![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
দেশ বিরোধী ততপরতা ও ধর্ম নিয়ে অপতথ্য ছড়ানো বন্ধ করা হোক। দেশ বিরোধী ততপরতা রাষ্ট্রদ্রোহের সামিল এবং ধর্ম নিয়ে ভুলভাল তথ্য সাম্প্রদায়ীক সংঘাত সৃষ্টি করতে পারে তাই সঠিক তথ্য ছাড়া ধর্মনিয়ে অপতথ্য ছড়ানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাচ্ছি। তবে সঠিক তথ্যের ভিত্তিতে আলোচনা অব্যহত থাকবে। উল্লেখ্য যে কেউ কেউ শুধুমাত্র ইসলাম ধর্মকে কেন্দ্র করে কুৎসিত মন্তব্য ও বিভ্রান্তি ছড়াচ্ছে। ব্লগে মাত্র কয়েক জন নাস্তিক ইসলাম ধর্ম নিয়ে প্রতিনিয়ত ভুলভাল ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে; তাদের কাছে সব ধর্ম ভালো শুধুমাত্র ইসলাম ধর্মই খারাপ, এদের সংগে কয়েকজন বিশেষ ধর্মের লোকও একই কাজ করে যাচ্ছে যা ধর্মপ্রাণ তথা সকল মুলিমদেরকে আহত করছে যা কোন ভাবেই কাম্য নয়। সকলেরই মনে রাখা দরকার যে বাকস্বাধীনতা মানে যাচ্ছেতাই বলা না; সেটারো একটা সীমারেখা আছে।
ব্লগার দেশ প্রেমিক বাঙালী'র কমেন্ট পরিবর্ধিত করে লেখা এই পোস্ট।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরি ভাই আপনার কথাটি উল্লেখ করতে গিয়ে ভুলে গেছি এখনই পোস্টে উল্লেখ করছি।
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ধন্যবাদ। এমনিতেই আমার কোন আপত্তি ছিলনা শুধুমাত্র বলার জন্য বলা আর কি।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: না ঠিক আছে। অন্যের লেখা হলে সেটা উদ্ধৃত করা উচিত।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
কু-ক-রা বলেছেন: উহাকে (সৈয়দ মশিউর রহমানকে) ধন্যবাদ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমিও উহাকে (কু-ক-রা) ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১
অরণি বলেছেন: এরা বমি করলেই মনে করে উহা স্বাধীনতা।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহারা বাজে খায় আর বমি করে।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০১
এ পথের পথিক বলেছেন: বঙ্গীয় সেক্যুলাঙ্গার বা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বা আম্লিক যাই বলুন তাদের স্বাধীনতা বা বাকস্বাধীনতা মানে ইসলাম নিয়ে মিথ্যা বলা আর আরেক দলের মুজিব পুজা + ভাড়তের দাসী গিরি করা ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৪৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: অসম্ভব সুন্দর মন্তব্য করেছেন।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৪
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বঙ্গীয় সেক্যুলাঙ্গার বা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী বা আম্লিক যাই বলুন তাদের স্বাধীনতা বা বাকস্বাধীনতা মানে ইসলাম নিয়ে মিথ্যা বলা আর আরেক দলের মুজিব পুজা + ভাড়তের দাসী গিরি করা । ব্লগার এ পথের পথিক আপনি যথাযথ বলেছেন।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহার (এ পথের পথিক) মন্তব্যটি অসম্ভব সুন্দর।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ ধর্ম নিয়ে আমাদের নবীজিকে নিয়ে এবঙ আযান নিয়ে কু মন্তব্যগুলো এখনো আছে। এ নিয়ে পোস্ট লিখলে পোস্ট ডিলিট করতে হয় তাদের মন্তব্য রয়ে যায়।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এরা দল বেধে কু মন্তব্যগুলো করে যাচ্ছে।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫
নতুন বলেছেন: বাকস্বাধিনতার মানে যেমন বিদ্বেষ ছড়ানো না।
তেমনি মতের মিল না হলেই তার কথা বলা বন্ধ করতে হবে সেটাও ঠিক না।
ব্লগে বর্তমানে মতের অমিল হলেই তার পেছনে গেলে তাকে তাড়ানোর চেস্টা করছে সেটাও ঠিক না।
সমালোচনা ব্লগে হবেই, লেখার জবাব লেখায় দেওয়া উচিত, যুক্তি তর্কের মাধ্যমে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগে বর্তমানে মতের অমিল হলেই তার পেছনে লেগে তাকে তাড়ানোর চেস্টা করছে সেটাও ঠিক না। এখানে কাউকে তাড়ারো চেষ্টা করা হয়নি বা কারো পিছনে লাগাও হয়নি শুধুমাত্র বাকস্বাধীনতার নামে বমি করতে না করার কথা বলা হয়েছে।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৫
সৈয়দ কুতুব বলেছেন: সমাজে এক ধরণের অপতৎপরতা আমার লক্ষ্য পড়েছে। জুলাই অভ্যুত্থানের পর বেশির ভাগ আন্দোলন জেনারেল শিক্ষার্থীরা করেছে। তারা সড়ক অবরোধ করেছে। কিন্তু কওমী ও মাদরাসার শিক্ষার্থীরা তেমন কিছু করে নাই। অবশ্য তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ আছে তবুও দেখিয়েন তারা রাস্তা অবরোধ করে তেমন কোন কর্মসূচী পালন করে নি। চক্রান্ত করে ধর্ম বিদ্বেষ ছড়ানো শুরু করা হলো। আমার স্পষ্ট মনে আছে রাখাল সাহা ফেইসবুকে আল্লাহ কে নিয়ে নোংরা কবিতা লিখে তৌহিদি জনতার কাছে জানতে চেয়েছিলো এই কবিতায় কি আল্লাহ কে অপমান করা হয়েছে? কত বড়ো হারামী চিন্তা করেন! আমরা যারা সাধারণ তারাই এর কবিতা পড়ে মাথা গরম হয়ে গেছে। তাহলে কওমীদের কি অবস্থা জাস্ট চিন্তা করেন ! এগুলো বদমায়েশি ছাড়া আমি অন্য কিছু বুঝি না। এখন তারা যদি এই বদের শাস্তির দাবীতে রাস্তা ব্লক শুরু করে তবে এইটাকে অন্যভাবে প্রচার করা হবে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিছু কিছু কাজকর্ম কথাবার্তা সহ্যের সীমা ছেড়ে যায় তারপরও চুপ থাকতে হচ্ছে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:১৭
জুল ভার্ন বলেছেন: বাকস্বাধীনতার রাষ্ট্রীয় উদাহরণ ছিলো- শেখ হাসিনা। ব্লগে- উষ্টা খাওয়া সেই.....
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদী যেমন বিশ্বগুরু হাসিনা তেমনী বিশ্ব মানবতা মাতা!!
ধন্যবাদ ভালো থাকুন অনিঃশেষ।
১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:০৬
আরোগ্য বলেছেন: এদের ছোটবেলায় আদবকায়দা শিখানো হয়নি, যার বহিঃপ্রকাশ ঘটে বাকস্বাধীনতার নামে। যাচ্ছেতাই বলার জন্য যদি শৈশবে দু চার ঘা গালে পিঠে পড়তো তবে আজ এতো অধঃপতন হতো না।
১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: জাতিসংঘের মানবাধিকার সনদ মেনে চললেই কোন সমস্যা হবার কখা না।মেনে চলবো বলে আমরা অঙ্গিকার করে এসেছি।
১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৭
ঢাবিয়ান বলেছেন: ধর্ম অবমাননা অনেক কমেছে ব্লগে। এসাইলাম পেতে ইচ্ছুক রাজীব নুর ছাড়া আর কাউকেতো দেখিনা তেমন ব্লগে। তবে দেশের স্বার্থবিরোধি পোস্ট/ কমেন্ট নিয়ন্ত্রন করা উচিত ।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জনাব আপনি আমার পুরো মন্তব্যটাই চালিয়ে দিলে আপনার লেখায়!