নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
সংখ্যালঘু নির্যাতন নিয়ে ব্যপক আলোচনা সমালোচনা হচ্ছে এই মুহূর্তে দেশে এবং বিদেশের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যা অনেকাংশে সত্য আবার অধিকাংশে মিথ্যা গুজব এবং বানোয়াট। সরকারের উচিত হবে এসবগুজবের যথাযথ জবাব দেওয়া এবং ভারতের সংগে কথা বলা।
ভারত আমাদের বৃহৎ প্রতিবেশি কিন্তু ভারতের প্রতিবেশি সুলভ আচরণ মোটেও করেনা তারা বড়ভাই সুলভ আচরণ করে, দেশের এই সময়ে তারা দেশের ১৬/১৭ কোটি জনগনের চেয়ে হাসিনা কে প্রাধান্য দিচ্ছে এবং তাদের মিডিয়া ব্যপকভাবে অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচার চালাতে গিয়ে ইলেক্ট্রনিক্স মিডিয়া উপস্থাপকরা লাফাচ্ছে চিল্লাচ্ছে এটা কোন কথা হলো!
সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সবার প্রতি সেটা হলো দেশে সংখ্যালঘু নির্যাতন হবে কেন? যে লোকটি আপনার প্রতিবেশী যে কিনা সুখে দুঃখে আপনার সংগে সবসময়ই আছে, সকাল হলেই যে মানুষটির মুখ আপনি প্রথম দেখেন, কোন প্রোয়োজন হলে আপনি যার কাছে যান বা যিনি প্রয়োজন হলে আপনার কাছে আসে, যাকে আপনি কাকা ডাকেন কাকী ডাকেন অথবা দাদা দিদি ডাকেন তেমনি করে তারাও আপনাকে ডাকে তাহলে কীকরে আপনি তার ওপর হামলা করেন অথবা তার উপাসনালয়ে কীভাবে হামলা করেন? একবার ভাবেন তো আপনি কি মানুষ? আজন্ম যার সংগে থাকলেন তাকে ভালোবাসতে পারলেন না, আপন করতে পারলেন না তাহলে আপনি কি মানুষ? না আাপনি মানুষ না চতুষ্পদী প্রাণী। যদি আপনি এমন কাজ করে থাকেন তাহলে আপনাকে আইনের আওতায় আনা দরকার, আপনাকে বয়কট করা দরকার সামাজিক ভাবে।
বিবিসির নিবন্ধ: উগ্র ডানপন্থীরা বাংলাদেশে মুসলিম হামলা সম্পর্কে গুজব ছড়াচ্ছে
বিবিসির অনুসন্ধান: হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে যে তথ্য উঠে এল
হিন্দুদের বাড়িঘর–মন্দিরে হামলা নিয়ে বিবিসি'তে চলছে অপপ্রচার
বিবিসির প্রতিবেদন : হিন্দুদের ওপর হামলা নিয়ে যেভাবে ভুল তথ্য ছড়িয়েছে উগ্র ডানপন্থীরা
বাংলাদেশ নিয়ে ভয়াবহ মিথ্যা তথ্য ছড়িয়েছে ভারতের ইনফ্লুয়েন্সাররা: বিবিসি
বাংলাদেশে হিন্দুদের ওপরে ‘অত্যাচার’- যেসব ভুয়া পোস্ট বিবিসি খুঁজে পেয়েছে
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার ততপর না হলে এর শেষ পরিনতি ভয়ানক হবে।
২| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভিডিও দেখলাম এই মহিলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সহ রাষ্ট্রদ্রোহে মামলা করা করকার।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি ভেবে পাইনা কীভাবে ভিডিও সুট করে অপপ্রচার চালানো হচ্ছে, দেশের পরাজিত শত্রু ও বিদেশি একটি দেশের গোয়েন্দা এসব অপকর্মের সংগে জড়িত আছে তাতে কোন সন্দেহ নেই।
৩| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৮
অরণি বলেছেন: ভিডিও দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এটাও সম্ভব! এদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন, এদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৪| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৩
অগ্নিবেশ বলেছেন: ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের তৌহীদি জনতার আরো দুই চাইরটা মাটির প্রতিমা ভাঙ্গা ফরজ হয়ে গেছে।
আল্লহর এই জমিনে কাফের মুশ্রিক বড়ই বেমানান। নারায়ে তকবির।
সহীহ বুখারী (তাওহীদ)
৪৬/ অত্যাচার, কিসাস ও লুণ্ঠন
পরিচ্ছেদঃ ৪৬/৩২. মদের (মৃৎপাত্র) মটকা ভেঙ্গে ফেলা অথবা মশক ছিদ্র করা যায় কি? যদি কেউ নিজের লাঠি দ্বারা মুর্তি বা ক্রুশ অথবা তবলা অথবা কোন অপ্রয়োজনীয় বস্তু ভেঙ্গে ফেলে (তবে তার হুকুম কী)?
২৪৭৮. ‘আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (বিজয়ীর বেশে) মক্কায় প্রবেশ করেন, তখন কা‘বা শরীফের চারপাশে তিনশ’ ষাটটি মূর্তি ছিল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি দিয়ে মূর্তিগুলোকে আঘাত করতে থাকেন আর বলতে থাকেনঃ ‘‘সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, (আয়াতের শেষ পর্যন্ত)’’- (বনী ইসরাঈল/ইসরাঃ ৮১)। (৪২৮৭, ৪৭২০) (আধুনিক প্রকাশনীঃ ২২৯৯, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৩১৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ)
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি পুরো পড়েছেন নাকি না পড়েই মন্তব্য করেছেন? ভিডিও টি ভালো করে দিখুন তারপর মন্তব্য করুন। আপনি শুধুই অপ্রাসংগিক কথাবার্তা বলেছেন।
আপনি যে হাদিসের অবতারণা করেছে সেটা তো আপনি না বুঝেই অন্য অর্থ করছেন, বনী ইসরাঈল জাতিও একত্ববাদী ছিল কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে মক্কায় মূর্তি স্থাপন করেছিল পরে যখন রাসুল (ম) মক্কা বিজয় করে তখন মূর্তি ভেঙ্গে ফেলা হয়। এটা হলো প্রেক্ষাপট
৫| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৮
মেঘনা বলেছেন: বাংলাদেশে হিন্দু তথা সংখ্যালঘু নির্যাতন হয় এটা সত্য। সত্যেকে মেনে নিতে শিখেন। মুসলমানদের হিন্দু মন্দির পাহারা দিতে হয় কেন? নিজেদের প্রশ্ন করেন।
২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ২:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ননসেন্সের মত কথা বললে তো হবেনা। আগে পড়েন পরে মন্তব্য করেন। ভিডিও টি দেখেন তারপর বেকুবের মত প্রশ্ন করেন।
৬| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১০
মেঘনা বলেছেন: প্রশ্ন করলে ননসেন্স, বেকুব হয় তাই না?
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবারো বলছি আপনি আগে পড়েন। পড়ে তারপর মন্তব্য করেন। আমি শিওর আপনি না পড়েই মন্তব্য করছেন।
৭| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বাংলাদেশের হিন্দুদের প্রতিবাদ র্যালীতে আওয়ামীলীগারদের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে।
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিবেবে বিশ্বের কাছে চিহ্নিত করে সুবিধা আদায়ে ধান্ধায় আছে।
৮| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:১৫
অগ্নিবেশ বলেছেন: হ ভাই মুসলমান ছাড়া এই ইহ জগতে আর কেউ কিস্যু বোঝে না। মুসলমান ছাড়া হজ্ঞলে পথভ্রষ্ট।
“অমুসলিমরা পশুর চেয়ে অধম”
সূরা আল-ফুরক্বান-এর ৪৪ নং আয়াতে, অবিশ্বাসীদেরকে পশুর চেয়েও অধম বলা হয়েছে।
25:44
اَمۡ تَحۡسَبُ اَنَّ اَکۡثَرَہُمۡ یَسۡمَعُوۡنَ اَوۡ یَعۡقِلُوۡنَ ؕ اِنۡ ہُمۡ اِلَّا کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ سَبِیۡلًا ﴿٪۴۴﴾
English – Sahih International
Or do you think that most of them hear or reason? They are not except like livestock. Rather, they are (even) more astray in (their) way.
Bengali – Bayaan Foundation
তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ লোক শোনে অথবা বুঝে? তারা কেবল পশুদের মতো; বরং তারা আরো অধিক পথভ্রষ্ট।
Bengali – Mujibur Rahman
তুমি কি মনে কর যে, তাদের অধিকাংশ শোনে ও বুঝে? তারাতো পশুরই মত; বরং তারা আরও অধম।
তাফসীর
এরপর আল্লাহ তা’আলা বলেনঃ তুমি কি দেখো না যে, তাদের অধিকাংশ শুনে ও বুঝে? তারা তো পশুরই মত; তারা আরো অধম। অর্থাৎ তাদের অবস্থা বিচরণকারী পশুর চেয়েও খারাপ। কারণ পশুরা ঐ কাজই করে যে কাজের জন্যে ওগুলোকে সৃষ্টি করা হয়েছে। আর এই মানুষকে সৃষ্টি করা হয়েছে এক শরীক বিহীন আল্লাহর ইবাদতের জন্যে। কিন্তু তারা তা পালন করেনি। বরং তারা তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত করে এবং তাদের কাছে দলীল প্রমাণাদি কায়েম হওয়া এবং তাদের নিকট রাসূলদেরকে প্রেরণ করা সত্ত্বেও তারা তাঁর সাথে শরীক স্থাপন করে।
কুরআন ২৫:৪৪
তাফসীর ইবনে কাসির
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধর্ম আমি বিশদ জানিনা তাই এনিয়ে আপনার সংগে কথা বলতে চাইনা। আপনিও জানেন না হিন্দু ধর্মের খুঁটিনা্টি।
তবে একটা বিষয় ভালো লাগলো যে আপনি ইসলাম ধর্ম অধ্যয়ন করছেন। আপনার কাছে পরামর্শ হলো যেটা আপনার সাংঘর্ষিক মনে হয় সেটা অবশ্য বড় কোন ইসলামি স্কলারের কাছে জেনে আপনার ভুল শোধরাবেন। ব্লগীয় হুজুর ফেসবুক হুজুরকে প্রশ্ন কররে আপনি কোন উত্তরই পাবেন না পক্ষান্তরে আরো জটিল মনে হবে।
৯| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাংলাদেশে হিন্দু মুসলিম সকলের সমঅধিকার আছে। হিন্দুদেরকে আক্রমন করাও যেমন ঠিক তেমনি অপপ্রচার চালানোও ঠিকনা।
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলেছেন।
১০| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৭
অগ্নিবেশ বলেছেন: ভাই আমি হিন্দু নই, আমি একজন মানুষ।
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলে মানুষ হিসেবে পরিচয় আগে হওয়া দরকার তারপর অন্যকিছু। ধন্যবাদ
১১| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: সংখ্যালঘু ব্যবহার না করে ডাইরেক্ট হিন্দু ব্যবহার করছি, কারণ বাংলাদেশে হিন্দুরা মনে করে তারাই একমাত্র সংখ্যালঘু জাতি, যদিও আসলে বাংলাদেশের অবস্থা ভারত বা পাকিস্তানের মতো না , এখানটাতে ধর্ম জাত পাত ইত্যাদি কারণে কোন জায়গায় কাউকে ডিফারেন্টিয়েট করতে দেখিনি।বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১০% হিন্দু। সেই হিসেবে ৫ ই আগস্টের বিপ্লবের পর ১০০ জনের উপর আক্রমণ হানা হলে এর মধ্যে ১০ জন হিন্দু হ্ওয়া স্বাভাবিক। প্রকৃতপক্ষে হিন্দুদের একটা বড় অংশ (সকলে না) আওয়ামী লীগ কে সাপোর্ট করে। ধরা যাক বাংলাদেশের ভোটার ১১ কোটি এর মধ্যে ১০ কোটি মুসলমান, এক কোটি হিন্দু। ১০ কোটি মুসলমান ভোটারের মধ্যে ধরা যাক প্রায় তিন কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয়। ভোটের হিসেবে প্রায় ৩০%। এক কোটি হিন্দু ভোটার মধ্যে প্রায় ৭৫ লাখ আওয়ামীলীগকে ভোট দেয়। ভোটের হিসেবে ৭৫%।
আওয়ামী লীগের ৩ কোটি ৭৫ লক্ষ ভোটের মধ্যে কমপক্ষে ৭৫ লক্ষ হিন্দু ভোট। অর্থাৎ আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ২০% হিন্দু (সম্ভবত আড়াই কোটি + ৮৫ লাখ, ৩৪% হিন্দু সমর্থক পর্যন্ত হতে পারে)। কাজে ১০০ টা হামলা হলে ২০ টা হামলা হিন্দুদের উপরে হলে তা স্বাভাবিক স্ট্যাটিস্টিকের মধ্যে থাকবে।
০৫ আগস্টের পরে আওয়ামী লীগের প্রায় ৫০ জন নেতা কর্মীকে পিটিয়ে পুড়িয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে পাঁচজন হিন্দু।
যারা আওয়ামী লীগের আমলে লুটপাট অত্যাচার চুরিচামারি করে নাই এমন হিন্দুদের উপরে বিপ্লবীদের দ্বারা যদি কোন আক্রমণ হয়ে থাকে তার প্রমাণ দেয়া হোক।
গত দুই একদিনের মধ্যে ব্লগার মার্ক টোয়েন একটা পোস্ট দিয়েছেন। ওনার পোস্টটা পড়তে অনুরোধ করলাম।
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিশদ মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:০৭
গোবিন্দলগোবেচারা বলেছেন: লুটপাট কারা করেছে তার আরেকটা প্রমাণ দেখেন, বরিশালের কুলাঙ্গার সাদেক আব্দুল্লাহর বাড়িতে লুটপাট আগুন দেওয়া হয়। লুটপাট হওয়া প্রায় ৭ লাখ টাকা এবং মোবাইল ফোন আওয়ামী লীগের কর্মীর বাড়ি থেকে উদ্ধার হয়।
https://www.dhakatimes24.com/2024/08/10/361925
২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৪:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লুটপাটের সিংহভাগ আওয়ামীলীগ করেছে ইহাতে কোন সন্দেহ নেই।
১৩| ২০ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:২৮
কামাল১৮ বলেছেন: মুদির এক টেলিফোনেই প্রশাসন নড়ে চড়ে বসেছে।
২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্বাচনী প্রচারে মোদির ১৭৩ ভাষণের মধ্যে ১১০টিতে মুসলিম বিদ্বেষ: এইচআরডব্লিউ
১৪| ২০ শে আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:২৫
বাকপ্রবাস বলেছেন: হিন্দুরা শত্রুমিত্র চেনেনা, তাদের নিয়ে লীগ খেলছে অথচ তারা লীগের কথায় আত্মঘাতি হয়, তারা লীগ বুঝে আর বুঝে ভারত, বাংলাদেশ তারা বুঝেনা
২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামীলীগের ভোটব্যাংক হয়ে তাদেরই বেশি ক্ষতি হয়েছে।
১৫| ২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:২২
ধুলো মেঘ বলেছেন: মেঘনার প্রশ্নঃ হিন্দু মন্দির পাহারা দিতে হয় কেন?
আমার উত্তরঃ বাংলাদেশের হিন্দুদেরকে মোদী সরকার কেন যেন নিজেদের সম্পত্তি মনে করে, যদিও বাংলাদেশের হিন্দুরা তা মেনে নিতে রাজী নয়। তাদের বিভিন্ন পোস্টে দেখা যায়, ডঃ ইউনুস এদেশের হিন্দুদের উপর আর কোন হামলা হবেনা মর্মে মোদীজীকে যে আশ্বাস দিয়েছেন, এদেশের হিন্দু জনগোষ্ঠী তাতে ক্ষোভ জানিয়েছেন। তাহলে বুঝা গেল এই দেশের হিন্দুদের স্বার্থ বিজেপি তথা মোদী কোনভাবেই 'ওউন' করেনা।
এজন্যেই এদেশে ধর্ম পরিচয়হীন কিছু মোদীর চ্যালাচামুন্ডা তাদের উপর ক্ষুব্ধ। তারাই চেষ্টা করছে বিভিন্ন ভাবে হিন্দু সম্প্রদায়ের জানমালের উপর হামলা চালাতে এবং সেটাকে সাম্প্রদায়িক হামলার রূপ দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে। এজন্যেই মূলত হিন্দুদের বাড়িঘর এবং মন্দির পাহারা দেওয়া দেশপ্রেমিক জনতা নিজেদের কাঁধে তুলে নিয়েছে।
২১ শে আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্বাচনী প্রচারে মোদির ১৭৩ ভাষণের মধ্যে ১১০টিতে মুসলিম বিদ্বেষ: এইচআরডব্লিউ
১৬| ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: সংখ্যালঘু নির্যাতন, জংগীবাদ- এগুলো সবই স্বৈরাচার শেখ হাসিনা, আওয়ামী লীগ আর ভাকুদের অপপ্রচার।
২২ শে আগস্ট, ২০২৪ সকাল ১১:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য ইহাতে একবিন্দু পরিমান মিথ্যা নেই।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারতের এসব অপপ্রচার বন্ধ করতে বাংলাদেশের যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার।