![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
বেশ কিছু দিন ডাকসু নিয়ে দেশে বিশাল মাতামাতি দেখা গেলো মনে হলো ডাকসুই সবকিছু। সে যাইহোক ডাকসুর মুল উদ্দেশ্য হওয়ার কথা ছিল ছাত্রছাত্রীদের অধিকার আদায়, সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, গবেষনার সুযোগ তৈরী ইত্যাদী ইত্যাদী বিষয়।
কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশর নষ্ট রাজনীতি আর ক্ষমতা চক্রের প্রথম ধাপ হচ্ছে ডাকসু সোজা করে বললে বলা যেতে পারে নষ্ট রাজনীতির প্রশিক্ষন কেন্দ্র হলো এই ডাকসু। এই ডাকসু থেকে বের হয়ে তারা রাজনীতিকে সেবা হিসেবে না নিয়ে পেশা হিসেবে নেবে এবং পরবর্তীতে দানবে রুপান্তরিত হবে। তাই মোটা দাগে বলা যেতে পারে ডাকসু ছাত্রছাত্রীদের তথা দেশের জন্য কল্যাণকর কিছু নয়। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত।
ফেসিস্ট হাসিনাকে তাড়িয়ে তার স্বভুমে পাঠানোর পর আমজনতা সহ অনেকেই স্বস্তির নিশ্বাস ফেলেছিল এই বলে যে এবার হয়তো দেশ থেকে চাঁদাবাজী দূর হবে কিন্তু সে আশা দূরাশায় পরিনত হলো মাত্র কয়েক দিনের ব্যবধানে। যত্রতত্র তাদের চাঁদাবাজীর সংবাদ প্রকাশিত হতে লাগলো পেপার পত্রিকায়। মানুষ আবারো আতঙ্কিত হয়ে উঠলো। অবস্থা এমনই হয়ে উঠলো যে স্বয়ং তারেক রহমানও তাদেরকে থামাতে না পেরে বহিস্কার করতে থাকলেন।
এই চাঁদাবাজরা সেদিন মাত্র একটা বালুর ট্রাক সরাতে পারেনি খালেদা জিয়াকে বের হওয়ার জন্য এখন এরা বড্ড বিএনপিবাজ হয়ে গেছে! তাদের বিএনপিবাজ হওয়ার অন্যতম কারণ হলো চাঁদাবাজী। এই চাঁদাবাজীই হয়তো জামাত উত্থানের মূল কারণ হতে পারে।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন জামাত অঘটন কিছু ঘটে ফেলতে পারে এমন সম্ভাবনা তৈরী হলো। বিএনপি যদি এখনো লাইনে না আসে তাহলে সামনে বিপদ আছে।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৫৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: এই চাঁদাবাজি আর দখলবাজি বন্ধ না হলে আগামীতে বিএনপি প্রধান বিরোধীদল হতে পারবে কিনা সেই চিন্তা করতে হবে দলের নীতিনির্ধারণী কতৃপক্ষের।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:১৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিএনপিকে এখনই তাদের লক্ষ্য স্থির করে কাজ করতে হবে না হলে তাদের সমূহ বিপদ সামনে।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আম্লিগ মাঠে নেই সেই সুযোগে বিএনপি বড় বড় কথার বুলি আওরিয়ে যাচ্ছে। যখন খালেদা জিয়ার বাাসার সামনে বালু ট্রাক রাখলো আম্লিগ তখন সেই ট্রাকটি সরানোর ক্ষমতা ছিলনা বিএনপি এখন মুতে দেশ ভাসিয়ে দিচ্ছে ফুঁদিয়ে উড়িয়ে দিচ্ছে কত কী? গত ১৫/১৬ বছরেও বিএনপির শিক্ষা হলোনা।
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫২
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একটা ট্রাক সরানোর ক্ষমতা ছিলনা বিএনপি এখন মুতে দেশ ভাসিয়ে দিচ্ছে ফুঁ দিয়ে উড়িয়ে দিচ্ছে; শুধু বড় বড় কথা বলে যাচ্ছে ছিছকে নেতা কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছেনা।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: ঘুষ চাঁদাবাজি এক একটা নাম করন হয়ে গেছে
মুখ দিয়ে বললেই দায় শেষ----------
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জ্বি সেটাই।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:১৪
অরণি বলেছেন: বিএনপি যদি চাঁদাবাজী সংস্কৃতি থেকে বের হতে না পারে তাহলে ব্যপক সংখ্যা গরিষ্ঠতায় জেতার সম্ভাবনা কমে আসবে।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৪
মেঘনা বলেছেন: ঢাবির ৬০% ছাত্রী পরিপূর্ণ হিজাবী। ছাত্রদের মধ্যেও কম বেশি একই শতকরা পরিমাণে তৌহিদি মানসিকতা। ফলে নির্বাচন ফেয়ার হলে ইসলামী দলই জয়ী হবে এটাই স্বাভাবিক। বর্তমান প্রজন্মের কাছে জামাত-শিবির মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি না বরং নিপীড়িত ইসলামী দল।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: জামাতের উচিত এখন ডিসেমবারের মাঝে ইলেকশনের দাবি তোলা । আগামি বছর দেরি আছে ।