![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, রাজাকার আলবদরের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকান্ড, মুক্তিযুদ্ধ পূর্ব শেখের নেতৃত্ব এগুলো কোনটাই অস্বীকার করার কোন উপায় নেই; ইহা সূর্যের আলোর মতো সত্য। সেই সংগে সত্য সেইসব কথা যা সরাসরি বা সম্মুখযুদ্ধে যে বীর সেনানীরা অংশগ্রহণ করেছিলেন তাদের কথা। জীবন বাজি রেখে সম্মুখ সমরের যুদ্ধ করা বীর সেনানীর ইতিহাস ও হেমামালিনির নাচ দেখে ইতিহাস লেখা এক জিনিশ নয়।
ইদানীং লক্ষ্য করা যাচ্ছে খুনি, হেলমেট বাহিনী, ব্যাংক ডাকাত, বিদেশে টাকা পাচার কারী, আয়না ঘরের কারিগর, মুক্তি যুদ্ধের চেতনা ব্যবসায়ী, ভারতের দালাল গং একজোট হয়েছে। কেউ কেউ ভেক ধরেছে তারা '২৪ ঘোর সমর্থক কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে আম্লিগ তথা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজেছে। এই দালালদের কাছে মুজিব হাসিনার বাণী মানে ঐশি বা ঐশ্বরিক বাণী ইহাতে কোন ভুল নেই ভুল থাকতে পারেনা।
এই দালাল চক্র মুক্তিযুদ্ধের বিষয়ে কোন প্রশ্ন তুললেই তেড়ে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাজাকার-আলবদর বলে, রাজাকারের নাতিপুতি বলে, পাকি প্রেমিক বলে, পূর্বপুরুষ পাকিদের কাছে পরাজয় হয়েছে তাই মনের কষ্ট ভুলতে না পারার কথা বলে, পাকিস্তানে চলে যেতে বলে। এরা কারা? এদের মোটিভ কী? এরা কোন এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত? এরা কাদের ইশারায় চলছে?
লক্ষণীয় বিষয় হলো গণহত্যাকারী হাসিনার আমলে যে যত মুজিব মুজিব বলে গলা ফাটিয়েছিল সেই কুলাঙ্গার তত বড় ডাকাত ছিল, সেই কুলাঙ্গার তত বেশি টাকা বিদেশে পাচার করেছে। এখান থেকে বোঝা যায় এই দালাল চক্রও কোন না কোন ভাবে আম্লিগ আমলের উচ্ছিষ্ঠভোগী। এই উচ্ছিষ্ঠভোগীরাই এখন মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজেছে।
কথার প্রেক্ষিতে ধরে নিলাম আমি রাজাকার পাকি প্রেমী তাই বলে কি সম্ভব বাংলাদেশকে পাকিস্তানের সংগে আবার আগের মতো এক করা? এটা কেউ ভাবতে পারে? এটা কি আদৌ সম্ভব? আসল কথা হলো এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে উঠেপড়ে লেগেছে, মুক্তিযুদ্ধ বা তার ইতিহাস এদের কাছে অছিলা মাত্র।
২৫ বছরে পাকিস্তান বাংলাদেশ থেকে যত সম্পদ লুট করেছে '৭১ ডিসেম্বরের কয়দিনে ভারত তার কয়েকগুণ বেশি সম্পদ(কয়েক বিলিয়ন মার্কিন ডলার) লুট করেছিল এই দালাল চক্র সেকথা বেমালুম ভলে গেছে ভোলার ভান করছে।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হেলমেট বাহিনি হলো ছাত্রলীগের পোলাপান যারা বাইক থেকে হেলমেট চুরি করতো এবং গোলাগুলি মারামারীর সময় সেই চুরি করা হেলমেট পড়তো।
২| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কাজকর্মে এমন মনে হলে বলবে না? নাকি এখনও গুপ্ত থেকে কাজকর্ম চালাতে হবে? এখন তো আওয়ামী লীগ নেই। তাদের ভয় কেন প্রকাশ্যে আসতে?
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লীগ নেই মানে আপনি কি বলেন! এই ব্লগেই তো অনেক আম্লিগ আছে।
৩| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮
রাসেল বলেছেন: এই মহামান্যরা হলেন, পানি ঘোলা করে মাছ খাওয়ার দল। যারা ১৭৫৭, ১৯৪৭, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০, ২০০৭, ২০২৪ ছিল এবং ভবিষ্যতেও বহাল তবিয়তে থাকবেন। অজ্ঞতাবশত আরো আরো বৎসর উল্লেখ করা হলো না, দুঃখিত।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগেই দেখেন এরা এক্কেবারে খাঁটি মুক্তিযুদ্ধের ধারক বাহক এই পোস্টে দেখতে পারেন।
৪| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: বাং-পাকি দের আলোচনায় ভারত কে টেনে আনে দুই দলের মানুষ । এক ভারতের দালাল, দুই পাকিদের দালাল। এরা উভয়েই হানিকারক।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকি দালালের চেয়ে ভারতীয় দালাল ভয়ানক বেশি।
৫| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ইদানিং ব্লগেও দেখি বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক পোস্ট আসছে ? প্রশ্ন করা এক জিনিস আর অস্বীকার করা ভিন্ন জিনিস।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্মুখ সমর থেকে জীবন বাজিরেখে দেখা আর হেমা মালিনির নাচ দেখে বয়ান কোনটা অধিকতর গ্রহনযোগ্য্?
৬| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৫
ইএম সেলিম আহমেদ বলেছেন: এই চেতনাই হলো গোপালীদের কথা বলার শেষ সম্বল। সেটাতেও হাত দিছেন? আপা আসলে আপনাকে বায়না ঘরে পাঠাবে। রেডি থাইকেন।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনা ব্যবসায়ীর আমার ওপর ক্ষেপেছে অতিশয়।
৭| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখক বলেছেন: আম্লীগ নেই মানে আপনি কি বলেন! এই ব্লগেই তো অনেক আম্লিগ আছে।
জলঢোঁড়া সাপ চেনেন তো? এরা বিষাক্ত নয়। তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের ফণা তোলার অনুকরণ করে ভয় দেখানোর চেষ্টা করে। আত্মরক্ষার অংশ হিসেবে এরা লেজ ফেলে পালাতে পারে। আওয়ামী লীগ এখন এই পর্যায়ে। আর বিএনপি-জামায়াতি-এনসিপিরা পদ্মগোখড়ো। তাদের কি জলঢোঁড়া দেখে ভয় পেলে চলে?
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জলঢোঁরার যেহেতু বিষ নেই তাহলে অযথা ফোঁস ফোঁস করে পরিবেশ নষ্ট করার দরকার কী? যাকে আপনি জলঢোঁরা বলছেন এরা মূলত পদ্মগোখড়া। এদের ছোবলে প্রাণনাশ অবিবার্য।
৮| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা কারা? জলঢোঁড়া নাকি পদ্মগোখড়ো? এদের নিয়ে তো দেখি কারও মাথাব্যথা নেই।
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা নিয়ে আমি সঠিক তথ্য বলতে পারবোনা কারন এদের সঠিক তথ্য আমার জানা নেই।
৯| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৫
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গর্ত থেকে ধীরে ধীরে মাথা বের করছে আওয়ামী সন্ত্রাসীরা।
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সঠিক
১০| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩২
অরণি বলেছেন: মুক্তিযুদ্ধকে কেউ কেউ বাপদাদার সম্পদ মনে করে।
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার বাপদাদার সম্পদ। সেই সংগে চেতনা ব্যবসায়ীদের।
১১| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসিনা বাংলাদেশকে যেমন কৈতৃক সম্পদ মনে করে ঠিক তেমনি মুক্তিযুদ্ধকেও তার পৈতৃক সম্পদ মনে করে আর আওয়ামী খুনি ডাকাত ধর্ষক গুলো নিজেদেরক মুক্তিযুদ্ধের ধারক বাহক মনে করে।
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনার বাপদাদার সম্পদ।
১২| ২৬ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:১৯
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসিনা বাংলাদেশকে যেমন পৈতৃক সম্পদ মনে করে ঠিক তেমনি মুক্তিযুদ্ধকেও তার পৈতৃক সম্পদ মনে করে আর আওয়ামী খুনি ডাকাত ধর্ষকগুলো নিজেদেরক মুক্তিযুদ্ধের ধারক বাহক মনে করে।
এখন মুক্তিযুদ্ধের ধারক কারা? এনসিপি-জামায়াত?
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেই সময় জামাত বিরোধী শক্তি তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হতে পারেনা; আওয়ামী চেতনা বাজরা নিজেদেকে ধারক বাহক মনে করছে।
১৩| ২৬ শে আগস্ট, ২০২৫ রাত ৯:০৭
কিরকুট বলেছেন: এইটা একটা চিহ্নিত রাজাকারের ছানার ব্লগ । একে ব্যান করুন ।
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভারতীয় দালাল ব্যন করার কে? এই দালালকে বলতে হবে আমি কোন নীতিমালা ভংগ করেছি যার কারনে আমাকে ব্যন করতে হবে?
১৪| ২৭ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:১৪
রাজীব নুর বলেছেন: সামুতে আমি কোনো রাজকাকার রাখবো না।
সামুতে থাকবে শুধু মুক্তিযুদ্ধের পক্ষের লোক।
কথা ক্লিয়ার??
২৭ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিড়াল কখনো সিংহের গলায় ঘন্টা বাধতে পারেনা। বিড়ালের কাজ মিউ মিউ করা।
ভারতীয় দালালদের কথা এখানে চলবেনা এখানে শুধু থাকবে পাদা ভাদা মুক্ত বাংলাদেশি ও বাংলাভাষীরা।
কথা ক্লিয়ার।
১৫| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:১০
মিরোরডডল বলেছেন:
লেখক বলেছেন:
কথার প্রেক্ষিতে ধরে নিলাম আমি রাজাকার পাকি প্রেমী তাই বলে কি সম্ভব বাংলাদেশকে পাকিস্তানের সংগে আবার আগের মতো এক করা? এটা কেউ ভাবতে পারে? এটা কি আদৌ সম্ভব?
কেনো, সম্ভব হলে মশিউর কি চায় আবার এক হয়ে যাক????????
ধরে নিলাম না, actually you're.
তা না হলে, কেউ এই পোষ্ট দেয় পাকিস্তান কেন বাংলাদেশের চেয়ে এগিয়ে?????
পৃথিবীতে আর কোন দেশ নেই তুলনা করার??? কেনো পাকিস্তানের সাথে বাংলাদেশকে তুলনা করবো!!!!
তারা কি উন্নতি করছে, কেনো করছে, সেটা না দেখে আমরা দেখবো বাংলাদেশ কোথায় কোন অবস্থানে আছে, কি করে আমরা দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, that should be our focus.
We need to compare ourselves with other developed countries, not with Pakistan.
লুক ম্যান, পাকিস্তান আমাদের সাথে যা করেছে, তাদের সাথে আমাদের যে ইতিহাস, এরপর তারা যদি উন্নতির শীর্ষেও পৌঁছে যায়, even if they are the best to the whole world, they are still the worst to us.
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মিরো, আপনি আমার কথাই বুঝতে পারেননি না বুঝেই মন্তব্য করেছেন।
আমার কথার মর্মার্থ ছিল বাংলাদেশ থেকে সব সূচকে পিছিয়ে পাকিস্তান তারপরও পাকিস্তান প্রতিরক্ষায় এগিয়ে আমরা কেন পিছিয়ে?
জাপান আমেরিকা, রাশিয়া জার্মান, ভিয়েতনাম আমেরিকা এরা কি আমাদের মতো দশকের পর দশক শত্রুতা পোষন করেছে নাকি তারা সামনে এগিয়ে যাচ্ছে? ভারতীয় বয়ানে ৫৫ বছর পার হয়ে গেলো সামনে কি আরো ৫৫ বছর এভাবেই চলতে থাকবে? নাকি আমরা ভারতের বলয় থেকে বেরিয়ে স্বাধীন ভাবে পররাস্ট্রনীতি পরিচালিত করবো? কোনটি আপনার চাওয়া?
১৬| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২৫
ক্লোন রাফা বলেছেন: @ মিরোরডডল , আপনি ভুল মানুষ’কে প্রশ্ন করেছেন‼️ উনি একজন পরিক্ষিত পাকিস্তানি প্রেমিক। উনি তার উত্তরাধিকার সূত্রে পাওয়া লিগ্যাসি বহন করে চলেছেন।
৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি হাসিনাকে পছন্দ করিনা কিন্তু হাসিনার মতো নেতা বাংলাদেশে একটিও নেই এবং ভবিষ্যতেও হবেনা এই হলো আপনার বয়ান। আপনার বয়ান থেকেই বোঝা যায় আপনি কতটা ভারতীয় পাঁ চাটা দালাল বিশেষ।
আপনাকে একটা কথা মনে রাখতে হবে আমি পাকিস্তান প্রেমিও না আবার আপনার ভারতের পাঁ চাটা দালালও না। আমি দেশকে ভালোবাসি এটাই আমার পরিচয়।
১৭| ৩১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৯
নতুন বলেছেন: জীবন বাজি রেখে সম্মুখ সমরের যুদ্ধ করা বীর সেনানীর ইতিহাস ও হেমামালিনির নাচ দেখে ইতিহাস লেখা এক জিনিশ নয়।
আপনি ২০২৪ জুলাই এর পক্ষে । আপনি ও সম্ভবত সম্মুখ সমরে ছিলেন না। আপনিও সম্ভবত জুলাই য়ে কোন হিন্দি ছবির নায়িকার গান শুনেছেন।
তেমনি যারা মুক্তিযুদ্ধে ছিলো তারা ছাড়াও অনেকে যুদ্ধের পক্ষে ছিলো কিন্তু কিছু হয়তো হেমামালিনির নাচ দেখেছে এবং পরে আপনার আমার মতনই ব্লগে ঝড় তুলেছে।
আর মুক্তিযুদ্ধের বিষয়ে কোন প্রশ্ন করা যাবেনা। যদি দেখেন চেতনা বিক্রি করছে সেখানে বন চটকানা দেবেন। কিন্তু নাপাক পাকিদের পক্ষে যারা কথা বলবে, মুক্তিযুদ্ধের ইমেজ নস্ট করতে কথা বলবে তাদের গদাম দেবে দেশপ্রেমিক বাংলাদেশীরা।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হেলমেটবাহিনী বলতে কোনটা বোঝাচ্ছেন? গত ১৫ বছর যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল সেই গুপ্তবাহিনীকে?