![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ছাত্র জনতার অভ্যুত্থানের পর এরা এটুজেড সবাই পালিয়েছে। ইউনিয়নের ওয়ার্ড মেম্বার থেকে মূখ্যমন্ত্রী পর্যন্ত, পুলিশ থেকে বিচারক, পুরোহিত থেকে খতিব পর্যন্ত সবাই পালিয়েছে। পাতিনেতা, ধেরেনেতা, তেড়েনেতা, হেলমেটনেতা, শুটারনেতা, গুমনেতা সব নেতাই পালিয়েছে। এদের শতকরা ৯০ ভাগ পালিয়েছে তাদের পছন্দের দেশ হিন্দুস্থানে, সেখানে তাদের পাসপোর্ট ভিসা কিছুই লাগেনি তারপরও তারা দিব্বি মাসের পর মাস কাটিয়ে দিচ্ছে দেশ থেকে লুট টাকায় লাল নীল পানি পান করছে ফুর্তিফার্তা করছে, শপিং করছে, পার্লারে যাচ্ছে, স্পা করাচ্ছে কোন কিছুর কমতি নেই টাকা যাচ্ছে দেশ থেকে।
এরা দেশে সবচেয়ে বড় সন্ত্রাসী দল। যতরকমের সন্ত্রাসী কর্মকান্ড আছে এরা সব কিছুতেই ইনভলভড। যেখানেই এরা যাক এদের খাছলত পাল্টায় না। পালিয়ে ত্রিপুরায় গিয়ে ধর্ষন কান্ডে ধরা খেয়ে কয়েকজন এখনো জেলে। সম্প্রতি আমেরিকাতেও এরা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। সোমবার বিকেলে জে এফ কে বিমানবন্দর থেকে বের হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যরা সেখানেও এরা সন্ত্রাসী কর্মকান্ড পরিচলনা করে, ডিম নিক্ষেপ করে, অপদস্থ করে। পুলিশ এসে একটা মোটাতাজা বলদ খোয়ারে পুরে অবস্থা শান্ত করে।
আসল কথা হলো আম্লিগ আগাগোরাই সন্ত্রাসী সংগঠন। সামনে পুজো এই সন্ত্রাসী সংগঠনের উচ্ছিষ্ঠভোগীরা সামান্য কিছু পয়সা বিনিময়ে পুজোর মূর্তি ভেঙ্গে ওপারে তাদের প্রভুদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশ সাম্প্রদায়িক হানাহানি চলছে। সুতরাং কতৃপক্ষ ও অন্যান্য সব রাজনৈতিক সংগঠনগুলোকে সজাক থাকতে হবে এদের অপতৎপরতা রুখে দিতে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ৭১ এর পর থেকেই আম্লিগ একটা সন্ত্রাসী সংগঠন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩
জেনারেশন একাত্তর বলেছেন:
রাজাকারেরা পরাজিত হয়েছিলো, তাদের উতত্রসুরীরা আমেরিকান ক্যু'তে অংশ নিয়ে, ছাত্র হত্যা করে জয়ী হয়েছে; আপনিও ইহার অংশ; দেখেন, অবস্হা কোনদিকে যায়।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমজনতা সকলেই সন্ত্রাসী আম্লিগকে বিদায় করতে একজোট হয়েছিল্
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫
জেনারেশন একাত্তর বলেছেন:
আপনি মেসেজ পাচ্ছেন, ইউনুসও মেসেজ পাচ্ছে, দেখেন উনার সাথে আপনার মিল কোথায় কোথায়!
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: তার সংগে আমার মিল নেই ইউনূস একজন মহান ব্যক্তিত্ব অন্য দিকে আমি সাধারণ জনতা।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২১
সৈয়দ কুতুব বলেছেন: এরা সন্ত্রাসী, এরা ধর্ষক। আপনার শিরোনাম সঠিক। ১০০ ধর্ষণে সেঞ্চুরি করা আসামি লীগ-এর পোস্টেড নেতা ছিলো। আবার সন্ত্রাসী কাজে জড়িত লোক লীগ-এর এমপি ছিলো।
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সন্ত্রাস ও ধর্ষন শব্দ দুটি আম্লিগের পরিপূরক।
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর@শুনতে পেলুম ডিম নাকি আপনি খরিদ করে দিয়েছেন ? কত করে হালি/ডজন ?
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৪
বিজন রয় বলেছেন:
এনসিপি তো ভাল কাজ করতে পারতো, তাহলে তো আর ডিম খেতে হতো না।
শেখ হাসিনার তাড়ানো আন্দোলনে থাকার ছাড়া এনসিপির আর কোন ভালো কাজ আছে?
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৫
জেনারেশন একাত্তর বলেছেন:
@সৈয়দ কুতুব,
এখন ডিনের ডজন গড়ে ৪ ডলার। কেনেডি এয়ারপোর্টে বিএনপি, জামাত, আওয়ামী লীগের লোকজন উপস্হিত ছিলো।
৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০০
সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন@জামাত নামে কোনো সংগঠন নেই শুনলাম। তারা আদারস নামে আছে । জামাতের শাখা সরাসরি নেই ?
৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮
মাথা পাগলা বলেছেন: ডিমসন্ত্রাসীদের ফাঁসি চাই! আর যারা যারা ডিম সন্ত্রাসীদের ডিম সাপ্লাই দিয়ে সহায়তা করেছে, তাদের গর্ত থেকে খুঁজে খুঁজে বের করে কঠিন শাস্তি দেবার দাবি জানাচ্ছি।
@সৈয়দ কুতুব
লীগার না হয়ে যদি সাদা চামড়ার কেউ ডিম মারতো, সমর্থন করতেন?
১০| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:১১
ঢাবিয়ান বলেছেন: যা হয়েছে একদিকে ভালই হয়েছে। সারা বিশ্বের মানুষ এই সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ আরেক দফা দেখল!! আখতার , তাসমিন জারা প্রসংসায় ভাসছে । বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন , ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’
১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২
সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা@সাদা চামড়ার লোক ভাড়া করেও slogan দিয়েছিলেন আপনারা । ।
১২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪১
মাথা পাগলা বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন:
আপনি তো দেখি ঢাবিয়ানদের মতো হয়ে গেলেন। ট্রাম্প মারলেও হয়তো সেইম কথাটা বলতেন। তবে উত্তরটা দিলেন না।
১৬ বছর আগের আমার লাস্ট ব্লগ প্রুফ করে আমি লীগার বা দলকানা না।
১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৪
সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা@আমরা সবাই ঢাবিয়ান কোনো না কোনো ফরমে ।
১৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বিশ্বের মানুষ জানলো আওয়ামীলীগ আকাম ছাড়া ভালো কাম করেনা।
১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সারা বিশ্বের মানুষ এই সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ আরেক দফা দেখল!!
১৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আওয়ামী লীগ এমন তা নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা কি জানতো না? আদতে সর্ষের ভিতর ভুত ছিল।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৫
নতুন নকিব বলেছেন:
ওদের রক্তের সাথে সন্ত্রাসী কর্মকান্ড মিলেমিশে একাকার। এই ঘটনা সন্ত্রাসীদের আন্তর্জাতিক পরিচিতি এনে দিতে সহায়ক প্রমান হিসেবে বিবেচিত হবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০৩
পুরানমানব বলেছেন: আওয়ামী জারজ সবগুলো,
ইহাদের মাঝেই আবার অনেক সুশীল জারজেরা আত্মতৃপ্তি খুঁজিয়া পায়।