নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বিগত ১৫/১৬ বছরে গণহত্যাকারী, মুদ্রা পাচারকারী, দেশ লুন্ঠনকারী ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং তারা রূপকল্প '৪১ ভাওতাবাজী নিয়ে প্রতিটি স্থানে, প্রতিটি জায়গাতে, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী দুর্ধর্ষ ক্যাডার, কট্টর আওয়ামীলীগার অথবা বিশেষ কোন গোষ্ঠির লোক বসিয়েছে যারা প্রাণ যাবে তবুও আওয়ামীলীগ ছাড়বেনা। এরা সুযোগের সদ্ব্যবহার করতে বিন্দুমাত্র চিন্তা করবেনা। অন্যদিকে গণহত্যাকারী হাসিনা এবং 'র' প্রতি নিয়ত ছক কষছে কী করে বাংলাদেশ অস্থিতিশীল করা যায় এবং আবার তাদের অপশাসন কায়েম করা যায়।
ভারত কখনই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবেনা কারণ হাসিনা যা করেছে তা ভারতের জন্যই করেছে সুতরাং ভারত বাংলাদেশের জনগণের পাশে না থেকে হাসিনাকে বেছে নিয়েছে।
১৫/১৬ বছর লুটেপুটে খেতে খেতে ওদের জিভ লম্বা হতে হতে হাটুতে গিয়ে পৌঁছেছে; লুটেপুটে খাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষুধার্থ হায়েনার চেয়েও ভয়ঙ্কক রূপধারণ করেছে । যেকোন মুহূর্তে ওদের বিস্ফোরণ ঘটতে পারে। সুতরাং মনে রাখতে হবে ড. ইউনুস যদি ফেল করে তাহলে খুনি হাসিনার সন্ত্রাসীলীগ বাহিনী ও 'র' সমন্বিত পরিকল্পনায় ছাত্র-জনতাকে কচুকাটা করবে। অতএব প্রশাসন আওয়ামী রাহুমুক্ত নাহলে বিপদ অতিসন্নিকটে!
দেশ থেকে উপশাসন সমূলে উৎপাটন না করা পর্যন্ত ড. ইউনুসকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকতে হবে ছাত্রসমাজকে অবিচল থাকতে হবে তাদের উদ্দিষ্ট লক্ষ্যে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাঘব বোয়ালদের আগে বিদায় করতে হবে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩২
কামাল১৮ বলেছেন: এখন কোন গুষ্ঠির লোকদের বসাতে চান? সবাই এখন গুষ্ঠিবদ্ধ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যেট পছন্দ করেন সেটা হলে কেমন হয়?
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: গত ১৫ বছরে এ টু জেড সবই আওয়ামীলীগ; পশম বাছতে গিয়ে কম্বল শেষ হয়ে যাবে।