নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অতি শীঘ্রই হাসিনার ফিরে আসার জরুরী

১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:১৪


হাসিনা এখন ভারত সরকারের কাছে ডেড হর্স ছাড়া আর কিছুই না কারণ ৫ আগস্ট যখন দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নরেন্দ্র মোদীর সংগে দেখা করতে চেয়ে ছিল কিন্তু মোদী তাকে সে সুযোগ দেয়নি এমন কি হাসিনা ফোনে মোদীর সংগে কথা বলতে চেয়েছিল তাও কপালে জোটেনি। কারণ মোদী জানে হাসিনাকে দিয়ে তার তথা ভারতের এই মুহূর্তে কোন লাভ নেই হাসিনার পিছনে অনেক টাকা খরচা করতে হবে তবে ভবিষ্যতের জন্য হাসিনা ভারতের কাছে ট্রামকার্ড।

বর্তমান পরিস্থিতিতে ভারত বর্তমান এবং পরবর্তী সরকারের সংগে সম্পর্ক ভালো করারই চেষ্টা করবে কারণ বাংলাদেশে ভিতর দিয়ে করিডোর (সড়কপথ, রেলপথ এবং জলপথ) ভারতের জন্য পোয়াবারো, কোন মাসুল নেই থাকলেও সেটা লোক দেখানো। সেভেন সিস্টারের উন্নয়ন ও ভবিষ্যতে যদি চীনা আক্রমন হয় তার বিরুদ্ধে দ্রুত সময়ে বাংলাদেশের করিডোর ব্যবহার করতে পারে সেজন্যই হয়তো বাংলাদেশের সংগে কোন ঝামেলায় জড়াবেনা। অথচ বিস্ময়কর ব্যপার হলো চীনের কাছ থেকে অর্থ এনে হাসিনা সরকার ভারতের জন্য রাস্তা নির্মান করেছে চীনকে ঠেকানার জন্য আর সেজন্য হাসিনার সর্বশেষ চীন সফরে কিছুই অর্জন করতে পারেনি। ফলশ্রুতিতে তিস্তা প্রকল্প ভারতে দেওয়া ঘোষনা দিয়েছিল হাসিনা।

যতদ্রুত সম্ভব আওয়ামী সন্ত্রাসী ও সন্ত্রাসে মদদ দাতদের বিরুদ্ধে মামলা রুজু করা দরকার।বর্তমান আন্দোলনে সহস্রাধিক ছাত্র-জনতা হত্যা, দেশে নজীরবিহীন লুটপাট ও নৈরাজ্য, গত পনেরো বছরে হাজার হাজার মানুষ গুম, নির্যাতন ও হত্যা, আয়না ঘর নির্যাতন, পিলখানা হত্যা, শাপলা চত্বর হত্যাকান্ড এবং ভোটাধিকার কেড়ে নেওয়ার বিচার করতে হবে। তাই অতি শীঘ্রই হাসিনার ফিরে আসার জরুরী।

মন্তব্য ২৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ডায়নী হাসিনার বিচার হওয়া চাই।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব অন্যায়ের বিচার হতেই হবে।

২| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩১

নয়া পাঠক বলেছেন: ধৈর্য ধরে অপেক্ষা করুন, সব হবে ইনশাআল্লাহ। সদা সত্যের পথে, ন্যায়ের পথে আর বিবেক জাগ্রত রেখে আম-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেন দেশে এইসব পরিবারতন্ত্রের রাজনীতি আর মাথাচাঁড়া না দিতে পারে। তাদের সকল প্রচেষ্টা অংকুরেই বিনষ্ট করে দিতে হবে। এজন্য আমাদের সচেতন থাকতে হবে, কিছু কুলাঙ্গার ইতিমধ্যেই সেই চেষ্টা করে যাচ্ছে। এদের প্রতিহত করুন, না পারলে এদের পোষ্ট পড়া ও তাতে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের পোষ্ট পড়া ও তাতে মন্তব্য করা থেকে নিজেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ।

৩| ১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রশাসনিক ক্ষমতা না থাকলে সকল ফেরাউনই সাধারন মানুষ। ।

তখন সেই ফেরাউন আর সাধারন মানুষের মাঝে কোন দেয়াল আর থাকেনা। সেটাই হয়েছে আমাদের মহামহিম প্রতাপশালী হাসিনার ক্ষেত্রে।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রশাসনিক ক্ষমতা না থাকলে সকল ফেরাউনই সাধারন মানুষ। চমৎকার মন্তব্য।

৪| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:০৩

সেলিম আনোয়ার বলেছেন: উনাকে গ্রেফতার করে নিয়ে এসে পিলখানা শাপলা চত্ত্বর গণহত্য ২০২৪ এর বিচার করা হবে লক্ষকোটি টাকা আত্নস্যাতের বিচার করার সুযোগ হবে না কারণ তারতো ফাসি কাষ্ঠে ঝোলার কথা তারা চামচা বিচারতিরা পদত্যাগ করেছে পুলিশ প্রশাসন ঢালাউ ভাবে সাজাতে হবে । নিরমম পরিণতি অপেক্ষা করছে আয়না বিবির জন্য ।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সব বিচারই করতে হবে এবং সবক্ষেত্রেই ঢেলে সাজাতে হবে একটি সুন্দর বাংলাদেশের জন্য।

৫| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯

নতুন বলেছেন: শেখ হাসিনার বিরুদ্ধে কতটুকু কনক্রিট প্রমান আছে? যে তিনি আয়ামীলিগের সন্ত্রাসীদের গুলি করতে নির্দেশ দিয়েছেন? কতটুকু প্রমান আছে যে তিনি পিলখানার হত্যার হুকুম দিয়েছেন?

সবাই জানা একটা জিনিস কিন্তু প্রমান হাজির করা সম্পর্নই ভিন্ন জিনিস।

উনার মন্ত্রীদের সাজা দেওয়া যাবে, কিন্তু উনাকে সাজা দেওয়া কঠিন হবে। উনি নির্দেশগুলি লিখে বা অনরেকর্ড দেন নি।

উনাকে বেলারুসে এসাইলাম নিতে বলা উচিত। ভারতে থাকলে ঘোসেটি বেগমের মতন কাজ করবে। যদি দেশে আসলে অরাজকতা শুরু হবে।

যাই হউক। নিজের ভালো পাগলেও বোঝে।

এখন যদি কেউ দূনিতি বন্ধ হউক এটা না চায়, দলীয় সন্ত্রাস ফিরে আসুক এটা চায়, যদি চেতনা বিক্রির ব্যাবসায়ীরা ফিরে আসুক তবে তাদের জন্য কি বা করার আছে?

নতুন নেতারা বলছেন তারা বৈশম্যোবিরধী সমাজ চায়, দূনিতিমুক্ত সমাজ চায়, বাকস্বাধীনতা চায়, সবার জন্য চিকিতসা চায়, সবার জন্য শিক্ষা চায়। তবে তাদের সাহাজ্য না করে যারা হাসিনা বা তারেক বা জামাতীদের ক্ষমতায় চায় তারা কতটা মূর্খ সেটা ভাবতেও পারছিনা।

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক। নতুন কাউকেই আবারো জমিদারি করতে দেওয়া ঠিক হবেনা।

৬| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ফিরে আসলে তো খালেদা জিয়ার মত তাকে জেইলখানায় থাকতে হবে। তার থেকে এটাই তো ভালো।


সেলিম আনোয়ার ভাইয়ু কিন্তু ঠিকই বলেছে। :(

১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেলিম ভাই সবসময় ঠিক কথা বলেন আপুনি।

৭| ১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: ঠিক। নতুন কাউকেই আবারো জমিদারি করতে দেওয়া ঠিক হবেনা।


তার জন্য দরকার হবে জমিদারী প্রথা বন্দ এবং আবার কেউ যেন এই প্রথা চালু করতে না পারে সেই পথ বন্ধ।

জনগনকে সচেতন করা, এবং জমিদারী না থাকলে কেমন লাগে সেই সুফল উপভোগ করতে দেওয়া।

তখন জনগনই বুঝতে পারবে নতুন বাংলাদেশের জন্য পরিবর্তনের দরকার আছে।

তারেক,জয়,জামাতীদের বয়কট করে নতুন মানুষকে উন্নয়নের সুযোগ দিতে হবে।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হয়তো অতি শীঘ্রই বাবার সম্পদ, স্বামীর সম্পদ এগুলো বন্ধ হবে।

৮| ১১ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

মেঠোপথ২৩ বলেছেন: অন্তর্বর্তী সরকার এর তরফে এখন পর্যন্ত কোন সাবধানবানী বা হুশিয়ারী কি উচ্চারিত হয়েছে আওয়ামিলীগের বিরুদ্ধে ? আমরা এখন কি দেখছি? উপদেষ্টারা সবাই গল্প গুজব আর নীতিবাক্য ছড়িয়ে বেড়াচ্ছেন । তারা কি টেলিভিশনের কোন অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন ? এখন পর্যন্ত কোন স্টেপ নেয়া হয়নি আওয়ামিলীগের বিরুদ্ধে । বরং ছাত্রলীগ দাপট দেখিয়ে বেড়াচ্ছে। শেখ হাসিনা ভাষন দিচ্ছে বাংলাদেশের জনগনের উদ্দেশ্যে। এসব কিসের আলামত ? মেরুদন্ডহীন অতর্বতী সরকারের দুর্বলতার সুযোগে মানুষ এখন আবার হায়েনা লীগের ফিরে আসার ভয়ে আছে।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আশাহত হলে চলবেনা। দ্রুতই সঠিক পথে সবকিছু চলে আসবে।

৯| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ৯:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমস্যা হল এই সরকারের উপদেষ্টারা সকলেই ভদ্রলোক বা ভদ্রমহিলা।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।

১০| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২০

কামাল১৮ বলেছেন: ছাত্র দুইজন কিন্তু ভদ্রলোক না ভদ্র যুবক হতে পারে।অথবা হতে পারে ভদ্র শিবির।যারা রগ কাটে না।

১১| ১১ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২২

কামাল১৮ বলেছেন: উররের মন্তব্যটি সাচুর জন্য।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওকে

১২| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৩৭

আলামিন১০৪ বলেছেন: অন্যায়ের বিচার করতে হবে, না করলে আবারো পুনরাবৃত্তি হবে। সবাইকে জানান দিতে হবে যে অন্যায় করে পার পাওয়া যায়না।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা।

১৩| ১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

ধুলো মেঘ বলেছেন: দেশের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করার আগে হাসিনাকে ফিরিয়ে আনলে দেশে অরাজকতা তৈরির একটা সুযোগ আসবে। ভেবে চিনতে তাই কাজ করতে হবে।

১২ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাকে এনে গনহত্যার বিচার করতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.