নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যা; ভাকু-রা মাঠে নেমে পরেছে!

১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৫


কত্তবড় মিথ্যাচার ।। ভাবতে পারেন

এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের ১৮৭ সদস্য এখনও কাজে যোগ দেননি।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ১ আগস্ট থেকে মঙ্গলবার এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এরমধ্যে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল আছেন ১৩৬ জন।

"র" এর এজেন্ট এক ভাকু পোস্ট দিয়েছে ৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যার বিচার চাই অথচ মাত্র ১৮৭ জন পুলিশ সদস্য অনুপস্থিত; তর্কের খাতিরে ধরে নিলাম ১৮৭ জনকেই হত্যা করা হয়েছে কিন্তু ভাকু কীভাবে মিথ্যা গুজব ছড়াচ্ছে ৩১০৮ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে!

সরকারের কাছে বিশেষ ভাবে আবেদন এই ভাকুকে গ্রেফতার করে আইনের মাধ্যমে রাস্ট্রদ্রোহীতার মামলা করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সর্বস্তরের জনতা এই ভাকুদের প্রতিহত করুন নতুবা বিপদ অতিসন্নিকটে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওর লিঙ্কগুলো দেখলাম কোনটাই অথেন্টিকেট নয় সবগুলোই গুজব। কোন না কোন ভাবে ও উচ্ছিষ্টভোগী; আমি ১০০% গ্যারান্টি দিলাম।

১৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশ অনুপস্থিত মাত্র ১৮৭ জন ভাকু কোথায় পেলো ৩১০৮ জন? সবই গুজব এবং নিশ্চিত একটা ষড়যন্ত্র হচ্ছে।

২| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২৩

এভো বলেছেন: ভাকু মানে কি কাকু ?
এই ভিডিওর ৬ মিনিট ৫০ সেকেন্ড থেকে কয়েক মিনিট দেখুন , তাহোলে সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন
এখানে ক্লিক করুন

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ও কাকু তুমি একটু ভাকু অর্থ বের খুঁজে করোনা? নিঝুম দাদা ওর কথার কোন সত্যতা নেই ও একটা ডাবল এজেন্ট। মুসলিম দেশে বাস করে বাট প্রচন্ড মুসলি বিদ্বেষি। এরাই ছিল আম্লিগের সুবিধা ভোগী। এদেরও বিচার করা দরকার।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিঝুমও একটা ভাকু।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যাকারী হাসিনা দালালী করেছে নিঝুমরা। এরা আবার গর্ত থেকে বের হচ্ছে!!

৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪২

অরণি বলেছেন: ব্লগ এবং ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি খুলে প্রচন্ডভাবে অপপ্রচার চালানো হচ্ছে।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিঝুম মজুমদার "র" এর সহায়তায় আম্লিগকে সংগঠিত করছে। সরকারকে এবিষয়ে নজর দিতে হবে।

৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৪

এভো বলেছেন: ভাকু পাকু যাই হোক, কেউ যদি যুক্তি সংগত কথা বলে সেটা গ্রহন যোগ্য এবং আপনি যে মিথ্যা বলেন সেটার উদাহরন হোল --

মুসলিম দেশে বাস করে বাট প্রচন্ড মুসলি বিদ্বেষি

সে তো ইংল্যান্ডে বাস করে সেটা কবে থেকে মুসলিম দেশ ? সে প্রচন্ড মৌলবাদ বিদ্বেষি , মুসলমান আর মৌলবাদ এক জিনিস নহে । এখন দেখা যাচ্ছে আপনার মত পাকুরা কত বড় মিথ্যাবাদি । আপনার পুরো স্টেটমেন্টটাই মিথ্যা।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আচ্ছা ভাকু বাদ দিলাম ভাদা শব্দটাই সঠিক হবে তাই না? সে মুসলিম দেশের নাগরিক বাট মুসলিম বিদ্বেষি। সে হাসিনার সহযোগী, সে একটা বাটপার। সে মিথ্যা গুজব রটনাকারী। সে প্রচন্ড মিথ্যাবাদী।

নিঝুম মুজমদারে গালাগালীর ভিডিও



ভাদা কাকু এটা দেখার পর তোমার মন্তব্য চাই।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই উচ্ছিষ্টভোগীর ইংল্যান্ডের নাগরিকত্ব আছে।

৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৫

জুল ভার্ন বলেছেন: এই গুজবকারীদের ধরে গণধোলাইয়ের বিকল্প নাই।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কথার মারপ্যাঁচে কীভাবে গুজব ছড়াচ্ছে! যেখানে সরকার বলছে ১৮৭ জন অনুপস্থিত সেখানে এই হারামী কোথায় পেল ১০০০ খানেক পুলিশকে মেরে ফেলেছে! এই মিথ্যুক আরো বলছে যে, নির্জন নামের এক সেনাবাহিনীর লেফটেন্যান্ট মারা যাবার পর যে আদিখ্যেতা দেখলাম, এর কারন কি? দেখছে কী বলে শয়তানটা?

৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভাদা-রা ৩১০৮ জন পেলো কোথায়?

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন অথেন্টিকেট সূত্র নেই এদের কাছে। নিঝুম মজুমদার "র" এর সহায়তায় আম্লিগকে সংগঠিত করছে। গুজব ছড়াচ্ছে।

৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০৭

অপু তানভীর বলেছেন: বাটপার নিঝুম মজুমদার ভিডিও পাব্লিক দেখি রেফারেন্স হিসাবে ব্যবহার করতেছে। এরা তো আরও বড় বাটপার। অবশ্য এদের আর কিই বা করার আছে গুজব ছড়ানো ছাড়া!
এখনো পর্যন্ত ৪৩ জন আওয়ামী পুলিশ নিহত হয়েছে আন্দোলনে যারা সাধারণ জনগনের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। এখানে আরেকটা কথা বলা দরকার যে এই পুলিশদের কিন্তু মাঠে একা রেখে সব আওয়ামীলীগ লেজ গুটিয়ে পালিয়েছিল কুকুরের মত। এখন বড় দরদ দেখাচ্ছে। সেটাও নিজেদের স্বার্থেই।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা 'এই পুলিশদের কিন্তু মাঠে একা রেখে সব আওয়ামীলীগ লেজ গুটিয়ে পালিয়েছিল কুকুরের মত। এখন বড় দরদ দেখাচ্ছে। সেটাও নিজেদের স্বার্থেই।'

৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এদের প্রতিহত করা দরকার। মিথ্যা ছড়াচ্ছে ব্লগে, ফেসবুকে। কান্নাকাটি দেখলে মনটা চায়

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই প্রতিহত করা দরকার। এরা ব্লগ ও ফেসবুকে হাজার হাজার আইডি খুলে মিথ্যা গুজব ছড়াচ্ছে। সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০

ডার্ক ম্যান বলেছেন: সংখ্যাটা ঠিক নির্দিষ্ট না। তবে হাজারের উপর পুলিশকে জবাই করা হয়েছে।
সিরাজগঞ্জের এক থানাতেই কিন্তু ১৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছিল ৪ আগস্ট।
গতকাল তো এসব হত্যার বৈধতা দিল ইউনুস সরকার।

মনে রাখবেন ১০ বছর পর হলেও পুলিশ এসব হত্যার নির্মম প্রতিশোধ নিবে।

আমাদের আশে পাশে বাটপারের অভাব নাই। আমরা নিজেরাও অনেক সময় ছোট খাট বাটপারি করি।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাজারের উপর পুলিশকে জবাই করা হয়েছে এই তথ্য কোথায় পেলেন? সূত্র দিন। অযথা গুজব ছড়াবেন না।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ভয়ানক অবস্থা কতজন কতভাবে গুজব ছড়াচ্ছে তা এখানেই স্পষ্ট বোঝা যাচ্ছে। এরা কী মানুষ? কোনভাবে না পেরে পুলিশ হত্যার গুজব ছড়াচ্ছে।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদেরগুরু নিঝুম মজুমদার। সে একটা বাটপার। সে মিথ্যা গুজব রটনাকারী। সে প্রচন্ড মিথ্যাবাদী। সে মুখে অকথ্য ভাষা বলে।

১১| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৬

ডার্ক ম্যান বলেছেন: সব সূত্রের তো আনুষ্ঠানিক স্বীকৃতি থাকে না।
ভবিষ্যতে এক সময় পেয়ে যাবেন।
আমি কখনো গুজব ছড়ায় না।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি যে পোস্ট দিয়েছি তার অথেন্টিকেট সূত্র দিয়েছি তেমনী আপনিও দিন। অথেন্টিকেট সূত্র না থাকলে সেটা অবশ্যই গুজব।

১২| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: নিঝুম মজুমদারের ভিডিও দেখলাম তার মুখ প্রচন্ড খারাপ; মানুষ এমন শব্দ ব্যবহার করে কী করে?

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ হলে তো এরকম শব্দ ব্যবহার করতে পারতোনা।

১৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

ঢাবিয়ান বলেছেন: এদেরকে একেবারেই পাত্তা দেয়ার দরকার নাই। । বৈষম্যিরোধি ছাত্র সংগঠন আজ আবার জেগে উঠেছে। অন্তর্বর্তী সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে না , বলেছেন নাহিদ ইসলাম । তিনি আরো জানিয়েছেন - আওয়ামী লীগ ভোটাধিকার হরণ ও গুম-খুন এবং গণহত্যা করে ক্ষমতায় ছিল। কাজেই তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে জাতীয় দিবস ঘোষণা করলো, নতুন বাংলাদেশে সেটার ধারাবাহিকতা থাকবে না।’ হাইকোর্টে 'মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান শিক্ষার্থীদের


এই জেনারেশন সকল সকল সমস্যার গোড়ায় হাত দিয়েছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি , জাতির পিতা ব্যানার লাগিয়ে ডাকাতি, মিথ্যাচার ও লুটপাঠের দিন শেষ। আওয়ামিলীগ প্রনীত সকল সংজ্ঞা এখন অর্থহীণ। নতুন এই দেশ এর ইতিহাস , আইন ,বিচার ব্যবস্থা সবই বিনির্মান হবে সততা ও সভ্য দেশের আদলে।

১৬ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চামচা নিঝুম মজুমদার কীভাবে মিথ্যা ছড়াচ্ছে ভিডিও দেখেছেন? সে বলছে পুলিশ জেনোসাইড হয়েছে!! সে হাসিনার সহযোগী, সে একটা বাটপার। সে মিথ্যা গুজব রটনাকারী। সে প্রচন্ড মিথ্যাবাদী। এরা ব্লগ ও ফেসবুকে হাজার হাজার ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ছড়াচ্ছে। যারা এই বাটপারটাকে আদর্শ ধরেনিয়ে তাকে উদাহরণ দিয়ে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।

১৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০১

ঢাবিয়ান বলেছেন: হাজার কোটি টাকার লুটেরারা এখন কাড়ি কারি টাকা ছড়িয়ে বেড়াচ্ছে। কাকের দল তা কুড়িয়ে অনলাইনে গুজব ছড়িয়ে বেড়াচ্ছে। তবে বাস্তবে মাঠে নামার কথা বললে দেখবেন সব উধাও। তাই এসব মিথ্যাবাদীদের একেবারেই গুরুত্ব দেয়ার দরকার আছে বলে মনে করি না।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগ ও ফেসবুকে হাজার হাজার ভুয়া আইডি খুলে মিথ্যা গুজব ছড়াচ্ছে। গুজবের চেয়ে বড় বিষয় যেটা সেটা হলো ভারতের সহায়তায় এরা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

১৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:০৯

মায়াস্পর্শ বলেছেন: তার লেখাটা পড়ে আমি অনেক্ষন হেসেছি।
সত্যিই গণ অভ্যুত্থানের পড়ে পাগল গাছে ধরছে, আর কয়েকটা ব্লগে লিখালিখি করছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অভ্যুত্থানের কারণে কামাই রোজগার নেই তাই পাগল হয়েছে।

১৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

পবন সরকার বলেছেন: ফেসবুকে কা কা করলেও মাঠে নেই

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা ফেসবুক গরম করছে এদিকে মতিয়ার জানাজায় কাউকে পাওয়া যাবেনা।

১৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু পুলিশ যে মরেছে তাতে কোনো সন্দেহ নাই। তাদের হত্যার বিচার চাইছে সমস্যা নাই, কিন্তু পুলিশ যাদের হত্যা করলো তাদের বিচারের বিষয়ে কারো কারো গায়ে খুব চুলকানী হয়।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন। তারা একতরফা বিচার চায়।

১৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

অস্বাধীন মানুষ বলেছেন: এদের ধরে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এদের আইনের আওতায় না আনলে বিপদ আছে।

১৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দোলনটির পরিকল্পনাই করা হয়েছিল যাতে প্রচুর লাশ ফেলা যায়।
পুলিশের হাতে যে কয়জন মারা গেছে তার চেয়ে বহুগুণ মারা গেছে আন্দোলনকারীদের নিয়োজিত শুটারদের পিস্তল ও স্নাইপার রাইফেল এর মাধ্যমে গুপ্তহত্যা, তারা জানত যে বেশি লাশ পড়লে আন্দোলন চাঙ্গা হবে।
এরা ছাত্র নয়, জামাত শিবিরের লাঠিয়াল মিলিশিয়া।
অনেক ভিডিওতে সেরকম দেখা গেছে। চট্টগ্রামে ছাদ থেকে ফেলে ১৬ জন হত্যার সময় যারা কার্নিশে লুকিয়ে ছিল তাদের পিস্তলের গুলিতে হত্যা করার ভিডিও সবাই দেখেছে।
আর পরিকল্পত ভাবে হাজার হাজার পুলিশ হত্যা করা হয়েছে। মূলত পুলিশের মনোবল পুরোপুরি ভেঙ্গে দিতেই এই নৃশংস হত্যাকান্ড চালিয়েছিল।

পুলিশ হত্যার সত্যতা আছে নিশ্চয়। নইলে ইন্ডেমনিটি ঘোষনা করা হতো না।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক আপনি মিথ্যার বেসাতি নিয়ে হাজির হয়েছেন। আপনাকে সবাই ব্লগে দেখতে চায় যাতে তার বুঝতে পারে গোয়েবলস কেমন ছিল।

২০| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

ঢাবিয়ান বলেছেন: যাক হা-কা ভাই ফিরে এসেছেন উনার গোয়েবলীয় অপপ্রচার নিয়ে =p~

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি ব্লগে থাকলে সবাই বুঝতে পারে গোয়েবলস কেমন ছিল।

২১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৯

কামাল১৮ বলেছেন: প্রতিটা হত্যার বিচার হতে হবে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ প্রতিটি ছাত্র হত্যা, প্রতিটি গুমের বিচার হবে। ১৬ বছরের গুম নির্যাতন হত্যার বিচার হবে।

২২| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:৪৪

অগ্নিবেশ বলেছেন: আমার দাবী ভিন্ন, আপনারা যে ২৫হাজার ভারতীয়কে ভারতে না পাঠিয়ে গুম করে লাশ গায়েব করলেন তার কি হবে? এর বিচার আল্লাহ না করলে ভারতীয়রাই করবে। ভারত বিরোধীরা ভারতের পাশে কখনই শান্তিতে থাকতে পারবেন না। না খেয়ে মরবেন।
ভারত বিরোধীতা করে চায়না চেটে শ্রীলঙ্কা গেল, মালদ্বীপ গেল, নেপাল গেল, পাপিস্থান গেল রসাতলে, এখন আবার তারা ঠিকই শুড় শুড় করে ভারতের সাহায্য চাইছে বা সাহায্যে চলছে।
আমি আবার বলছি, ভারতের যে সব কিছু ভালো সেটা কখনোই বলছি না, ভারতের কোনো নীতি ভালো না লাগলে আপনারা জনমত গড়ুন, আমরা ভারতীয়রাই আপনাদের পাশে দাড়াবো, হাসিনার বিরুদ্ধে কলকাতাতেই অনেক মিছিল মিটিং করা হয়েছে। কিন্তু আপনারা যেটা করেন সেটা হল স্রেফ মিথ্যাচার। পুলিশের মধ্যে র ছিল, তারা গুলি চালিয়েছে, হিন্দিতে কথা বলছে, ভারতীয়রা এসে আপনাদের চাকরি খেয়ে ফেলছে হ্যানা ত্যানা। এসব কি? মনে রাখবেন ভারতে আপনাদের চেয়ে বেশী মুসলমান বাস করে, তারাও আজকাল আপনাদের ব্যবহারে ব্যথিত।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বললাম তো অনেক গুজব ছড়েছে এবং এখনো ছড়াচ্ছে। আর আমরা এটাও জানি প্রতিবেশির সংগে ভালো সম্পর্ক না থাকলে ভালো থাকা যায়না। ভারতের জনগনের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই অভিযোগ হলো রাষ্ট্রিয় নীতির বিরুদ্ধে। ভারত এতো বড় দেশ যে সে তুলনায় আমরা খুবই ছোট। ভারতের উচিত আমাদের মতো ছোট দেশগুলোকে কাছে টেনে নেওয়া আমাদে বিপদ আপদে এগিয়ে আসা কিন্তু তা না করে আমাদের ফেসিস্ট সরকার তথা হাসিনাকে একতরফা সহয়োগিতা করা জনগনের বিরুদ্ধে যাওয়া এগুলো আমাদের মনের ক্ষোভ। ভারত সব প্রতিবেশির সংগে সদ্বভাব বজায়ে রাখলে এবং গরুর রাজনীতি বন্ধ করলে আজ আমিরিকার আসনে থাকতো অর্থাৎ ১ নং সুপার পাওয়ার হতো। আর এ কথা আমরা সবাই বুঝি প্রতিবেশির সংগে সম্পর্ক উভয়ের জন্যই মঙ্গলজনক।

২৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৩

তানভির জুমার বলেছেন: আওয়ামী চুতিয়াদের তথ্যের সোর্স হচ্ছে হারপিক মজুমদার, তাদের বানানো কিছু ফেইক ভিডিও আর ফেইসবুক পোস্ট। সব মিলিয়ে মনে হয় ২০-২৫ জন পুলিশ সদস্য মারা গিয়েছে। পুলিশ তো পুলিশ ছিল না প্রায় ৯০% পুলিশে ছিল আওয়ামী সন্ত্রাসী। পুলিশের গুলিতেই সবচেয়ে বেশী মানুষ মারা গিয়েছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিঝুম মজুমদার একটা বাটপার বদমাইশ। ৪ নং মন্ত্রব্যে একটি ভিডিও দিয়েছি দেখেন নিঝুম মজুমদার কত্তবড় বদমাইশ।

২৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:১৮

অগ্নিবেশ বলেছেন: সত্যি কথা বলতে, আপনাদের লজ্জা হওয়া উচিত। খেলা নিয়ে মিথ্যাচার, ধর্ম নিয়ে মিথ্যাচার, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মিথ্যাচার—সবকিছুর জন্য দোষ ভারতের! সবই ভারতের ষড়যন্ত্র! আপনারা কি নিজের লিংগে হিসু করেন না? মেরুদণ্ড নেই আপনাদের?মেরুদণ্ড থাকলে, RAW -এর কাছ থেকে টাকা নিয়ে কেন নিজের দেশের সর্বনাশ করছেন? কেন আপনাদের টাকা দিয়ে কেনা যায়? কলকাতায় কিছু বাংলাদেশের উদ্বাস্তু ছাড়া বাংলাদেশ নিয়ে ভালো-মন্দ কিছু বলার কেউ নেই। মানে, আপনাদের নিয়ে কেউ ভাবেও না। যে পথ আপনারা বেছে নিয়েছেন, সেটা ধ্বংসের পথ। অনাহারে মারা পড়বেন।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দেশের রাজনীতিবিদ অর্থাৎ আওয়ামীলীগ সবাই র দ্বারা পরিচালিত এদের মধ্যে দেশপ্রেম বলতে কিছু নেই। এরা ভারতের সংগে যতগুলো চুক্তি কররেছে সবগুলো চুক্তিই ভারতে ফেভারে; বাংলদেশের চেয়ে ভারতের বেশি সুবিধা রয়েছে সেসব চুক্তিতে।

বাংলাদেশ নিয়ে আপনি না ভাবলেও মোদী অমিত অজিতরা ঠিকই ভাবছে; ঘুম কমে গেছে চিন্তায়।

২৫| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৯

ধুলো মেঘ বলেছেন: কালবৈশাখীর ফিরে আসা উপলক্ষে আমরা একটা ট্রিট চাই। আজ আমাদের উৎসবের দিন।

১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হা-কা না থাকলে মানুষ বুঝবে কি করে যে গোয়েবলস কতবড় মিথ্যাবাদী ছিল। হা-কা একটা প্রকৃষ্ট উদাহরণ।

২৬| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: গুজব লীগের আজব কতা, সব জায়গায় বেশী কথা B-))
মানে বেশী বেশী আরকি--------

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদেরকে সবসময় দৌড়ের উপর রাখতে হবে যাতে আর ফিরতে না পারে।

২৭| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৩৭

রাসেল বলেছেন: অগ্নিবেশ বলেছেন: আপনারা কি নিজের লিংগে হিসু করেন না? মেরুদণ্ড নেই আপনাদের?মেরুদণ্ড থাকলে, RAW -এর কাছ থেকে টাকা নিয়ে কেন নিজের দেশের সর্বনাশ করছেন? কেন আপনাদের টাকা দিয়ে কেনা যায়?
এমন প্রশ্নের মুখোমুখি হওয়াটাই যৌক্তিক। যাদের কারণে আমরা বাংলাদেশীরা আজ এই প্রশ্নের মুখোমুখি হচ্ছি, তারা মনে করে অনৈতিক ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের মাধ্যমে খুব মহান কাজ করেছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লিগ নেতার সবাই র এর কাছ থেকে টাকা পেত নিয়মিত তাই এরা সবসময় ভারতের হয়ে কাজ করেছে। এরা ভারতের সংগে যতগুলো চুক্তি কররেছে সবগুলো চুক্তিই ভারতে ফেভারে; বাংলদেশের চেয়ে ভারতের বেশি সুবিধা রয়েছে সেসব চুক্তিতে।

২৮| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭

এভো বলেছেন: সংখ্যাটা ৩১০৮ হওয়া নিয়ে আশ্চর্য হওয়ার কি আছে ? এই সংখ্যাটা মিডিয়া এসেছে যে দিন সেনা বাহিণী যমুনাতে ড: ইউনুসের উপড়ে চড়া হয় সে দিন । একজন উপদেষ্ঠাকে না এক আর্মি অফিসার ধমক দিয়ে বলেছিল -- পুলিশ দফতর নাকি জানিয়েছে ৩১০৮ জন পুলিশকে হত্যা করা হয়েছে এবং এর জন্য আন্দোলনকারিদের শাস্তি পেতে হবে । তারপরে সরকার তড়িঘড়ি করে দায়মুক্তি অধ্যাদেশ জাড়ি করে ।
কিন্তু এই বিচার হতেই হবে ।
হতাহতের সংখ্যা ৩১০৮ , এটা একটা হিসাবে বোঝা যায় । প্রতি থানাতে ২৪ ঘন্টা ১৫ থেকে ২০ জন পুলিশ উপস্থিত থাকে । সিরাজগন্জের একটি থানাতে ৪ ঠা অগাস্ট আক্রমণ করে ১৩ পুলিশকে হত্যা করা হয় , সব মিডিয়া এই খবর প্রকাশ করে , তাহোলে ৪০০ থানাতে আক্রমণ হলে হতাহত ৩১০৮ হওয়া টা কি অসম্ভব কিছু ?

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই খবরটার লিঙ্ক দিন। অযথা ফালতু কথা বলবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.