নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ট্রাম্প বাংলাদেশকে মোদীর হাতে তুলে দিয়েছে!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৬


বহু ভরসায় চাতকের মতো আওয়ামী লীগের অনেকেই তাকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের দিকে। ভেবেছিলেন, সমসাময়িক বাংলাদেশ বিষয়ে কোনো ওলটপালট ঘোষণা আসবে। কিন্তু ট্রাম্পের কথা শুনে খোদ মোদির মুখও গেল গোমড়া হয়ে।

There's no role for our deep state. This is something that the Prime minister has been working on for a long time and has been working on for hundreds of years. Frankly I have been reading about it. But I will leave Bangladesh to the Prime minister.


আমাদের ডিপ এস্টেটের জন্য কোনও ভূমিকা নেই। এটি এমন একটি বিষয় যা প্রধানমন্ত্রী (মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং কয়েকশো বছর ধরে কাজ করছেন। সত্যই আমি এটি সম্পর্কে পড়ছি। তবে আমি বাংলাদেশকে প্রধানমন্ত্রীর (মোদি) কাছে ছেড়ে দেব।(এই কথাটা বলে ট্রাম্প মোদির দিকে তাকায়। তার মানে হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে মোদিকে সে কথা বলতে বলেছে। মোদি কথা এড়িয়ে ইউক্রেন রাশিয়ার প্রসঙ্গে চলে যায়। কারণ সে বুঝতে পেরেছে ট্রাম্প বাংলাদেশ বিষয়ে মোদির আসা পূরণ করতে পারবে না। আর গদি মিডিয়া এবং আম্লিগ ভারতীয় দালালরা এই নিয়ে অলরেডি ধুমসে প্রোপাগান্ডা শুরু করছে।

আহা হাসিনা ক্ষমতায় আসে বলে!






মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: মোদি যদি ট্রাম্প কে রিকোয়েস্ট করে শেখ হাসিনা কে আমেরিকা-ইউরোপে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারতো তবে আমাদের জন্য খুব ভালো হতো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারত ছেড়ে অন্য কোথাও গেলে আমাদের জন্য খুব ভালো হতো।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫২

এ পথের পথিক বলেছেন: মাদার অফ অল ডেভিলসের সন্তানেরা ও তার মিডিয়া বর্তমানে খুব বেপরোয়া ।
এসব ভাড়তীয় দালাল দের যন্ত্রনায় পুরা দেশের মানুষ অতিষ্ঠ ।
গুজব লীগ, হাম্বালীগ, আফসোস লীগ, রিকশালীগ, সন্ত্রাসীলীগ বা আম্লিক যে নামেই ডাকুন না কেন তারা এ দেশকে ভাড়তের অঙ্গরাজ্য বানানোর যে পাঁয়তারা করেছিল ব্যর্থ হওয়ায় এখন তাদের মুল হাতিয়ার প্রোপাগান্ডা । তাদের জাতির আব্বু মুদি, টাম্পের ওপরে ভর করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুজব লীগ, হাম্বালীগ, আফসোস লীগ, রিকশালীগ, সন্ত্রাসীলীগ বা আম্লিক মোদীকে দিয়ে ট্রাম্পকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন বুমেরাং হয়ে গেলো।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আহা এতোদিন আশায় বুক বেধেছিল যে মোদি ট্রাম্পের সহায়তায় খুনী হাসিনাকে গদীতে বসাইয়া দিবে কিন্তু আশায় গুড়েবালি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদীরই পাত্তা নাই শুল্ক নিয়ে ট্রাম্পের ঝাড়িতে ত্রাহি ত্রাহি অবস্থা।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৮

আহরণ বলেছেন: মোদি ছাড়া উপায় নেই। বাংলাদেশের ২০ কোটি মূর্খ কাঙাল কী খেয়ে বাচবে......... ভাইয়া?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নির্বোধ কোথাকার বাংলাদেশীরা কী মোদী তথা ভারতের পণ্য ফ্রী খায়? নির্বোধ বাংলাদেশীরা মূর্খ কাঙাল হলো কী করে? নির্বোধ গোমূত্র খেয়ে কী মাতাল হয়ে এগুলো বলছো; যদি তাই হয় তাহলে ঠিক আছে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫

নতুন বলেছেন: আর কয়েক মাস পরেই ভারত হাসিনা কে ছেড়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে সচেস্ট হবে।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারো তাই মনে হয়।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪৬

অরণি বলেছেন: মোদী শত বছর ধরে চেষ্টা করছে একথা বলার পর মোদীর মুখের যে অবস্থা হয়েছিল তা দেখার মতো।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মুখ যেন একেবারে চুপসে গেলো তা দেখার মতো ছিলো।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এ পথের পথিক বলেছেন যে, মাদার অফ অল ডেভিলসের সন্তানেরা ও তার মিডিয়া বর্তমানে খুব বেপরোয়া। এসব ভাড়তীয় দালাল দের যন্ত্রনায় পুরা দেশের মানুষ অতিষ্ঠ। গুজব লীগ, হাম্বালীগ, আফসোস লীগ, রিকশালীগ, সন্ত্রাসীলীগ বা আম্লিক যে নামেই ডাকুন না কেন তারা এ দেশকে ভাড়তের অঙ্গরাজ্য বানানোর যে পাঁয়তারা করেছিল ব্যর্থ হওয়ায় এখন তাদের মুল হাতিয়ার প্রোপাগান্ডা । তাদের জাতির আব্বু, মুদি, টাম্পের ওপরে ভর করে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গুজব লীগ, হাম্বালীগ, আফসোস লীগ, রিকশালীগ, সন্ত্রাসীলীগ বা আম্লিক মোদীকে দিয়ে ট্রাম্পকে ব্যবহার করে ক্ষমতায় আসার স্বপ্ন বুমেরাং হয়ে গেলো।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৪

মেঠোপথ২৩ বলেছেন: বাংলাদেশ দক্ষিন এশিয়ার অত্যন্ত গুরুত্বপুর্ন একটা দেশ হতে যাচ্ছে। এই দেশের ক্ষমতায় আর কোন পরিবারকে থাকতে দেয়া হবে না। এই দেশ হবে এবার ১৬ কোটি জনগনের।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজনৈতিক দলগুলো থেকে পরিবারতন্ত্র দূর করতে হবে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৮

কামালপাশা২য় বলেছেন:




শুধু বাংলাদেশকে তুলে দিলো? পাকিস্তান ও চীনকে তুলে দেয়নি?

মোদী আমেরিকা গিয়েছিলো ৩টি ব্যাপারে নিস্পত্তি করতে: (১) ৪৭ বিলিয়ন ট্রেইড সারপ্লাস ট্রাম্পের লোকদের চোখে পড়েছে (২) ভারতীয়দের H1B ভিসা ঠিক রাখতে (৩) ট্রাম্পের নতুন শুল্ক নীতি থেকে ভারতকে রক্ষা করতে।

সে বাংলাদেশের জমিদারী কিনতে যায়নি; বাংলাদেশ ও পাকিস্তান ভারতের জন্য কোন সমস্যা বা নিয়ামক নয়; শেখ হাসিনাকে রেখেছে ইন্দিরা গান্ধীর সন্মানে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন। ৩টি বিষয় ছিল এবং সেই সংগে বাংলাদেশকে বিপাকে ফেলার যাবতীয় বিষয়ও ছিল।

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১২

ঢাবিয়ান বলেছেন: @ কামালপাশা২য় , আপনি কি ভারতীয় ? যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার কমেন্টের বীপরিতে কিছু বলতে চাই না। কিন্তু যদি আমাদের দেশি হয়ে থাকেন , তাইলেতো বিষয়টা মারাত্মক। আরেক দেশ এর সরকার কি উদ্দেশ্যে আমেরিকায় গেল, সেটা কি আপনার ভাবনার বিষয় ? আশা করি আপনি আমার কৌ্তুহল নিবারন করবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না উনি আমাদের জেনারেশন৭১ এর পরবর্তী প্রজন্ম।

১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৩

কামালপাশা২য় বলেছেন:


@ঢাবিয়ান,

আমি ভারতীয়, ইসরায়েলী, কিংবা রাশিয়ান নই; কিন্তু কি কারণে মোদী ও নেতানিয়াহু ট্রাম্পের সাথে দেখা করেছে ও পুটিন কি নিয়ে টেলিফোন আলাপ করেছে, সেগুলো আমি বুঝি; দেখন, ইহা আপনাকে আমার দেশ নিয়ে কোন ধারণা দেয় কিনা?

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৩১

ঢাবিয়ান বলেছেন: নিজের দেশের নাম সরাসরি বলতে অসুবিধা কোন জায়গায়?

১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫

কামালপাশা২য় বলেছেন:



আপনি তো আমার দেশের নাম জানতে চাননি, জানতে চেয়েছেন আমি ভারতীয় কিনা? কি প্রশ্ন করেছিলেন, সেটাও মনে রাখতে পারেননি?

যাক, আমি বাংলাদেশের মানুষ!

১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৭

ঢাবিয়ান বলেছেন: আরেক দেশের প্রেসিডেন্ট তার দেশ ও জনগনের কোন স্বার্থ রক্ষা করতে আমেরিকা গেছে , সেটা আপনি ব্যখ্যা করায় আপনার পরিচয় নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলাম! যাক আপনারা বারবার কথায় ও কাজে প্রমান দিচ্ছেন যে ভারতের স্বার্থই আওয়ামিলীগের স্বার্থ!

১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫১

কু-ক-রা বলেছেন: যদি উহা (যুক্তরাষ্ট্র) ইহাকে (বাংলাদেশকে) কৌশলগতভাবে সমর্থন প্রদান না করে, তবে উহা (ভারত) নিশ্চয়ই তাহার প্রভাব বৃদ্ধি করিবার চেষ্টা করিবে। কিন্তু ইহা (বাংলাদেশ) সম্পূর্ণরূপে উহার (ভারতের) করদ রাজ্যে পরিণত হইবে কি না, তাহা নির্ভর করিবে ইহার জনগণের প্রতিরোধ, উহা (চীন) সহ উহাদের (অন্যান্য আঞ্চলিক শক্তির) ভূমিকা এবং ইহার (বাংলাদেশের) রাজনৈতিক পরিস্থিতির উপর। ইহা (বাংলাদেশ) আর ১৯৭৫ সালের বাংলাদেশ নহে; সুতরাং, একক কোনো দেশের কর্তৃত্বাধীন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে কৌশলগত ভারসাম্য রক্ষা করা অতীব প্রয়োজনীয়।

১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

কামালপাশা২য় বলেছেন:



@ঢাবিয়ান ,

মোদী প্রেসিডেন্ট নয়, উহা পিএম; রাজনৈতিক আলোচনায় অংশ নেয়া আপনার পক্ষে স হজ হচ্ছে না। আমি সব দেশের পিএম/প্রেসিডেন্ট সম্পর্কে ধারণা রাখি।

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৮

কামালপাশা২য় বলেছেন:


১৩ নং মন্তব্যটি ঢাবিয়ানের জন্য।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫৮

কামালপাশা২য় বলেছেন:



@কু-ক-রা,
আপনি তো ব্লগে লেখেন না, এখানে আপনার কি ধরণের ব্যবসা আছে? ব্লগারদের লিষ্ট মোল্লা শফির জংগীদের সরবরাহ করেন টরেন নাকি?

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩০

কামালপাশা২য় বলেছেন:



@কু-ক-রা,

আমাকে নিয়ে সন্দেহ করার দরকার কি? আমাতে আস্হা ও বিশ্বাস রাখুন।

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৫৫

শ্রাবণধারা বলেছেন: কু-ক-রা বলেছেন: উহা (কামালপাশা ২য়) সম্ভবত পাঁদগাজীর মাল্টি হতে পারে।

এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমে ঢাবিয়ানের কাছে প্রতুত্তরে তার "ইহা" সিগনেচার দেখে সন্দেহ হয়েছিল। পরে "শেখ হাসিনাকে রেখেছে ইন্দিরা গান্ধীর সম্মানে।" এই বাক্যটি দেখে পুরোপুরি নিশ্চিত হয়েছি।

আরেকটি পর্যবেক্ষণ - তিনি এখন তার চাঁদগাজীয় বাংলা এআই দিয়ে প্রুফরিডিং করাচ্ছেন, যা প্রশংসনীয়।

সোনাগাজী, মোডি দাদার সাথে আপনার আর কী কী আলোচনা হলো, আমাদের জানাতে ভুলবেন না! আর ব্লগে স্বাগতম!

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




পাদ শব্দটা শুনলেই আমির খান অভিনীত 'তাঁরা জামিন পার' ছায়াছবির 'বাম বাম বলে' গানটির কথা মনে পড়ে। :)

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:১০

কামালপাশা২য় বলেছেন:



@শ্রাবণধারা,

আমাকে ব্লগে স্বাগতম জানাবেন স্বাধীনতাকামীরা, আপনার স্বাগতম আমার দরকার নেই।

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২

কিরকুট বলেছেন: জামাত শিবির ও তাদের মতাদর্শে অনুপ্রাণিত দল গ্রুপ ব্যক্তি সংস্থা বাদ দিয়ে যেই আসুক আমরা তাদের সাথেই আছি ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তোমরা ভারতীয়রা কে হে? বাংলাদেশের জনগন জামাতকে ভোট দিলে জামাত ক্ষমতায় যাবে তাতে তোমরা ভারতীদের পু...কিতে জ্বলে কেন?

২৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: মোদিকে ভয় পাচ্ছেন কেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার শ্রী রাজীব দাদা

আমরা ভয় পাচ্ছিনা। আমাদের ভয় হলো আপনাদের দিয়ে মোদী দেশে বিশৃঙ্খল সৃষ্টি করবে সেটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.