নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ভিডিওটি পুরো দেখুন। তারপর মন্তব্য করবেন।
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আশ্চর্যজনক হলো এই ভিডিওত দেখেন কেউই বলতে পারেনি কোথায় মন্দির ভাঙ্গা হয়েছে সবাই গুজবে অথবা অন্যকোন উদ্দেশ্যে এই নাটক মঞ্চায়িত করছে।
২| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৫৬
এ পথের পথিক বলেছেন: ভিডিওতে কোন ব্যক্তিই বলতে পারে স্পেসিফিক কোথায় মন্দির ভাঙ্গা হয়েছে ।
আমার কলেজ বন্ধু নিজেও ফেসবুকে হিন্দুদের নির্যাতন এবং মন্দির ভাংচুর হয়েছে বলে পোস্ট দিতে থাকে । ৫ আগস্টের পর অনেক গুলা পোস্ট করেছে । অথচ তাকে জিজ্ঞেস করা হলে স্পেসিফিকভাবে বলতে পারেনি কোথায় ভাংচুর করা হয়েছে । তার বাসা আমার বাসা একই জেলায়, পাশাপাশি থানায় ।
কি বুঝলেন?
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও আশ্চর্য হচ্ছি কেউই বলতে পারলোনা কোথায় মন্দির ভাঙ্গা হচ্ছে অথচ তারা আন্দোলন করছে ও এক মহিলা নাটক মঞ্চায়িত করছে।
৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৩
জটিল ভাই বলেছেন:
এসব সুপরিকল্পিত বলে মনে হয়। সাজানো নাটক মঞ্চায়ন
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেউই বলতে পারেনি কোথায় মন্দির ভাঙ্গা হচ্ছে অথচ তারা আন্দোলন করছে ও এক মহিলা নাটক মঞ্চায়ন করছে।
৪| ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৩
জুল ভার্ন বলেছেন: মানবতা বিরোধী অপরাধের জন্য গুজরাটের কসাই মোদির আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার হওয়া উচিত।
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদী কট্টর সাম্প্রদায়িক হিন্দু। যখন কেউ প্রধানমন্ত্রী হয় তখন সে দলমত নির্বিশেষে অভিনয় করে হলেও সমতার কথা বলতে কিন্তু মোদী প্রধান মন্ত্রী হওয়ার পরও মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক কথা বলে।
৫| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১০:১৫
কামাল১৮ বলেছেন: ধর্ম মানেই খারাপ কিছু।মন্দির মসজিদ দুটিই সমাজের জন্য খারাপ কিছু।অপকার ছাড়া উপকার কিছুই করছে না।
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার সংগে একমত না। আপনি গাড়ী চালিয়ে এক্সিডেন্ট করবেন সেটা গাড়ীর দোষ না সেটা আপনার দোষ। ধর্মও তেমনি; ধর্ম ভালো পথ দেখায় কিন্তু আপনি সেটা নিজের মতো করে ধর্ম পালন করতে গেলে সেটা ধর্মের দোষ নয়।
৬| ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১:১৬
আহরণ বলেছেন: আমাদের দেশের মোল্লারা বেহেস্তে খেজুর খাওয়ার লোভে মন্দির ভাঙ্গে।
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তুমি কোথায় পেলে এই ভিডিওতে মোল্লারা মন্দির ভেঙ্গেছে @ ভাহা
৭| ২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৭:১০
নাহল তরকারি বলেছেন: বাংলাদেশের নাগরিক, ভারতের প্রাধনমন্ত্রীর কাছে সাহায্য চাইলো কেন?
২০ শে নভেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভিডিওতে দেখেন ঐ মহিলার প্রতিবেশী হিন্দুরা বলছে সে আরেক হিন্দুর সংগে পারিবারিক দ্বন্দ্বকে মন্দিরের জিনিশপত্রকে ছড়িয়ে ছিটিয়ে মন্দির ভাঙ্গার ভিডিও ধারণ করেছে এবং তা প্রচার করেছে তার ব্যক্তি স্বার্থের জন্য। এই মহিলাকে ফাঁসিথে ঝুলিয়ে দেওয়া দরকার; এই শয়তান দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৪১
সৈয়দ কুতুব বলেছেন: নরেন্দ্র মোদীর কাছে সাহায্য চাওয়া লাগবে কেন? আমাদের সরকার কি মারা গেছে নাকি? হিন্দু প্রতিনিধিরা বসুক সরকারের সাথে। বসতেই তো দেখি না। এত টাকা দিয়ে ধর্মউপদেষ্টা রাখা হয়েছে কেন তাহলে? উনার মাত্র একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া আছে। তবে আমার পারসোনাল মতামত হচ্ছে ফরহাদ মজহার কে ধর্ম উপদেষ্টা দিলে খুব ভালো হইতো। এই লোক সবার সাথে মিশতে পারে। মাজারে যায়, মসজিদে যায়, মন্দিরে পুরোহিত দের সাথে দেখা করে আবার লালন মেলায় যায়।