নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানীর আনুমোদ দিয়েছেন। কোন সংশয় নেই ইহা একটি ভালো উদ্যোগ কেননা চিরাচরিত নিয়ম থেকে হঠাৎ বিচ্যুতি ঘটলে সেটা খারাপ লাগারই কথা; পশ্চিমবঙ্গের মানুষের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সেই আমেজে তাদের খাদ্যে প্রধান ভুমিকা রাখে ইলিশ এবং সেটা একটা ঐতিহ্যও বটে।
এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হচ্ছে; বিশেষ করে ট্রল করছে আওয়ামীপন্থী ও আওয়ামী আমলে সুবিধাভোগীরা। কেউ বলছে, শেষ পর্যন্ত ভারতে ইলিশ পাঠাইতে বাধ্য হইলো। কেউ বলছে, এনজিওগ্রাম সরকার ইলিশ পাঠাইতে বাধ্য হলো আরো অনেক কিছু।
যেহেতু ইলিশকে মধ্যবিত্ত ও গরীবের নাগালে পৌঁছাতে সক্ষম হয়নি সরকার চোরাকারবারী আওয়ামী সিন্ডিকেটের কারনে তাহলে বৈদেশি মুদ্রা আয়ের পথ বন্ধ করার কোন মানে হয়না সুতরাং সরকার এক্ষেত্রে সময়পোযোগি এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে। আমি এর আগেও এই কথাটিই বলেছিলাম এবং এখনো সেই কথাই বলছি।
ভারতের জনগনের সংগে আমাদের কোন বৈরীতা নেই; বৈরীতা হচ্ছে তাদের রাষ্ট্রিয় সিদ্ধান্তের তারা জনগনকে বাদ দিয়ে হাসিনাকেই প্রাধান্য দিচ্ছে যা কোন ভাবেই কাম্য ও সমীচীন নয়।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা চাচ্ছে ভারতের সংগে আমাদে ফ্যাসাদ বেধে যাক, ভারত যুদ্ধ করে ওদের আবার ক্ষমতায় আনুক তাহলে ওরা আবারও রক্তে হোলি খেলায় মেতে উঠবে এবং দেশ বাকী যা অবশিষ্ট আছে কেটুকুই চেটেপুটে খাবে। ইতোমধ্যেই রাজকুমার জয় ভারতে সাহায্য চেয়েছে ক্ষমতায় আসার জন্য।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪০
অরণি বলেছেন: মোদী যেমন জনতাকে ছেড়ে হাসিনার সেবাই ব্যস্ত সেরকম আমরা হবোনা কারন আমরা সবসময় জনগনের কথাই ভাবি এবং জনগনকেই প্রাধান্য দেই।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আন্দোলন পরবর্তী এপর্যন্ত যত ক্যু করার চেষ্টা করা হয়েছে সবগুলোর পিছনে আওয়ামীলীগ কোন না কোন ভাবে সম্পৃক্ত আছে এবং এখন পার্বত্য অঞ্চল নিয়ে আওয়ামীলীগ খেলছে, এটা আগুন নিয়ে খেলা এরা আগুন সন্ত্রাসী।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৮
আরইউ বলেছেন:
ঢাবিয়ান বলেছেন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’। তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। কিন্তু প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায়। সুত্র ঃ প্রথম আলো/
ভারত যেহেতু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে হাত বাড়িয়েছে, তা ফিরিয়ে দেবে কেন বাংলাদেশ? প্রতিবেশির সাথে এমন সম্পর্কইতো চায় যে কোন দেশ। তাই বাংলাদেশ ইলিশ পাঠিয়ে খুবই সুবিবেচনার কাজ করেছে। আফসোস লীগের এই ইস্যূতে চিল্লাপাল্লার কারন হচ্ছে , ভারতের সাথে যদি বাংলাদেশের স্থিতিশীল সম্পর্ক হয় , তবেতো তাদের বিপদ। তারা চায় ইন্ডিয়া শুধু আওয়ামিলীগের বন্ধু হোক, বাংলাদেশের নয়।
আহ! মধু, মধু! ব্লগারদের রগকাটার তালিকা বানানো কোমলমতী "ব্লগার" ঢাবিয়ানের পল্টিবাজীটা সেরাম হইসে। ঢাবিয়ানরে এরশাদ অব দ্য ইয়ার পদক দেয়া হোক।
@লেখক,
ট্রলের আফসোসলীগ আর গুজবলীগ আর তাদের সুবিধাভুগীরা মেইনলি করতেসে বলাটা সত্যরে অস্বীকার করা। ট্রলের কারণ জামাতের ভাড়প্রাপ্ত আমীর আল্লাম আসিফ নজরুলের বাকোয়াস কথাবার্তা, ট্রলের কারণ ইলিশ মন্ত্রীর না বুইঝা অদূরদর্শীর মত ফাল পাইরা ওঠা। পিনাকী চোরারে নিশ্চই কেউ লীগের সুবিধাভোগী কইবোনা। নাকি কইবো?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ জয়শঙ্কর বলেছে উল্লেখিত কথা। ঢাবিয়ান পল্টিমারছে কিনা তার উত্তর ঢাবিয়ানই দিবেন। তবে আওয়ামীলীগ যে ট্রল করছে সেবিষয়ে একবিন্দুও মিথ্যা নেই।
জামাতের ভাড়প্রাপ্ত আমীর আল্লাম আসিফ নজরুলের কথা আপনি কী জানেন তা আমি জানিনা তবে ইলিশ মন্ত্রী না বুইঝাই হুদা প্যাঁচাল পারছে এটা ঠিক।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৯
আহরণ বলেছেন: বাংলাদেশে দুটি সম্পদে ভরপুর!?।
১। ইলিশ : ভোক্তা পর্যায়ে অতি অপ্রতুল, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে।
২। মধ্যপ্রাচ্যে থেকে ক্রীতদাস রেমিটেন্স।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যাপকভাবে রপ্তানীমুখী শিল্প স্থাপন অতিজরুরী রেমিট্যান্স দিয়ে কতদিন চলবে?
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
রাসেল পাটোয়ারী বলেছেন: ভালো এবং সময়উপযোগী সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা মণ্ডলীদের ধন্যবাদ এবং সাধুবাদ জানাই ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই এটা সময়পোযোগী সিদ্ধান্ত।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই পোস্টেও তো দেখি আরইউ হাউকাউ করছে তার ভাগে কী কম পড়েছে নাকি খাওন বন্ধ হইয়া গেছে?
ছাত্র-জনতাকে আরে বেশি সজাক থাকতে হবে কারণ ১৬ বছর দেশকে খেয়ে অন্তসারশুন্য করেছে আওয়ামীলীগ এখন খাওয়া বন্ধ হওয়ার কারণে পাগলা কুত্তার মতো দাপিয়ে বেড়াছে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। দেশে এখন যত অপ্রীতিকর ঘটনা ঘটছে সবই আওয়ামীদের কারনে হচ্ছে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এপর্যন্ত যত ক্যু-র চেষ্টা হয়েছে সবগুলোতেই আওয়ামীলীগের সম্পৃক্ততা আছে।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫১
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
আপনিইতো সর্বশেষ পোস্টে পাল্টিবাজদের চিনায়া দিতে আহ্বান জানাইলেন। ব্লগারদের রগকাটতে চাওয়া ঢাবিয়ানরে চিনায়া দেয়া আমার কর্তব্য বলি মনে করসি, তাই ইকটু হাউকাউ করলাম আরকি। আপনের লেন্জায় পরি কোমলমতী ঢাবিয়ানরে বইলেন কোন তালিকায় টালিকায় যেন আমার নাম না ঢুকায়! ও, "নতুন দেশে" আপনের ভাগটা ঠিকমতো পাইসেন, নাকি কেউ আপনার োগা মাইরা ভাগ নিয়া পালাইসে?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: @দেশ প্রেমিক বাঙালী উত্তর দিয়েছে।
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ আপনারা তো আমাগো মতো আমজনতার োগা মারতাছেন দিন-রাত। দেখেন না দেশটারে কিভাবে োগা মারছেন আপনারা? প্রতিদিন পত্রিকা দেখলেই তো বোঝা যায়।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৫/১৬ বছরে আওয়ামীলীগ দেশটাকে শেষ করে ফেলেছে; তাদের কাজের বুয়াও কয়েক কোটি টাকার মালিক ভাবা যায়!?
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাংলাদেশে যেমন ভালোমন্দ জনগণ আছে ঠিক তেমনি ভারতেউ ভালোমন্দ জনগণ আছে; সবাই খারাপ না তবে মোদী সরকার যা করতেছে তা কোনভাবেই কাম্য নয়।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দালাইলামাাকে আশ্রয় দিয়ে ভারত চীনের সংগে কামড়া-কামড়ী করতেছে ঠিক তেমনি বাংলাদেশের সংগেও করার চেষ্টা করছে।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৯
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
হ, হাসিনা গং এন্ড ফ্যামিলি, দরবেশ বাবা, এস আলম... ... দেশটারে ছাবড়া কইরা ফালাইসে সেটা সবাই দেখসে, দেখতেসে, আরো দেখবো। আমজনতার চিন্তা কোটায় নোবেল পাওয়া ইনুচ দেখবো সমস্যা নাই, তার উপ্রে বিশ্বাস রাখেন। সময় পাইলে নিজের োগার যত্ন নিয়েন।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড. ইউনুস কে ইনুচ বলা ঠিক না উনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ,
হ, আপনি তো হাসিন গং এরই সদস্য সেটা এক্কেবারে পরিস্কার। হাসিনার যেমন ড. ইউনুস কে নিয়ে চুলকানী ছিল ঠিক তেমনি আপনার ড. ইউনুসকে সমভাবে চুলকানী আছে। হাজার হলেও তো একই গোত্রভুক্ত মিলতো থাকবেই তাই না?
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৭
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
এই যে একদম আসল জায়গায় হাত দিয়া বসছেন! আপনের লেন্জায় পরি এই কথা আর কেউরে কইয়েন না। প্লিজ লাগে!
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ,
আপনি তো নিজেই নিজের ল্যাঞ্জা বের করে দিলেন।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩১
আরইউ বলেছেন:
লেখক বলেছেন: ড. ইউনুস কে ইনুচ বলা ঠিক না উনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে।
সৈয়দ সাব, আম্রা গাও গেরামের মানুষ। উচ্চারণ কি আর আপনাগো মত শুদ্ধ হইবো? আপনার কাছে যা ড. ইনুচ আমার কাছে তা ইনুচ। ক্লিনটন ফ্যামেলি কোটায় নোবেল পাওয়া ইনুচরে আমি অসন্মান করতে পারি!!
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নোবেলের প্রতিটি ক্ষেত্রেই আমেরিকার মতাদর্শ প্রতিফলিত হয়; এটাও তার ব্যতিক্রম নয় তারপরও এটা আমাদের জন্য সম্মান।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩২
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
আপনে কি আপনের চোখ দুইটা ুটকির ভিতরে ঢুকায়া রাখেন যে আমার লেন্জা এত পরে দেখলেন!
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ,
আপনার ভাষা প্রয়োগই বলে দেয় আপনি আওয়ামীলীগ।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বিএনপি জামাতের ১০০০ বাটপার = আওয়ামীলীগের ১ বাটপার
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪২
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
কোমলমতী ঢাবিয়ানের মত আচরণ কইরেননা দয়া কইরা, কোন লিস্টে মিস্টে নাম উঠাইয়েন না। ধইরা যখন ফেলসেনই চাইপা যান। আগেই কইসি আপনের লেন্জায় পরি। প্লিজ লাগে!
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ,
োগা, ুটকি এগুলো কী? এখান থেকেই তো প্রমানিত হয় আপনি আওয়ামীলীগ।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো হইছে। নিয়মের মধ্যে সব কিছুই ভালো। বৈদেশিক মুদ্রা আসুক দেশে। দেশকে তো ফতুর করে রেখে গেছে।
এক মেট্রোরেল নিয়া কত কথা কইছে। মাসের ভিতরে মেট্রোরেল চালু হইছে। আবার পোড়া স্টেশন্ও ঠিক হয়ে যাচ্ছে। আফসোস লীগেরা হাউকাউ করতে থাকুক। দেশ চলুক সুন্দর সুশৃঙ্খল। বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকবেই। সেগুলা হলো পারিবারিক শিক্ষা। তাই রক্ত দিয়ে দেশ কিনেও আবার নিজের স্বার্থ নিয়ে হাউকাউ করে।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেট্রোরেলের প্রাক্কলিত ব্যয ১১,৪৮৭ কোটি টাকা থেকে পরে ধাপে ধাপে বেড়ে ৩৩,৪৭২ কোটি টাকা করা হয়েছে বাকী সবই রেহানা জয়ের কাছে চলে গেছে। এই দুটি ঠিক করতে নাকি ৩০০ কোটি টাকা ও ১ বছর লাগতো কিন্তু এখন দেখা গেল কাজীপাড়া ঠিক করতে ৫০ লাখ টাকাও লাগলোনা। এই ৩০০ কোটিই পরে ১০০০ কোটি হয়ে যেত যদি আওয়ামীলীগ ক্ষমতায় থাকতো।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১১
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
আম্রা গাও গেরামের অশিক্ষিত মানুষ। আম্গো ভাষা এমনই। আম্রা আপনাগো মত শিক্ষিত হইলেতো আর্সহোল, বাট, বাম এসব শব্দ জানতাম, কইতাম। জানিনা, তাই োগা, ুটকি এসব দিয়াই কাম চালাই।
আম্লীগ কেন? আপনি লাগ্লে মনে করেন, বলেন আমিই হাসিনা। আমিতো কেউতো আপনের মুখে াছা পাইতা বইসা নাই, আপ্নে যা খুশি তাই বলতে পারেন। এইটা স্বাধীন ইন্টারনেট!
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: ভারতে ইলিশ পাঠালে দেশে ইলিশ মাছের দাম কম বেশি হয় না। আবার ইলিশ না পাঠালেও দেশে ইলিশের দাম কম হয় না।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক তাই রপ্তানী বন্ধ করা ঠিক না।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ আরইউ,
আবারো প্রমান দিলেন আপনি BAL
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
আরইউ বলেছেন:
@দেশ প্রেমিক বাঙালী,
আপ্নে ক্যান মানতে চাইতেসেন না! আর কত প্রমান লাগবো আপ্নের!!
মানসিক চাপ বেশি নিয়েননা। নিজের লেন্জা, ুটু সামলাইয়া রাইখেন। আপ্নে একই কথা বারবার কইতেসেন, লক্ষন ভালো না। টেপ আটকাইয়া গেসে?
خدا حافظ [গুগল ট্রান্সলেট দিয়া ইটা উর্দূতে লিখা দিলাম আপ্নের বুঝার সুবিধার্থে]
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০
কিরকুট বলেছেন: ইলিস মাছ নিয়ে যে সকল অসভ্য প্রানী আমাদের সাথে ভণ্ডামি করলো সব মরে সাফ হোক । ছোট বড় কিচ্ছু বুঝি না । সব মরুক কলেরায় ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি বরাবরই বলেছি প্রতিবেশি জনগণের সংগে সম্পর্ক ভালো রাখতে হবে।
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: आप अवामी लीग और भारतीय दलाल हैं [গুগল ট্রান্সলেট দিয়া আমিও হিন্দিতে লিখে দিলাম যাতে আপনার বুঝতে সবিধা হয়]
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
১) বাংলাদেশে এতো ইলিশ ধরা পড়েছে যে যা আমাদের নিজেদের জন্যে রেখে বাইরে পাঠানো যাবে?
২) বাংলাদেশের কোল্ড স্টোরেজগুলো কি এতো ইলিশ স্টোর করে রাখতে পারবে?
৩) কোল্ড স্টোরেজে রাখতে না পারলে আর বাংলাদেশীরা ইলিশ পর্যাপ্ত পরিমাণে না খাইলে, বাকি ইলিশ কি পচে যেতে পারে?
৪) জনগণ যদি চায় ইলিশ রপ্তানি করতে, তাহলে সরকারের কি উচিৎ তাতে বাধা দেওয়া?
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পর্যাপ্ত যে ধরা পড়েছে বিষটা তেমন না আবার স্টোরেজে রাখা যাবেনা বা পচে যাবে এমন কিছুও না যেহেতু পুজায় পাঠানো হয় এবং দীর্ঘদিনের কালচার তাই হঠাৎ বন্ধ করা ঠিক হবেনা।
২৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৫
এক্সম্যান বলেছেন: আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই, অবস্যই সেটা হওয়া উচিৎ সমতার ভিত্তিতে।
আমার ধারনা ভারত বাংলাদেশের গুরুত্ব বুঝতে পারবে এবং তারা কোনো দলকে প্রাধান্য না দিয়ে বাংলাদেশের জনগনকে প্রাধান্য দেবে। কোনো দলকে প্রাধান্য দিলে সাময়িক অনেক কিছু পাওয়া গেলেও ঐদল ক্ষমতা হারালে যে সবকিছু একবারেই হারাতে হতে পারে এই সামান্য ধারনা তাদের থাকা উচিৎ ছিল।
আমার হিসেবে ইলিশ রপ্তানি করা উচিৎ নয় (কোনো দেশেই নয়) কারন ইলিশ দেশের চাহিদার তুলনায় অপ্রতুল। তবে অনেক সময় অনেক কিছুই মন বিরোধীতা করলেও বৃহত্তর কারনে করতে হয়, Like a Sacrifice. সো যদি সম্পর্ক উন্নয়ন হয় তাহলে যাক ইলিশ।
২২ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যের অনিষেশ অভিনন্দন।
২৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:০১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যে-কোনো বিবেচনায়ই ভারতে ইলিশ পাঠানোর এই সিদ্ধান্তটা স্বস্তিদায়ক। শুরুতে 'না' বলা হয়েছিল, যেটা সরকার ঠিক করে নাই। ঐ 'না'-এর ফলে অনেক প্রতিক্রিয়াও হয়েছিল। সেই প্রতিক্রিয়ার ফলে হোক, কিংবা, নিজ থেকে হোক, এই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত খুবই প্রশংসনীয়। তবে, পরিমাণ আরো কম হতে পারতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সর্বশেষ সিদ্ধান্তটা স্বস্তিদায়ক বটে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৪৮
চারাগাছ বলেছেন:
প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখা উচিত।
ইন্ডিয়ার ভালো সম্পর্ক শেখ হাসিনার সাথে। বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কোনদিনই ছিলো না। এবার দেখা যাক।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত জনগণ ছেড়ে হাসিনাকে বেছে নিয়েছে।
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইলিশ নিয়ে কারসাজি আর গেলনা। চট্টগ্রামে কিন্তু বাজারে প্রচুর ইলিশ পাওয়া যায়।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরকার যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।
৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩
নদীকান্ত বলেছেন: ট্রল করার কারণ হল, একজন উপদেষ্টা বলেছিলেন ইলিশ ভারতে রফতানি করা হবে না। কয়েক বছর আগে উপদেষ্টা আসিফ নজরুল ইলিশ রপ্তানির সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ক্ষেত্রবিশেষে অবস্থার পরিবর্তন করতে হয় ন্যায্যতা খাতিরে।
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
ঢাবিয়ান বলেছেন: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’। তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। কিন্তু প্রতিবেশী হিসেবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিয়ে যেতে চায়। সুত্র ঃ প্রথম আলো/
ভারত যেহেতু বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখার ক্ষেত্রে হাত বাড়িয়েছে, তা ফিরিয়ে দেবে কেন বাংলাদেশ? প্রতিবেশির সাথে এমন সম্পর্কইতো চায় যে কোন দেশ। তাই বাংলাদেশ ইলিশ পাঠিয়ে খুবই সুবিবেচনার কাজ করেছে। আফসোস লীগের এই ইস্যূতে চিল্লাপাল্লার কারন হচ্ছে , ভারতের সাথে যদি বাংলাদেশের স্থিতিশীল সম্পর্ক হয় , তবেতো তাদের বিপদ। তারা চায় ইন্ডিয়া শুধু আওয়ামিলীগের বন্ধু হোক, বাংলাদেশের নয়।