নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

Selfie ও Photo shot

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:৫৬


ততকালীন পররাষ্ট্রমন্ত্রী বলেন "আমি বাইডেনকে অনুনয় করে বললাম আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। আমার প্রধানমন্ত্রী আপনার সাথে একটু কথা বলতে চান। উনি বললেন নিশ্চয়ই " পররাষ্ট্রমন্ত্রী মোমেন আরো বলেন প্রধানমন্ত্রী এবং বাইডেন আলাপচারিতার একসময় জিয়াউদ্দিন নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা পিএম হাসিনা এবং বাইডেনের ছবি তুলতে যান। ঠিক তখনই প্রেসিডেন্ট বাইডেন জিয়াউদ্দিনের ফোন নিয়ে বললো দাও আমি সেলফি তুলি। এই হচ্ছে ঐতিহাসিক সেলফির ইতিহাস। যা পররাষ্ট্রমন্ত্রীই নিজেই বলছেন। অথচ আওয়ামীলীগ প্রচার করেছে প্রেসিডেন্ট বাইডেন নিজে গিয়ে নিজের পকেটের ফোন বের করে বিশ্বনেতা শেখ হাসিনার সাথে ছবি তুলেছে। অন্যদিকে আবার নেত্রী গোস্যা করে বলেছিল - আমেরিকার দরকার নেই; ২০ ঘন্টায় ২০ হাজার মাইল পথ পাড়ি দিয়ে আটলান্টিকের ওপারে আমেরিকা যাওয়ার কোন প্রয়োজন নাই কিন্তু তিনি সেলফিতে আপ্লুত ছিলেন!



হাসিনার সংগে সেলফী তুলে বাইডেন নিজেকে ধন্য করেছিলেন এবার ড. ইউনূসের সংগে ছবি তুলে বাইডেন নিজেকে ধন্য করবেন এমন খবর কী আমরা পত্রিকায় দেখতে পাবো?

আজ কোথায় সে বিশ্ব নেত্রী, কওমী জননী, গণতন্ত্রের মানষকন্যা, বিশ্ব মানবতার মাতা?

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৭

শিশির খান ১৪ বলেছেন: ভাগ্য ভালো ভারত পালাইছে না হইলে ওই দিন দেশের মানুষ পারা দিয়া চেপটা কইরা ফেলতো ৫ ই আগস্ট ঢাকার রাস্তায় কম কইরা হইলেও ৫০ লক্ষ লোক নামছিলো। এতো মানুষ নামছে ঢাকার রাস্তায় আমি জীবনেও দেখি নাই।বিন্দু মাত্র লজ্জা সরম থাকলে স্বৈরাচারের দালালি করা উচিত না।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের লজ্জা শরম একেবারেই কম এখনো এই ব্লগের কয়েকজন মিথ্যার ফুলঝুড়ি নিয়ে বসে আছে কয়েকজন নতুন নিক খুলে ল্যাদানো শুরু করেছে। এটা ঠিক যদি হাসিনা না পালাইতো তাহলে আম্লিগের কয়েক হাজার লোক ঐদিনই তাদের শেষ দিন হতো। এই ক্ষেত্রে হযরত হাসিনার শুভবুদ্ধি হয়েছিল পালানোর, সে সারা জীবনে এই সীদ্ধান্তে বিচক্ষণতার পরিচয় দিয়েছে বাকী সবই ছিল ভুল।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৮

ধুলো মেঘ বলেছেন: ইউনুস একদিকে পিছিয়ে আছে। এই ফটোসেশনে দীনা আফরোজ নেই কেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক ধরেছেন :)

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৭

শেরজা তপন বলেছেন: একজনে কইছে, বহুদিন অমেরিকার প্রেসিডেন্টের খায়েশ ছিল বাংলাদেশের প্রধানকে জড়ায় ধরার- মহিলা দেখে সুদীর্ঘ ৩৪ বছর পারে নাই। এইটাই সুযোগ ছিল।
'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ' এ ড. ইউনূস এর ভাষণ
~ আমাদের বয়স্ক এক ব্লগার বলছে ইউনুসের বক্তব্য কেউ শুনবে না সে শুধু ভিক্ষা আনতে গেছে। ফের প্রমাণিত হইল 'পাগলে কি না কয়' :) ~ সবে তো শুরু...

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই মূহুর্তে মনে পড়ছে না কোন ব্লগার যেন লিখেছিল যে, ড. ইউনূসের ওখানে কোন কাজ নেই শুধু শ্রোতা হিসেবে থাকবেন। ঠিক বলেছেন তপন ভাই বহুদিন অমেরিকার প্রেসিডেন্টের খায়েশ ছিল বাংলাদেশের প্রধানকে জড়ায় ধরার- মহিলা দেখে সুদীর্ঘ ৩৪ বছর পারে নাই। এইটাই সুযোগ ছিল। এক্কেবারে মোক্ষম সুযোগ।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৯

নদীকান্ত বলেছেন: আমেরিকা যাকে বুকে টেনে নেয় তার অস্তিত্ব বিলীন হয়ে যায় । গত বছর শেখ হাসিনার সাথে সেলফি কিছুটা মনে প্রশ্ন তুলেছিল বছরখানেক এর মধ্য সে প্রশ্নের উত্তর পেয়ে গেছে সবাই।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার উল্টাপাল্টা কথার কারণে আমেরিকা ক্ষেপেছিল এটা সত্য কথা। আমেরিকার কাছে টেনে নেওয়া এবং দূরে ফেলে দেওয়া দুটোই ঘটে যদি তাদের সংগে বনিবনা হওয়া এবং না হওয়ার কারণে।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই দলটাই নিলর্জ্জের দল
আফসোসলীগ

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতোবড় ছাত্র-জনতা অভ্যুত্থান ওরা মানতে পারছেনা এখনো স্বপ্নের মধ্যে আছে ভারতের সাহায্যে আবার ক্ষমতায় আসবে।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: বাঙ্গালীরা হট তাই সবাই জড়িয়ে ধরতে চায় ..

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাইতো মনে হচ্ছে।

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 'এদের লজ্জা শরম একেবারেই কম এখনো এই ব্লগের কয়েকজন মিথ্যার ফুলঝুড়ি নিয়ে বসে আছে কয়েকজন নতুন নিক খুলে ল্যাদানো শুরু করেছে।'হায় হায়! এখানে এক মাল্টি অলরেডি ল্যাদাই দিছে!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ল্যাদানো যার স্বভাব যে সব জায়গাতেই ল্যাদাইতে চায় অবস্থা বুঝে ল্যাদায়না।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৩

খাঁজা বাবা বলেছেন: চারিদিকে খালি আফসোস আর আফসোস

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন সবখানে একই কথা ল্যাদাইয়া যাচ্ছে তা হলো,



এটা কোন আদর্শিক আন্দোলন ছিল না।
এটা ছিল একটি প্রতারণামূলক আন্দোলন।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৩

শেরজা তপন বলেছেন: @নদীকান্ত
জাপান, তাইওয়ান,ইসরাইল বহু দেশ আছে যাদের আমেরিকা বুকে টেনে নেবার পরে ভয়ঙ্কর গতিতে মাথা তুলে দাঁড়িয়েছে।
যুদ্ধবিদ্ধস্ত ভিয়েতনাম কিভাবে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে ভাবেন একটু।
উক্রাইন আরব আফগানিস্তানের খেলা ভিন্ন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দ. কোরিয়াও ফুল স্পীড়ে আগাইয়া গেছে।

১০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই মিথ্যাবাদী গণহত্যাকারীরা এর আগেও একবার বলেছি যে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নাকি ভোটে জয়লাভ করে বিশ্ব নেত্রীর আশির্বাদ নিতে ফোন করেছিলেন! ভাবা যায় এরা কী ভাবে তিল কে তাল বানায়!

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ মিথ্যা ছাড়া কিছুই বলতোনা। হামা দিনরাত মিথ্যা বলার জন্য মন্ত্রী হয়েছিল।

১১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৫

নদীকান্ত বলেছেন: শেরজা তপন। আপনি যাদের ভয়ংকর গতিতে মাথা তুলে দাঁড়াবার কথা বললেন তারা সবাই অমুসলিম প্রধান দেশ।
ইরাক, লিবিয়া, আফগানিস্তান, মিশর, তিউনিসিয়া এরা কিভাবে ভয়ংকর গতিতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে সেই উদাহরণও আমাদের সামনে আছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার শেরজা তপন দৃষ্টি আকর্ষণ করছি।

১২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৪

জুল ভার্ন বলেছেন: আপসোস, খোমা দেখানোওয়ালী শেখ হাসিনা মেয়েকে নিয়ে অনেক লুচ্চামি করেও মোদি ছাড়া কারোর পদধূলি পায়নি।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদিদের অনেক কিছু হাতছাড়া হওয়ার উপক্রম তাই আমাদের উপর গোস্যা করে হাসিনাকে আপন করে নিয়েছে।

১৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:২৯

শেরজা তপন বলেছেন: @ উক্রাইন আরব আফগানিস্তানের খেলা ভিন্ন। ~আমি সে কথাও উল্লেখ করেছি, দেখুন।

লেখক বলেছেন: এই মূহুর্তে মনে পড়ছে না কোন ব্লগার যেন লিখেছিল যে, ড. ইউনূসের ওখানে কোন কাজ নেই শুধু শ্রোতা হিসেবে থাকবেন।
মাইঙ্ক্যা চিপায় পড়ে পড়ে পোস্ট ড্রাফটে নিয়েছেন। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাইঙ্ক্যা চিপায় পড়ে পড়ে পোস্ট ড্রাফটে নিয়েছেন?

১৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১

আহরণ বলেছেন: ইনুচ দাদা দান-ভিক্ষা চাইতে গেছেন। এই নভেম্বরে ট্রাম্প এসে থাপ্পর দিয়ে সব ঠিক করে দিবে।

সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে : বাংলাদেশের ৯০% মানুষ চরম আমেরিকা বিরোধী, কিন্তু ৯৫% মানুষ আবার আমেরিকান ভিসা কে জান্নাতের ভিসা মনে করে। হা হা হা.......

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই তুই কে রে? তোর এখানে কী?

১৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৪

অরণি বলেছেন: আহরণ :
পোস্ট করেছি: ০টি
মন্তব্য করেছি: ৬৫টি
মন্তব্য পেয়েছি: ০টি
ব্লগ লিখেছি: ১ সপ্তাহ ৪ দিন
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ০ জন

এর প্রতিটি মন্তব্যই বিদ্বেষপূর্ণ। এ কীভাবে ব্লগে ঠাঁই পেল?

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটার ল্যাদানো দেখে আমার পায়ের তলা জ্বলছে। X((

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৩৯

ঢাবিয়ান বলেছেন: @ আহরন , আমেরিকার দেয়া থাপ্পরের জ্বালা কমে নাই এখনও ? আরেক দফা খাওয়ার জন্য তরপাইতেছেন মনে হচ্ছে :)

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ছাগলটা মনে হচ্ছে ওপারের।

১৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আহারে আপার কথা মনে হলে চক্ষে জল চলে আসে :D

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাই আফা যেমন মানুষ মরার চেয়ে মেট্রো স্টেশনের ক্ষতি দেইখ কেঁদে কেঁদে টিস্যু ভিজাইছিল আপনিও তেমনি টিস্যু ভেজান :D

১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আম্লিক প্রপাগান্ডায় বিশ্বাসী একটি দল। এরা সবসময় ব্যপক ভাবে চালিয়েছে; সত্যকে মিথ্যা করেছে এরং মিথ্যাকে সত্য করেছে। ব্লগেও দেখেন আম্লিক পন্থীরা কেমন প্রপাগান্ডা চালাচ্ছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রপাগান্ডা চালিয়ে ওরা জনগনকে বিভ্রান্ত করেছে।

১৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আম্লিক প্রপাগান্ডায় বিশ্বাসী একটি দল। এরা সবসময় ব্যপক ভাবে প্রপাগান্ডা চালিয়েছে; সত্যকে মিথ্যা করেছে এরং মিথ্যাকে সত্য করেছে। ব্লগেও দেখেন আম্লিক পন্থীরা কেমন প্রপাগান্ডা চালাচ্ছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুঝতে পেরেছি।

২০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩২

চলো আগে নিজে পাল্টাই বলেছেন: শেখ হাসিনা ড: ইউনুছ কে প্রচন্ড হিংসা করত।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার হিংসার মূল কারণ ছিল তেনাকে কেন নোবেল দেওয় হলোনা?

২১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: ড। ইউনুস আন্তর্জাতিক সেলিব্রিটি তারে জড়িয়ে ধরাটািই স্বাভাবিক। সব জড়িয়ে ধরা এক অর্থ বহন করেনা। চিতা বাঘ ও হরিণকে জড়িয়ে ধরে শিকার করার জন্য। ইউনুস ইজ এ বিগ ম্যান ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইউনূসকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারিনি। এখনো হাসিনার অনুসারীরা জ্বলেপুড়ে মরছে।

২২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩

জটিল ভাই বলেছেন:
কিন্তু যদি কমলা পাস করে, তখনও কি এই জড়াজড়ি অব্যহত থাকবে? =p~

২৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: মোমেন ভারতের দালাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.