নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

কুত্তার লেজ সোজা করার এখনই সময়!

০৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭


লালমনিরহাটের সাবেক সহকারী কমিশনার অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির কথা বলছি নিশ্চয় আপনারা ঊর্মির কথা জেনেছেন? মনের ভিতর যাই থাকুক সরকারী চাকুরী করে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে সরকার বিরোধী কথা বলা যাবেনা এই জ্ঞান টুকু যার মধ্যে নেই সে কিভাবে ম্যাজিস্ট্রেট হয়? সরকারী বড় কোনো দায়িত্বে থাকলে ব্যক্তিগত মতামত প্রকাশে কোন সুযোগ নেই, যদি জনবিরোধী তাহলে সুকৌশলে এড়িয়ে চলতে হবো সরকারী চাকুরীতে সাধারণ জনগণের মতো নিজেকে ভাবা যায় না। এগুলো বুঝতে হবে এবং এগুলোর সরকারী নীতিমালা আছে, তার তো জানার কথা? নাকি সে কোটা মোটা আম্লিগ করে চাকুেরী পেয়েছে?

উল্লেখ্য, শনিবার তাপসী তাবাসসুম ঊর্মি নিজের ফেসবুকে লিখেছেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’ এখানে প্রধান উপদেষ্টা নিশ্চয় মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বলেননি; তিনি বোঝাতে চেয়েছে অতিতের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস, দেশের সম্পদ বিদেশে পাচার, হলফ নামায় ভুমিহীন কিন্তু ১৫ বছর পর হাজার হাজার কোটি টাকার মালিক ইত্যাদিকে বুঝিয়েছেন।

এরকম উর্মিরা প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে ঘাঁপটি মেরে বসে আছে, গণহত্যাকারী স্বৈরাচারের পক্ষে এমন দাম্ভিকতা প্রদর্শনের দুঃসাহস যারা দেখাবে এবং দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করবে তাদের সমূলে উৎপাটন না করলে দেশটার আমূল সংস্কার সম্ভব নয়।

অতএব প্রশাসনে প্রধান দায়িত্ব হবে সর্বস্তরে ঘাঁপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে খুঁজে বের করা। উপযুক্ত সময়ে কুত্তার লেজ সোজা করতে না পারলে বিপদ অতি সন্নিকটে।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
তিনি আরো বলেন ,
"বলা হচ্ছে জুলাই গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তো।"

সরকারের উদারতাকে দুর্বলতা ভাবা ঠিক নয়।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই সব ঘাপটি মেরে থাকা জঞ্জাল ঝেটিয়ে বিদায় না করলে ছাত্র আন্দোলন ব্যর্থ হবে।

২| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩০

জ্যাকেল বলেছেন: এই তাপসী মহিলা গণহত্যায় নিজের জান প্রাণ সপে দিয়ে মেতে ওঠেছিল নিশ্চয়।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা কতটা কট্টর এবং সুবিধাভোগী তা সহজেই অনুমান করা যায়।

৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: সত্যই ওর কুত্তার লেজ
সজা করলোও যা -
না করল তাই ওযে
একটা কুত্তার লেজ;

ভাল থাকবেন কবি

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই লেজ যেকোন প্রকারেই হোক সোজা করতে হবে নাহলে বিপদ আসন্ন।

৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০২

অরণি বলেছেন: শুধু ঊর্মি না এরকম হাজারো ঊর্মি আছে যারা কোটা মোট আম্লিক হিসেবে নিয়োগ পেয়েছে এদেরকে খুঁজে খুঁজে বের করে ঝেটিয়ে বিদায় করা অপরিহার্য হয়ে পরেছে নতুন এরা সুযোগ পেলেই মরণ কামড় দেবে।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মরণ কামড় দেওয়া আগে বিষদাঁত ভেঙ্গে না দিলে জলাতঙ্গ হয়ে মরতে হবে সুতরাং সাধু সাবধান!

৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এখান থেকেই বোঝা যায় আরো কতো ঘাপটি মেরে আছে; সুযোগ পেলেই এরা একযোগে ঘেউ ঘেউ করে উঠবে।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা।

৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫

সোনাগাজী বলেছেন:



প্রফেশান ও দক্তার দিক থেকে আপনি তারাসুমের কাছাকাছি?

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রফেশান ও দক্ষতা দুই ওনার ঠিক আছে কিন্তু গনহত্যাকারী স্বৈরাচারীদের দোষর হিসেবে চাকুরীচ্যুতিসহ আইনের আওতায় এনে জেলজরিমানার ব্যবস্থা করতে হবে। আপনি তো বিসিএস প্রফেশনালদের প্রশ্নফাঁস লিলিপুটিয়ান ও মগজ নাই বলতেন এখন কেন তার পক্ষে সাফাই গাইছেন?

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি আমার লেখা পুরাপুরি পড়েছেন নাকি ছবি দেখেই মন্তব্য করেছেন?

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন সরকারী চাকুরীজীবি দায়িত্বপূর্ণ পদে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতার সুযোগ আছে কী?

৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মশিউর ভাইয়া
উনার বানাম বুল :)

তারাসুম কেডায়

দক্তার অর্থ কী

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটা সোনাগাজী সাহেব ভালো বলতে পারবেন? উনি ছবি দেখেই মন্তব্য করেছেন।

৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনার লেখা পুরোপুরি পড়ার দরকার নেই।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেন? আমার লেখা পড়ে কী আপনার কষ্ট হচ্ছে?




একজন সরকারী চাকুরীজীবি দায়িত্বপূর্ণ পদে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতার সুযোগ আছে কী?

৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: একজন সরকারী চাকুরীজীবির দায়িত্বপূর্ণ পদে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতা করার কোন সুযোগ নেই।

০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% রাইট।

১০| ০৮ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



১ জন প্রফেশানেল নারীকে নিয়ে লিখতে গিয়ে ১টা কুকুরের ছবি দিয়েছেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি একট কথা বুঝতে পারছিনা যে আপনি বোরকা মোরকা দেখলেই রেগে যান কিন্তু এনার প্রতি আপনার মমত্ববোধের হেতু কি? নাকি রসুনের গোড়া সব এক জায়গাতেই?

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুকুর তো আমেরিকায় সবচেয়ে প্রিয় প্রাণি; এখানে অসুবিধা কোথায়?

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি পোস্ট দিতে গাধা ভেড়ার ছবি দিচ্ছেন সেখানে কোন সমস্যা হয়না? আগে নিজে মানুষ হোন।

১১| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

আরইউ বলেছেন:



সৈয়দ,

ইনুচ মিয়া যদি "রিসেট" বলতে '৭১ ও এর ইতিহাস বুঝিয়েও থাকেন, তাও তাপসী-র এমন বক্তব্য দেয়া ঠিক হয়নি। সিভিল সার্ভিসে নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং পেশাদারিত্বের খাতিরে সরকারি কর্মচারীদের প্রধানমন্ত্রী বা অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে সবার সামনে বিবৃতি দেওয়া বা নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত। ওনাদের নিশ্চই নির্দিষ্ট প্রটোকল আছে; তার বাইরে যাওয়া আমার ধারণা আইনগতভাবে অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ।

অবশ্য প্রতিযুক্তি হচ্ছে ওনার সরকার এখনো "অবৈধ সরকার"। সেটা অবশ্য ভিন্ন বিতর্ক। এর পক্ষে-বিপক্ষে অনেক কথা বলা যাবে। তবে দিনশেষে আমার ধারণা এই "অবৈধ সরকার"-এর সব কাজ পরবর্তি নির্বাচিত সরকার বৈধতা দেবে। সেক্ষেত্রেও তাপসী-র অন্যায় অন্যায়ই থেকে যায়।

আমি ব্যক্তিগত ভাবে মনে করি ইনুচ মিয়া একটা মহা ব্লান্ডার করেছেন এবং ওনার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত। নোট, আমি ইনুচ মিয়াকে ইনুচ মিয়া বা ইনুচ কাগুও সম্ভবত বলতে পারি, কারণ আমি ওনার চাকুরী করিনা।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পছন্দ হওয়া না হওয়া সেটা ব্যক্তিগত বিষয় কিন্তু সরকারের কর্মচারী হয়ে প্রকাশ্যে সরকারের বিরোধিতা করার কি সুয়োগ আছে?

১২| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

ঢাবিয়ান বলেছেন:

দলীয়করনের ভিত কতটা গভীরে চিন্তাও করা যায় না। ছাত্রবস্থা থেকেই গুরু দিয়ে ব্রেইন ওয়াশ পর্ব শুরু।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন তার পরিবার সাফাই গাইছে সে রাজনীতির সংগে জড়িত না কিন্তু প্রকৃত অবস্থা এবং গভীরতা ছবি দেখলেই বোঝা যায়।

১৩| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫

আমি সাজিদ বলেছেন: সব দক্ষতা যে সরকারি চাকরিজীবীদের এমন ভ্রান্ত ধারণাটি থেকে বের হয়ে আসা দরকার। একজন মিথ্যুক ও ছাত্র গণহত্যাকে বৈধতা দেওয়া সরকারি চাকরিজীবীর পক্ষে যারা বড় বড় কথা বলে অন্যদের ছোট করছে তাদের মানসিক সুস্থতা কামনা করি। আমি এডমিন বরাবর দৃষ্টি আকর্ষণ করছি। সোনাগাজী অন্য ব্লগারদের যোগ্যতা তুলে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে। ব্লগে লেখার মানদণ্ড সোনাগাজীর মতো লোকেরা কখন থেকে ঠিক করে দিলেন?

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাগাজীর কথা একটাই তা হলো আম্লিগ ছাড়া বাকী দল গনতান্ত্রিক নয় শুধুমাত্র আম্লিগ দুধে ধোয়া একমাত্র গনতান্ত্রিক দল বাকী সব ধইঞ্চা।

১৪| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

মামুন ইসলাম বলেছেন: সময়ের দাবী দেশ সঠিক ও সুন্দর ভাবে চালাতে হলে,যা যা পদক্ষেপ নেয়া উচিত তাই যেন নেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা। ১০০% সহমত।

১৫| ০৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২২

আহসানের ব্লগ বলেছেন: হাজার কোটি টাকার চুরির গল্প আর কত দুই মাসে শোয়ার বাজার থেকে ৪২ হাজার কোটি টাকা সরাইসেন সেই খবর আছে?

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ট্রেন লাইনে আছে সেটা থামাইয়া আবার চালাতে সময় লাগবে; এখন যে চুরিচামারী হচ্ছে সেগুলো হাসিনা গং-দেরই কাজ।

১৬| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৯

কামাল১৮ বলেছেন: আমি তার লেখা পড়িনি,ভিডিওতে তার বক্তব্য শুনেছি।সাহসী মহিলা,সত্য প্রকাশে কুন্ঠাবোধ করেনি

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রসুনের পিছন সব এক জায়গাতে আবদ্ধ থাকে।

১৭| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৭

ব্লগ সার্চম্যান ২ বলেছেন: দেশ শেষ পর্যন্ত কোথায় যেয়ে থামে সেইটা এখন দেখার বিষয়। কেউ কেউ বলেছেন দেশে প্রতিবিপ্লব হতে পারে।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ ভাবছে প্রতিবিপ্লবের কথা।

১৮| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১

সোনাগাজী বলেছেন:




লেখক বলেছেন, "একজন সরকারী চাকুরীজীবি দায়িত্বপূর্ণ পদে থেকে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধিতার সুযোগ আছে কী? "

-নাগরিক হিসেব সবাই সরকার ও সরকারী কর্মচারীর নীতি, পদক্ষেপ নিয়ে আলোচনা করার অধিকার রাখেন।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নাগরিক হিসেব সবাই সরকার ও সরকারী কর্মচারীর নীতি, পদক্ষেপ নিয়ে আলোচনা করার অধিকার রাখে সেটা ঠিক তবে দায়িত্বপূর্ণ পদে থেকে প্রকাশ্যে সরকারের বিরোধীতা করার কোন সুয়োগ নেই। আলোচনা আর বিরোধীতা এক জিনিশ নয়।

১৯| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৯

জুল ভার্ন বলেছেন: ওদের লেজ কেটে দেওয়াই সমাধান।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেজ কেটে ফেলা দেওয়াই হবে একমাত্র সমাধান।

২০| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:১৯

অস্বাধীন মানুষ বলেছেন: সেটি হবেনা কারণ কুকুরতো কুকরি অন্য কোনও জানোয়ারের লেজো সোজা করা সম্ভব না।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লেজ সোজা না হলে কেটে ফেলতে হবে।

২১| ০৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:




দু:খের বিষয়, আপনাদের মতো বড় বড় গুণী সাপোর্টারদের কারণে উনার উপর মানুষের আস্হা দ্রুতগতিতে কমছে।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যদি সত্যিই আস্থা কমে থাকে সেটা আপনাদের মতো মানুষের অপপ্রচার ও প্রপাগান্ডা জন্য কমছে ।

২২| ০৯ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৫

সোহানী বলেছেন: ওরে ছাগল বলবো নাকি অন্য কিছু বলবো বুঝতাছি না। একজন সরকারী কর্মচারী কখনই সরকারের বিপক্ষে কথা বলতে পারে না। এর জন্য স্পোকপার্সন আছে। ও কেডারে ভাই খাজুরা আলাপে আইছে B-))

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই কথাটিই সোনাগাজী বুঝতে পারছেন না। রসুনে পিছন সব একখানে জোট বেধেছে।

২৩| ০৯ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩৬

ঢাবিয়ান বলেছেন: @ আমি সাজিদ, কতৃপক্ষ বরাবর অভিযোগ করে লাভ নাই। ব্লগার সোনাগাজীর জন্য ব্লগীয় নীতিমালা কার্যকর নয়। উনার অকাতারে মিথ্যাচার , নোংরা ব্যক্তি আক্রমন বাক স্বাধীনতার আওতাধীন বলেই কতৃপক্ষ মনে করে। নীতিমালাটা কষ্ট করে আর কেন ঝুলিয়ে রাখে , তাই বোঝা দায় ! ভুয়া মফিজ যে প্রতিবাদ স্বরুপ ব্লগ ছেড়েছে তাতো আর বলার অপেক্ষা রাখে না।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সোনাগাজী যে ব্যক্তি আক্রমন সেটা উনি নিজে বুঝতে পারেন না।

২৪| ০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৪

নতুন বলেছেন: এই বিষয়গুলি সরকারকে একটু অন্য ভাবে হ্যান্ডেল করতে হবে।

প্রতিস্ঠানে অনেক রকমের কর্মী থাকে। উনি আফসোসলীগের সাচ্চা কমী।

তিনি যেই স্টাটাস দিয়েছেন তাতে ২টা বিরাট ভুল করেছেন, সেই দুটা কে সামনে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে এতো সমালোচনা হতো না।

আবু সাঈদ সন্ত্রাসী এটা বলাতে তার বিরুদ্ধে মানহানির মামলা করা উচিত ।
ড: ইউনুসের কাউন্ট ডাউন শুরু হেয়েছে এটা একটা হুমকি। এটা কিসের কাউন্ট ডাউন, এটা কি তাকে হত্যার পরিকল্পনার কাউন্ট ডাউন অথবা তাকে সরিয়ে দিতে হুমকি সেটা দেখতে তাকে জিঙ্গাসাবাদ করা উচিত।

গঠনমুলক সমালোচনা করার অধিকার সবার থাকা উচিত। কিন্তু এমন দলকানা মার্কা সমালোচনা মিথ্যাচারের জন্য তাকে ডিসিল্পিন করা উচিত।

০৯ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.