নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

না মানে না, কোন প্রশ্ন করা যাবেনা

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:০৭


দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধ, পাকিস্তানি বাহিনীর নির্মম অত্যাচার, রাজাকার আলবদরের মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকান্ড, মুক্তিযুদ্ধ পূর্ব শেখের নেতৃত্ব এগুলো কোনটাই অস্বীকার করার কোন উপায় নেই; ইহা সূর্যের আলোর মতো সত্য। সেই সংগে সত্য সেইসব কথা যা সরাসরি বা সম্মুখযুদ্ধে যে বীর সেনানীরা অংশগ্রহণ করেছিলেন তাদের কথা। জীবন বাজি রেখে সম্মুখ সমরের যুদ্ধ করা বীর সেনানীর ইতিহাস ও হেমামালিনির নাচ দেখে ইতিহাস লেখা এক জিনিশ নয়।

ইদানীং লক্ষ্য করা যাচ্ছে খুনি, হেলমেট বাহিনী, ব্যাংক ডাকাত, বিদেশে টাকা পাচার কারী, আয়না ঘরের কারিগর, মুক্তি যুদ্ধের চেতনা ব্যবসায়ী, ভারতের দালাল গং একজোট হয়েছে। কেউ কেউ ভেক ধরেছে তারা '২৪ ঘোর সমর্থক কিন্তু তারা ইনিয়ে বিনিয়ে আম্লিগ তথা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজেছে। এই দালালদের কাছে মুজিব হাসিনার বাণী মানে ঐশি বা ঐশ্বরিক বাণী ইহাতে কোন ভুল নেই ভুল থাকতে পারেনা।

এই দালাল চক্র মুক্তিযুদ্ধের বিষয়ে কোন প্রশ্ন তুললেই তেড়ে আসে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, রাজাকার-আলবদর বলে, রাজাকারের নাতিপুতি বলে, পাকি প্রেমিক বলে, পূর্বপুরুষ পাকিদের কাছে পরাজয় হয়েছে তাই মনের কষ্ট ভুলতে না পারার কথা বলে, পাকিস্তানে চলে যেতে বলে। এরা কারা? এদের মোটিভ কী? এরা কোন এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত? এরা কাদের ইশারায় চলছে?

লক্ষণীয় বিষয় হলো গণহত্যাকারী হাসিনার আমলে যে যত মুজিব মুজিব বলে গলা ফাটিয়েছিল সেই কুলাঙ্গার তত বড় ডাকাত ছিল, সেই কুলাঙ্গার তত বেশি টাকা বিদেশে পাচার করেছে। এখান থেকে বোঝা যায় এই দালাল চক্রও কোন না কোন ভাবে আম্লিগ আমলের উচ্ছিষ্ঠভোগী। এই উচ্ছিষ্ঠভোগীরাই এখন মুক্তিযুদ্ধের ধারক বাহক সেজেছে।

কথার প্রেক্ষিতে ধরে নিলাম আমি রাজাকার পাকি প্রেমী তাই বলে কি সম্ভব বাংলাদেশকে পাকিস্তানের সংগে আবার আগের মতো এক করা? এটা কেউ ভাবতে পারে? এটা কি আদৌ সম্ভব? আসল কথা হলো এরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে উঠেপড়ে লেগেছে, মুক্তিযুদ্ধ বা তার ইতিহাস এদের কাছে অছিলা মাত্র।

২৫ বছরে পাকিস্তান বাংলাদেশ থেকে যত সম্পদ লুট করেছে '৭১ ডিসেম্বরের কয়দিনে ভারত তার কয়েকগুণ বেশি সম্পদ(কয়েক বিলিয়ন মার্কিন ডলার) লুট করেছিল এই দালাল চক্র সেকথা বেমালুম ভলে গেছে ভোলার ভান করছে।

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:১৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: হেলমেটবাহিনী বলতে কোনটা বোঝাচ্ছেন? গত ১৫ বছর যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিল সেই গুপ্তবাহিনীকে?

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হেলমেট বাহিনি হলো ছাত্রলীগের পোলাপান যারা বাইক থেকে হেলমেট চুরি করতো এবং গোলাগুলি মারামারীর সময় সেই চুরি করা হেলমেট পড়তো।

২| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কাজকর্মে এমন মনে হলে বলবে না? নাকি এখনও গুপ্ত থেকে কাজকর্ম চালাতে হবে? এখন তো আওয়ামী লীগ নেই। তাদের ভয় কেন প্রকাশ্যে আসতে?

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আম্লীগ নেই মানে আপনি কি বলেন! এই ব্লগেই তো অনেক আম্লিগ আছে।

৩| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:২৮

রাসেল বলেছেন: এই মহামান্যরা হলেন, পানি ঘোলা করে মাছ খাওয়ার দল। যারা ১৭৫৭, ১৯৪৭, ১৯৭১, ১৯৭৫, ১৯৯০, ২০০৭, ২০২৪ ছিল এবং ভবিষ্যতেও বহাল তবিয়তে থাকবেন। অজ্ঞতাবশত আরো আরো বৎসর উল্লেখ করা হলো না, দুঃখিত।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগেই দেখেন এরা এক্কেবারে খাঁটি মুক্তিযুদ্ধের ধারক বাহক এই পোস্টে দেখতে পারেন।

৪| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৩৫

সৈয়দ কুতুব বলেছেন: বাং-পাকি দের আলোচনায় ভারত কে টেনে আনে দুই দলের মানুষ । এক ভারতের দালাল, দুই পাকিদের দালাল। এরা উভয়েই হানিকারক।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পাকি দালালের চেয়ে ভারতীয় দালাল ভয়ানক বেশি।

৫| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইদানিং ব্লগেও দেখি বিভিন্ন বিষয়ে উস্কানিমূলক পোস্ট আসছে ? প্রশ্ন করা এক জিনিস আর অস্বীকার করা ভিন্ন জিনিস।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্মুখ সমর থেকে জীবন বাজিরেখে দেখা আর হেমা মালিনির নাচ দেখে বয়ান কোনটা অধিকতর গ্রহনযোগ্য্?

৬| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০৫

ইএম সেলিম আহমেদ বলেছেন: এই চেতনাই হলো গোপালীদের কথা বলার শেষ সম্বল। সেটাতেও হাত দিছেন? আপা আসলে আপনাকে বায়না ঘরে পাঠাবে। রেডি থাইকেন। B-)

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চেতনা ব্যবসায়ীর আমার ওপর ক্ষেপেছে অতিশয়।

৭| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:২৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেখক বলেছেন: আম্লীগ নেই মানে আপনি কি বলেন! এই ব্লগেই তো অনেক আম্লিগ আছে।
জলঢোঁড়া সাপ চেনেন তো? এরা বিষাক্ত নয়। তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচিয়ে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের ফণা তোলার অনুকরণ করে ভয় দেখানোর চেষ্টা করে। আত্মরক্ষার অংশ হিসেবে এরা লেজ ফেলে পালাতে পারে। আওয়ামী লীগ এখন এই পর্যায়ে। আর বিএনপি-জামায়াতি-এনসিপিরা পদ্মগোখড়ো। তাদের কি জলঢোঁড়া দেখে ভয় পেলে চলে?

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জলঢোঁরার যেহেতু বিষ নেই তাহলে অযথা ফোঁস ফোঁস করে পরিবেশ নষ্ট করার দরকার কী? যাকে আপনি জলঢোঁরা বলছেন এরা মূলত পদ্মগোখড়া। এদের ছোবলে প্রাণনাশ অবিবার্য।

৮| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:০৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এরা কারা? জলঢোঁড়া নাকি পদ্মগোখড়ো? এদের নিয়ে তো দেখি কারও মাথ‍াব্যথা নেই।

২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা নিয়ে আমি সঠিক তথ্য বলতে পারবোনা কারন এদের সঠিক তথ্য আমার জানা নেই।

৯| ২৬ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৫

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গর্ত থেকে ধীরে ধীরে মাথা বের করছে আওয়ামী সন্ত্রাসীরা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.