাসিনা ও পালিয়ে যাওয়া সকল নেতাকর্মী দেশে ফিরে আসুক, তাদের বিচার হোক। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশকে অপরাধীমুক্ত করা প্রয়োজন।
একই সঙ্গে এটাও ভাবছি, বিভিন্ন বৈদেশিক মিডিয়া যতই গুজব ছড়াক বা ষড়যন্ত্রমূলক বার্তা ছড়াক, তাদের এদেশে ফিরে আসা তত সহজ হবে না। জনগণ এখনো অনেক ক্ষিপ্ত অবস্থায় আছে।
শোচনীয় অবস্থায় পালিয়ে যাওয়ার পরও শেখ হাসিনা শান্ত হোন নি, এ দেশকে অশান্ত রাখার জন্য এবং আরো রক্তপাত ঘটানোর জন্য যাবতীয় নীল নকশা এঁকে যাচ্ছেন। এত মানুষের রক্ত পান করে তার তৃষ্ণা মেটে নি।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতীয় মিডিয়া ভয়ানকভাবে গুজব ছড়াচ্ছে। জয় ১৮০ ডিগ্রি ঘুড়ে গেছে ৫/৬ দিনের মধ্যেই। তার এখনকার কথা পুরাই 'র' এর কথা। এখন সে 'র' এর শিখিয়ে দেওয়া কথা ছাড়া আর কিছুই বলবেনা।
৩| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৪২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময় ও ক্ষমতার বাহিরে থাকতেও চরম অরাজকতা করেছিল। 'র' এর সহায়তায় এখন আবারও অরাজকতা করার পায়তারা করছে। যা অলরেডী গোপালগঞ্জে শুরু হয়েছে।
১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক 'র' এর সহায়তায় এরা আবার বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। নিশ্চয় ছাত্র-জনতা এদের কঠের জবাব দেবে।
৪| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
নতুন বলেছেন: রাস্টপতি যেহেতু ভাষনে বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি গ্রহন করেছেন। তারপরে তিনি সংসদ ভেঙ্গে দিয়েছেন।
এই কাজেই শেখ হাসিনা সরকারের সমাপ্তি হয়েছে।
এখন নতুন কি কার্ড খেলবে সেটা দেখার বিষয়।
শেখ হাসিনা ভারতেই থাকতে চাইবে। এটা একটা সমস্যা। তার দুরে চলে যাওয়া দেশের জন্য ভালো।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই কয়দিনেই জয় ক্ষণে ক্ষণে ভোল পাল্টাচ্ছে এটা ভাবার বিষয়।
৫| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
নতুন বলেছেন: সে তার মায়ের মতন বুদ্ধিমান না। তাই এখনো গুছিয়ে কথা বলতে শেখেনাই। তাই পেজগি লাগাইয়া ফেলতেছে।
এখন নতুন সরকারের উচিত, ভারতের সাথে আলোচনা করে শেখ হাসিনাকে ভারত থেকে অন্য কোথাও চলে যেতে বলা।
দেশে এনে বিচার করার দরকার নাই। তাকে দেশে আনার কোন দরকার নাই। আপনি ৩০০০ বছর জেল দিলেও ক্ষমতা পাল্টে গেলে সব মাফ হয়ে যাবে।
ভারতের সাথে ব্যবসায়ী আলোচনা করলেই হবে। তাদের বলতে হবে আমরা তোমাদের সাথে ভালো ব্যবসা করতে চাই, তোমরা ঠিক কাজ টাই করো। তাহলেই তারা বুঝতে পারবে কি করতে হবে।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক কথা, তাকে ৩০০০ বছর জেল দিলেও ক্ষমতা পাল্টে গেলে সব মাফ। ব্যবসা হতেই পারে তাতে দুই দেশেরই লাভ কিন্তু বড়ভাই সুলভ আচরণ করতে দেওয়া যাবেনা।
৬| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৬
রানার ব্লগ বলেছেন: আই এস আই জড়িত থাকলে অবাক হবো না ।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা উভয়কেই দেখি কিন্তু আপনার শুধুই আইএসআই-কেই দেখেন পার্থক্য হলো এখানে।
৭| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৪৮
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আমরা উভয়কেই দেখি কিন্তু আপনার শুধুই আইএসআই-কেই দেখেন পার্থক্য হলো এখানে।
উত্তেজনা শারীরিক ক্ষতির কারন ।
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রদের এই ত্যাগকে অনেকেই তাচ্ছিল্য করছে। আমরা নতুন করে কোন হায়েনাকে দেখতে চাইনা।
৮| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩০
রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: ছাত্রদের এই ত্যাগকে অনেকেই তাচ্ছিল্য করছে। আমরা নতুন করে কোন হায়েনাকে দেখতে চাইনা।
আপনি কানের পেছনে ছুটুন , চিলের পেছনে না । এটাই উচিৎ হবে ।
৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৩৭
কামাল১৮ বলেছেন: হেড লাইনকে ফলো করেই লিখবেল।যদি তা না করেন তবে হেড লাইন ভুল।আর যার হেড লাইন ভুল তার লেখা পড়ি না।অত সময় নাই।
১০| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯
ধুলো মেঘ বলেছেন: র এর আগে হাসিনা সরকারের আশ্রয় প্রশ্রয়ে থাকতো বলে কাজ করার সুযোগ পেতো। এখন আর সেই সুযোগ পাবেনা। মানুষ অনেক সচেতন এবং মত প্রকাশে স্বাধীন।
১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে 'র' বসে নেই।
©somewhere in net ltd.
১| ১১ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪০
কামাল১৮ বলেছেন: কাজ কি কিছুদিন বন্ধ ছিলো।