নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ইদানিং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার একটি পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন যে, হাসিনা পদত্যাগ না করায় এখনও তিনিই দেশের প্রধানমন্ত্রী। কিন্তু ট্রাম্প ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গেও কোনো মন্তব্য করেননি নির্বাচিত এ মার্কিন প্রেসিডেন্ট। সুতরাং সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা তথ্য গণহত্যাকারীদের প্রপাগান্ডা ছাড়া কিছু নয় যা সর্বৈব মিথ্যা।
হাসিনাকে নিয়ে ট্রাম্পের নামে ছড়ানো এই উক্তি মিথ্যা বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংস্থাটির তথ্য যাচাই টিম জানিয়েছে ট্রাম্পকে জড়িয়ে সামাজিক যোগাযেগামাধ্যমে যে তথ্য ছাড়ানো হয়েছে তা মিথ্যা বা ভুয়া। হাসিনাকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি ডনাল্ড ট্রাম্প।
হারপিক মজুমদারও এই একই সুরে সা-রে-গা-মা-পা-ধা-নি-সা গাচ্ছে সেই সংগে উচ্ছিষ্টভোগীরা সমস্বরে গাইছে বা গাওয়ার চেষ্টা আসল কথা হলো মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনার পলায়ন তারা কোন ভাবেই মানতে পারছেনা কারণ তাদের দীর্ঘ ১৫ বছরের অফুরন্ত সুয়োগ সুবিধা ও লুটপাট যা করার সুযোগ দিয়েছেলেন তাদের তাদের মমতাময়ী আম্মা।
গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও তার গণবিরোধী দল আওয়ামী লীগ পুরোপুরি মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটি শূণ্যগর্ভ ও নৈতিকতা বর্জিত রাজনৈতিক দল। তারা এখনো দেড় হাজার মানুষকে হত্যা এবং পঞ্চার হাজারেরও বেশি মানুষের অঙ্গ হানিকে কোনভাবে বিশ্বাস করেনা। তাদের দরকার আম্মাকে!
২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ডানের চেয়ে বাম ভয়ানক বেশি।
২| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে মনে মনকলা খায় এরা। ওদের আম্মার জন্য দিনরাত কেন্দে কেটে শেষ করতে পারছে না। কতভাবে যে মিথ্যাচার ছড়াচ্ছে এরা। এখন শুনি মুগ্ধ মরে নাই
মুগ্ধের নাকি জমজ নাই হাহাহাহা ।
২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই জন্যই তো এদের নাম গুজবলীগ। এমন কোন গুজব নেই যে এরা ছড়াতে পারেনা।
৩| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪১
প্রত্যাবর্তন@ বলেছেন: ইহা ফেইক নিউজ
২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই ফেক নিউজ।
৪| ২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩১
সাইফুলসাইফসাই বলেছেন: কত চায় ওরা বুঝি না
২৫ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওদের চওয়ার শেষ নেই।
৫| ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৩৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এবার নাকি কিস্তি লীগ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে।
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিস্তিলীগের আবির্ভাব হয়েছে। ওটার পাছা লাল করে শ্রীঘরে রাখতে হবে।
৬| ২৬ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:৪১
নান্দাইলের ইউনুছ বলেছেন:
মাথা
গরম
ডোনাল্ড
ট্রাম্প
জাতে
মাতাল
তালে
ঠিক ।
তিনি
এই
জাতীয়
কথা
কখনোই
বলবেন
না
২৬ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাম্বালীগ তাই প্রচার করছে।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০২৪ সকাল ১০:২০
সৈয়দ কুতুব বলেছেন: বামপাশের জন্ কে দেখলে আতংকিত অনুভব করি!