নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

কথায় কথায় পাকিস্তানে চলে যেতে বলতো X((

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩



কিছু ছাগল জ্বলেপুড়ে মরছে; তারা এখন গুজব ছড়াইতেছে বর্তমান সরকারের বিরুদ্ধে। এরা আওয়ামী সময়ে উচ্ছিষ্টভোগী ছিল। এরা বিষ্টা খেতে না পেয়ে হাউকাউ করছে। এরা কোন ভাবেই বর্তমান সকরারকে মানতে পারছেনা । এরা হাসিনার সময় তাদের বিরুদ্ধে কোন কথা বললেই রাজাকার ট্যাগ লাগাইতো। এরা কথায় কথায় বিএনপি জামাত বলতো। এরা সব সময়ই ভাবতো পুরো দেশটা ওদের আব্বার। এরা কথায় কথায় বিরোধী মতকে পাকিস্তানে যেতে বলতো। এরা এখনো স্বীকার করেনা যে, হাসিনা পরিবারের হাজার কোটি টাকা পাচার করার কথা। এরা বিশ্বাস করেনা রেহানা জয় রেদওয়ান কমিশন খেতো।

এরা ১ মাসেই ড. ইউনুসের কুটসা গাওয়া শুরু করেছে। এরা বলছে এটা করলোনা সেটা করলোনা? কিন্তু এরা যে ১৫/১৬ বছরে সবকিছু ধ্বংস করেছে সেটা জঞ্জাল মেরামত করতে সময় লাগবে সেটা না বলে উল্টো জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা বিভিন্ন জায়গাতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করছে অর্থাৎ পুরো দেশে ওরা নৈরাজ্য সৃষ্টি করেছে অথবা করার চেষ্টা করছে। এরা অগ্নিসন্ত্রাসী।

ব্লগেও ৮/৯টা গুজবলীগ আছে এরাও ড. ইউনুসের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। উল্টাপাল্টা ব্যাখ্যা বিশ্লেষণ করে বিভ্রান্ত ছড়াচ্ছে। কেউ কেউ ড. ইউনুসের নোবেল নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে। করবেই তো হাসিনার গোয়েবলস মন্ত্রী হামাও নোবেল নিয়ে উল্টাপাল্টা বলেছিল; সুতরাং গোয়েবলসের সাগরেদরাও তো একই সুরে ভ্যা ভ্যা ম্যা ম্যা করবে এটাই স্বাভাবিক।

মন্তব্য ৫৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৩

শেরজা তপন বলেছেন: ছাত্ররা ত্রানের টাকা কেন ব্যাঙ্কে রাখল- এইটা হইল ফেসবুকের সবচেয়ে সিরিয়াস টপিক। আগের সরকার লাখ কোটি টাকা পাচার ও দুর্নীতি করলে করছেকিন্তু এরা কোন বিশেষ উদ্দেশ্যে সাধারন মানুষের আবেগের টাকা/ ত্রানের টাকা ব্যঙ্কে রেখে দিল- নিশ্চয়ই কোন দুরভিসন্ধি আছে!
সমন্বয়কারীদের বেশিরভাগ হইল শিবির- তাইলে বোঝেন ব্যাপারটা, গেমডা কারা খেলছে?স্বাধীনতার সপক্ষ শক্তি বলে কিছু থাকবো!!
এইটা হইল এনজিওগ্রাম সরকার আমরাও দেখব ক্যামনে কি করে?

সত্যি কথা কি ভাই, শুনলে ফ্যাসিস্ট মনে হবে; আসলে মাইরটা জুত মত হয় নাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই মাইরটা জুত মত হয় নাই। ঝেটিয়ে চিরতরে বিদায় করলে ঠিক হতো।





একজন বিখ্যাত ব্লগার আপাকে তো জামাত বানিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: যারা আওয়ামী লীগের সুবিধাবাদী তারা না হয় ইউনূসের পেছনে লেগেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যারা চুপ থাকছে, অরাজকতা নিয়ে কথা বলছে না তারা কারা? তারা কি ইউনূসের সুবিধাবাদী? আপনার কি মনে হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে? প্রতিদিনই কয়টা করে খুন হয় সেসবের হিসেব কি রাখেন? আশা করি খবরের লিঙ্ক দেওয়া লাগবে না। বাজারের কী অবস্থা? ইলিশ রপ্তানি করলে আগে যারা হৈচৈ করত, এরা এখন স্বাভাবিক ভাবে নিচ্ছে। এমন পল্টি কেন? তুমি কে আমি কে রাজাকার বলে চিৎকার করা সমন্বয়কদের মধ্য থেকে দেখা যাচ্ছে শিবিরের লোক কম না। সাধারণ ছাত্রদের সাথে এমন মোনাফেকি কেন? আগে শুনছি ছাত্র রাজনীতি বন্ধ হবে। এখন দেখা যাচ্ছে ছাত্রলীগ দানব হটিয়ে ছাত্রদল-শিবির-সমন্বয়কদের পাখা গজাচ্ছে। এসব বিষয় নিয়ে কী ভাবছেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখনো ইউনূসের সুবিধাভোগী হওয়ার সুযোগ কেই পায়নি্ তবে সেটা ভবিষ্যতে বলা যাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি এটা একটা সাধারণ কথা কারণ এতোবড় পরিবর্তনের পর এটা খুবই মামুলী ব্যাপার; গত সরকারের সবাই দূর্ণীতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে বলতে গেলে পুরো পার্লমেন্ট সদস্য পালিয়েছে, শীর্ষ কর্তারা পালিয়েছে, পুলিশ পালিয়েছে যেখানে মানুষ পুলিশের কাছে আশ্রয় চায় সেখানে পুলিশই আশ্রয় চাচ্ছে জনগনের কাছে; বুঝতে পারছেন দেশ কোথায় গিয়ে ঠেকেছে? ইলিশ রপ্তানীর কথা আমি আগেও বলেছি এখনে বলছি; পুজোই ইলিশের পদ এটা একটা পুরোনো ঐতিহ্য হঠাৎ সেটা বন্ধকরা ঠিক হবেনা।

যদিও জামাত শিবির কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা তারপরও ধরে নিলাম শিবির ক্ষমতায় আসলো তাহলে আপনার কি মনে হয় ওরা দেশকে আবারও পাকিস্তান বানাবে? সেটা কি সম্ভব? তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে কে চলেছে সরকার সরকার এটা হলো পুরো স্লোগান আওয়ামীলীগের মতো কাটছাট করে বললে তো হবেনা।

আপনিও তো আওয়ামীলীগের মতো শিবির ট্রমায় ভুগছেন, ওরা কি এই দেশের মানুষ না? ওদের রাজনীতি করার কোন অধিকার নেই? দেশের প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার আছে।

সমন্বয়কদের মধ্যে আওয়ামী, বিএনপি, জামাত, জাতীয় পার্টি তথা সব ঘরাণার ছাত্রই কাজ করেছে। কারো সংখ্যা বেশি অথবা কারো সংখ্যা কম।

আমাদের দেশে যেমন ধর্মভিত্তিক দলকে কেউ কেউ পছন্দ করেনা ঠিক এইসব লোকই আবার ভারতের ধর্মভিত্তিক দলগুলোকে খুউব পছন্দ করে প্রকৃত পক্ষে এটাই হলো পল্টিবাজী।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: @শেরজা তপন, চায়ের দোকান থেকে একজন কর্মচারী ৫০০-১০০০ মারতে পারবে বড়জোর। বড় জায়গায় সুযোগ পেলে সে বড় চুরি করবে। এমনটাই হয়ে আসছে। তাই বলে ছোট চুরিকে ছোট ভাবার কারণ নেই। রক্তক্ষয়ী আন্দোলনের পর নতুন স্বাধীনতা। মানুষ সুষ্ঠু বণ্টন চেয়েছে। অথচ এসব আড়াল করে কার লাভ হচ্ছে বোঝা কঠিন না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার শেরজা তপন উত্তর দিন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০১

কোমলমতিরপ্যাদানি বলেছেন: বিদেশে থাকা ব্লগের তিন উচ্ছিষ্টভোগীর তো করুণ অবস্থা । এদের মধ্যে দুইটার ম্যাতকারে ব্লগে থাকা দায় । আরেকটা লজ্জায় মুখ দেখাইতে পারতেসে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই এমন ভাবে হাউকাউ করছে যে দেশ ডুবিয়ে গেল; এরা আওয়ামী গংদের লুটপাটের বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কোমলমতিরপ্যাদানি হাহাহাহাহা হাহাহা নাম দেখে আমি অজ্ঞান

ভাইরে ভাই এদের অবস্থা দেখে এমন রাগ উঠে, ইচ্ছে হয় ধইরা আছাড় দিই। কতভাবে যে চেষ্টা করতেছে এই সরকারকে পচানোর জন্য। দিন নাই রাত নাই খালি সমন্বয়কের বদনাম, ইউনুস স্যারের বদনাম। কিতা কইতাম। উচ্ছিষ্টভোগীরা এমনই। অনেকগুলো আফসোসলীগ এখানে আছে। আল্লাহ এদের হিদায়াত দিন। এরা অন্যায়কেই ন্যায় মনে করে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উচ্ছিষ্টভোগীলীগ এর আম্মো কেন নোবেল পাইলোনা এ নিয়ে তাদের আফসোসের শেষ নেই অবশেষে নোবেল পুরস্কারকে তারা খেলনা পুরস্কার বানিয়ে যা ইচ্ছা করলেই পাওয়া যায়।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

ভুয়া মফিজ বলেছেন: আচ্ছা, আপনেরা কি আশা করেন?

ছাত্র-জনতা পতিতা হাসিনা আর আম্লীগকে যেইভাবে পাছায় লাথি মেরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, তারা চুপ থাকবে? পাছার এই ব্যথা যতোদিন থাকবে, এরাও হাউ-কাউ করতে থাকবে। ব্যথা যতোবেশী, চিৎকারও ততো বেশী। ইগনোর করেন। জানি, সব সময়ে ইগনোর করা যায় না, তারপরেও চেষ্টা করেন। জয়ীদেরকে একটু মহৎ হতেই হয়। আমরা তো আর নব্য রাজাকারদের মতো আচরণ করতে পারি না!!!!

তবে, আমি সবচাইতে বেশী এনজয় করছি কয়েকটা ভারতীয় আম্লীগ নেড়ি কুত্তা যেভাবে দিনরাত ঘেউ ঘেউ করছে, সেটা দেখে। এই রকম দালাল বিদেশে তৈরী করা চাট্টিখানি কথা না। পতিতা হাসিনাকে ক্রেডিট দিতেই হয়!!!!!! =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাছায় লাথির ব্যথা যতোবেশী, চিৎকারও ততো বেশী। ঠিক



হাউকাউকারীরা কেউই লাখ লাখ কোটি টাকা পাচারের কথা বলছেনা কারণ এরাও এই পাচারের সংগে জড়িত।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্লগে এক ব্লাক বেঙ্গল বলতেছে ক্লিনটন পরিবার ড. ইউনূসকে নোবেল এনে দিয়েছে। আরে ব্লাক বেঙ্গল তুমি তোমার আম্মোকে একটা নোবেল এনে দিলেই পারো তাহলেই তোমার আম্মোর এতো রাগ থাকতো ইউনূসের প্রতি।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হেতে নিজেই কয়েক ডজন নোবেল নিলেই তো পারে।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এ্টাই হলো হাম্বালীগের ন্যাচার। অবাক হওয়ার কিছুই নেই। ওরা চুরি করলে চুরি হয় না তা উন্নয়ন। আর অন্যরা সচ্চ হিসেব দিয়ে ব্যাংকে রেখে সুষ্ঠ ভন্টনের আশ্বাস দিলেও সন্দেহ এ টাকা অল্প হলেও সম্বনয়করা না কক্সবাজার ভ্রমনে যায়!

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মেট্রোরেলের ব্যয় ১১,৪৮৭ কোটি বেড়ে ৩৩,৪৭২ কোটি টাকা; এটা হলো পকেট উন্নয়ন।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

অরণি বলেছেন: তারা যে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, যে লুটপাট করেছে হঠাৎ সেটাতে ছেদ পড়েছে যা তারা ঘুর্ণক্ষরেও কল্পনা করেনি তাহা কি করে সহ্য হয়?! আপনি মানুষ বড্ড খারাপ তাদের কষ্টটা বুঝতে হবেনা? একটু সহানুভুত না জানিয়ে আরো কাঁটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শেখ মুজিব যেমন গণতন্ত্র থেকে একদলীয় শাসন ব্যবস্থায় চলে এসেছিল ঠিক তেমনই হাসিনা গণতন্ত্র থেকে একদলীয় শাসন ব্যবস্থায় চলে এসেছিল এবং আজীবন ক্ষমতায় থাকার সব ব্যবস্থা করেছিল কিন্তু হঠাৎ করেই ভাগ্যের সিঁকে ছিড়ে গেল।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১২

কিরকুট বলেছেন: জা,আত শিবির কে ট্যাগ লাগাতে হয় না , এরা আমৃত্যু রাজাকার । B-)

ফাকিস্থান হলো তাদের আব্বাভুমি ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনাদের বজরং, আরএসএস, শিবসেনা এদের নিয়ে কিছু বলেন।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩০

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: আপনাদের বজরং, আরএসএস, শিবসেনা এদের নিয়ে কিছু বলেন।


হা হা হা । এই সব গন্ড মুর্খের গ্রুপের সাথে গলায় গলায় পিরিত জামাত শিবিরের ।

এরা আমার বা আমাদের সাথে কোন ভাবেই যুক্ত নয় । যাদের মাথা তাদের ব্যাথা ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদিও জামাত শিবির কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা তারপরও ধরে নিলাম শিবির ক্ষমতায় আসলো তাহলে আপনার কি মনে হয় ওরা দেশকে আবারও পাকিস্তান বানাবে? সেটা কি সম্ভব?

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪

শেরজা তপন বলেছেন: @ রূপক বিধৌত সাধু
এখানে বড় চুরি( উপদেষ্টা সাখাওয়াত সাহেবের ভাষায় পুকুর নয় 'মহাসুমুদ্রে'র থেকেও বড়)কে যেটা আদৌ চুরি হয়নি বা হবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ সেটা দিয়ে গোলমাল পাকানো হচ্ছে। ছাত্রদের আন্দোলনকে খাট করার জন্য- এই সমন্ব্যেকেরা কত খারাপ তা প্রমান করার জন্য এবং শেখ হাসিনার সাঙ্গোপাঙ্গোরা যে কত মহান সেটা প্রমান করার জন্য একটা গোষ্ঠী ভয়ঙ্কর ট্যাগিং গেইম খেলছে। যে দেশে পাঁচশ টাকা দিয়ে একজন মানুষ খুন করানো যায় সেখানে ওদের হাতে এত বেশী অবৈধ টাকা যে তারা সামনে কি পরিমান ভয়াবহ তান্ডব চালাবে তা ভাবতে শিউড়ে উঠি।
হ্যাঁ বিএনপি জামায়াত বা তাদের দোসরেরা যে কিছু করছে না তা নয়।
মাঝখানে অসহায় হয়ে আছে আন্দোলনকারী ছাত্র-জনতা। আমি আসলে বহুবছর ধরে খুঁজছি সেইসব 'সাধারন জনগনরে' যারা
দলের কোন সমর্থন না করেই প্রত্যেক দলের বিপদের সময় তাদের সাথে থাকে। সব দলই বলে এটা জনগনের দাবী- জনগনের ম্যান্ডেট আমাদের পক্ষে আছে। সেই চুতিয়া জনগন আসলে কারা ?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ রূপক বিধৌত সাধু-র মতামত আশা করছি।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

কিরকুট বলেছেন: লেখক বলেছেন: যদিও জামাত শিবির কোনদিন ক্ষমতায় আসতে পারবেনা তারপরও ধরে নিলাম শিবির ক্ষমতায় আসলো তাহলে আপনার কি মনে হয় ওরা দেশকে আবারও পাকিস্তান বানাবে? সেটা কি সম্ভব?

আফগানিস্থান , সিরিয়া, লেবানন , ফাকিস্থান

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হেলমেটধারীরা সবসময়ই এই স্লোগান দিত যে দেশ জঙ্গীবাদে ভরে গেছে হেলমেটধারীরা ছাড়া এই দেশ আফগানিস্থান , সিরিয়া, লেবানন , পাকিস্তান হয়ে যাবে যেমন আপনিও তার ব্যতিক্রম নন।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান গিয়ে অনেকেই ট্রেনিং নিয়ে এসেছে, পাকিরা এসে ট্রেনিং দিয়ে গেছে; এবারের আন্দোলন পুরোটাই পাকিস্তান ও আমেরিকার ভয়ংকর পদক্ষেপ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমেরিকা পদক্ষেপ নিয়ে আমার মনে হয় ভালই হবে তবে পাকিস্থান জড়িত হলে চিন্তার বিষয় আছে।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১১

কলমনাই বলেছেন:







@ এরা বিষ্টা খেতে না পেয়ে হাউকাউ করছে। সহমত

আমীলীগের সমর্থক আমীলীগের বিষ্ঠাখোর
শিবিরের সমর্থক শিবিরের বিষ্ঠাখোর

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কলম নাই তো লিখলেন কি দিয়া?

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯

কলমনাই বলেছেন:







তবে, আমি সবচাইতে বেশী এনজয় করছি কয়েকটা ভারতীয় আম্লীগ নেড়ি কুত্তা যেভাবে দিনরাত ঘেউ ঘেউ করছে, সেটা দেখে। এই রকম দালাল বিদেশে তৈরী করা চাট্টিখানি কথা না। পতিতা হাসিনাকে ক্রেডিট দিতেই হয়!!!!!! =p~ সহমত

তবে, আমি সবচাইতে বেশী এনজয় করছি কয়েকটা ফাকিস্তানি শিবির নেড়ি কুত্তা যেভাবে দিনরাত ঘেউ ঘেউ করছে, সেটা দেখে। এই রকম দালাল বিদেশে তৈরী করা চাট্টিখানি কথা না। পতিতার দালাল জামাত শিবিরকে ক্রেডিট দিতেই হয়!!!!!! =p~

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ
জামাত একবার হাসিনার সংগে জোড়া লাগছিল সেটা খোলা যাচ্ছিলনা। বিএনপিকে নামিয়েই জোড়া খুলে গেছে।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: মির্জা ফখরুলের সাক্ষাৎকারটা নিশ্চয়ই প্রথম আলোতে পড়েছেন? উদ্ভূত পরিস্থিতি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ঠিক হবে না। অন্তর্বর্তী সরকারে রাজনৈতিক লোক নেই। এই পরিস্থিতি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। নির্বাচন দেরিতে হলে অন্তর্বর্তী সরকারে বিচক্ষণ রাজনৈতিক লোক ঢোকাতে হবে। এনজিও চালানো আর দেশ চালানো এক না। এর আগে আওয়ামী লীগ যেহেতু খারাপ করেছে, তারা তো বটেই সাধারণ লোকও ভোগান্তি থেকে বাদ পড়বে না। ৫ আগস্ট আর ২৩ সেপ্টেম্বর মিলিয়ে দেখুন অন্তর্বর্তী সরকারের প্রতি মানুষের টান কমেছে কি না? সবাই নিশ্চয়ই আওয়ামী লীগের না? অনেকে ভালো কিছুর আশায় আন্দোলনে গিয়েছিল। তারা তাদের প্রত্যাশার কথা কিংবা অভিযোগের কথা নিশ্চয়ই বলবে। কাদা ছোড়াছুড়ি করে আখেরে লাভ হবে না। দেশে স্থিতিশীলতা দরকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাষ্ট্র চালানো আর এনজিও চালানো এক কথা না সেটা যেমন ঠিক তেমনি ১৫/১৬ বছরের জঞ্জাল ১ মাসে দুর করাও সম্ভব না এটাও তেমনি ঠিক।

তবে দেশে স্থিতিশীলতা দরকার খুবই দরকার; আমার মনে হয় এটা ঠিক হতে আরো ২/৪ মাস সময় লাগবে।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৫

ঢাবিয়ান বলেছেন: বিচার শুরু করে কয়েকটকে লটকিয়ে দিলে ষঢ়যন্ত্রের মাত্রা আপনাতেই কমে যাবে। সরকার বিচার প্রক্রিয়া যত বিলম্বিত করবে, তত চতুর্দিক থেকে আওয়ামীরা চেপে বসবে। যেই পরিমান অপকর্ম করেছে আওয়ামিলীগ, তাতে একেকজনকে কয়েকবার করে ফাসি দিলেও কম হবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচার যতটা পারা যায় তত দ্রুত করতে হবে নাহলে ওরা চতুর্দিক থেকে আওয়ামীরা চেপে ধরবে এবং সে চেষ্টা অলরেডী শুরু করেছে।

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: @শেরজা তপন, আপনি বলেছেন, এখানে বড় চুরিকে (উপদেষ্টা সাখাওয়াত সাহেবের ভাষায় পুকুর নয় 'মহাসুমুদ্রে'র থেকেও বড়) যেটা আদৌ চুরি হয়নি বা হবার সম্ভাবনা একেবারেই ক্ষীণ সেটা দিয়ে গোলমাল পাকানো হচ্ছে ছাত্রদের আন্দোলনকে খাটো করার জন্য- এই সমন্বয়করা কত খারাপ তা প্রমাণ করার জন্য এবং শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা যে কত মহান সেটা প্রমাণ করার জন্য একটা গোষ্ঠী ভয়ঙ্কর ট্যাগিং গেইম খেলছে।

যে দেশে পাঁচশ টাকা দিয়ে একজন মানুষ খুন করানো যায়, সেখানে ওদের হাতে এত বেশি অবৈধ টাকা যে তারা সামনে কী পরিমান ভয়াবহ তান্ডব চালাবে তা ভাবতে শিউড়ে উঠি।

হ্যাঁ, বিএনপি জামায়াত বা তাদের দোসরেরা যে কিছু করছে না তা নয়। মাঝখানে অসহায় হয়ে আছে আন্দোলনকারী ছাত্র-জনতা। আমি আসলে বহুবছর ধরে খুঁজছি সেইসব 'সাধারন জনগনরে' যারা দলের কোনো সমর্থন না করেই প্রত্যেক দলের বিপদের সময় তাদের সাথে থাকে। সব দলই বলে এটা জনগনের দাবি- জনগনের ম্যান্ডেট আমাদের পক্ষে আছে। সেই চুতিয়া জনগণ আসলে কারা?

বন্যায় লোকজন ত্রাণ দিয়েছে, টাকা দিয়েছে মানুষের উপকারের জন্য। নাকি ব্যাংকে রাখার জন্য? এ প্রশ্ন কি সাধারণ মানুষও করতে পারে না? নাকি এই প্রশ্ন করলে শেখ হাসিনার প্রতি সহানুভূতি তৈরি হয়ে যাবে? তাদের সদিচ্ছা থাকলে নিশ্চয়ই ক্লিয়ার করত। ধরে নিচ্ছি প্রশ্নকর্তারা সব আওয়ামী লীগের? এখন বলেন সমন্বয়কেরা কেন এমন সুযোগ তৈরি করল? আসসুন্নাহ ফাউন্ডেশন কি তাদের খরচাপাতির হিসাব দেয়নি? তাদের নিয়ে তো প্রশ্ন করছে না কেউ।

আমজনতা ভালো কিছুর আশায়ই আন্দোলন করেছে। তারা সুফল পাচ্ছে কি? এক দানব খেদিয়ে আরেক দানব আসছে কি না এ নিয়ে লোকের ভয় ধরে যাচ্ছে। যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এ নিয়ে কিছু বলাও যায় না। আসলে নিজেরা সরাসরি ভুক্তভোগী না হলে বোঝা যায় না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার শেরজা তপনের মতামত আশা করছি।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৬

কলমনাই বলেছেন:







@ঢাবিয়ান এরশাদ

লিস্ট বানান

ঢাবিয়ান এরশাদ জল্লাদের কামডা আপ্নে করবেন?

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কমাডার আগে কইলা লন পড়ে দিকুমনে।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: সহমত।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৯

জটিল ভাই বলেছেন:
ফ্রি ভিসায় এবার যদি সত্যিই পাকিস্তান চলে যান? এটাই তাদের মূল ভয় :P

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ ভাই পাকিস্তান যামু ফ্রি ফ্রি।

২৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫১

অস্বাধীন মানুষ বলেছেন: যারা সারাজীবন পাকিস্তান পাকিস্তান করছে শেষপর্যন্ত তারাই ভারত যাইয়া আশ্রয় নিছে এতেই প্রমাণিত যাদের পাকিস্তানের দালাল বলছে তারা কেউ পাকিস্তান যায় নাই আর তারা যে ভারতের দালাল সেটি তারা পালিয়ে যেয়ে প্রমাণ করেছে।
নুনু গাজী সহ কয়েকটা আছে এই ব্লগে সবকটা ভারতের দালাল।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের মনে মননে ভারত; ভারতই তাদের জন্য নিরাপদ, আমাদের জন্য দেশ নিরাপদ।

২৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আম্লিলগুলো একটু কিছু হলেই পাকিস্তান চলে যেতে বলতো; দেশটা ওদের আব্বার?

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশকে ওরা ওদের আব্বার মনে করতো অর্থাৎ পৈতৃক সম্পদ।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: এক ছাগল মন্ত্রীরই ৩০০+১৬৫+৬৫ বাড়ি সারা বিশ্বে। তাইলে বাকিগো কি হাল............... আমিতো ভাই পাগল হইয়া যাইতেছি এইসব দেইখা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কাজের লোকও ৪০০ কোটি টাকার মালিক, ভাবা যায়?! যারই লটুপাট ধরা পড়ছে সেখানে কোটির কোন আলাপ নেই শত শত কোটি লোপাটের তথ্য বের হচ্ছে। ভাবতে গেলে মাথা ঘোড়ে।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৩

রাসেল ০০৭ বলেছেন: আসলেই মাইরটা জুত মত হয় নাই।

বিম্পি বেশি ভদ্র সাজতে গেসে। জামাত তো আরও এককাঠি সরেস , দিবিতো দিবি একেবারে সাধারণ ক্ষমা?
অথচ খোদ আম্লিগই আশা করসিলো ক্ষমতা ছাড়া হইলে তাদেরকে কচুকাটা করা হইবে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাইর না হওনের কারনে হ্যারা হগ্গলে যড়যন্ত্র করতাছে

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪১

শেরজা তপন বলেছেন: রূপক বিধৌত সাধু , বন্যা পরবর্তী পুনর্বাসন কেমনে হচ্ছে তার কয়টার খবর নিয়েছেন আপনি?
youtube ঘেঁটে দেখেন ওদের ভিডিও আছে কেমনে কিভাবে টাকা পয়সা খরচ হবে তার সবই প্রায় বিবরণ দিয়েছে ওরা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ রূপক বিধৌত সাধু উত্তর পেয়েছেন?

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: যেমন '' ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় '' ঠিক তেমনি গু :( খোর দের এখন না খাইতে পেরে পাগল পাগল লাগছে।
আর সেই কারনে পাগলে কিনা বলে - তাদের কথায় কিছু মনে করা যাবেনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: খাওয়া বন্ধ উপার্জন বন্ধ এক্কেবারে পাগল প্রায়

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৬

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দেশটা শুধু ওদের বাপেদের মনে করতো আর ভারতের ...টকি চাটতো , ওদের চরিত্রহীন মা এখন ভরতেই আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.