নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ব্লগে বর্তমানে যাদের দিল মায়া কান্নায় ভারী হয়ে যাচ্ছে, আবেগে কথা বলতে পারছেন না, দুচোখের পানিতে টিস্যু ভিজে যাচ্ছে এই বলে যে, দেশ আফগানিস্তান, ইয়েমেন ও সিরিয়া হয়ে যাচ্ছে সেই সব গণহত্যাকারী, লুন্ঠনকারীদের বলতে চাই সেই সংগে আরো বলতে চাই যারা এখন দেশকে জঙ্গী রাষ্ট্র হিসেবে দেখছে বা জঙ্গী রাষ্ট্র বানানোর চেষ্টা করছে সংখ্যালঘুদের বাড়ীতে হামলা চালিয়ে তাদের।
গণহত্যাকারী আওয়ামীদের আমলে রাষ্ট্রিয় সম্পদ লুটকারী মন্ত্রীরা সবসময়ই বলতো দেশ সিংগাপুর হয়ে গেছে। হ্যাঁ আমিও বলবো তাদের জন্য দেশ সিংগাপুর হয়ে গেছে কারণ তারা যে পরিমান সম্পদ লুন্ঠন করেছে তাতে তাদের কাছে দেশ সিংগাপুরের চেয়েও বেশি, তাদের কাছে বিলিয়ন বিলিয়ন টাকা যা দিয়ে দেশে সবই সম্ভব; দেশ তো সিংগাপুরের মতই লাগবে। ফরিদপুরের এক আওয়ামী নেতা (নামটা এই মুহূর্তে মনে নেই- কমিশনার টাইপের) ২ হাজার কোটি টাকা পাচার কারেছে বিদেশে তো তার কাছে দেশ তো সিংগাপুরই মনে হবে হোমড়া চোমড়াদের দের কথা না হয় বাদই দিলাম।
বেনজীর, মতিউর ও আজিজদের কথা মনে আছে? আওয়ামী ছত্রছায়ায় এরা হাজার হাজার কোটি টাকার মালিক তো এদের কাছে দেশ সিংগাপুর নাতো কী? সামান্য কাজের লোক যদি ৩০০ কোটি টাকার মালিক হয় তাহলে দেশ তো সিংগাপুরই হবে। এরাই তারেকের খাম্বা নিয়ে বেজায় সরব ছিল। সালমান এফ রহমানের কথা মনে আছে শেয়ার মার্কেট থেকে কত হাজার কোটি গায়েব করেছে তা সঠিক হিসেব ক্যাকুলেটরে ধরবেনা।
এই চোরেরাই এখন দেশকে জঙ্গী রাষ্টের তকমা দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। আপনাদের নিশ্চয় মনে আছে গত ১৫ বছরের নাটক গুলোর কথা? অমুক বাড়ীতে জঙ্গী পাওয়া গেছে সেই কথিত জঙ্গিকে ধরতে বিশাল ফোর্স টিভি ক্যামেরা নিয়ে কত নাটক, লাইভ প্রচার। আবার হঠাৎ করে পাহাড়ে অস্ত্রের কারখানা, সেখানে বিজিবি, RAB সেনাবাহিনী নিয়ে পাহাড় ঘেড়াও আকাশে হেলিকপ্টারের টহল, ক্যামেরা টিভি সুট সে এক এলাহী কান্ড।
এই দলান্ধ, গণহত্যাকারীদের বলতে চাই দেশ কখনই পথ হারাবেনা, দেশ সঠিক পথেই এগুতে থাকবে যদি তোমরা সেই চলার পথে বাধা হয়ে দাড়াও তো আবার একটি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটাবে ছাত্র-জনতা যেখানে তোমাদের অস্তিত্ব থাকবেনা। সুতরা সাবধান হয়ে যাও।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: টাকার বস্তা ছাড় কোন কাজই করতোনা। সে কাজটা করতো সেটা হলো বিরোধী মত দমন।
২| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৪
রাসেল বলেছেন: আপনী আশাবাদী হয় পারেন, তবে আশাবাদী হাওয়ার মত কিছু দেখি না। শকুনের দল তীক্ষ্ণ নজর রাখতেছে। একটি বিপ্লব দরকার সার্বিক মানসিকতা পরিবর্তনের। যার জন্য একজন নেতা প্রয়োজন।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: শকুনের দল তীক্ষ্ণ নজর উপড়ে ফেলতে হবে। সার্বিকভাবে আমাদের মানষিকতাও পরিবর্তন করতে হবে।
৩| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৫
অরণি বলেছেন: দলান্ধ, গণহত্যাকারীর দেশকে আফগানিস্তান বানাতে চায়। এদেরকে প্রতিহত করতে হবে।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা গর্ত থেকে আবার উঁকি দেওয়া শুরু করছে। এদেরকে প্রতিহত করতে হবে।
৪| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাই আমার পোস্ট মুছে দিলেন কেন?
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না ভাই মুছে দেইনি। ভুল করে হয়েছে। আপনি আবার মন্তব্য করুন।
৫| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪০
জুন বলেছেন: আফগানিস্তান পাকিস্তান বানাতে চাইলে মেয়েদের এক কাতারে নিয়ে আন্দোলন করতো না। তাদের লেখাপড়ার বারোটা বাজিয়ে বোরকা পরিয়ে ঘরে বসিয়ে রাখতো। মা বোনেরা রাস্তায় নামার সাহস করতো না। ভদ্রলোক এর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। কোন একটা সুযোগ সুবিধা থেকে মনে হয় বঞ্চিত হয়েছে।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন। এবার মেয়েরা যে সাহস দেখিয়েছে তা ভোলার মতো নয়। মেয়েরা আরো এগিয়ে চলুক সুন্দর বাংলাদেশ বিনির্মান করুক।
৬| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই ব্লগে ৭/৮ জন উঠেপড়ে লাগছে, তাদের আম্মো হাসিনার জন্য কেঁদে কেঁদে টিস্যু ভেজাচ্ছে দেশকে আফগানিস্তান বানাচ্ছে।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা দেখেই এই লেখা আমার। এরা কট্টর এরা নিষ্ঠুর এরা গণহারে ছাত্র হত্যাকারী।
৭| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভাদারা উঠেপড়ে লাগছে দেশকে জঙ্গীরাষ্ট্র বানানোর জন্য এরাই হিন্দুদের বাড়ীতে ভাংচূর করছে বিশ্বের কাছে জঙ্গী রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই। এখন যদি ওদেরকে প্রতিহত করা না যায় তাহলে আর কখনই প্রতিহত করা যাবেনা।
৮| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১০
মেঠোপথ২৩ বলেছেন: সুন্দর শিরোনাম
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২১
ফ এর দৃষ্টিভঙ্গি বলেছেন: একদম ঠিক কথা। এখন সময় শুধুই সামনে এগিয়ে যাওয়ার।
১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন আমাদের শুধুই সামনে এগিয়ে যাওয়ার।
১০| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫৩
সোনাগাজী বলেছেন:
দেশকে আফগানিস্তান বানায়েছে কোমলমতিরা, সামনে ইহাকে ওরা সুদান বানাবে; ড: ইউনুস ইহাকে লাইনে আনতে পারবে না, কোমলমতিরা উনাকে পছন্দ করে না, কোমলমতিরা উনাকে সুদখোর ডাকে; আমেরিকা উনাকে ওদের মাথার উপরে বসায়ে দিয়েছে; উনার বয়স ৮৪ বছর।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাহথীর ৯৬ বছর বয়সেও প্রধান মন্ত্রী হয়েছিলেন।
১১| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১৪
মোস্তফা সোহেল বলেছেন: মায়া কান্না করাদের দেখলে গা জ্বলে যায়।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই কাদছে হালুয়া রুটি হারানোর জন্য।
১২| ১৫ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮
করুণাধারা বলেছেন: এখন এরা প্রমাণ করতে চাইছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে সেজন্য এইসব আফগানিস্তান সুদানের কথা বলছে। ব্লগেও কারো কারো এমনই মাথা খারাপ হয়েছে তারা বলছেন আন্দোলনকারীরা জামাত শিবির।
আশার কথা এই যে দেশ কখনো পথ হারাবে না। জঞ্জালমুক্ত এক নতুন দেশ গড়ে উঠবে তরুণদের হাত ধরে।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের স্বভাবগত বৈশিষ্ট তাদের মতের বিরুদ্ধে গেলেই জামাত শিবির রাজাকার।
১৩| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৯
জটিল ভাই বলেছেন:
দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবাইকে সজাক থাকতে হবে যাতে ওরা ষড়যন্ত্র করতে না পারে।
১৪| ১৫ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৫
কিশোর মাইনু বলেছেন: @করুণাধারা
একটা অনুরোধ করি আপনার কাছে। জংগী শব্দের অর্থ যোদ্ধা। আমেরিকান রা মুসলিমদের খারাপ বানাতে এটা কে সন্ত্রাসী কার্যক্রমের সাথে ব্যাবহার করত। যদি সম্ভব হয় সন্ত্রাসী রাষ্ট্র বললে ভাল হত না???
আফগানিস্তান হয় গেছে, সুদান হয় গেছে। প্রথমে ওখানে কি চলছে জানুন তারপর বলুন কথা।
হিন্দু-বৌদ্ধ-নাস্তিক-মুসলিম এমনকি যারা ধর্মবিদ্বেষী তারা পর্যন্ত অংশগ্রহণ করেছে এ আন্দোলনে। হাসিনা গাদ্দাফি বা সাদ্দাম না। হাসিনা হচ্ছে হিটলার-নেতানিইয়াহুর কাতারের প্রাণী। কি এক লাগায় রাখছে আফগানিস্তান হয় গেছে, সুদান হয় গেছে। শালার এতদিন ধরে যে ফিলিস্তিন বানাই রাখছিল আপনাদের মহান জনদরদী আম্মা এই দেশটারে, তখন কই গেছিলেন আপ্নারা? মুড়ি খাইতেছিলেন পানিতে ভিজিয়ে?
আফগানিস্তান হয়ে গেলে সমস্যা, সুদান হয়ে গেলে সমস্যা। কিন্তু ভারতের দালালির কথা উটলে - "জাহাপনা, তুলসী গ্রেট হো, তওফা কবুল করো।"
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৫| ১৭ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪১
স্বাধীন বাংলার পরাধীনতা বলেছেন: ৫ আগস্ট এর পুনরাবৃত্তি চাই না, আজিজ বেনজিরদের উত্তরসুরীদের যাতে জন্ম না হয় সেটাই চাওয়া।
১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আজিজ বেনজিরদের উত্তরসুরীদের যাতে জন্ম না হয় সেটাই চাওয়া। সহমত
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪
জুন বলেছেন: আমাদের পদত্যাগী স্বরাষ্ট্র মন্ত্রী নাকি বস্তা ভরে ঘুষের টাকা নিতেন। কি দেশে বাস করি! কেমন মানুষ এরা! মানুষ নাকি এরা রক্তলোভী পিশাচ, কোনটা?