নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮


পেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে আসনে বসতে যাচ্ছে। গেঞ্জিরা (জেন-জি) সহ ইউনূস সরকার এবার পালানোর কোথাও যায়গা পাবেনা। ভারত বিশ্ব নেত্রীকে আশ্রয় দিয়েছে এবং আরো কয়েকশত বাটপার ভিসা-পাসপোর্ট ছাড়াই ভারতে লুকিয়ে আছে কিন্তু সেই সুবিধা উড়েএসে জুড়েবসা ইউনূস সরকারের সহযোগীরা পাবেনা এটা বলে দিয়েছে ভারত।

দিকে আবার ডোনাল্ড ট্রাম্প ঘোষনা দিয়েছে যে, তিনি সরাসরি হাসিনাকে কোলে করে ভারত থেকে নিয়ে এসে ক্ষমতার নরম তুলতুলে আসনে বসিয়ে স্যালুট জানানোর পর হেলিকপ্টাযোগে সোজা টুঙ্গীপাড়া মুজিবের মাজার মোবারকে গিয়ে মিলাদ মাহফিল করবে তারপর ফ্লাইট যোগে ওয়াসিংটন ডিসি হয়ে হোয়াইট হাউজে ঢুকবেন।

সুন আমরা যারা ফেসিস্ট, খুনি, ব্যাংক লুটকারী সবাই একসংগে বলে উঠি জয় বাংলা এবার ইউনূস ব্যাটা নিজেকে সামলা।

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৪

অরণি বলেছেন: ডোনাল্ড ট্রাম্প কি তারিখ ঘোষনা করেছে?

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ ঘোষনা করেছে।

২| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপার রাজনৈতিক ক্যারিয়ার শেষ ।

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না আপনার আপা শীঘ্রই ক্ষমতায় প্রত্যাবর্তন করবেন।

৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৭

অরণি বলেছেন: তাহলে কত তারিখে ক্ষমতায় আসছে আমাদের আপামনি?

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জানুয়ারীর ২০ তারিখে অভিসেকে পূর্বে।

৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৪

কামাল১৮ বলেছেন: সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ অংশ নিলে ৭০/৮০ টা আসন পাবে।বিএনপি আরো বেশি আসন পাবে।সব কিছু নির্ভর করে আর্মির মর্জির উপর।

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গণহত্যার জন্য কমপক্ষে ৩/৪ টার্ম নির্বাচন থেকে আম্লিগকে দূরে রাখতে হবে।

৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসালি মোরে ভাই
হাসালি মোরে...। এই পোস্টে এই কথাটিই মনে আসে

আমাদের আপামণির জন্য এই ব্লগের কিছু আছে যে কান্না করবে চুপে চুপে

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই আবালগুলো এতোই অন্ধ যে এতো হত্যা এতো খুন এতো মানুষ পঙ্গু হলো এদের কাছে এটা কোন বিষয়ই না; হাসিনা যেমন মেট্রোর ক্ষতি দেখে কেঁদে কেঁদে টিস্যু ভিজিয়েছিল তার অনুসারীরা সবাই তার মতই মেকী। এরা মানুষ মানবতার ধার ধারেনা। এরা দেশের কল্যাণ চিন্তা করেনা; এরা নিজের চিন্তা করে হাজার হাজার কোটি টাকা ব্যাংক সহ বিভিন্ন খাত থেকে লুট করে বিদেশে পাচার করেছে। এদের অনুসারীদের এসব কিছু তাদের ভাবায়না তারা সুধুই ক্ষমতা চায়, লুটপাট করতে চায়, ভারতের স্বার্থ উদ্ধার করতে চায়।

৬| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:৫০

জুল ভার্ন বলেছেন: শেষ হাসিনা- এবার শেখ ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করেছেন, গণভবন প্রস্তুত....

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাত সমুদ্র পার হয়ে আমেরিকার যাওয়ার দরকার নেই তারপরও তাদের উপরই ভরসা করতে হলো. কি আশ্চর্য!

৭| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:০১

আহরণ বলেছেন: একটু বাদ পড়ে গেছে! তৌহিদী জনতার শিরোমণি জামাত-শিবির-ইউনুস এর জান্নাতি খেজুর আর হূরপরী নিয়ে কিছুই বল্লেন না যে, @ ভাইয়া??

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাদা বাবু আগামী কয়েক দিনের মধ্যেইে তোমার ইসকনের অপকর্ম নিয়ে একটি পোস্ট দিবো।

৮| ০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৩৮

আহরণ বলেছেন: ABC

০৭ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: DEF

৯| ০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:০২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মাথা ঘামানোর টাইম আছে? ট্রাম্প ক্ষমতায় থাকতে প্রিয়া সাহা বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তখন ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছিল? নেয়নি কারণ তারা জানে এরা বাটপার, মিথ্যাই এদের সম্বল।

প্রিয়া সাহার ভিডিও দেখুন।

০৭ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ভিডিও খুনি হাসিনারই তৈরী নাটক এবং এখান থেকেই তাদের শিক্ষা নেওয়া উচিত।

১০| ০৭ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪৮

প্রামানিক বলেছেন: ট্রাম্প আইলে তারে খুশি করানোর জন্য বাংলাদেশের কাউনের ভাত খাওয়াতে হইবো

১১| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০৮

মেঘনা বলেছেন: আবাল সৈয়দ মশিউর রহমান রে কইতাছি - ১৮ কোটি মানুষের দেশে ৮০০ মানুষের হত্যা খুব বিশাল কিছু না, তাই দিয়া বিপ্লব জয়ী হয় না। আশেপাশে তেমন নজির নাই। এই যেমন ইরান, লোকসংখ্যা বাংলাদেশের অর্ধেকএর কম। হিজাব নিয়া আন্দোলনে ৬০০-৭০০ লোক মারা গেল, সরকারের কিছুই হয় নাই, ওইটাও বিপ্লব ছিল। সুদান,
তিউনিশিয়া, সিরিয়া, বেলুচিস্তান, তিব্বত, মায়ানমার, তুরস্ক , ইরান, লিবিয়া,ভেনেজুয়েলা..... গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ মরতেছে বছরের পর বছর। কই সরকার তো পাল্টে না, বিপ্লব দীর্ঘজীবী হয় না।

বাংলাদেশে কেন হইল -প্রশ্ন করেন, বালুর মধ্যে মুখ লুকায়েন না।

শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ থেকে পালায় যায় নাই। তাকে তাড়ানো হইছে। পালানো আর তাড়ানোর মধ্যে পার্থক্য আছে। বাংলাদেশ আর্মি শেখ হাসিনাকে তারাইছে। তবে বাংলাদেশ আর্মি তার কোন বাপের নির্দেশে এইটা করেছে তা কবার পামু না।

বর্তমান বাংলাদেশ সরকার, ১৮৪ টা মৃত্যুদণ্ড কেসের আসামী হাসিনার প্রত্যার্পণ কেন ভারত সরকারের কাছে চাইতাছে না - প্রশ্ন করেন, বালুর মধ্যে মুখ গুজে থাইকেন না।

আর মানবতার কথা কইতেছেন না - থানায় আগুনে পোড়া পুলিশের লাশ গুলার কথা ভাবেন, ওভার ব্রিজ থেকে ঝুলাইয়া দেওয়া লাশ গুলোর কথা ভাবেন, - এই হত্যাকাণ্ডগুলা যারা করছে তাদের মানবতা আপনার কাছে কোন লেভেলের। প্রশ্ন রইল।

১২| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

ডার্ক ম্যান বলেছেন: আওয়ামী লীগ বা শেখ হাসিনার সহজে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না।

দ্রুত উপায়ে ক্ষমতায় আসার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশ-ভারত যুদ্ধ।

১৩| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

ডার্ক ম্যান বলেছেন:

ভারতীয় সেনাপ্রধানের পিছনের ছবি খেয়াল করুন

১৪| ০৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

কথামৃত বলেছেন: আ

১৫| ০৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৫১

মেঠোপথ২৩ বলেছেন: @ মেঘনা , অনেক দেশেই হাজার হাজার মানুষ মরলেও সরকার পালটায় না। আপনার প্রানপ্রিয় দলও তাই ভেবেছিল। আর্মিকে দিয়ে রক্তের বন্যা বইয়ে দিতে চেয়েছিল। কিন্তু আপনারই ভাষ্যমতে আপনাদের আপা পালায় নাই, তাড়ানো হইসে। আর্মি তাড়িয়েছে। কথা অবস্য্য মিথ্যা না। আর্মি এই দেশের ছাত্রদের বুকে গুলি চালাইতে রাজী হয় নাই। একটি দেশের সেনাবাহিনীর এমনটাই হবার কথা নয় কি?

এমন নিল্লজ্জভাবে গনহত্য্যার পক্ষে লিখেন কিভাবে ?

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১২:১৫

মেঘনা বলেছেন: @ মেঠোপথ২৩, আওয়ামী লীগ আমার প্রাণপ্রিয় দল না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার লোভে মুসলিম মৌলবাদীদের সাথে আপোষ করেছে।

আমি নিরপেক্ষভাবে, ইতিহাসের বাস্তবতাকে প্রকাশ করেছি। আপনি জামাত পক্ষে হতে পারেন, আমার কিছু বলার নাই। তবে ২০২৪ কেন ১৯৭১ কে অস্বীকার করতে চায়, - এইটা সমস্যা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.