|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সৈয়দ মশিউর রহমান
সৈয়দ মশিউর রহমান
	লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
 
 
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ গতকাল বুধবার ঢাকায় আসেন এবং আজ সকালে তিনি বৈঠকে যোগ দেবেন। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্র উপদেষ্টা এবং এর পর প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এখনোই তাদের কাছ থেকে আমাদের পাওনা আদায় করার মোক্ষম সময়। তাই প্রয়োজন দক্ষ কুটনৈতিক সংলাপ ও ঝানু কুটনীতিবিদ। বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে অনেক কিছুই অর্জন করা সম্ভব।  
বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ পূর্ববর্তী সময়ের হিস্যা অনুসারে  ৪.৫২ বিলিয়ন ডলার পাবে। ১৯৭০ সালে ঘূর্ণিঝড়ের পর ২০ কোটি ডলারের বৈদেশিক সহায়তা এসেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য  যা মুক্তিযুদ্ধের সময় স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখা থেকে এই অর্থ লাহোর শাখায় সরিয়ে নেওয়া হয়। পাকিস্তান থেকে চলে চলে আসা বাংলাদেশের সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের ৯০ লাখ টাকা ও সঞ্চয়পত্রের অর্থ ফিরিয়ে দেয়নি পাকিস্তান।  
যুদ্ধকালে রূপালী ব্যাংকের করাচি শাখায় রাখা ১ কোটি ৫৭ লাখ টাকাও ফেরত দেয়নি। জনসংখ্যার ভিত্তিতেই অবিভক্ত পাকিস্তানের ৫৬ শতাংশের অংশীদার ছিল বাংলাদেশ। বিদেশি মুদ্রা আর্জনে বাংলাদেশের অবদান ছিলো ৫৪ শতাংশ।  আর যে কোনো সমতার নীতি অনুসরণ করলেও বাংলাদেশ অন্তত ৫০ শতাংশ দাবি করতে পারে। সেই হিসেবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত চলতি অর্থের অর্ধেক ৪৩৫ কোটি রুপির দাবিদার বাংলাদেশ। 
১৯৭১ সালের আগে যে বিদেশি ঋণ এসেছিল অবিভক্ত পাকিস্তানে বিশেষ করে বিশ্ব ব্যাংক, আইএমএফসহ আরো অন্যান্য ডেনারদের ঋণ ছিল। সেই  বিদেশি  ঋণ যা বাংলাদেশে ব্যয় হয়নি কিন্তু স্বাধীনতার পর দায় নিতে হয়েছে পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।
পাকিস্তানের কাছ থেকে কড়ায় গন্ডায় আমাদের পাওনা বুঝে নেওয়ার এখনোই মোক্ষম সময়।
 ২২ টি
    	২২ টি    	 +২/-০
    	+২/-০  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৩
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকিস্তানে যুদ্ধের ইতিহাস বিশ্বাস ঘাতকতা হিসেবে বর্নিত হয়েছে তাদের ৭১ পরবর্তী প্রজন্ম কোনভাবেই সঠিক ইতিহাস জানেনা। পাওনা উদ্ধারের জন্য প্রয়োজন দক্ষ কুটনীতি।
২|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৫
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৫
এ পথের পথিক বলেছেন: সফল হলে তো অনেক ভাল । 
আম্লিক বা বি দলের বটদের প্রশ্ন করছিঃ আপনাদের সরকার এসব ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছিল ?
  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৫
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা কোন পদক্ষেপ নেয়নি। আম্লিগ শুধু ডালকুত্তার মতো কামড়াকামড়ি করেছে কাজের কাজ কিছুই করেনি বিএনপিও না। জাতীয় পার্টি ছাগলের ৩ নম্ব বাচ্চা ও বেঈমান।
৩|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০৬
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০৬
যামিনী সুধা বলেছেন: 
আপনি শক্ত করে ধরলে ( যদি বালুচকে আটকায়ে রাখতে পারেন ) হয়তো ডলার তৈরির কিছু মেশিন দিয়ে যেতে বাধ্য হবে।
  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৭
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বালুচকে আটকায়ে রাখতে পারলে ভালো লাগতো। ওদের ডলার তৈরির মেশিন আছে। এই সংলাপে আপনার দরকার ছিল।
৪|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০৭
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:০৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন: 
সরকারের ভালো পদক্ষেপ।
  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৮
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৩৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমানে সরকার স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহন করেছে আগের পররাষ্ট্রনীতি পরিচালিত হতো ভারতের সুবিধামতো।
৫|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৪১
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৪১
অরণি বলেছেন: পাওনা আদায়ের জন্য প্রয়োজন দক্ষ কূটনীতিবিদ।
  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৪৪
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দক্ষ কূটনীতিবিদের খুবই অভাব দলীয় বিবেচনায় নিয়োগ পেলে যা হয়।
৬|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:০২
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:০২
ফেনা বলেছেন: চেষ্টা করতে দোষ কি? হলে ত খুবই ভাল না হলে সমস্যা নেই। সো চেহশটা চালিয়ে যাওয়া উচিত।
৭|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:০২
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:০২
ফেনা বলেছেন: চেষ্টা করতে দোষ কি? হলে ত খুবই ভাল না হলে সমস্যা নেই। সো চেহশটা চালিয়ে যাওয়া উচিত।
৮|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:২৪
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:২৪
যামিনী সুধা বলেছেন: 
লিলিপুটিয়ান মিডিয়ার সস্তা খবর ব্লগে দিতে ভালো লাগে?
৯|  ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:৫৩
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৫:৫৩
শূন্য সারমর্ম বলেছেন: 
অনেক দিন পর বন্ধুসূলভেরদের দেখা হলে, পাওনা চাইতে হয় না।
১০|  ১৭ ই এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৬:২২
১৭ ই এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৬:২২
ঊণকৌটী বলেছেন: পাকিস্তান নিজে ভিক্ষার পাত্র নিয়ে এইখানে সেইখানে ঘুরছে, দেওলিয়া হবার দ্বারপ্রান্তে ,IMF এর কাছে ভিক্ষার ঝুলি নিয়ে বসে আছে, ডলার এর মূল্য 280 রুপি সে আপনাদের 4.5 বিলিয়ন ডলার নিজেদের বিক্রি করেও দিতে পারবেনা |
১১|  ১৭ ই এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৬
১৭ ই এপ্রিল, ২০২৫  সন্ধ্যা  ৭:৪৬
কামাল১৮ বলেছেন: উল্টো ওরাতো দেশটাই দাবি করতে পারে।সেই চেষ্টাতেই আছে।
১২|  ১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ৯:০৮
১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ৯:০৮
ঊণকৌটী বলেছেন: দেইখেন আবার না এক বিলিয়ন ডলার ধার চাইয়া বসে |
১৩|  ১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ৯:৪৫
১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ৯:৪৫
ঢাবিয়ান বলেছেন: ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বললো ঢাকা ।সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান।
টাকা ফেরত দেবে কিনা জানি না কিন্তু পাকিস্তান যদি ক্ষমা চায় বাংলাদেশের কাছে তবে ৫৩ বছর পর হলেও এটা অনেক বড়  কুটনৈতিক প্রাপ্তি।  নতজানু কুটনীতিতে অভ্যস্ত দুই প্রধান রাজনৈ্তিক দলের জন্য এসব দৃষ্টান্ত বড়ই অস্বস্তিকর।
১৪|  ১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ১১:৪৬
১৭ ই এপ্রিল, ২০২৫  রাত ১১:৪৬
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পাকিস্তানের সাথে একটা ন্যায্য এবং সুন্দর সম্পর্ক গড়ে উঠুক, এটাই আশা।
১৫|  ১৮ ই এপ্রিল, ২০২৫  সকাল ৮:৫৯
১৮ ই এপ্রিল, ২০২৫  সকাল ৮:৫৯
নতুন নকিব বলেছেন: 
খুব ভালো বিশ্লেষণ দিয়েছেন আপনি। সময়টা সত্যিই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ—বিশেষ করে যখন কূটনৈতিক আলোচনা ও সফর চলছে।
১৬|  ১৮ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৮
১৮ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৫৮
কু-ক-রা বলেছেন: উহা (যামিনী সুধা) পাঁদগাজী
১৭|  ১৮ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৫২
১৮ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৪:৫২
রাজীব নুর বলেছেন: পাকিস্তানের কাছ থেকে আমরা কিছু পাবো না। এই আশা করা বোকামি।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪০
১৭ ই এপ্রিল, ২০২৫  বিকাল ৩:৪০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিষয়টা এত সহজ না। তাছাড়া পাকিস্তানীরা যুদ্ধের সঠিক ইতিহাস জানে না। কারণ, তাদের বয়ান তাদের মতই ইতিহাসে স্থান পেয়েছে। তবে করতে পারলে ভাল। আন্তর্জাতিক ভাবে কী এমন কোন পাওনা উদ্ধারের উদাহরণ আছে?