নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

সূচনা ফাউন্ডেশনের ৪৪৮ কোটি টাকা আত্মসাত হাসিনা কন্যা পুতুলের!

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯


নামসর্বস্ব প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনের মাধ্যমে ৪৪৮ কোটি টাকা আত্মসাত করেছে হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। দুদকের অভিযোগ সূচনা ফাউন্ডেশন দানের কথা বলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। পরে নানা কায়দায় ওই অর্থ আত্নসাৎ করা হয়েছে।

একই সঙ্গে ৯৩০ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রমান পাওয়া গেছে সংস্থাটি বিরুদ্ধে। ধানমন্ডির ৫ নম্বর রোডে অবস্থিত সুধাসদনসহ সূচনা ফাউন্ডেশন বেশ কয়েকটি ঠিকানা ব্যবহার করলেও কোনোটিতেই এর অস্তিত্ব খুঁজে পায়নি যায়নি। তবে দৃশ্যমান অস্তিত্ব না পেলেও সাত মাসের ব্যবধানে পুতুলের এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ লুটপাট, কর ফাঁকিসহ বিস্তর দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে প্রথম যে মামলাটির রায় হয়েছিল সেটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। অভিযোগ ছিলো এতিমদের জন্য সহায়তা হিসেবে আসা ২ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা তথ্যের ওপর ভিক্তি করে বলা হয়েছিল। সেই সময় মূল নথি দেখতে চাইলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছিল যে, মূল নথি প্রধানমন্ত্রীর (খালোদা জিয়ার) দপ্তরে পাওয়া যায়নি এবং সেজন্য তাদের ছায়া নথি তৈরি করতে হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ ভুয়া নথি তৈরী করে মামলা সাজানো হয়েছিল শুধু মাত্র খালেদা জিয়া ও তার পরিবারকে শাস্তি দেওয়ার জন্যই করা হয়েছিল। প্রথমে আওয়ামী বিচারক সাজা দিয়েছিল ৫ বছর পরে খালেদা জিয়া আপিল আবেদন করলে হাইকোর্টের আওয়ামী বিচারক রেগে গিয়ে সাজা আরও পাঁচ বছর বাড়িয়ে দশ বছর কারাদণ্ডের রায় দেয়।

তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়ার বিরুদ্ধে ৬টা মামলা ছিল আর শেখ হাসিনার বিরুদ্ধে ছিল ১৫টি মামলা। হাসিনা ক্ষমতায় আসার পর তার সব মামলা তিনি স্কোয়াশ করলেন সেই সংগে তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো নির্বাহী আদেশে স্কোয়াশ করা হলো। অন্যদিকে খালেদা জিয়ার ৬টা মামলার যায়গায় আরো নতুন করে মামলা সংযুক্ত হলো।

জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা এখন কয়েকগুন হয়েছে অন্য দিকে হাসিনা তনয়ার লুট করা ৪৪৮ কোটি টাকার কোন হদীস নেই। এখন ভারতীয় দালাল দেশদ্রোহী ডাকাত লীগ কী বলবে?

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৮

সৈয়দ কুতুব বলেছেন: গালি গালি মে শোর হায় শেখ হাসিনা'কা দো আওলাদ চোর হায় । =p~

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা বলা যাবেনা উহা তাহাজ্জুতি হুজুরের আওলাদ।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩০

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি বলছেন, "জিয়া অরফেনেজের টাকা বেড়ে কয়েকগুণ হয়েছে"।

-প্রশ্ন: কুয়েতের আমি ১৯৯৩ সালে টাকা দিয়েছিলো এতিমখানা করতে; উহা কি করা হয়েছিলো? বেগম জিয়ার ১ম টার্ম শেষ হওয়ার সময়, জিয়া অরফেনেজের একাউন্টে কোন টাকা ছিলো না; ঐ টাকা কোথায় ছিলো? এতিমখানা হয়নি কেন?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উহা একাউন্টেই ছিল যেহেতু জিয়া অরফানেজের ট্রাস্ট একাউন্ট ছিলনা তাই উহা চ্যারিটেবল একাউন্টে স্থানান্তর করা হয়েছিল এটাই ছিল মহা অন্যায় ভুয়া কাগজ সৃজন করে দোষী বানানো হয়েছিল।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা; আপনি রাজাকারদের পক্ষে কিভাবে গেলেন?

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি কাউকে বলিনি আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা আপনি ও ভারতীয় দালালগুলো আমাকে রাজাকার বানিয়ে ছেড়েছে।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৩

জেনারেশন একাত্তর বলেছেন:



২ নং মন্তব্যে টাইপো:

কুয়েতের *আমির

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওকে

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৩

জেনারেশন একাত্তর বলেছেন:



প্রশাসন, বেগম জিয়া, তারেক জিয়া ও হাওয়া ভবনের ৪০ ডাকাত, কোকো, বেগম জিয়ার ভাই ইস্কান্দার, শামীম ও বোন চকোলেটেট দুর্নীতি সম্পর্কে আপনার কোন জ্ঞান নেই!

আপনি গার্বেজ পোষ্ট লেখেন রাজাকরদের পক্ষে।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরাও চুরি করেছে বাট আম্লিক করেছে ডাকাতি। আম্লিগের কাছে ওরা শিশু।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪

জেনারেশন একাত্তর বলেছেন:



আপনি মিথ্যা বলেছেন, সেই টাকা সরানো হয়েছিলো বেগম জিয়ার মায়ের একাউন্টে।
আপনার গার্বেজ মগজে আসল কোন ইনফরমেশন নেই।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই তথ্য কোথায় পেলেন জানাবেন।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



পুতুল, জয়, রেহানা, রেহানার ছেলেমেয়ে, তাপস ও শেখ বংশের অনেকে দুর্নীতি করে টাকা সরায়েছে; সেটার বিচারও হবে, পরিমাণও জানা যাবে।

কিন্তু আপনার গার্বেজ পোষ্ট কোনভাবে সাহায্য করছে না।

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার গার্বেজ পোষ্টে আপনি মন্তব্য করছেন লোকজন জানতে পারছে।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০

সৈয়দ কুতুব বলেছেন: আমি কাউকে বলিনি আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা আপনি ও ভারতীয় দালালগুলো আমাকে রাজাকার বানিয়ে ছেড়েছে ।

সামুর লেখকেরা আপনাকে রাজাকার আর আপনার বাপ-চাচা কে মুক্তিযোদ্ধা বানিয়ে দিয়েছেন । আপনি চাদগাজির নামে থানায় মামলা দেন । =p~

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সাকাচৌ বলেছিলেন আম্লিগ এমন একটা যন্ত্র রাজাকার ইনপুট দিলে মুক্তিযোদ্ধা বের হয়।

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০০

জেনারেশন একাত্তর বলেছেন:



লেখক বলেছেন: আমি কাউকে বলিনি আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা আপনি ও ভারতীয় দালালগুলো আমাকে রাজাকার বানিয়ে ছেড়েছে।

-আপনি রাজকার নন, আপনার ভুমিকা রাকাজারদের চেয়ে খারাপ, আপনি ভুল তথ্য দিয়ে পোষ্ট লিখেন।

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০১

জেনারেশন একাত্তর বলেছেন:




সামুতে যত শিবির ব্লগার আছে; তারা সবাই দাবী করে যে, তাদের বাবা ও চাচা মুক্তিযোদ্ধা ছিলেন; সেই সুত্রে পড়েছেন আপপনি।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: এদেশের প্রভাবশালী রাজনীতিবিদের সবাই স্বর্গীয় আশীর্বাদ পুষ্ট ঈশ্বরের দূত। তাঁদের কারো কোন দূর্নীতির বিচার নেই।

১২| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:০৭

জেনারেশন একাত্তর বলেছেন:




লেখক বলেছেন: আমি কাউকে বলিনি আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা আপনি ও ভারতীয় দালালগুলো আমাকে রাজাকার বানিয়ে ছেড়েছে।

-ভারতকে ঘৃণা করে না, এমন কোন বাংগালী আপনি দেখেছেন? আপনার সাধারণ জ্ঞানের ভয়ংকর অভাব

১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৩০

কামাল১৮ বলেছেন: মিমাংসিত বিষয় আবার কেন ফিরিয়ে আনছেন।সে চুরি করেছে সাজা খেটেছে কাহিনী শেষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.