নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
তাহারা কোন কালেই বাংলাদেশে মঙ্গল চাহেনি, তাহারা চাহিয়াছিল ততকালিন পাকিস্তানকে বাগে আনতে কিন্তু না পাড়িয়া সোভিয়েত বুদ্ধিতে পাকিস্তানকে দ্বিখন্ডিত করার প্রানান্তকর চেষ্টা চালিয়াছিল, তাহাতেও না পাড়িয়া যখন আমরা পাকিস্তানের সংগে বৈষম্যের কারণে স্বাধীনতা লাভের উদ্দেশ্যে মরণপণ যুদ্ধ করিয়া স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছিয়া গিয়াছি তখন ভারতীয় সৈন্য আসিয়া যুদ্ধে সমাপ্তি ঘোষনা করা হইলো অর্থাৎ স্বাধীনতা অর্জিত হইলো। এই স্বাধীনতা ভারত না আসিলেও অর্জিত হইতো হয়তো আরো কিছুদিন সময় বেশি লাগিতো কিন্তু এটা ঠিক সেই সময় তারা আমাদের অনেক শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। তবে এটা নিশ্চিত যে তারা বহিরাবরণে বাংগালীদের পক্ষে হলেও অন্তর্করণে ছিল পাকিস্তান বিভক্তি যাতে পাকিস্তাান ও বাংলাদেশকে বাগে রাখা যায়। প্রকৃতপক্ষে তারা পাকিস্তানকে বাগে রাখতে না পারলেও হাসিনার বদৌলতে বাংলাদেশকে বাগে রাখতে ঠিকই পারিয়াছিল। ৩৬ শে আগস্টে গণহত্যাকারী হাসিনা ভারতে আশ্রিত হইলে বাংলাদেশকে নিয়ে তাদের গাত্রদাহ শুরু হইয়া যায়। তাহারা কোন ভাবেই হাসিনা বিহীন বাংলাদেশকে মানিতে পারিতেছেনা কারণ হাসিনা নিজেই বলেছিলেন আমি ভারতকে যা দিয়েছি ভারত তাহা চিরজীবন মনে রাখিবে।
রাস্ট্রপতি কতৃক হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার কথা, চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসী কার্যক্রম এবং হঠাৎ ভারতীয় ভাগার মাধ্যমে ভারত কতৃক চট্টগ্রাম দখলের কথা এগুলো সবই একই সূত্রেগাঁথ।
এবার দেখুন ভারতীয়দের হুমকি।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:২২
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের মিডিয়া এখন বাংলাদেশের একাত্তর টিভি, সময় টিভির মতো হয়ে গেছে। সাংবাদিকতার নামে এরা গার্বেজ গেলাচ্ছে!
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাংবাদিকতার নামে এরা গার্বেজ বকছে।
৩| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৪
সোনালি কাবিন বলেছেন: সতর্ক থাকতে হবে আমাদের।
১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই সতর্ক থাকতে হবে অবহেলা করার কোন সুযোগ নেই।
৪| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৪
এম ডি মুসা বলেছেন: দেশটা সবাই মিলেমিশে সুন্দর করি। ভাগে ভাগে ভাগ করে খাওয়ার চেয়ে। কিন্তু এটা আমার কাছে গুজব মনে হয়
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার এই অপতথ্য কী সাংবাদিকতার ইথিকসের মধ্যে পড়ে?
৫| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৫
এম ডি মুসা বলেছেন: ঐ সাংঘাতিক, উপস্থাপনা শোনা ও ভুল।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাস্তার মলম বিক্রেতার মতো আর অঙ্গভঙ্গি ।
৬| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯
সোনাগাজী বলেছেন:
ওদের পোর্ট দরকার; ইহাকে কি ত্রিপুরার সাথে মিশিয়ে নেবে?
মংগলা বন্দর পছন্দ করে না?
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তেমন কোন সম্ভাবনা নেই তবে এই মলম বিক্রেতার অপতথ্য দখল করার হুমকি এসব কোনটিই সাংবাদিকতার ইথিকসের মধ্যে পড়েনা।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মংলা বা চট্রগ্রাম যেটাই পছন্দ করুক ব্যবসার ক্ষেত্রে নিয়ম নীতি মেনে সবই চলতে পারে।
৭| ১৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১
সোনাগাজী বলেছেন:
আপনার লেখা থেকে মনে হয়, আপনি মুক্তিযুদ্ধের সময় একটিভ ছিলেন; যদি ধারণাগুলো সঠিক নয়।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুক্তিযুদ্ধ যারা করেছে তারা ছাড়া ইতিহাস কেউ কী জানেনা? আপনারও তো মুক্তিযুদ্ধে কোন এক্টিভিটি ছিলনা; যদি থেকে থাকে তার দুএকটি প্রমান আমরা জানতে পারি কি? যদিও সেরকম সম্ভাবনা নেই বললেই চলে।
৮| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- হাস্যকর এই ভিডিওটি আমি দেখেছিলাম।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যিই হাস্যকর। তার উপস্থাপনা রাস্তার মলম বিক্রেতার মত।
৯| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:২৪
সোনাগাজী বলেছেন:
যুদ্ধ করতে পারবেন তো? আশাকরি, পাকিস্তান সাহায্য করবে!
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নিশ্চয় মুক্তিযুদ্ধের সময় কেউ ভারতের আশায় মুক্তিযুদ্ধ করেনি?
১০| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৯
আজব লিংকন বলেছেন: lmao
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন:
১১| ১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:৫৭
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেকেই এটা মানতে চায়না।
১২| ১৯ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২২
কামাল১৮ বলেছেন: ভারত যদি চট্রগ্রাম দখল করে নেয় পরের দিনই আমরা কলকাতা দখল করে নিবো।তাতে আমাদেরই লাভ।আইএস এর সহায়তায় পুরা ভারতই দখল করে নিবো।গনিমতের মাল হিসাবে বলিউডের নায়িকাদের ভাগে পাবো।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশে আইএস নেই কিন্তু ভারতে বজরং, শিবসেনা, আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ ইত্যাদি আছে তারা বলিউডের দু/একটা নর্তকী আপনার জন্য পাঠিয়ে দেবে, আমি খুশি তো?
১৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮
আহরণ বলেছেন: ভাইয়া, আপনি কি রাজাকার, নাকি রাজাকার ছানা?
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি কি রাজাকার, নাকি রাজাকার ছানা হওয়ার কী হলো এখানে? @ ভাহা
১৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪০
আহরণ বলেছেন: কামাল১৮ বলেছেন : ভারত যদি চট্রগ্রাম দখল করে নেয় পরের দিনই আমরা কলকাতা দখল করে নিবো। তাতে আমাদেরই লাভ। আইএস এর সহায়তায় পুরা ভারতই দখল করে নিবো। গনিমতের মাল হিসাবে বলিউডের নায়িকাদের ভাগে পাবো।
একদম বলেছেন @ কামাল ভাইয়া।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৪৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তোমার কামাল ভাইয়া নর্তকীর আশায় বসে আছে।
১৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৪
অগ্নিবেশ বলেছেন: জোর কইরা দেশ দখল করার মত বোকামি ভারত করবে না। বিনা মুগুরেই এখন দন্ত খসানো যায়।
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন দাদা। মাঝে মাঝে চমৎকার কথা বলেন আপনি। ঠিক যেমন সিকিমের বিনা মুগুরেই দন্ত খসিয়েছিল তেমনি হাসিনা থাকলে এখানেও বিনা মুগুরেই এখন দন্ত খসানো যেতো।
১৬| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩১
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ময়ূখ রঞ্জন কোন সাংবাদিক না এহলো মলম বিক্রেতা ভারত সরকার তাকে কিছু বলেনা কেন? এগুলো তো সাংবাদিকতার ইথিকসের মধ্যে পড়েনা। ওখানে কী কেউ নেই তাকে থামানোর জন্য?
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওখানের অনেক ভালো মানুষ আছে তারা ময়ূখের অপতথ্যের বিষয়ে সমালোচনা করছে কিন্তু কেন্দ্রিয় সরকার ময়ূখকে ব্যবহার করছে তাই পেরে উঠছেনা।
১৭| ১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৪৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভিডিওর লোকটাকে মলম বিক্রেতার মতো চিল্লাচিল্লি করতে দেখলাম বলে মনে হলো!!!
আমার ভুলও হতে পারে! আজকাল চশমা ছাড়া চোখে কম দেখি!!!
১৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওটা সাংবাদিন নয় সাংঘাতিক। ভারতীয় গেরুয়াদের হয়ে ফুটপাতে মলম বিক্রি করে।
১৮| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২১
প্রামানিক বলেছেন: চট্টগ্রাম দখল করার কথা ঘোষণ করায় বাংলাদেশ সতর্ক হওয়ার সুযোগ পাচ্ছে।
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সতর্কতা সবসময়ই দরকার এখন আরো বেশি দরকার।
১৯| ১৯ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৭
অগ্নিবেশ বলেছেন: আপনেরা যত বেশী মুসলমান হইবেন, বৌ বেটিগো কালা বস্তা পরাইবেন, ইমানী জোসে দুই চাইরটা মুর্তি ভাংবেন, ভারতের দাদারা সাদা ধুতি ফেইলা গেরুয়া চাড্ডি লইয়া তত বেশী ফালাফালি করবে। ভারতে এখন সেকু মাকুদের কেউ পোছে না, বি জে পি, বজরংদের আপনারাই বানাইছেন, ইহা একটি ক্রিয়ার প্রতিক্রিয়া মাত্র। ধর্ম নামক কুচা কিমরি আপনাগো সুখে থাকতে দিবে না। আপনি বোঝেন সবই, হুদাই ক্যান অবুঝের ভং ধরেন?
১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেখে আমি কি করুম আমিতো তথ্য ছাড় কিছু কইনা।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৩:১৮
মায়াস্পর্শ বলেছেন: রক্ত ঝরিয়ে কোনো কিছু জয় করার মত দেশ ভারত নয়। এদের কূটকৌশল থেকে সতর্ক থাকতে হবে।