নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

অসুর রুপে ইউনূস তাহলে সঠিক পথেই আছেন

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫২


ধর্মীয় উৎসব দুর্গাপূজায় রাজনৈতিক ব্যক্তিত্বদের অসুর রূপে উপস্থাপন করা নিঃশ্চয় শোভনীয় নয়। ধর্মীয় উৎসবে রাজনীতি টেনে আনা অনুপযুক্ত এবং সংবেদনশীলতা পরিপন্থী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পূজা কোনো তামাশা নয়। দুষ্টকে তারা অসুর রুপে চিত্রায়িত করে সেটা ভালো কথা, যুগে যুগে দুষ্টের দমন আর শিষ্টের পালন ফুটে তুলতেই তাদের এই প্রয়াস কিন্তু কথা হলো হঠাৎ করে কেন তাদের কাছে ড. ইউনূস অসুর রুপে আবির্ভুত হলেন?

তার মানে কি বাংলাদেশ ও ড. ইউনূস সঠিক পথেই আছেন?

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৪

আফিফা_ইবনাত বলেছেন: রাজনৈতিক বা যেকোনো বেক্তিত্বকেই ধর্মীয় কোনো কিছুর সাথে তুলনা করা সমীচীন নয় কেননা ধর্ম কোনো মশকরা করার বিষয় নয়, এগুলো মূলত অবিবেচকেরাই করে

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর মন্তব্য।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



এটা ভারতের হীন মানসিকতার প্রকাশ। ভারত যে সঠিক পথে নেই, এটা তার নিকৃষ্ট প্রমান। একটি দেশ কতটা নীচে নামলে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের এভাবে হেয়প্রতিপন্ন করতে পারে, ভাবতেও কষ্ট হয়।

দুর্গার পায়ের নিচে ত্রিশূ*লবিদ্ধ অসুররূপী ড. ইউনূস, ডোনাল্ড ট্রাম্প

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা বাংলাদেশের পয়সা না পেয়ে পথে বসেছে তাই এখন হীনমন্যতায় ভুগছে; বাংলাদেশ থেকে কেউ যাচ্ছেনা। হাচিনাও নেই আহা কত দুক্কো!

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৮

সৈয়দ কুতুব বলেছেন: ভারতের কোন ওগা মগা ইউনুস সাহেব কে ওসুর বানিয়েছে তাই তিনি ঠিক পথে আছেন ? এটা কি আপনার assessment ? বাংলাদেশ ভারত কে ইলিশ দিতেসে আবার ভারত থেকে আদানির তড়িত নিতেসে । পেয়াজ , চাল , ডাল সব নিতেসে । দেশ বিরোধি কি কি চুকতি শেখ হাসিনা করে গেছেন সেগুলো আমরা এখনো জানতে পারিনি । বরডারে মারডার কমেছে ? বরং ভারত পুশ ইন বাড়িয়েছে ।

ইউনুস সাহেবকে বাংলাদেশিরা appraisal করবে । কোনো পাশের দেশের দাদু রা নয় ।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আন্তর্জাতিক চুক্তি চাইলেই বাতিল করা যায়না আর চুক্তির শর্ত এমনভাবে করেছে বাংলাদেশ কোনভাবে তা থেকে বের হয়ে আসতে পারবেনা আসতে হলে পুরো চুক্তির মেয়াদের ক্ষতিপূরন দিতে হবে এভাবেই হাচিনা চুক্তি করেছে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৯

নতুন বলেছেন: ভারতে মিডিয়া প্রচার করেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিরা জেগে উঠেছে এবং হিন্দুদের অত্যাচার করছে। তাই তাকে এবং ট্রাম্পকে অসুর বানিয়েছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গত কয়দিন আগেও গরুর পরিবহনের দায়ে একজনকে কুপিয়ে মারলো ভারতে তার পরও জঙ্গীরা বলে বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করছে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪০

শ্রাবণধারা বলেছেন: অসুর হোক আর যাই হোক ট্রাম্প, ইউনূস দুজনকেই কিন্তু বেশ স্মার্ট দেখাচ্ছে! :)
ইউনূস খুশি হবেন কিনা জানিনা, ট্রাম্প এটা দেখে খুশি হবে বলেই আমার ধারনা। :)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ট্রাম্প জানতে পারলে আরো ২৫% ট্যাক্স চাপিয়ে দেবেন। :D

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৩

আফলাতুন হায়দার চৌধুরী বলেছেন: ইন্ডিয়ানদের এসব ছোটলোকি আগেও হয়েছে। ওরা নিজেদের লোকজনদেরও অসুর বানিয়েছে। এই সব খবিসদের বানানো মুর্তি দিয়ে কারো কিছু যায় আসেনা। আমাদের দেশে যদি নরেন্দ্র মোদীকে অসুর বানিয়ে দূর্গা তার বুকে পা রেখে বর্শা দিয়ে খুঁচিয়ে মারছে এমন কিছু বানাতো তখন দেখতে পেতাম তাদের যাবতীয় বান্দর, ক্যাঙ্গারু ইত্যাদিদের লাফলাফি।

ওদের এসব ছোটলোকিতে বাংলাদেশের কারো কিছু যায় আসেনা।

ওরা ভয়াবহ জুতার বাড়ি খাইছে ২০২৪ এর ৩৬ অগাস্ট তারিখে। এই ব্যথা শত-সহস্র বছর ওদের জ্বালাবে। ওদের পাশাপাশি জ্বলছে কতিপয় বাঙ্গু পোগোতিশীল। জ্বলুক, আর দূর্গাপুজোয় ইউনুস, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে অসুর হিসাবে দেখে শান্তি লাভ করুক।


(দূর্গাপূজো বাঙ্গালী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। তাঁদেরকে জানাই শারদীয় শুভেচ্ছো।)

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ওরা ভয়াবহ জুতার বাড়ি খাইছে ২০২৪ এর ৩৬ অগাস্ট তারিখে। এই ব্যথা শত-সহস্র বছর ওদের জ্বালাবে। ওদের পাশাপাশি জ্বলছে কতিপয় বাঙ্গু পোগোতিশীল। জ্বলুক, আর দূর্গাপুজোয় ইউনুস, ডোনাল্ড ট্রাম্প, এদেরকে অসুর হিসাবে দেখে শান্তি লাভ করুক। এই কথাগুলো ভালো লেগেছে।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভারতের হীনমন্যতার পরিচয়। হাসিনার মতই ইতান বজ্জাত

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই বজ্জাত একহানে মিলছে

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩০

খাঁজা বাবা বলেছেন: বিজেপির প্রভাব

২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৩:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সত্যি কথা।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩২

এইচ এন নার্গিস বলেছেন: আমার মতে তাকে অসুর হিসেবেই দেখানো উচিৎ ।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনি ও ব্লগের বাকী জামাতী, হেফাজতি, শিবির ও জংগীরা কিভাবে দেখেন ইউনুসকে?

হিন্দুরা ইউসুসকে অসুর হিসেবে দেখছে; মুসলমানেরা তাকে শয়তানের শিষ্য, সুদখোর হিসেবে দেখে।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০১

মাথা পাগলা বলেছেন: জেনারেশন একাত্তর বলেছেন: আপনি ও ব্লগের বাকী জামাতী, হেফাজতি, শিবির ও জংগীরা কিভাবে দেখেন ইউনুসকে? হিন্দুরা ইউসুসকে অসুর হিসেবে দেখছে; মুসলমানেরা তাকে শয়তানের শিষ্য, সুদখোর হিসেবে দেখে।

বেয়াদপের মতো এভাবে সত্যি কথা বলতে নেই। সরি বলেন :D

জুলাই বিপ্লবের পর উনি শয়তানের শিষ্য না, আল্লাহর প্রেরিত দূত - ওয়াজে শুনেছি। আরও ৫ বছর স্যারকে দেখতে চাই। নিয়ম মতে ২০২৯ এ ভোট হওয়া উচিত - ব্যারিস্টার ফুয়াদ বলেছেন।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৯

মেঠোপথ২৩ বলেছেন: মুসলমানেরা তাকে শয়তানের শিষ্য, সুদখোর হিসেবে দেখে।

কোন মুসলমান ? গনহত্যার সহযোগীরা যারা নামে মুসলমান কিন্তু আদতে কাফের ?

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩১

নিমো বলেছেন: মেঠোপথ২৩ বলেছেন :কোন মুসলমান ? গনহত্যার সহযোগীরা যারা নামে মুসলমান কিন্তু আদতে কাফের ?
জা-শি ও তার কুকুরেরা। আপনার বলা কথার সাথে যাদের পরিচয় এক দম খাপে খাপ, গোলাম আযম যাদের বাপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.