নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

মোদীর ব্যঙ্গচিত্র: বন্ধ হল গণমাধ্যমের ওয়েবসাইট

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৩


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে রয়েছেন হাত-পায়ে শিকল পরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এমন একটি ব্যঙ্গচিত্রের কার্টুন প্রকাশ করেছিল তামিলনাড়ুর গণমাধ্যম বিকাতানের ওয়েবসাইট। এর পরপরই সেটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।



এখানে দেখা যেতে পারে।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

অরণি বলেছেন: এই ভিডিওটা দেখলে সবই খুবই ভালোভাবে বুঝতে পারবেন। মোদীর মুখ দেখার মতো ছিল।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিংকে সমস্যা।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৫

কু-ক-রা বলেছেন: উহা (নরেন্দ্র মোদি) অস্বস্তিতে রহিয়াছে। উহা ঠিক বুঝিয়া উঠিতে পারিতেছে না যে ঠিক কি কারণে উহা মনের চাহিদা অনুপাতে সফল হইতে পারিতেছে না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা বাংলাদেশের পটুতে বাঁশ দেওয়ার ধান্ধায় ছিল কিন্তু উহার কথা শুনিয়া ট্রাম্প উহাকে বলিলো ইহা শত শত বছর ধরে এই কাজই করছে তাই উহা ব্যাঙ্গ হইয়া গেলো।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৭

অরণি বলেছেন: সরি লিঙ্কের সমস্যা আবার নতুন করে দিচ্ছি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক আছে আমিও এটা দিয়েছি লিঙ্কে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০২

অরণি বলেছেন: আমার প্রথম কমেন্ট ডিলিট করে দিবেন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসুবিধা নেই।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৫

সৈয়দ কুতুব বলেছেন: নরেন্দ্রমোদিকে ব্লগে রাজিব নুর বাদে সবাই ধর্মীয় সন্ত্রাসী ভাবেন। এই জায়গায় মোটামুটি আমরা একমত। রাজিব নুর সাহেবের মতে মোদি শেখ হাসিনা কে বোনের চোখে দেখেন। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় মোদি এখন ভালো মানুষ। @রাজিব নুরের এই পোস্ট দেখা উচিত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা আংশিক মস্তিস্ক বিকৃত বলিয়া আমি অনুমান করি। উহা কি বলে তা উহা নিজেও জানেনা। উহার মানষিকতা হলো সবাই যাকে ভালো বলবে উহা তাকে খারাপ বলবে অর্থাৎ উহা সবসময় বিপরীত স্রোতে গা ভেসে দিতে ভালোবাসে।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৪

কু-ক-রা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: নরেন্দ্রমোদিকে ব্লগে রাজিব নুর বাদে সবাই ধর্মীয় সন্ত্রাসী ভাবেন। এই জায়গায় মোটামুটি আমরা একমত। রাজিব নুর সাহেবের মতে মোদি শেখ হাসিনা কে বোনের চোখে দেখেন। শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় মোদি এখন ভালো মানুষ। @রাজিব নুরের এই পোস্ট দেখা উচিত।

উহা (রাজিব নূর) একটি বিকৃত মানসিকতার শাখামৃগ মাত্র। উহা এইরুপই ভাবিয়া থাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা আংশিক মস্তিস্ক বিকৃত বলিয়া আমি অনুমান করি। উহা কি বলে তা উহা নিজেও জানেনা। উহার মানষিকতা হলো সবাই যাকে ভালো বলবে উহা তাকে খারাপ বলবে অর্থাৎ উহা সবসময় বিপরীত স্রোতে গা ভেসে দিতে ভালোবাসে।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪

কু-ক-রা বলেছেন:

উহাদের লইয়া ইহা লিখিলাম

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়িলাম।
উহাদের যথাযথ বৈশিষ্ট্য আপনি ব্লগে উল্লেখ করিয়াছেন কিন্তু উহারা ইহা কোনভাবে বিশ্বাস করিবেনা। উহারা শুধু উহাদের কথাই বিশ্বাস করে। উহারা মানুষের মধ্যে পড়েনা কারণ উহারা আম্লিগ।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা বাঙ্গালি তো আবেগটা একটু বেশি
তারপরও দলকানা হওয়া ভাল না বিবেক থাকতে হয়
আর সমর্থ রাখতে হয়-------------

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদীরে প্যাদানী দিছে ট্রাম্প কিন্তু উহারা ইহা অন্যভাবে উপস্থাপন করে।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৫

পবন সরকার বলেছেন: একসময় বাংলাদেশের পত্রিকাগুলোতে প্রচুর রাজনৈতিক কার্টুন ছাপা হতো, কার্টুনিষ্টদের মধ্যে রনবীর নামকরা ছিল। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কার্টূন বন্ধ করে দেয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই কার্টূনগুলো সুন্দর ছিল এখন আবারো কার্টূন প্রকাশের দাবী জানাচ্ছি।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই কাটূন বলে দেয় মোদীর আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে জুতসই কিছু করতে পারেনি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক কথা।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



মোদি অনেক কিছু পাওয়ার আশা নিয়ে আমেরিকায় গিয়াছিলেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আচরণ তাহাকে নিদারুনভাবে হতাশ করিয়াছে। বিশেষ করিয়া বাংলাদেশ বিষয়ে ট্রাম্পের কাছে নালিশ করিয়া তিনি কোনো ফল না পাইয়া একেবারে ভাঙ্গিয়া পড়িয়াছেন। পাশাপাশি, অবৈধ ভারতীয়দেরদের বহিষ্কারের বিষয়ে আমেরিকা তাহার অনুরোধ রক্ষা না করিয়া একের পর এক ফ্লাইটে অবৈধ ভারতীয়দেরকে হাত পা বাঁধিয়া ভারতে ফেরত পাঠানোর কারনে মোদির মানসিক অবস্থা এখন খুবই খারাপ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবৈধ ভারতীয়দেরকে হাত পা বাঁধার চেয়ে উহা বাংলাদেশকে বিপদে ফেলার ধান্ধাটাই বেশি ছিল।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৯

এ পথের পথিক বলেছেন: চাঁদগাজি, সোনাগাজি, আওয়ামী গাজি, জেনারেশন ৭৫, কামালপাশা২৪ কি লেখে তা দেখার অপেক্ষায় রইলাম । সাথে রাজিব নুরের টাও ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অপেক্ষা করতে থাকেন। নিচে শ্রী রাজিব দাদা বন্তব্য করেছে।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬

শেরজা তপন বলেছেন: এখন বাংলাদেশের মিডিয়ার উচিৎ ভারতের মিডিয়ার কণ্ঠরোধ ও সঙ্খ্যালঘুদের উপর অত্যাচার ও গনহত্যাকারীদের আশ্রয় নিয়ে সরব হওয়া।
ভারতের জরিপ; ৫৩% ভারতীয়রা চায় মোদী হাসিনাকে যেন অন্যদেশে পাঠিয়ে দেয়, এর মধ্যে ২৭ ভাগ চায় ওকে যেন বাংলাদেশে ফিরিয়ে দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও এক্টিভিষ্ট অর্কের উপস্থিতিতে হাসিনা ও আওয়ামীলীগকে নিয়ে চরম ট্রল হতরল।
ভারতীয় মিডিয়া এখন সুর পাল্টেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাংলাদেশি মিডিয়ায় দালাল সাংবাদিক বেশি তাই তারা ভারতের মিডিয়ার কণ্ঠরোধ ও সঙ্খ্যালঘুদের উপর অত্যাচার ও গনহত্যাকারীদের আশ্রয় নিয়ে সরব হবেনা। পশ্চিমবঙ্গের যে অবস্থা ওখানে জরিপ করলে ৯০% এর অধিক হাসিনাকে বহিস্কারের কথা বলবে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।
ভালো।
জানলাম।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা
কি ভালো আর কি জানলেন একটু পরিস্কার করে বলেন দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.