নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

নিকৃষ্টদের অন্যতম একজন হাসান মাহমুদ -১

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০


কোন এক দলীয় সভায় হাসিনা, হাছান মাহমুদকে উদ্দেশ্য করে বলেছিল- তোমার খরব কী? কাজ-টাজ ঠিক মতো করো? তুমি নাকি অনেক সম্পদের মালিক হয়েছো? সব তথ্যই আমার কাছে আছে। তখন সভায় উপস্থিত সকলেই ধরেই নিয়েছিল যে, হামা'র বিদায় ঘন্টা বেজে গিয়াছে কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। তার মূল কারণ ছিল বিরোধী পক্ষকে যে যতবেশি ধোলাই দিতে পারবে তার প্রমোশন তত বেশি এবং দ্রততার সংগে। এটা ছিল হাসিনার নীতির ১ নং কৌশল। ফলে হাছান মাহমুদ ১৫ বছরে হাসিনা সরকারের বিভিন্ন মেয়াদে প্রভাবশালী মন্ত্রী ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ে।

নির্বাচনি হলফনামায় আয়-ব্যয় বা স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব দেখে যে কেউ ভাববে তার চেয়ে সৎ, গরিব কোনো মন্ত্রী-এমপি বাংলাদেশে নেই। কিন্তু বাস্তবে নামে-বেনামে তার রয়েছে সম্পদের পাহাড়। মন্ত্রী হিসাবে দলে যেমন তার প্রভাব ছিল, তেমনই দায়িত্ব পালন করা বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল-বেদখল, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাতিয়েছে শত শত কোটি টাকা।

বন ও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালনকালে রাঙ্গুনিয়ায় ২০০ একরেরও বেশি বনভূমি দখল করেছে যেখানে হামা গড়ে তুলেছে পর্যটনকেন্দ্রসহ নানা বিলাসী প্রকল্প। দখল করেছে জাহাজ নির্মাণকারী ডকইয়ার্ড। দখলের ক্ষেত্রে ব্যবহার করেছে নিজের ভাইদের। স্ত্রীর নামে নিয়েছে শিপ হ্যান্ডলিং লাইসেন্স। হয়েছেন ফিশিং ট্রলারের মালিক। এরই মধ্যে এক ডকইয়ার্ড মালিক তার কাছে ৬০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। করেছে সংবাদ সম্মেলন।

সকাল থেকে শুরু করে বিছানা যাওয়া আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি গালাগাল করাই যার কাজ ছিল, সে হলো নিন্দিত নিকৃষ্ট রাজনীতিক হাসান মাহমুদ।বিএনপি কে যারা পছন্দ করে তারা, মধ্যপন্থা অবলম্বনকারীরা এবং আওয়ামী ঘরানারও কিছু মানুষ তার এইসব নিকৃষ্ট কথাবার্তাকে ভালোভাবে নেইনি। এসব কর্মকান্ড জনরোষ তৈরির অন্যতম কারণগুলো মধ্যে একটি। রাজনীতিক জঘন্যতমদের মধ্যে হাসান মাহমুদ অন্যতম একজন। এসব নর্দমার কীটকে ঝেটিয়ে বিদায় করাই মঙ্গলজনক।

হাসিনা যদি আগেই এদেরকে ঝেটিয়ে বিদায় করতো তাহলে হয়তো এতো করুণ অবস্থা হতোনা। কিন্তু তিনি তা না করে যারা বিরোধী মতকে দমন করার ফেসিবাদীনীতি গ্রহন করেছে তাদেরকেই হাসিনা প্রমোট করেছে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৪

অধীতি বলেছেন: উনিতো সকাল বিকাল জামাত বিএনপির জিকির করতেন। সকালে বলতেন জামাত করেছে বিকেলে বলতেন বিএনপি করেছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবসময়ই তার কাজ ছিল বিরোধীপক্ষ তথা বিএনপি জামাত কে বকাঝকা করা।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫১

জুল ভার্ন বলেছেন: আওয়ামী লীগের সবাই শেখ হাসিনা, সবাই হাসান মাহামুদ-ওবায়দুল কাদের!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামী লীগের সবাই শেখ হাসিনা, সবাই হাসান মাহমুদ-ওবায়দুল কাদের এবং অধিকাংশই খুনি।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রতিটি ক্ষেত্রেই হাসিনার দূর্ণীতির কালো হাতে থাবা। প্রতিটি সেক্টরেরই দূর্ণীতির আখড়া বসিয়ে রেহেনা ও জয় তথা শেখ গংরা দেশের সব টাকা হতিয়ে নিয়েছে।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার লিঙ্ক দেখেছি। এমন কোন সেক্টর নেই যেখানে আওয়ামীরা দূর্ণীত করেনি। ওদের সবাই কোটিপতি মাঝারি মাপের নেতা শত কোটি, বড় মাপের নেতা হাজার কোটি টাকার মালিক বনে গেছে।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ‘এস আলমের পাচার করা টাকার অর্ধেকই নিয়েছেন রেহানা-জয়’ সব জায়গা থেকেই এরা ৫০% কমিশন নিতো। ক্ষেত্র বিশেষে ৭০% এর বেশি নিতো। এই যদি অবস্থা হয় তাহলে দেশ চলবে কী করে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারপরও তো উন্নয়নের জোয়ারে দেশকে ভাসিয়ে দিয়েছে! এখন দেখা যাছে ভিতরে কিছু নেই ওপরে চকচকে।

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭

মোস্তফা সোহেল বলেছেন: সকল সম্পত্তি নিয়ে সরকারি কোষাগারে জমা করা হোক।

০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫

কিরকুট বলেছেন: চোর আর ডাকাইত পিটাইতে দারুন মজা। পাব্লিকের হাতে ছেড়ে দেয়া হোক।

০৯ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চোর পালাইছে বেলজিয়ামে নিজের বাড়িতে। কয়েক হাজার কোটি টাকা ওখানে পাচার করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.