নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

এবার কী বলবে আম্লিগ? "জয়\'র তথ্য বিক্রির ফরমুলা"

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৮


সজীব ওয়াজেদ জয় গণভবনে মিটিং ডেকে দাম্ভীকতা ও ক্ষমতার অপব্যবহার করে জাতীয় তথ্য ভান্ডার অর্থাৎ NID তথ্য ভান্ডারের মিরর কপি চেয়েছিলেন। কেন তিনি জাতীয় তথ্য ভান্ডারের মিরর কপি চেয়েছিলেন তা শুনলে আপনি শিউরে উঠবেন। প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে তথ্য ভান্ডারের এক্সেস সুবিধা বিসিসি কে দেওয়া হয় সেখান থেকে ডিজিকম পায় এক্সেস সুবিধা। ডিজিকম সেটাকে পরিচয়ডটকমের মাধ্যমে প্রায় ১৮২ টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে। এখানে বলে রাখা ভালো জয়, পলক, বিসিসির ততকালীন নির্বাহী পরিচালক তারেক এম বরকতুল্লা এবং জয়ের বন্ধু ডিজিকমের এমডি ওয়াহিদুর রহমান শামীম জোট ছিল তথ্যভান্ডার হাতিয়ে নেওয়ার মূল কারিগর।
'
আপনারা আশ্চর্য হবেন যে, সম্পদ হলো নির্বাচন কমিশনের অথচ বিক্রয়লব্ধ অর্থের মাত্র ১০% অর্থাৎ ২ টাকা পাবে বিসিসি। বিসিসি প্রাপ্ত অর্থের ৫০% অর্থাৎ ১ টাকা দেবে নির্বাচন কমিশনকে বাকী ৯০% অর্থাৎ ১৮ টাকা জয়ের বন্ধু ডিজিকমের কর্নধার ওয়াহিদুর রহমান শামীম হাতে। ভাবতে পারেন নির্বাচন কমিশনের সম্পদ অথচ তারা পাচ্ছে প্রতিটি তথ্যের জন্য ২০ টাকা থেকে মাত্র ১ টাকা! এভাবে কামিয়েছে কয়েক হাজার কোটি টাকা!

আপনারা আরো আশ্চর্য হবেন যে, এই তথ্য ভান্ডার এখন ভারতের হাতে! কী বিশ্বাস হচ্ছেনা? তাহলো শুনুন, কাউয়া গাড়ীর নম্বর প্লেট তৈরির দায়িত্ব দিয়েছিল ভারতের মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং-কে সেই সুবাদে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং-কে তথ্য ভান্ডারের এক্সেস দেওয়া হয়। মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং কাজ বাগিয়ে নেয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্টান সিএনএস-এর মাধ্যমে। তথ্য যখন মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং এর হাতে তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী কি এই তথ্য হাতিয়ে নেয়নি; আপনি কি মনে করেন?


জয় তার স্বাভাব সুলভ ভাবে প্রতি মিটিং-এ তারেক রহমানকে টেনে এনে বলতো যে, তারেক দেশের সম্পদ চুরি করেছে আর জয় বাবু দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন! এই হলো কাজের নমুনা! পলক, বিসিসির ততকালীন নির্বাহী পরিচালক তারেক এম বরকতুল্লা এবং ডিজিকমের এমডি ওয়াহিদুর রহমান শামীম সিন্ডিকেটের মাধ্যমে জয় কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাবুর সেই মিরর কপির সুবাধে তথ্য এখন মানুষের হাতে হাতে এমনকি ভারতের হাতে। আপনার তথ্য অন্যের হাতে থাকলে আপনাকে বিপদে ফেলা কঠিন কিছু নয় এমন কী আপনি আন্তর্জাতিক সন্ত্রাসী হিবেবেও তালিকাভুক্ত হতে পারেন! সাধু সাবধান।

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৪

নতুন বলেছেন: এগুলি কিছু না।

আসল বিষয় হচ্ছে আফা ফেরেস্তা।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই এগুলো কিছু না ওদের কাছে।

২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৪

আমি সাজিদ বলেছেন: শাস্তি হওয়া উচিত।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন কর্ম করার আগে শতবার চিন্তা করে।

৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: " তথ্য বাবা " তথ্য চুরি করেছে ! আবার লবিস্ট নিয়োগ দিয়েছে আমেরিকাতে কয়েক মিলিয়ন টাকা খরচ করে।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা এতো কামিয়েছে যে কয়েক মিলিয়ন ডলার কিছুই না।

৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৩২

রাসেল বলেছেন: সবই মিথ্যা, উদ্দেশ্যপ্রনোদিত । দেশের স্বাধীনতায় হুমকীস্বরূপ। স্বাধীনতা বিরোধী শক্তির কার্যকলাপ । মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির অতৎপরতা।

দুঃখিত, আমার স্টকে আর কোন শব্দ এবং বাক্য নেই।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এসবই স্বাধীনতা বিরোধীতে চক্রান্ত এইসব বলেই এরা লক্ষ্য লক্ষ্য কোটি টাকা পাচারের রাস্তা তৈরী করেছিল।

৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৭

ফেনা বলেছেন: যারা বিষয়টা বুঝে আর অনাগত বিপদ উপলব্ধি করতে পারে তারাই বুঝতে পারছে আর ভয়ে আছে।

আমরা আসলে নিজের দেশেই হরি লুটের মাল।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার কথা বলেছে--আমরা আসলে নিজের দেশেই হরি লুটের মাল।

৬| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:০৮

Sayed Kutub বলেছেন: বাংলাদেশের রাজনীতি চোর ডাকাত এবং স্বাধীনতা বিরোধী দের অভয়ারণ্য!

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: স্বাধীনতার বিরুদ্ধ শক্তি, রাজাকার, পাকিস্তানের দালাল এইসব বলে লক্ষ্য লক্ষ্য কোটি টাকা পাচারের রাস্তা তৈরী করেছিল।

৭| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২০

খাঁজা বাবা বলেছেন: চুরির নূন্যতম সুযোগ এরা ছাড়েনি।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন কিছুই এরা বাকি রাখেনি চুরির কোন সুযোগ হাতছাড় করেনি।

৮| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২২

জুল ভার্ন বলেছেন: এই সুয়ারগুলো সব ধ্বংস করে গিয়েছে।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের সুয়ার বললে আদর করা মনে হবে আরো কঠিন শক্ত কোন ভাষা থাকলে আমি তাই ব্যবহার করতাম।

৯| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:

জয় যা করতে চেয়েছে পেরেছে, ভবিষৎে পারবে কিনা সেটা দেখতে হবে।

০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই যা করতে চেয়েছে তা সে করেছে।

১০| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জয়, রেহানা, পুতুল, রাদওয়ান, ববি এরা সারাজীবন বিদেশে থেকেছে এদের দেশের প্রতি ন্যূনতম কোন ভালোবাসা নেই। হাসিনা ক্ষমতায় থাকা কালীন এরা বাংলাদেশে আসতো শুধু কোথা থেকে টাকা বের করে নিয়ে যাওয়া যাবে এই ধান্ধায় আসতো। এমন কোন যায়গা নেই যে এরা সেখানে থাবা বসায়নি। শুধু মাংস না হাড় পর্যন্ত খেয়েছে এরা।

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জয়, রেহানা, পুতুল, রাদওয়ান, ববি এমনকি হাসিনাও দেশকে ভালোবাসেনি। জয়, রেহানা, পুতুল, রাদওয়ান, ববি এরা নিজের স্বার্থ দেখেছে অন্যদিকে হাসিনা ভারতের স্বার্থ দেখেছে।

১১| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দেশের প্রতি এদের ভালোবাসা নেই। নেই মানুষের প্রতি মায়া মমতা। দলকানারা এগুলো দেখবে না , জানবে না শুধু আম্মা আব্বা কইয়া কানবো

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশের প্রতি এদের ভালোবাসা নেই। নেই মানুষের প্রতি মায়া মমতা। এরাই হলো আম্লিগ।

১২| ০৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭

অরণি বলেছেন: কেমন যেন এসব ভাবতে পারিনা, কীভাবে সম্ভব এইভাবে দেশে স্বার্থ বিকিয়ে নিজের আখের গোছানো আর বিরোধীদের সর্বদা প্যারার ওপর রাখা! এরা আবার স্বাধীনতার পক্ষের শক্তি!?

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগের এ টু জেড সবাই আখের গুছিয়েছে; দেশের সম্পদ চুরি করেছে।

১৩| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মানুষের একজীবনে কতো টাকা লাগে? কতো টাকা হলে এদের ক্ষুধা মিটবে?

০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমৃত্যূ এদের টাকার ক্ষুধা মিটবেনা।

১৪| ০৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:



- কারো কারো নানার টাকা, কারো কারো বাবার টাকা। আমরা ধইঞ্চা।

১৫| ০৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনি কিভাবে ঘটনা টা জানলেন?
জয় কি ন্যাশনাল আইডিসহ তথ্য বিক্রয় করেছে?

১৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শাস্তি হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.