নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সামান্য সাংবাদিক শ্যামল দত্তের অ্যাকাউন্টে ১০৪২ কোটি টাকা!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১


শ্যামল দত্তের হিসাবে এক হাজার ৪২ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে তার হিসাবগুলো থেকে এক হাজার ২১ কোটি ৪০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে ২১ কোটি ১১ লাখ টাকা জমা রয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গত বছরের ১৬ সেপ্টেম্বর সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া থেকে শ্যামল দত্তকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে দেওয়া হয়। বর্তমানে হত্যামামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের তথ্য পাওয়া গেছে দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে। তার ৯টি ব্যাংক হিসাবে ৫৮ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়। তার মধ্যে ৫৭ কোটি ৯৩ লাখ টাকা তুলে নেওয়া হয়। বর্তমানে হিসাবগুলোতে জমা রয়েছে ৯০ লাখ টাকা। সমকালের সাবেক সম্পাদক আলমগীর হোসেনের নামে ২৫টি ব্যাংক হিসাব রয়েছে। এসব হিসাবে ৩১ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এখন জমা রয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।
বৈশাখী টেলিভিশনের সাবেক হেড অব নিউজ অশোক চৌধুরীর ব্যাংক হিসাবেও বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার ১৩টি ব্যাংক হিসাবে ২৪ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেখান থেকে প্রায় পুরোটাই সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে স্থিতি রয়েছে ৪ লাখ ৬১ হাজার টাকা। বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের ৫৭ ব্যাংক হিসাবে ১৮ কোটি ৫৭ লাখ টাকা জমা করা হয়। এসব হিসাব থেকে ১৭ কোটি ৪৬ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে জমা আছে এক কোটি ১০ লাখ টাকা। বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের ২২টি ব্যাংক অ্যাকাউন্টে ১৬ কোটি ৭৬ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব হিসাব থেকে ১৩ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এখনো তার হিসাবগুলোতে ৩ কোটি ৫২ লাখ টাকা রয়েছে। নঈম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিনের ১৭টি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। তার হিসাবগুলোতে ১০ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ৯ কোটি ৬৪ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে হিসাবগুলোতে স্থিতি ৫৮ লাখ টাকা রয়েছে। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন।

এছাড়া ১৪ কোটি ৪৯ লাখ ৩৮ হাজার ১৯৭ টাকার লেনদেনের তথ্য পাওয়া যায় ডিবিসি নিউজের সাবেক হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টুর ৪২টি ব্যাংক হিসাবে। এসব হিসাব থেকে ১১ কোটি ৫৪ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বাকি ২ কোটি ৮৭ লাখ টাকা জমা রয়েছে। দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক ফরাজী আজমল হোসেনের ১৫টি ব্যাংক হিসাবে ১১ কোটি ৪৭ লাখ টাকার জমা করা হয়েছে। এসব হিসাব থেকে ১১ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করা হয়। ইত্তেফাকের আরেক সাবেক সাংবাদিক শ্যামল সরকারের ১৪ ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ৯ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। হিসাবগুলোতে ২৫ লাখ টাকা এখনও জমা আছে। সরকারি বার্তা সংস্থা বাসসের বিশেষ প্রতিনিধি মধুসূদন মণ্ডলের ব্যাংক হিসাবে ৯ কোটি টাকা জমা হয়। এর প্রায় পুরোটাই তুলে নেওয়া হয়েছে। এটিএন বাংলার জহিরুল ইসলাম মামুনের (জ ই মামুন) ১৪টি ব্যাংক হিসাবে ৫ কোটি ১৩ লাখ টাকা জমা হয়। এরই মধ্যে ৫ কোটি ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশীদের ৩টি ব্যাংক হিসাবে ৪ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়েছে। এসব হিসাব থেকে ৪ কোটি ৯১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। স্বদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক রফিকুল ইসলাম রতনের ৭টি ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৯৯ লাখ টাকা তুলে নেওয়া হয়।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদের দুটি ব্যাংক হিসাবে ৩ কোটি ৩১ লাখ টাকা জমা হয়। এসব হিসাব থেকে ৩ কোটি ৩১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদী তমালের ৪টি ব্যাংক হিসাবে মিলেছে এক কোটি ৪৩ লাখ টাকা। এ থেকে এক কোটি ৩০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।


এরা সেইসব সাংবাদিক যারা হাসিনার ফেসিবাদের দোসর। এরা বঙ্গবন্ধুর গুনগান গাইতো রাতদিন। যে যতবেশি বঙ্গবন্ধু ও শেখ পরিবারের ঢোল পিটাইতো তার একাউন্টে তত বেশি টাকা। একজন সাংবাদিকের একাউন্টে এতো টাকা কোত্থেকে আসলো? নাকি আম্লিগের সুবিধাভোগিরা বলবে যে, তাদের দাদারা জমিদার ঘোড়ায় চড়ে জমি দেখাশোন করতো?

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৩

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের সাংবাদিকদের মতো আজব চিড়িয়া আমি দেখি নাই। এরা সারাদিন নিউজ করবে পরিমনির কয়টা বফ, পরিমনি কার সাথে রাতে ছিলেন, ইরান আমেরিকা কে খেয়ে দিলো, ট্রাম্প পুতিনের ভয়ে মুতে দিল, বিশ্বের প্রথম সমকামী ইমাম, মুরগী আগে না ডিম আগে, কোথায় ভালো বিড়ালের বাচ্চা পাওয়া যায়, কার পেটে কার বাচ্চা! এসব জিনিস শুনে মানুষের ব্রেইন ডেড হয়ে গেছে। সাধারণ ভাবে চিন্তা করতে মানুষ ভুলে যাচ্ছে। শ্যামল দত্ত কে আজীবন কারাবাসের শাস্তি দেয়া হোক। বের হলেই আবার অপ সাংবাদিকতা শুরু করবে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশের মতো এরাও ঘুষ খাইতো চাঁদাবাজী করতো এবং করে। বিশেষ সুবিধা আদায়ের জন্য এরা সরকারের অন্যায়কে ন্যায় বলে প্রচারনা চালায়। এরা কখনোই সরকারের বিপথগামীকে তুলে ধরেনা এবং বিপথগামীতার পথ বাতলে দেয়না।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৯

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: এগুলো আসলে উন্নয়নের ডিজিটাল মার্কেটিং পারপাস-এ ব্যবহার করার জন্য দেয়া হইছিলো ! আপ্নেরা ভুল বুইজেন না! আফা টুপ করে এসে হিসাব মিলাইয়া দিব, আপাতত: ট্যারিফ কিভাবে কমানো যায় তা নিয়ে আফা চিন্তায় আছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আফা ও তার বাবার গুনগান গাওয়ার কারণে আজ তারা শতশত কোটি টাকার মালিক বনে গেছে। ভাবতেই যেন কেমনা লাগে!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪১

কামালপাশা২য় বলেছেন:



এরা ডাকাতী করেছে।
এখন যেসব সাংবাদিকরা ৩৬শে জুলাই;র স্বাধীনতার পক্ষে লিখছে, তাদের টাকার হিসেব কখন বের করা সম্ভব হবে?


১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবারো যদি ক্ষমতাসীনদের অন্যায়ের পক্ষে অন্যায়ভাবে লেখে তাহলে হয়তো তাদের টাকার হিসেব কখন বের করা সম্ভব হবেনা।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: অন্যায়ভাবে টাকা কামানোর হাতিয়ার ছিল শেখ ও তার পরিবারের ঢাকঢোল পিটানো। যে যতবেশি ঢাকঢোল পিটিয়েছে তার আয় ইনকাম তত বেশি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যে যতবেশি গলাবাজি করেছে সে তত বেশি অন্যায় করেছে, রাস্ট্রের অর্থ লূটপাট করেছে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

কামালপাশা২য় বলেছেন:



৩৬শে জুলাই'র স্বাধীনতা কি কিছু ভালোর দিকে নিচ্ছে না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবচেয়ে বড় কথা হলো আম্লিগকে হঠিয়েছে। একটা এতোবড় অভ্যুত্থানের পর কমপক্ষে ২ বছর সময় লাগবে আম্লিগের পাহাড়সম অন্যায় লূটপাট ঠিক করতে। সেসময় তাদেরকে দিতে হবে।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০০

কু-ক-রা বলেছেন: উহা (কামালপাশা২য় ওরফে পাঁদগাজি) পুনরায় উহার ত্যক্তকর ব্লগিং আরম্ভ করিয়াছে। উহাকে পুনরায় ব্যান করিলে উহা পুনরায় ফিরিয়া আসিবে এবং পুনঃপুনঃ ফিরিয়া আসিতে থাকিবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহাকে স্থায়ী ব্যন করা মনে হয় ঠিকনা। উহা আমাকেও কটূ কথা বলেছে আমি গায়ে মাখিনি।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: লেখক বলেছেন: আফা ও তার বাবার গুনগান গাওয়ার কারণে আজ তারা শতশত কোটি টাকার মালিক বনে গেছে। ভাবতেই যেন কেমনা লাগে!

যারা আফা সফর থেকে আসা মাত্রই শাড়ী, চুড়ি থেকে বন্দনা শুরু করতো! আজ আফার দু:সময়ে ওনারা হাওয়া!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যারা আফা সফর থেকে আসা মাত্রই শাড়ী, চুড়ি থেকে বন্দনা শুরু করতো আজ আফার দু:সময়ে ওনারা হাওয়া! কারণ কথায় আছেনা "নিজে বাঁচলে বাপের নাম" । আফা ফিরলে উহারা নতুন উদ্যোমে ডাইনোসর হয়ে ফিরবে।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২১

কামালপাশা২য় বলেছেন:


@কু-ক-রা,

আপনাকে আমি লিখতে দেখিনি, এখানে আপনি কি ব্যবসা করছেন? মোল্লা শফির জংগীদের কাছে ব্লগারদের লিষ্ট সরবরাহ করেন নাকি?

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ইহার উত্তর @কু-ক-রা দিবেন।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা সবগুলোই ছিল দালাল সাংবাদিক। এরা কখনোই সত্যেই পক্ষে লেখেনি। এরা টাকা কামানোর জন্য শুধুই দালালী করেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা ভয়ানক হিংস্র প্রকৃতি দালাল সাংবাদিক। পরমত এরা সহ্য করতোনা।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সন্দেহজনক। ভোরের কাগজ তো তেমন পপুলার সংবাদপত্র নয়! তারপরেও, এতো টাকা!

কারা দিলো?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পত্রিকা শুধু সাইনবোর্ড। সাইনবোর্ডের আড়ালে যত অপকর্ম করতো এরা।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০২

সামরিন হক বলেছেন: এসব নিউজ দেখলে মনে হয়,হায়রে! চোর,ডাকাতে আমাদের দেশটা ভরে গেছে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামী চোর ডাকাতে দেশটা ভরে গেছে।

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৪

কিরকুট বলেছেন: তখন শ্যমলের একাউন্টে ঢুকেছে এখন ঢুকছে শামশুর একেউন্টে । খোজ লাগান ঢোকার পরিমান অতীত কে ছাড়িয়ে গেছে ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শামশুটা কেডা? হেইডা তুমি?

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এত টাকা কই থেকে আসে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও ভাবি এতো টাকা কই থেকে আসে?

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৩৪

আহরণ বলেছেন: মাত্র ৬ মাসে সার্ভিস, হাসনাতের একাউন্টে কোটি কোটি.............. শ্যমল দত্ত চুনোপুটি......... @ ভাইয়া?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শ্যমল দত্ত চুনোপুটি তুমি দত্ত রুই কাতলা?

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:৪৫

জুল ভার্ন বলেছেন: এরা কেউ সাংবাদিক ছিলো না, ওরা সবাই ফ্যাসিস্ট হাসিনার লুটপাট খুন খারাবীর দোসর এবং লেহনকারী।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা লুটপা্টেই ব্যস্ত ছিল হাসনিার আমলে।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:১৪

নতুন নকিব বলেছেন:



এগুলো সাংবাদিকের বেশভূষায় আওয়ামী জাহিলিয়াতের দোসর। কঠোর বিচারের দাবি জানাচ্ছি।

উহা (কামালপাশা২য় ওরফে চাঁদগাজি ওরফে সোনাগাজি) এই পোস্টে আসিলেও পোস্টের আলোচ্য বিষয়ে একটি কথাও বলিলেন না! মনে হইতেছে, হাসিনার সুবিধাভোগীদের মুখোশ উম্মোচন করিতে তাহার বিবেকে বাধে, এই কারণে অন্য ব্লগার (কু-ক-রা) -এর সাথে ঝগড়া করিয়াই তিনি স্বস্তি লাভ করিতেছেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পত্রিকা তথা সাংবাদিকতাকে সাইনবোর্ড করে এরা লুটপা্টেই ব্যস্ত ছিল হাসনিার আমলে। সাইনবোর্ডের আড়ালে যত অপকর্ম করতো এরা।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: যে যতটুকু টাকার ভার বহন করতে পারবে, আল্লাহ তাকে ঠিক ততটূকুই টাকা দেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নমস্কার দাদা, আপনার মন্তব্য বুদ্ধিপ্রতিবন্ধি টাইপের।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৭

কোমলমতিরপ্যাদানি বলেছেন: মাশাল্লাহ, ফ্যাসিবাদের কন্ঠস্বর আর তার ব্লগীয় পালক পুত্রকে প্রায় পোস্টেই একসাথে ঝাঁপাইয়া পড়িতে দেখা যাইতেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা কোমলমতির প্যাদানি না খাওয়া পর্যন্ত সোজা হবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.